নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

জীবনের খসড়া খাতায়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

ইচ্ছে হলেই সব কথা বলা যায় না। তবে না বললেও-
কিছু কিছু মনের কথা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে,
না বলা কথাগুলো মাঝে মাঝে ভেসে ওঠে চোখে মুখে।
যার শোনার, সে শুধু শুনেই যায়, মুখে কিছু বলে না।
যার দেখার, সে দেখে শুধু মনে মনে ছবি এঁকে যায়।

এ জীবনে অনেক কথা শুধু কল্পনায় বলা হয়ে থাকে।
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।
কিছু ভাল লাগার কথা নিজের কাছেই রেখে দিতে হয়,
কিছু কিছু ভালবাসাও, কিছু ভালবাসার নিরবয়ব কথাও।
জীবনের খসড়া খাতায় অনেক খসড়া খসড়াই রয়ে যায়!


ঢাকা
১৫ ফেব্রুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

(কুম্ভিলকদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে কবিতাটি নিজের নামে চালিয়ে দেবেন না। আপনার এ দুষ্কর্ম চিরদিন অন লাইনে আপনার বন্ধু বান্ধব এবং ভবিষ্যৎ বংশধরদের জন্য কালিমার স্বাক্ষর হয়ে রবে। যদি একান্তই কবিতাটি আপনার ভাল লেগে থাকে, তবে দয়া করে কবির নামোল্লেখ করে তাকে অন্ততঃ এটুকু সৌজন্য প্রদর্শন করুন)

মন্তব্য ৪৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

খায়রুল আহসান বলেছেন: সাহিত্য চোরদের দৌরাত্মে বড় বিরক্তিতে আছি। বিলিয়ার রহমানের লেখা পড়ে প্রথম জানতে পারি, লেখা চুরি যাওয়া কুলীন কবি লেখকদের সাথে অবশেষে আমার নামটাও যুক্ত হয়েছে! আমার মায়াবতী মেঘ কবিতাটি সামুতে প্রকাশিত হবার তিন মিনিটের মাথায় একজন নরাধম কুম্ভিলক সেটা চুরি করে তার নিজের ফেইসবুক পেইজে নিজের নামে চালিয়ে দিয়েছে এবং সেটা ব্যাপক 'লাইক' আর বাহবা পেয়েছে।
আজ সকালে আবার বিলিয়ার রহমান আমাকে অভিনন্দন জানিয়েছে, মাত্র গতকালই প্রকাশিত আমার প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই লেখাটি আজ সকালে Nirab Ahmed নামে এক চোর তার ফেইসবুক এর পাতায় সেটা টুকে দিয়েছে, সেজন্য!

এতদিন নিশ্চিন্ত ছিলাম। এখন ব্যাপারটি জানতে পেরে বিরক্তি আর উৎকন্ঠায় আছি। হয়তো দেখা যাবে, অচিরেই আমার এ কবিতাটাও কোন কুম্ভিলক মহোদয় ব্রাকেটের কথাগুলো সহই তার নামে চালিয়ে দিয়েছেন! :) :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
কুম্ভিলকদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে কবিতাটি নিজের নামে চালিয়ে দেবেন না।

আপনার সাখে একমত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

খায়রুল আহসান বলেছেন: ঐকমত্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

হাবিব শুভ বলেছেন: কুম্ভিলক রা সারাজীবন ই বেহায়া হয়। এদের লজ্জা শরম নাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। এদের কোন লজ্জা শরমের বালাই নাই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:
এ জীবনে অনেক কথা শুধু কল্পনায় বলা হয়ে থাকে।
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।


...........একেবারে সত্যি কথা, ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: কথাগুলো কি সাদা মনের মানুষ এর কমন পড়েছে?? :) :)
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা...

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



জীবনের অনেক কিছু মনের কোণে আপন ভুবনে থেকে যায়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

খায়রুল আহসান বলেছেন: জীবনের অনেক কিছু মনের কোণে আপন ভুবনে থেকে যায় -- সুন্দর বলেছেন। হ্যাঁ, তাই যায়, তাই হয়ে থাকে।
তার পরেও জীবনটা সুন্দর, কারণ জীবনের আনাচে কানাচে অনেক ভালবাসা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলোকেই অঞ্জলিতে তুলে নিয়ে পরম সুখ অনুভব করা যায়।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবনের অনেক হিসাব অপূর্ণ থেকে যায়। রাফ খাতায় অর্ধ কষা অংকটা অসমাপ্ত রেখেই পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এভাবেই জীবন চলছে, চলবে।


১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হয় সবার জীবনেই এটা কমন পড়ার কথা ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, হতে পারে!!!

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

অরুনি মায়া অনু বলেছেন: না বলা কথাগুলো হয়ত চিরকাল অজানা রয়ে যায়, নয়ত হয়ে যায় আংশিক জানা যা চোখেমুখে ফুটে উঠে। কেউ কেউ হয়ত বুঝে নেয়, কেউ কেউ বুঝেও না বুঝার ভান করে।
সুন্দর লিখেছেন বরাবরের মতই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি কবিতাটা পড়ার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

ধ্রুবক আলো বলেছেন: এইসব কপি পেস্টারদের জন্য লেখা পোস্ট করাটা একটা দায় হয়ে গেছে!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: খুবই বিরক্তিকর এবং হতাশাজনক একটি অভিজ্ঞতা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
শুভেচ্ছা...

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫০

উম্মে সায়মা বলেছেন: আপনি যেন একেবারে মনের কথাগুলো বলেন!
খুব ভালো লাগল....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

খায়রুল আহসান বলেছেন: তাই? প্রীত হ'লাম।
ভাল থাকুন। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল কবিতা , অনুভুতির অসাধারন প্রকাশ,
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।
তবে দেখা যায়
আবার অনেকেই সারা জীবন নীজেকে শুধু সংগোপনে রাখে
কেও কেও আবার নীজকে প্রকাশের জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে
এ ভুবনে কত বিচিত্র ঘটনাই এক মানব জীবনে যে ঘটে !!!!

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: এ ভুবনে কত বিচিত্র ঘটনাই এক মানব জীবনে যে ঘটে ! -- সত্যিই তাই।
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন আলী ভাই।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: কিছু কথা না বলাই থেকে যায়...

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬

খায়রুল আহসান বলেছেন: ঠিক তাই। তবে, না বলা থাকলেও, কথাগুলো নিয়ে অনেক নাড়াচাড়া হয়।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

আমিই মিসির আলী বলেছেন: এ জীবনে অনেক কথা শুধু কল্পনায় বলা হয়ে থাকে।
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।
কিছু ভাল লাগার কথা নিজের কাছেই রেখে দিতে হয়,
কিছু কিছু ভালবাসাও, কিছু ভালবাসার নিরবয়ব কথাও।
জীবনের রাফ খাতায় অনেক খসড়া খসড়াই রয়ে যায়!



মুগ্ধ হইলাম ভাইয়া।
++


আর চোরদের কাজই চুরি করা। তাদের বলে কোন লাভ হবে না।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মুগ্ধতার কথা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, আমিই মিসির আলী। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার প্রথম পোস্ট প্রেম, কুসংস্কার এবং নোয়াখাইল্যা পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। একটু সময় করে দেখে নেবেন।
শুভকামনা রইলো...

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



"এ জীবনে অনেক কথা শুধু কল্পনায় বলা হয়ে থাকে।
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।
কিছু ভাল লাগার কথা নিজের কাছেই রেখে দিতে হয়,
কিছু কিছু ভালবাসাও, কিছু ভালবাসার নিরবয়ব কথাও।
জীবনের রাফ খাতায় অনেক খসড়া খসড়াই রয়ে যায়!"
কি বলবো এখানে, কিভাবে জানাবো কবির প্রতি কৃতজ্ঞতা। এ যে চিরন্তনতা অমোঘ সত্য, অনেকেরই নীরব যাতনা। আমি মুগ্ধ কবির প্রতি। মুগ্ধতা রইল কবিতায় +++++

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। কবিতার এ চরণগুলো আপনার এতটা ভাল লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত বোধ করছি।
অনেক অনেক শুভেচ্ছা।
আপনার গান লেখা চালিয়ে যান। গলাও ভাল, যদিও উচ্চারণে একটু ঘষা মাজার প্রয়োজন রয়েছে। আশাকরি একদিন নাম করা গীতিকার/গায়কে পরিণত হবেন।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: সেই "গোপন প্রেমিকদের" লিংক পেলে একটু জুতো মেরে আসা যেত।।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: ব্যাপারটা নিয়ে আমি এতটাই বীতশ্রদ্ধ যে এখন আর লিঙ্ক খুঁজতে ইচ্ছে করেনা। বিলিয়ার রহমান মাঝে মাঝে লিঙ্ক ধরিয়ে দিয়ে যায়, সেগুলো দেখে শুধু আহতই হই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার উচ্চ স্পিরিট দেখে ভাল লাগলো।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন ভাইজান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কিছু কমুনা!!!!!!!!!!!!!!!!!! কেবল দেখামু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: কি আর করা!

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: জীবনের রাফ খাতায় কাটাকুটি............. আমি মনে করি না যে, জীবনে কোন রাফ খাতা আছে বা জীবন একটি রাফ খাতা। আমার কাছে জীবন বা জীবনের প্রতিটা মুহুর্তই পাকা খাতা। তাই শিরোণামে দ্বিমত পোষণ করলাম।

জীবন অনেক ছোট, তাই হয়তো সব কথা বলার সময় হয়ে ওঠে না।

কবিতায় অনেক ভাললাগা।

শুভকামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:০৩

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা আচ্ছা, দ্বিমত পোষণ তো করতেই পারেন। জীবনটা তো একটা পাকা খাতাই বটে, এখানে যা কিছু লেখা হয়, আজীবন রয়ে যায়। সেই অর্থে এটা পাকা খাতা, এতে কোন সন্দেহ নেই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

বিজন রয় বলেছেন: আর লেখা চোরের বিষয়টি উদ্বেগজনক।

কিন্তু প্রতিকার কি।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:১২

খায়রুল আহসান বলেছেন: প্রতিকারের আশা ছেড়ে দিয়েছি।
আগে ভাবতাম, চোরগুলো বুঝি শুধু এ দেশের। এখন দেখছি ও পারের দাদাবাবুরাও চৌর্যবৃত্তির কাজে কম পারদর্শী নহেন (১৮ নং মন্তব্য দ্রষ্টব্য)।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

সামিয়া বলেছেন: অসাধারণ

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৪২

খায়রুল আহসান বলেছেন: মাত্র একটা শব্দ লিখেও মানুষকে কতটা প্রেরণা দেয়া যায়, এপ্রিশিয়েট করা যায়, অসাধারণ!
প্লাসে প্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা...

২২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

কলমের কালি শেষ বলেছেন: সব কথা যায় না বলা
বললে পুড়বে ভালোবাসার ঘর
যেমন যায় না দেখানো প্রেম
তেমন যায় না বলা সব কথা ।

ভাল লেগেছে কবিতা ।

কোন এক সময় আমি কিছু অণুকাব্য লিখেছিলাম । তার মধ্যে একটা ছিলো-

''সাল ২০৩০,
হঠাৎ লেখক, কবিরা বিলুপ্ত হতে লাগলো,
কারণ হিসেবে দেখান হচ্ছে, কপি পেস্টিয়ানদের প্রাদুর্ভাব !''

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার অণুকাব্যটা দারুণ ছিল। :)
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার গভীরতা অনেক! আপনার কল্পনাশক্তি সত্যিই প্রখর!

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এলেন। আশাকরি ভালই ছিলেন এতদিন।
কবি ও কবিতার প্রশংসায় যারপরনাই প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.