নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

গোধূলির ছবি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

শীতের গোধূলি,
শস্য কাটা ক্ষেতে ধোঁয়ার কুণ্ডলী,
সারি বাঁধা গরু আর মহিষের গাড়ী
পেছনে পেছণে ঘূর্ণায়মান ধূলি।

রাখালেরা গবাদি নিয়ে ঘরে ফেরে,
ধীর পায়ে মুসল্লীরা মাসজিদে যায়,
ইমাম মুয়াজ্জিন আযানের অপেক্ষায়,
গেরস্ত ও কামলা মিলে গোলা ভরায়।

ললনারা গল্পে গল্পে লন্ঠনের কাঁচ মোছে,
কেরোসিন ঢেলে সলতে টেনে কুপি জ্বালে,
মায়েরা বাল্যশিক্ষা আর নামতার বই হাতে
অপেক্ষা করে তাদের শিশুদের মুখস্ত করাতে।

খানিক বাদে খেঁক শেয়ালের হুক্কা হুয়া ডাক,
ঝিঁঝি পোকা আর দলছুট জোনাকের আলো,
পাঠরত শিশুদের ক্লান্ত চোখে ঘুম এনে দেয়,
তারা কাজলা দিদির কবিতা পড়ে ঘুমিয়ে যায়।


ঢাকা
৩১ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতা পাঠ, মন্তব্য এবং কবিতায় প্লাস দিয়ে যাবার জন্য।
শুভকামনা...

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
গেরস্ত ও কামলা মিলে গোলা ভরায়।
কামলা এ শব্দের অর্থ কি ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: কৃষিশ্রমিক, দিনমজুর।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কামলা এর অর্থ যে এই কৃষিশ্রমিক, দিনমজুর। জানা ছিল না।


ভালো থাকুন।
ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনিও ভাল থাকুন, আপনাকেও আগ্রহ নিয়ে কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।
আপনি কী কী স্বপ্ন ফেরী করেন?? :)

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৩

পুলহ বলেছেন: আপনার এই লেখাটাকে বোধহয় কবিতার পারস্পেকটিভ থেকে এবং গল্পের পারস্পেকটিভ থেকে- দুভাবেই ভাবা যায়। কবিতা হিসেবে লেখাটা অত ভালো না লাগলেও, চিরন্তন বাংলার গল্প হিসেবে অসাধারণ মায়াময় লেগেছে লেখাটা আমার কাছে...

আপনার এ পোস্ট দারুণভাবে মনে করিয়ে দেয়- 'রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত'- কথাটিকে।
শ্রদ্ধা এবং শুভকামনা জানবেন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার অত ভালো লাগেনি জেনেও আমার খারাপ লাগেনি, কারণ আপনি আমার লেখাটার আরেকটি দিক উন্মোচন করেছেন। যথার্থ ও যথোপযুক্ত একটা উদ্ধৃতি দিয়ে (জহির রায়হানের 'হাজার বছর ধরে' থেকে) স্মরণ করিয়ে দিয়েছেন, চিরায়ত বাংলার পল্লী জীবনের প্রবাহমান ধারাটাকে সময়ের ফ্রেমে কথা দিয়ে বন্দী করে রাখাটা কবি লেখকদের একটা বড় দায়িত্ব।
কবিতায় যে চিত্র এসেছে, তা এখনো হয়তো প্রত্যন্ত গ্রাম বাঙলা্র কোন কোন এলাকায় দেখা যেতে পারে। তবে বেশীরভাগ গ্রামে এখন কাঁচা রাস্তার বদলে পাকা রাস্তা, কুপি বা লন্ঠনের আলোর বদলে বিজলী বাতি, গরু মহিষের গাড়ীর বদলে যন্ত্রচালিত শকট দেখা যায়। গ্রামের জনপদ থেকে শেয়াল তিরোহিত, জোনাক থাকলেও ঝোপ ঝাড়ের বাইরে খুব একটা দেখা যায় না।
সুন্দর, স্পষ্ট এবং আলোকিত মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন, এই শুভকামনা সব সময়ের জন্য।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: নিয়মিতভাবে আমার লেখা পড়ে মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ, সুমন কর। মন্তব্যে অনুপ্রাণিত।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২০

উম্মে সায়মা বলেছেন: সুন্দর বর্ণনা.....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হলাম।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

রাতুল_শাহ বলেছেন: অনেক আগের আমার গ্রামের অার আমার শৈশবের চিত্র দেখলাম। এই চিত্র এখন দেখা যায় না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন, এখন আর আগের মত গ্রামের এই চিত্র দেখা যায় না। ৪ নম্বর প্রতিমন্তব্যেও বলেছি, বেশীরভাগ গ্রামে এখন কাঁচা রাস্তার বদলে পাকা রাস্তা, কুপি বা লন্ঠনের আলোর বদলে বিজলী বাতি, গরু মহিষের গাড়ীর বদলে যন্ত্রচালিত শকট দেখা যায়। গ্রামের জনপদ থেকে শেয়াল তিরোহিত, জোনাক থাকলেও ঝোপ ঝাড়ের বাইরে খুব একটা দেখা যায় না।
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় মাটির ভুরভুরে গন্ধ পেলাম! গ্রাম নিয়ে এত নিবিড় অনুভবে এমন কবিতা গুলো হারিয়ে গেছে, যাচ্ছে!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: গোধূলির বর্নণাটা ভালো লেগেছে । +++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। গ্রামের গোধূলি নিয়ে এ লেখাটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম। মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে +++

ভালো থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

সামিয়া বলেছেন: ছন্দে ছন্দে গ্রামীণ শান্ত জীবনের প্রতিচ্ছবি , আহা আমার জীবনটা যদি অমন হত!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: এ জীবনটা আজকের প্রজন্মের চেনার কথা নয়। তবে সত্যিই, পটে আঁকা ছবির মতই শান্তিময় ছিল সে জীবন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত।
শুভকামনা...

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

ধ্রুবক আলো বলেছেন: গ্রাম্য জীবনের চিত্র ফুটে উঠেছে কাব্যে, খুব ভালো লাগলো,
সুন্দর কাব্যে +++++
শুভ কামনা রইলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে মন্তব্য করার জন্য। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ললনারা গল্পে গল্পে লন্ঠনের কাঁচ মোছে,
কেরোসিন ঢেলে সলতে টেনে কুপি জ্বালে,
মায়েরা বাল্যশিক্ষা আর নামতার বই হাতে
অপেক্ষা করে তাদের শিশুদের মুখস্ত করাতে।
আহাহাহা! একেবারে বাল্য স্মৃতি জাগিয়ে দিলেন। আপনার কাব্যের প্রতিটা চিত্রই আমার বাল্য কালে দেখা।
ভাই কি রামসুন্দর বসাক বা মদন মোহন তর্কালংকারের বাল্য শিক্ষা পড়েছেন? :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: ভাই কি রামসুন্দর বসাক বা মদন মোহন তর্কালংকারের বাল্য শিক্ষা পড়েছেন? -- হ্যাঁ হ্যাঁ পড়েছি তো বটেই।
কিছুটা বয়স্ক পাঠকদের নিকট এসব দৃশ্যাবলী পরিচিত হবারই কথা। তবে এখনকার তরুণদের কাছে এসব অচেনা দৃশ্য, অজানা তথ্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২

অরুনি মায়া অনু বলেছেন: এই ধরণের কবিতা গুলো খুব বেশি ভাল লাগে। স্মৃতির পাতায় নাড়া দিয়ে যায়। চোখের সামনে ভেসে উঠল আমার প্রিয় নানাবাড়ি। গোধূলি বেলায় আমার অন্যরকম অনুভূতি হয়। একজন বলেছিল অরুনি মায়া মানে গোধূলি বেলার সূর্য। যা ক্ষণস্থায়ী।
কবিতায় একরাশ ভাললাগা রেখে গেলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: গোধূলি বেলায় আমার অন্যরকম অনুভূতি হয় -- আমারও।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি।
শুভকামনা...

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

তারেক ফাহিম বলেছেন: কবিতাটি পড়ছি, আর পুরোনো স্মৃতিগুলো মিলেই যাচ্ছে ঠিক আমার সাথে. কোথায় হারালো সেই গোধূলী বেলা!!!!!

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, তারেক ফাহিম, কবিতাটি পড়ে একাত্মবোধ প্রকাশ করার জন্য।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.