নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আটপৌরে এ জীবনের কত হিসেব নিকেশ,
কত ভালবাসা, কত স্বপ্নের আশা-নিরাশা
মনের অগোচরে কোথায় বিলীন হয়ে যায়!
হায়! একদিন সব বন্ধন শিথিল হয়ে যায়।
একদিন মুঠোয় বাঁধা হাত ছেড়ে দিতে হয়,
পৃথিবীর বুক চিরে নতুন নতুন পথ সৃষ্টি হয়,
সে পথ বেয়ে ভালবাসার মানুষেরা চলে যায়।
একদিন আর কোন বাঁধন থাকেনা, অথবা
কোন আকুল আশাও থাকে না, দাবীও না।
ছলছল দু’চোখে শুধু তাকিয়েই থাকা যায়।
ঢাকা
২৪ এপ্রিল ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার দার্শনিক মন্তব্য। ধন্যবাদ, প্রীত হ'লাম।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্যু, সকল রোগের ঔষধ । তাই মহাপাপেও একটি সুন্দর মৃত্যু কামনায়, ক্ষমার বৃত্তে থেকে যেন হয় প্রয়াণ ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২
খায়রুল আহসান বলেছেন: ক্ষমার বৃত্তে থেকে যেন হয় প্রয়াণ -- তাই হোক, তাই যেন হয়!
তবে আমার এ কবিতার পেছনের ভাবনাটা এরকমঃ
ভালবাসার ডোরে আমরা যাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখি, বা বেঁধে রাখতে চাই, সে বাঁধন চিরস্থায়ী নয়। একদিন ভালবাসার মানুষেরা তাদের নিজস্ব ঠিকানা খুঁজে পায়, সেখানে চলে যায়। মায়ার এ বাঁধনটাকে তখন বড় শূণ্য শূণ্য মনে হয়। ছোট ছোট বিচ্ছেদও, সাময়িক হলেও, আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রথম প্লাসে অনুপ্রাণিত।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪
ক্লে ডল বলেছেন: ভাল লাগল। যে যত দূরে যাক, যেন ভাল থাকে।
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: যে যত দূরে যাক, যেন ভাল থাকে - এটাই চাই। ভাল রাখার মালিক কেবল একজনই। তাঁর কাছেই যত নিবেদন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তবে ও প্লাসে অনুপ্রাণিত।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: একদিন সব বাঁধন শিথিল হয়ে যায় -- এটাই সত্য।
কবিতা ভালো লেগেছে।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনটা ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে কিন্তু জীবন একেবারে শেষ হয়ে যায় না ৷যেতে হবে মহাকালে পথে কিন্তু পরে আছি এ জীবনের সফলতা আর বিফলাতার কথা ভেবে । আরেক জীবন যে বাকি আছে কিন্তু পরের জীবনে এই জীবনের কর্মফলের হিসাব.. কি যে আছে কপালে ! মাঝে মাঝে জীবনের দিশা খুঁজে পাই না, এ কারণে আফসোস হয় ..............
ভালো থাকুন সবসময়.......
শুভ কামনা রইলো।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে জীবন এবং মহাকাল সম্বন্ধে ভেবেছেন, এতেই আমি খুশী।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৮
মানবী বলেছেন: "পৃথিবীর বুক চিরে নতুন নতুন পথ সৃষ্টি হয়,
সে পথ বেয়ে ভালবাসার মানুষেরা চলে যায়।"
-নির্মম বাস্তব!
পৃথিবীর সব বাঁধনই এক সময় শিথিল হয়ে যায়, অপ্রিয় অথচ ধ্রুব সত্য!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ খায়রুল আহসান।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য রেখে যাবার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
প্রসঙ্গান্তরে, শাহরিয়ার কবীর এর একটি কবিতায় মন্তব্য প্রসঙ্গে যে একটি ইংরেজী কবিতার কথা বলেছিলেন, সেটা পড়তে চাই।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০
ধ্রুবক আলো বলেছেন: এটাই সত্য, একদিন কোনো বাঁধনই থাকেনা, জীবন খুব অদ্ভুত!!
কবিতায় ++++++
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: জীবন খুব অদ্ভুত!! -- ঠিক বলেছেন।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ভাবনার সাথে আমার ভাবনা মিলে নি । তবে একটা কবিতা পাঠকভেদে অর্থের তারতম্য ঘটা স্বাভাবিক । আমি আমার আঙ্গিকে কবিতায় মৃত্যুর একটা ঘ্রাণ পেয়েছি । আপনি বলেছেন সম্পর্কের মৃত্যু আর আমি ভেবেছি দৈহিক প্রস্তানের মৃত্যু । ব্যাপারগুলো বেশ সম্পর্কযুক্ত।
তবে আপনার ভাবনায় চমতকারিত্ব আছে । জীবত চোখে কিছু মৃত্যু দেখা যা আসলে জীবতভাবে অন্যদিকে চলে যায়। চোখের আঙ্গিনায় খোঁজে না পাওয়াকেই মৃত্যু বলা হয়েছে, যা সম্পর্কের, ভালোবাসার, আবেগের । যেগুলো ভিন্ন প্রবাহে চলে গিয়েছে । এভাবে প্রবাহ বদলে বদলে একসময় আমরা সবাই একই সমুদ্রে পতিত হবো, তখন আর কেউ কাউকে চিনবো না, পাশাপাশি থেকে শুধু নিজেকে নিয়েই অস্থির থাকবো, নিজের স্বার্থ নিয়েই ভাববো, কারণ বিপরীতে আছে কঠিন যন্ত্রণা।
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১১
খায়রুল আহসান বলেছেন: তবে একটা কবিতার পাঠকভেদে অর্থের তারতম্য ঘটা স্বাভাবিক - অবশ্যই এটা খুবই স্বাভাবিক।
আপনার সুন্দর এই বিশ্লেষণী মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ। ফিরে এসে পুনরায় মন্তব্য করায় অনুপ্রাণিত হ'লাম।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটাই বুঝি জীবনের নিয়ম! একদিন চলে যেতেই হয়, জানাতেই হয় বিদায়।
অনেক ভালো লাগলো। শুভকামনা রইল স্যার।
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
একে একে জীবনের সব বাঁধন আলগা হয়ে যায়। অবশেষে একদিন মানুষ সব বাঁধনের ঊর্ধ্বে চলে যায়।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জীবনটা প্যারাডক্সে পরিপূর্ণ। কত চাওয়া, কত দাবি... অথচ শেষে এর কিছুই থাকে না। সবকিছু পেতে পাই, কোন কিছুই পেতে চাই না। 'এসবে আর মজা পাই না' বয়স পঞ্চাশ পেরোতেই বলতে শুনি। পরে কী হবে তা জেনেও নিজে অভিজ্ঞতা না পাওয়া পর্যন্ত, সেটি আমাদের আচরণে কোন পরিবর্তন আনে না।
আমি একবার অসুখে পড়লাম - একদম হাসপাতালস্থ। সহকর্মীরা সবাই আসলেন। অফিসের সর্বকনিষ্ট কর্মীটিও! সুস্থ অবস্থায় এরা সবাই আমার সাহায্য প্রার্থী হয়েছে। কিন্তু এবারই প্রথম তাদের কারও কারও সহযোগিতায় আমাকে বিছানা থেকে নামতে হতো। অথবা জরুরি কাজ করতে হতো। নিজেকে এত বিনম্র আর কখনও অনুভূত হয় নি। আমার মনে হয়েছে, ভালো মানুষ হবার জন্য শুধু প্রদান নয়, কিছু প্রাপ্তিও থাকা দরকার। অহংকার মনটি একটু নম্র হবার সুযোগ পায়।
কবির প্রতি অনেক শুভেচ্ছা
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লব্ধ জীবন দর্শনটি শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
আপনার পুরনো পোস্ট ১৯১৩ সালে বাঙালির সুখস্মৃতি নিয়ে ২০১৩ সালের শুভেচ্ছা পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল । কি আর বলি।
০১ লা মে, ২০১৭ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর কিছু বলা লাগবেনা।
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুধু চেয়ে থাকা বোধহীন অনুভূতিহীন........
০১ লা মে, ২০১৭ সকাল ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা...
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
ওমেরা বলেছেন: আমার নানীর ১২টা ছেলে মেয়ে সাথে নাতী নাতনী নিয়ে বাড়ী সব সময় সর গরম থাকত । বাস্তবতার কারন একে একে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত নানী এখন একা ।
খুব সুন্দর কবিতা ধন্যবাদ ভাইয়া ।
০২ রা মে, ২০১৭ সকাল ৯:২২
খায়রুল আহসান বলেছেন: ১২টা ছেলে মেয়ে সাথে নাতী নাতনী? - সেতো এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার!
আমরাও সাত ভাই বোন ছিলাম। আমাদের সবাইকে নিয়ে বাসাটা এক সময় গরম থাকতো। আজ একে একে সবাই দূরে চলে গেছে। এই নিয়ে মায়ের অনেক আক্ষেপ। মায়ের এ আক্ষেপ নিয়ে একটা কবিতা লিখেছিলাম। সেটা এখানে পড়ে দেখতে পারেনঃ মায়ের আক্ষেপ
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো জীবন
আসা আর যাওয়া- মাঝখানে মরণ!
আর রয়ে যায় মায়া, প্রেম, বিরহ!
মায়ার এ বাঁধনটা আসলে খুব পোড়ায়! অগ্নি বিহীন দহনে -
তখনকার শূন্যতায় মাহশূন্যও বুঝি ছোট মনে হয়!
+++++++
০২ রা মে, ২০১৭ সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: মায়ার এ বাঁধনটা আসলে খুব পোড়ায়! অগ্নি বিহীন দহনে - তখনকার শূন্যতায় মাহশূন্যও বুঝি ছোট মনে হয়! -- অনুভূতি কতটা গভীর হলে এমন কথা লিখা যায়, তাই ভাবছি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
বিলিয়ার রহমান বলেছেন: শূন্য দৃষ্টি মোর অপলক চেয়ে থাকে
বিরহ বোধে গড়া সে স্মৃতির আয়নায়
অগোচরে মোন হেসে উঠে বলে
আমার সেতো আর আমার একার নয়!
কবিতা জুড়ে হিসেব না মেলার হাহাকার!!
প্লাস!!
দুঃখের সাথে জানাচ্ছি, কবিতাটি কপি হয়ে গেছে!
০২ রা মে, ২০১৭ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠান্তে নিজের মনের অনুভূতিটুকু এখানে রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ। কবিতায় দেয়া প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
দুঃখের সাথে জানাচ্ছি, কবিতাটি কপি হয়ে গেছে! -- কারা কারা এই আকামটা করলো???
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক এ বিষয়েই আমি লিখতেছি ল্যাপিতে
েএসে দেখি আপন্ওি লিখেছেন
অনেক ভাল লাগা কবিতায়
ভাল থাকুন ভাইয়া
০২ রা মে, ২০১৭ সকাল ১০:১২
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতাটা পড়ে এলাম। ভাল লেগেছে। +
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫
মৌমুমু বলেছেন: খুব সুন্দর কথাগুলো।
খুব ভালো লাগলো।+++
০২ রা মে, ২০১৭ সকাল ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন। শুভকামনা রইলো...
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতাটি পড়ে একটা গান মনে পড়লো-
আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে।'
আসলেই প্রিয়জনের চলে যাওয়াটা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর আমাদের কিছুই করার থাকেনা।
০২ রা মে, ২০১৭ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পাঠ করে এখানে কিছু বলে যাবার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা...
২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয় কাঁপিয়ে চোখ ঝরালো। লিখাগুলো অনুভব করেছি। খুভ অনুভব করেছি। একদম বাস্তব কথা , বাস্তব।
০২ রা মে, ২০১৭ রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: হৃদয় কাঁপিয়ে চোখ ঝরালো -- এই ছোট্ট বাক্যটি আমাকেও কাঁপিয়ে গেল!
অনেক অনেক ধন্যবাদ, কবিতার মর্মবাণীটিকে হৃদয় দিয়ে অনুভব করার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেক ভাল থাকুন, শুভেচ্ছা...
২১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩১
উম্মে সায়মা বলেছেন: হায়! একদিন সব বন্ধন শিথিল হয়ে যায়।
জীবনের হিসাবনিকাশে গরমিল রয়েই যায়।
+++
০২ রা মে, ২০১৭ রাত ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: জীবনের হিসেব নিকেশে গরমিল রয়েই যায় - এ কথাটা ঠিকই বলেছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেক ভাল থাকুন, শুভেচ্ছা...
২২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯
শামছুল ইসলাম বলেছেন: ছল ছল চোখে .। অসাধারণ কবিতা । মৃত্যুকে স্মরণ করিয়ে দিল ।
০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের জীবনে প্রতিটি সাময়িক বিচ্ছেদই একেকটা মৃত্যুর সম্ভাবৃনা নিয়ে আসে।
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
২৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
সিনবাদ জাহাজি বলেছেন: হায়! একদিন সব বন্ধন শিথিল হয়ে যায়।
একদিন মুঠোয় বাঁধা হাত ছেড়ে দিতে হয়
আসলেই তাই।
অনেক ভাল লাগা রেখে যাচ্ছি।
+++
০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক শুভকামনা...
২৪| ০৩ রা মে, ২০১৭ ভোর ৬:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ, আলী ভাই। + এ অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৩০
খায়রুল আহসান বলেছেন: আপনার গত বছরেরও পোস্ট মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও সক্ষম থাকবেন কী ভাবে! পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম!
আশাকরি পড়ে দেখবেন।
২৫| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৫৯
পান্হপাদপ বলেছেন: ........................................................
সে পথ বেয়ে ভালবাসার মানুষেরা চলে যায়.....
সত্যি মুগ্ধ হলাম কবিতাটি পড়ে।
০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় যারপরনাই প্রীত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার পুরনো পোস্ট প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জরুরী পড়ে একটা মন্তব্য করে এলাম।
২৬| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯
পান্হপাদপ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকবেন।
২৭| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫০
রওশন_মনি বলেছেন: বাস্তব কথা লিখেছেন। এখনও চোখে স্বপ্ন, মনে আশা আছে।
কবে যেন তা হারিয়ে যায়! তবে, সার্থক জনম চাই।
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
সার্থক জনম চাই - তবে তাই হোক!
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির আরোপিত নিয়মে সবকিছু চলছে, এর মাঝেই জীবন