নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী মেঘ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮

এক মায়াবতী মেঘ আমায় ছায়া দিয়েছিল,
হাওয়ায় ভেসে ভেসে আমার কাছে এসেছিল।
সে মেঘ আমায় কথার ছলে গল্প বলেছিল,
তার গল্প শুনে আমার চোখে স্বপ্ন ভেসেছিল।

মায়াবতী মেঘের বুকে কত কান্না জমা ছিল!
দেখতে পেলাম চোখ দুটো তার যখন ঝরেছিল।
যখন তৃষিত এ মরু বুকে তার অশ্রু পড়েছিল,
একটি রাতেই লক্ষ গোলাপ হঠাৎ ফুটেছিল!


ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++
বেশ সুন্দর লেখাখানি, খুব ভালো লাগলো 'মায়াবতী মেঘ' কাব্য।।

লক্ষ গোলাপ হঠাৎ একরাতেই ফুটেছিলো
কি সুন্দর অভিব্যক্তি,, ভালো লাগা রইলো অনেক....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: কল্পনাটা সুন্দর ছিল বলেই হয়তো তার অভিব্যক্তিটুকুও সুন্দর হয়েছে। সুন্দরের এ স্বীকৃতির জন্য অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য এবং প্লাস প্রেরণা দিয়ে গেল! শুভেচ্ছা রইলো...

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লেখনি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত ও ওনুপ্রাণিত হ'লাম।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

পুলহ বলেছেন: শেষের স্তবকটা বেশি সুন্দর। আবার শেষের স্তবকের মধ্য থেকে শেষের লাইনটা...
শুভকামনা জানবেন শ্রদ্ধেয়!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: শেষের লাইনটাই এ কবিতার পেছনের প্রেরণা।
অনেক ধন্যবাদ, কবিতা পড়ে নিজের মতামতটুকু জানিয়ে যাবার জন্য।
শুভেচ্ছা জানবেন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর। পড়তে খুব ভালো লাগছিলো।
মিষ্টি একটা রেশ ছড়িয়ে দিল।

শুভকামনা জানবেন.....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম আপনার এ সুন্দর মন্তব্যে। মন্তব্যটিও মিষ্টি একটা রেশ রেখে গেল!
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আমার টাইপোর রোগটা আর গেলো না!!!!!:):)

মায়াবতীর পরশে মরু
তুমি হয়ে মশগুল!!
দুঃখ সব ভুলে কি আজ
ফোটালে প্রেমের ফুল??


টাইপোর জন্য দুঃখিত!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: ঠিক আছে। আমি তো ঠিক মতই বুঝে নিয়েছিলাম। বোঝাটা আদতে ঠিক ছিল কিনা সেটা জানতেই এ প্রশ্ন করেছিলাম।
আবারো ধন্যবাদ। ভাল থাকুন!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: ৩ নম্বর মন্তব্যটা মুছে দিলে খুশি হব!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বর মন্তব্যটা এবং তার উত্তর মুছে দিয়েছি।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

খায়রুল আহসান বলেছেন: :)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

ANIKAT KAMAL বলেছেন: লক্ষ গোলাপ একটি রাতেই হঠাৎ ফুটেছিল। হঠাৎই জীব‌নে সব‌কিছু ঘ‌টে যায়। অাপনার লেখাগু‌লো সাধনার প্রা‌প্তি না‌কি অাল্লাহর উপহার অ‌নেক অ‌নেক ভা‌লোলাগার মুগদ্ধতা ছ‌ড়ি‌য়ে দিলাম স্যার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

খায়রুল আহসান বলেছেন: সবই অাল্লাহ'র উপহার! সেই সাথে মায়াবতীদের মায়া। কোন সাধনা নেই, কেবল প্রেমই সম্বল!
এ মায়া কিসের মায়া, এ প্রেম কেমন প্রেম, সে কেবল আমিই জানি...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
অ‌নেক অ‌নেক ভা‌লোলাগার মুগদ্ধতা ছ‌ড়ি‌য়ে দিলাম - প্রাণিত হ'লাম এমন মনস্পর্শী কথায়!

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাক্যগুলো প্রাণ পেয়েছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এমন মনস্পর্শী উৎসাহ দেয়ার জন্য। অনুপ্রাণিত হ'লাম।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই অসাধারণ অনুভূতি মিশিয়েছেন। ভালো লাগলো কবিতা।


শুভকামনা রইল, স্যার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত হ'লাম। প্রশংসায় অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

সিগনেচার নসিব বলেছেন: বাহ ! অনন্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ এ সুন্দর, ছোট্ট মন্তব্যের জন্য।
শুভেচ্ছা রইলো...

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়ামনি!!!! :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লাগায় প্রীত বোধ করছি। প্লাস দেয়ায় অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লিখেছেন +++
ভালো লাগলো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে এলেন!
ভাল লাগা এবং প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: মায়াবতী মেঘ .. আহা কত পুরোনো সেই গান মনে করিয়ে দিলেন .....

...তুল তুল রাঙা পায়েতে ....
ফুল ফুল বন ছায়াতে ...
পলাশের রঙ রাঙালো কখন চোখে সে স্বপন.....
মায়াবতী ....


কবিতা অসাধারণ হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: মায়াবতী মেঘের তন্দ্রা!
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
শুভকামনা...

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

জেন রসি বলেছেন: মায়াবতী কবিতা। কবিতা পড়ে এই কথাটাই মাথায় এসেছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: মায়াবতীর কবিতা বলেই তো মায়াবতী কবিতা!
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবশীল কবিতার স্নিগ্ধ কথাকলিতে মন অনাবিল প্রেমপিয়াসি পায়রার মতই নীল দিগন্তের মায়াবতী মেঘের দিকে ডানা ভেঙে উড়ে গেল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: মেঘের মতই সুন্দর, কাব্যিক মন্তব্য! অনেক অনেক ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৫

মানবী বলেছেন: "মায়াবতীদের মায়া"? :-)

কবিতার তৃতীয়, চতুর্থ পংক্তিদুটো বেশি ভালো লেগেছে পড়ে।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ খায়রুল আহসান।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এলেন, খুব ভাল লাগলো।
সামুতে এসে প্রথম আপনারই লেখা পড়ে মুগ্ধ হয়েছিলাম এবং আপনার লেখায় অনেক পাঠকের ভাল ভাল মন্তব্য পড়ে মনে করেছিলাম, এখানে আমার থাকতে হবে আপনার মত আরো অনেকের ভাল ভাল পোস্ট পড়ার জন্য। আপনার নিজের লেখা এবং অন্যের লেখায় আপনার মন্তব্যে অনেক প্রেষণা ও প্রণোদনা থাকে।
"মায়াবতীদের মায়া"? - ইঙ্গিতটা বুঝতে পেরেছি। :)
ভাল লাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০১

অতঃপর হৃদয় বলেছেন: আপনার কবিতা পড়ে গোলাপ দিবসের কথা মনে পড়ে গেল। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতা পড়ে আপনার গোলাপ দিবসের কথা মনে পড়েছে জেনে ভাল লাগলো। কারণ গোলাপ ভালবাসার প্রতীক।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪১

Arfin Sani বলেছেন: অন্তমিল "ছিলো,ছিলো,ছিলো" যদিও মুখে আড়ষ্টভাব আনে, কিন্তু, রুচিশীল ভাবনা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
অন্তমিল নিয়ে ততটা ভাবিনি হয়তো।
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

অরুনি মায়া অনু বলেছেন: তারমানে অতীত মায়া। আসলেই মায়াবতীরা এমনই। সময় পেরিয়ে যায়, কিন্তু মায়াবতীর মায়া ভুলে যাওয়া যায়না।
সুন্দর খুব সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের জীবন মায়াবতীদের ভালবাসায় সিক্ত, প্রেরণায় উজ্জীবিত, স্নিগ্ধ আলোয় আলোকিত, পরিশীলিত।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

টুটুল বলেছেন: কবিতা ছোটো। কিন্তু চিত্রকল্পগুলো অনেক ভালোলাগার মতো। শুভকামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: চিত্রকল্পগুলো অনেক ভালোলাগার মতো - ধন্যবাদ, আপনার এ ইতিবাচক মূল্যায়নের জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: চোরের মায়ের বড় গলা। প্রতিকারের সম্ভাবনা কম, যতক্ষণ না পোস্ট থেকে কপি পেস্ট এর অপশন তুলে দেয়া হয়।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে আপনাকে নিয়ে একটা সনেট লিখে পোষ্ট দিয়েছি,
প্রথম মন্তব্য আপনার থেকে চাই।

ব্লগার খায়রুল আহসান

খায়রুল আহসান ওপার চিন্তন
অব্যাহত রেখে তাঁর মনের সাদায়
আল্লাহর ইবাদত করেন আদায়
ভাবনার তীর তাঁর সুতীক্ষ্ণ চিক্কন।
কেটে গেছে কত কাল সফল জীবন
না আটকে পদদ্বয় অসুখী কাদায়
পরপার চিন্তা তাঁর মনটা কাঁদায়
এভাবেই ঘটে তাঁর আত্মার জীয়ন।
সুভদ্রের কথাকলি রত্নের ভান্ডার
মহোদয় এভাবেই সময় কাটুক,
জ্ঞানাঘাতে মরে যাক কূচিন্তা গন্ডার
আপনার প্রেরণায় এমনি ঘটুক।
তাঁর কথা যেন কোন মায়ের আাঁচল
মনবলে তিনিই যে বান্ধব আসল।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যে আমি যে কতটা অভিভূত হয়েছি, তা বলে বোঝাতে পারবো না ভাই ফরিদ আহমদ চৌধুরী। জীবনে এই প্রথম কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখলো, তাও আবার একেবারে ব্যাকরণসম্মত সনেট!
কেটে গেছে কত কাল সফল জীবন - আমার জীবনটা সফল কিনা জানিনা, তবে কোন অতৃপ্তি নেই।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমাকে নিয়ে লেখা আপনার এ সনেটের জন্য।

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

নেক্সাস বলেছেন: বেশ সুন্দর

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লেখা প্রিয় কবি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

২৮| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩২

ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভালো লেগেছে....

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি আপনার খুব ভালো লেগেছে জানতে পেরে খুব খুশী হ'লাম। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা রইলো...

২৯| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার রোমান্টিক কবিতা! শুধুই মুগ্ধতা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: পুনরায় কবিতায় এসে মন্তব্য করে যাবার জন্য অশেষ ধন্যবাদ। আপনার এ মুগ্ধতা আমায় অনুপ্রাণিত করে
গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.