নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
খয়েরী আর সাদা রঙের একটা চিল
কাছের আকাশটাতে ওড়াওড়ি করে
প্রতিদিন, নিয়ম মাফিক।
তার সুখ দেখে আত্মসুখে ভেসে যায়
জীবনের পথ চলা এক ক্লান্ত পথিক!
দূর আকাশটার দিকে তাকিয়ে-
ভাবুক তার অতীত স্মৃতি খোঁজে অপলকে।
তাকিয়ে থাকে ঐ দূর নীলিমায়,
কি জানি এক কিসের মায়ায়,
হঠাৎ চিলের ডাকে সে সম্বিত ফিরে পায়।
মনে পড়ে তার, আগ্রাবাদের আকাশটাতেও
উড়তো খয়েরী আর সাদা রঙের এক চিল,
ক্ষণে ক্ষণে ডাক দিয়ে যেত, নাড়িয়ে ডানা।
কখনো নেমে আসতো তাদের উঠোনটাতে
ছোঁ মেরে ধরে নিতে নিরীহ এক মুরগীর ছানা।
ঢাকা
১৩ মার্চ ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
ছবিসূত্রঃ গুগল
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: আপনার কাছ থেকে প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস পেয়ে আমার এ কবিতাটা ধন্য হলো।
অনেক অনেক ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য এবং মন্তব্য ও প্লাসের ('লাইক' এর) জন্য।
আগে তো ঢাকার আকাশে শকুনও দেখা যেত। আমরা ছোটবেলায় দেখেছি। নীচের ৫ নং মন্তব্য পড়ে দেখুন, এখনকার ছেলে মেয়েরা শকুন তো দূরের কথা, চিলও দেখেনি। শুধুই কাক দেখেছে। নগরায়নের সাথে সাথে এভাবেই অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।
২| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯
পুলহ বলেছেন: কবিতায় 'আগ্রাবাদ' জায়গাটির কথা কবি যেভাবে এনেছেন, তা থেকে মনে হয় স্থানটির সাথে কবিতার মূল চরিত্রের/ বক্তার সংখ্যায় বহু এবং বিশেষ স্মৃতি জড়িত ; এ কারণে কবিতায়ও বিশেষভাবেই তার উল্লেখ আর আবির্ভাব।
অনেকদিন পর বোধহয় আপনার কবিতা পড়লাম। ভালো আছেন স্যার আশা রাখি।
শুভকামনা জানুন !
২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
খায়রুল আহসান বলেছেন: 'আগ্রাবাদ' আমার জন্মস্থান। শৈশবের কিছুটা সময় কেটেছে সেখানে- প্রথম ৬/৭ বছর। একেবারে ছোটবেলার কথা ভাবতে গেলে ঘুরে ফিরে কিছু স্মৃতি মনে আসে। বাসার পাশে একটা খাল ছিল, সেখানে জোয়ার ভাটার সময় পানির ওঠা নামা দেখতাম। সেই পানিতে এক অপরিচিত দাদুর মাছ ধরা দেখতে দেখতে তার সাথে খুব খাতির হয়ে গিয়েছিল। সেই অপরিচিত দাদুটি একদিন আমাদের বাসায় এসে আব্বার কাছে আমার বুদ্ধিমত্তার (?) প্রশংসা করে গিয়েছিলেন। একদিন একটা চিল একটা বড় সাইজের মুরগীর বাচ্চা খেয়ে প্রায় দম বন্ধ হবার উপক্রম হয়ে আমাদের সব্জী বাগানে ধপাস করে ভূপাতিত হয়েছিল। এক প্রতিবেশীনি একদিন হঠাৎ করে উন্মাদ হয়ে যান। তার স্বামীর শার্ট প্যান্ট জুতো মোজা পড়ে সারাদিন রাস্তায় পায়চারী করেছিলেন এবং বিড় বিড় করে কী যেন বলছিলেন। তাকে দেখে খুব ভয় পেয়েছিলাম। স্কাউট জাম্বোরী উপলক্ষে প্রেসিডেন্ট আইউব খান এসেছিলেন একবার, সে কথাও অল্প অল্প মনে আছে।
এমন কিছু স্মৃতির কথা ভাবতে ভাবতেই কবিতাটা মনে এলো। বেশ কিছুদিন থেকে মনে হয় রাইটার্স ব্লক আমায় পেয়ে বসেছে, নতুন কিছু লিখতে পারছি না।
আপনি কবিতাটা মন দিয়ে পড়েছেন এবং আন্তরিক মন্তব্য করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন। অনেক অনেক শুভকামনা রইলো...
৩| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬
জাহিদ অনিক বলেছেন: জীবনানন্দের মত বলতে ইচ্ছে হচ্ছে,
হায় চিল, সোনালী চিল !
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: এমন কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
৪| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা...
৫| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
ওমেরা বলেছেন: চিল আবার কোনটা আমি তো শুধু কাক চিনি !
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: হা হা হা... গুগল করে দেখে নিন!
থাক, আপনার কষ্ট করতে হবেনা। আমিই কবিতায় উল্লেখিত চিলের মতই তিনটা চিলের ছবি সংযোজন করে দিলাম।
এবারে চিল নয়, বলুন কবিতা কেমন হয়েছে???
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: এর পরেও চিল সম্বন্ধে আরো কিছু জানতে হলে পড়ুনঃ
http://www.risingbd.com/index.php/feature-news/52484
৬| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
ধ্রুবক আলো বলেছেন: খয়েরী আর সাদা রঙের এক চিল
+++++
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
৭| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
ধ্রুবক আলো বলেছেন: তার সুখ দেখে আত্মসুখে ভেসে যায়
জীবনের পথ চলা এক ক্লান্ত পথিক!
- পাখির জীবনটা অনেক সুন্দর! তার কোনো পিছু টান নেই! কোনো সীমানা নেই, কোনো নির্দিষ্ট নীড় নেই। এক বুক ভরা আকাশ আছে।
অসাধারন।
( বিশ্বাস হবে কিনা জানি না, কম পক্ষে পাঁচবার পড়েছি কবিতাটা) চিলও পাখি, আমার অবশ্য মাছরাঙ্গা পছন্দ, পাখির জীবন আমাকে টানে, এ নিয়ে একটা কবিতা লেখা আছে অচিরেই পোস্ট করবো।
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: কম পক্ষে পাঁচবার পড়েছি কবিতাটা - অনেক ধন্যবাদ জানাচ্ছি এজন্য।
পাখির জীবন আমাকে টানে, এ নিয়ে একটা কবিতা লেখা আছে অচিরেই পোস্ট করবো -- অপেক্ষায় থাকলাম।
পাখির কোনো নির্দিষ্ট নীড় নেই -- এ কথাটা বোধ হয় ঠিক নয়। দিন শেষে পাখি তার নির্দিষ্ট নীড়ে ফিরে আসে, তবে তার সে নীড়টা সাময়িক হতে পারে। ঋতুতে ঋতুতে বদলাতে পারে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৮| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫
বনলতা আবেদিন বলেছেন: বেশ ভালো হয়েছে উড়ু উড়ু মনের শান্ত মেজাজের কবিতাটি । লুকিয়ে আছে ভাবুক মন আর পুরনো স্মৃতি । দারুণ হয়েছে কবি, দারুণ হয়েছে । ভালো থাকুন হাজার বছর ।
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি। প্লাসে অনুপ্রাণিত।
৯| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৮
বর্ষন হোমস বলেছেন: দূর আকাশটার দিকে তাকিয়ে-
ভাবুক তার অতীত স্মৃতি খোঁজে অপলকে।
তাকিয়ে থাকে ঐ দূর নীলিমায়,
কি জানি এক কিসের মায়ায়,
হঠাৎ চিলের ডাকে সে সম্বিত ফিরে পায়।
অস্থির একখান লেখা
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
১০| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬
দীপান্বিতা বলেছেন: ভাল লাগল ঃ।)
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
আপনি সম্প্রতি আপনার একটা অনেক পুরনো পোস্টে আমার পুরনো মন্তব্য একনলেজ করেছেন দেখে খুব ভাল লাগলো।
আপনার আরেকটি পুরনো পোস্ট মাটি পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম। আশাকরি, সময় করে পড়ে দেখবেন।
১১| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: নম্বর স্ট্যানজাটা দারুন হয়েছে!
ওভারঅল প্লাস!
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮
খায়রুল আহসান বলেছেন: কত নম্বর স্ট্যানজাটা দারুন হয়েছে?
কবিতা পাঠ এবং প্লাসের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১২| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কবিতা মনটাকে নষ্ট্যালজিক করে দিলো, অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।
২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতাটা আপনার মনটাকে নষ্ট্যালজিক করে দিতে পেরেছে জেনে ভালই লাগলো। আমিও চাই, কবিতা পড়ে পাঠক তার নিজ জীবনের স্মৃতি হাতড়াক।
১৩| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১
বিলিয়ার রহমান বলেছেন: ২ নম্বর স্ট্যানজাটা আমার সব থেকে দারুন লেগেছে!
২ সংখ্যাটা আগের মন্তব্যে কেন আসলো না জানিনা!
২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: সমস্যা নেই। মাঝে মাঝে এমন হয়। প্রথম শব্দ বা সংখ্যাটা হাওয়া হয়ে যায়।
১৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: বেশ কিছুদিন থেকে মনে হয় রাইটার্স ব্লক আমায় পেয়ে বসেছে, নতুন কিছু লিখতে পারছি না।
ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব আমার দোয়া ও শুভ কামনা রইলো।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থেকো...
১৫| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি অনেক ভাল লাগল ভাই ।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশী হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।
১৬| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
ধ্রুবক আলো বলেছেন: পাখির কোনো নির্দিষ্ট নীড় নেই -- এ কথাটা বোধ হয় ঠিক নয়। দিন শেষে পাখি তার নির্দিষ্ট নীড়ে ফিরে আসে, তবে তার সে নীড়টা সাময়িক হতে পারে। ঋতুতে ঋতুতে বদলাতে পারে।
- হ্যা সেটাই বলতে চেয়ে ছিলাম কিন্তু গুছিয়ে লেখতে পারিনি কথাটা।
প্রতিউত্তরে খুব ভালো লাগলো। আপনার নাতি 'আনায়া' কেমন আছে? আপনার নাতি যেন সুস্থ এবং সবল ভাবে বড় হয় সেই দয়া করি।
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: 'আনায়া' আমার নাতি নয়, আদরের নাতনি। ও ভাল আছে, বড় হচ্ছে। আড়াই পার হলো। এখন বেশ কথা বলে। গতকাল ওর বাবা মায়ের সাথে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানাদি উপভোগ করেছে অবাক হয়ে। হয়তো আগামী বছর সে নিজেও একটা কিছুতে অংশ গ্রহণ করতে পারবে ইন শা আল্লাহ! ওর জন্য দোয়া কাম্য।
১৭| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
রানা আমান বলেছেন: আমারো ছেলেবেলার একটি মজার কথা মনে পড়ে গেল , আমাদের নরসিংদীর বাড়িতে অনেক উঁচু একটি নারকোল গাছের নিচে প্রায় প্রতিদিনই পড়ে থাকতো আস্ত বা আধখাওয়া মাছ , বেশিরভাগই সরপুঁটি অথবা তেলাপিয়া , নারকোল গাছটিতে একটি চিল বসে থাকতো প্রায়ই , হয়ত বাসা বেঁধেছিলো ওখানে ।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: আপনার অনুমান হয়তো ঠিকই হবে। চিলের ঠোঁট থেকেই হয়তো আধা খাওয়া মাছগুলো নীচে পড়ে থাকবে।
কবিতা পড়ে নিজস্ব স্মৃতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, রানা আমান। প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
১৮| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৩
রানা আমান বলেছেন: আরো একটি কথা বলতেই হচ্ছে , আমার ছেলেবেলায় দেখা সে চিলটি দেখতে একেবারে অবিকল আপনার কবিতায় উল্লেখিত চিলের মতই । সেটির ই ছবি কিনা কে জানে ।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: ছবি তিনটে গুগল ঘেঁটে বের করেছি। তবে আমার দেখা বাস্তবের চিলটিও ছিল ছবির এ চিলের মতই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। দুটো মন্তব্যেই প্রীত ও অনুপ্রাণিত।
১৯| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭
ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার লিন্ক থেকে চিল সম্পর্কে অনেক কিছু জেনেছি, চিল নিয়ে মোটা মোটি একটা রচনা লিখতে পারব ।
আসলে ভাইয়া আপনাদের মত জ্ঞানীদের লিখায় কমেন্ট করার মত ভাষা বা জ্ঞান কোনটাই আমার নেই । কবিতা আমি একবার না কয়েকবার পড়ছি , আমার ভাবীকে ও শুনিয়েছি ,ভাবী শুনে বলেছে খুব সুন্দর কবিতা ! আমি তো নষ্টালজিক হয়ে গেলাম ,ছোট বেলায় আমাদের বাড়িতে মাঝে মাঝেই চিলে মুরগীর বাচ্চা নিয়ে ,এর জন্য মায়ের কাছে কত গালি খেয়েছি ।
আবার ও আমার আন্তরিক ধন্যবাদ নিবেন সন্মানিত ভাইয়া ।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: পুনর্বার মন্তব্যে প্রীত হ'লাম। আপনাকেও অনেক ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয়বার মন্তব্য করতে এসে 'লাইক' দিয়ে যাবার জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হয়েছি।
২০| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
সাদা মনের মানুষ বলেছেন:
২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ছবি দেখেই জানটা ঠান্ডা হয়ে গেল!
২১| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!
২২| ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
ধ্রুবক আলো বলেছেন: ওহো, নাতনি লিখতে গিয়ে নাতি লিখে ফেলেছি, সরি। ইদানিং টাইপ করতে গিয়ে টাইপো বেশি পরে।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: ইদানিং টাইপ করতে গিয়ে টাইপো বেশি পরে। --
সমস্যা নেই!
২৩| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৭
মুশি-১৯৯৪ বলেছেন:
কত পাখিকেই বলেছিলুম একটু দাঁড়াও, গানটা শেষ করিয়া যাও, সবটা শুনি।
কই আর দাঁড়াইল। গাহিতে গাহিতে কোথায় চলিয়া গেল, শেষটা শোনা গেল না।
তবে চিলের কন্ঠে যে সুর ,তা বোধকরি চেচানি প্রজাতির ।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫১
খায়রুল আহসান বলেছেন: পাখির কাজই হচ্ছে গাহিতে গাহিতে চলিয়া যাওয়া, আর কবির কাজই হচ্ছে তাহা শুনিতে শুনিতে অথবা ভাবিতে ভাবিতে কবিতা লেখা। পাখি যেথায় যাইতে চায়, যাউক! কবির মনে তাহার কোন স্মৃতি রাখিয়া গেলে একদিন ঠিকই তাহা কবিতা হইয়া বাহির হইয়া আসিবে!
চিল চেঁচাইলেও, উহার মধ্যেও কখনো কখনো মায়া মেশানো থাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হইলাম!
২৪| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪
অরুনি মায়া অনু বলেছেন: কখনো খয়েরী আর সাদা রাঙের চিল দেখিনি। তবে শুধু খয়েরী দেখেছি। রোজই দেখি বিকেলে, প্রচুর চিল উড়ে আকাশে। স্মৃতিতে ভেসে উঠে মাঝে মাঝে গ্রামের বাড়িতে ছোঁ মেরে নিয়ে যাওয়া নানীর মুরগির ছানা ও মা মুরগিটির বিকট চিৎকার।
তবে আপনার লেখা সেই ক্লান্ত পথিকের মত নেই ভাবনা, নেই অপেক্ষা, নেই হৃদয় ভারী করা দীর্ঘশ্বাস।
ভাল লেগেছে স্মৃতিচারণ।
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১১
খায়রুল আহসান বলেছেন: কখনো খয়েরী আর সাদা রাঙের চিল দেখিনি -- বলেন কী?
তবে আপনার লেখা সেই ক্লান্ত পথিকের মত নেই ভাবনা, নেই অপেক্ষা, নেই হৃদয় ভারী করা দীর্ঘশ্বাস -- তা বেশ!
ভাল লেগেছে স্মৃতিচারণ -- অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২৫| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২
করুণাধারা বলেছেন:
কবিতা এক চিলকে নিয়ে, তবু মাথার মধ্যে ঘোরাফেরা করছে দুটো শব্দ- ক্লান্ত পথিক। আমাদের সকলের মাঝেই থাকে এক ক্লান্ত পথিক।
কবিতা পড়ে বহুদিন পর আকাশের দিকে চেয়ে দেখলাম।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: খুব মন দিয়ে পড়েছেন কবিতাটা, বোঝাই যাচ্ছে। ধন্য হ'লাম এমন সুচারু বিশ্লেষণে।
কবিতা পড়ে বহুদিন পর আকাশের দিকে চেয়ে দেখলাম -- চেয়ে থেকে চিল না পেলেও, চিন্তার খোরাক নিশ্চয়ই পেয়েছেন কিছু? না হলেও অন্ততঃ শুধুই ভাল লাগার কিছু অনুভূতি!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার পুরনো পোস্ট দ্বীপ বিভীষিকা এবং পাসপোর্ট রিনিউ এর উপর দুটো মন্তব্য রেখে এসেছি।
২৬| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৮
সিনবাদ জাহাজি বলেছেন: দারুন +++
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার প্রথম পোস্ট কাহার তরে পড়ে এলাম। কবিতাটি ভাল লেগেছে।
২৭| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি অতঃপর হৃদয় এর হৃদয় ছুঁয়ে গেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
২৮| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর ছবি গুলা
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: অনেক সুন্দর ছবি গুলা -- আর কবিতা??
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ।
অনেকদিন চিল দেখি না।
অনেক ভাল লিখেছেন