নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

র‍্যান্ডম থটস...

১২ ই মে, ২০১৭ সকাল ১০:১৪

উচ্চারণ বিভ্রাট-একঃ “রাঁদেভ্যু”

১৯৭২-৭৩ সালের দিকে এমসিসিতে একসাথে ২/৩ জন ইংরেজী শিক্ষক যোগদান করলেন, কারণ দেশ স্বাধীন হবার পর আগের ইংরেজী শিক্ষকদের মধ্যে কেউই আর কলেজে ফিরে এলেন না। নতুন যোগ দেয়া শিক্ষকদের মধ্যে একজন তরুণ শিক্ষক সবদিক থেকেই ব্যতিক্রমী ছিলেন। শ্যামবর্ণ, লম্বা ছিপছিপে একহারা গড়ন, একটু দার্শনিক গোছের কথাবার্তা। তাঁকেই একমাত্র দেখেছি, কলেজ ফাংশনগুলোতে সব সময় কয়েক মাসের একটা বাচ্চাকে বুকে চেপে সস্ত্রীক যোগদান করতে। কিভাবে কিভাবে যেন জানতে পেরেছিলাম, উনি প্রেমিকাকে পালিয়ে নিয়ে গিয়ে দূরে কোথাও বিয়ে করেছিলেন এবং তার অন্য বন্ধুদের তুলনায় অনেক আগেই ঘর সংসারী হয়েছিলেন, বাবাও হয়েছিলেন। উইলিয়াম সমারসেট মম এর “দ্য লাঞ্চন” গল্পটিতে লেখক ও গল্পের নায়িকার অভিসারে মিলিত হবার একটি জায়গা বোঝাতে ইংরেজী rendezvous (মূল ফরাসী) শব্দটিকে তিনি “রাঁদেভ্যু” উচ্চারণ করে আমাদের সবাইকে চমকে দিলেন। বারবার তার মুখে এই অদ্ভুত উচ্চারণ শুনে আমরা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে শুরু করেছিলাম। পরে শুনেছি, ওটাই নাকি শব্দটার সঠিক উচ্চারণ। (আরো পরে, অর্থাৎ আজই, সহব্লগার "মানবী" এর মন্তব্য থেকে অবশ্য জেনেছি, সেটাও ভুল। সঠিক ফরাসী উচ্চারণ "গঁনদেভ্যুঁ" বা "গ্যঁদেভ্যুঁ"- ফরাসীরা এখানে "r" কে ‘গ’ এর মতো উচ্চারণ করে।) প্রথম দেখাতে এবং শোনাতেই তাঁকে আমার একজন ভাল মানুষ বলে মনে হয়েছিল। ছাত্রদের পড়ানোর প্রতি আন্তরিক, পরিবারের প্রতি বিশ্বস্ত একজন সৎ ব্যক্তি বলে মনে হয়েছিল। কিন্তু কিছুটা পাগলাটে স্বভাবের জন্য স্যার কলেজে বেশীদিন টিকতে পারেন নাই, তাকে অচিরেই বিদায় নিতে হয়েছিল। খুব দুঃখ হচ্ছে, আমার স্মৃতি থেকে তাঁর নামটি হারিয়ে গেছে বলে।

উচ্চারণ বিভ্রাট-দুইঃ “ফিলিপিন্স”

১৯৬৭ সালে এমসিসিতে গিয়ে বাংলা শিক্ষক হিসেবে আমরা পেলাম আব্দুল্লাহ আল আমীন স্যারকে। যেদিন স্যারের মুড ভাল থাকতো, সেদিন তার ক্লাসের কোন তুলনাই হতোনা। অনর্গল বক্তৃতা আর অন্তহীন উপমা আর রেফারেন্স টেনে টেনে তিনি খুব চমৎকারভাবে আমাদের বাংলা সাহিত্যের ক্লাসগুলো নিতেন। তবে স্যার পরিস্থিতি বুঝে ফাঁকিও দিতেন প্রচুর, অর্থাৎ আমাদেরকে সেল্ফ স্টাডি দিয়ে পরীক্ষার খাতা দেখতেন। কিংবা ক্লাস ওয়ার্ক হিসেবে বোর্ডে একটা প্রশ্ন লিখে আমাদেরকে সেটার উত্তর লিখতে দিয়ে নিজে পায়চারী করে বেড়াতেন। এ ছাড়া হাউসমাস্টার হিসেবে তিনি ঠিকই খবর রাখতেন ক্যাডেটরা অবসর সময়ে কী কী বিষয়ে আলোচনা করতে পছন্দ করতো। অনেক সময় ক্লাসেও তিনি ঠিক ঐ সব বিষয়গুলোর অবতারণা করতেন এবং আমরাও তাঁর সাথে গল্পে মজে যেতাম। আমরা শুনেছিলাম, আমাদের আরেকজন বাংলা শিক্ষক আছেন, তিনি কয়েকমাসের জন্য একটা প্রশিক্ষণ নিতে বিদেশ গিয়েছেন।


কয়েকমাস পর একদিন বাংলা ক্লাসে একজন আগন্তুক আঙুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে এবং মুখে শিস দিয়ে একটা গানের সুর ভাঁজতে ভাঁজতে ক্লাসে প্রবেশ করলেন। নিজেকে ইন্ট্রোডিউস করলেন। আমরা জানলাম তিনি আমাদের অপর বাংলা শিক্ষক র,ম,ম ইয়াকুব স্যার। তাঁর সম্বন্ধে আমরা আগেই কিছুটা জেনেছিলাম, তাই সীমাহীন উৎসাহ নিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, “স্যার, এতদিন কোথায় ছিলেন”? তিনি মুখে কিছু না বলে উঠে দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডে লিখলেন, PHILLIPINES. তারপর একজনকে সেটা পড়তে বললেন। আমার মনে আছে, তখন পর্যন্ত আমরা PHILLIPINES কে আমাদের পাঠ্যপুস্তকে “ফিলিপাইন দ্বীপপুঞ্জ” নামেই পড়ে এসেছি। তাই জিজ্ঞাসিত ক্যাডেটও নির্দ্বিধায় বললো, “ফিলিপাইন”। স্যার সাথে সাথে “Oh, no!” বলে ঘুরে দাঁড়ালেন এবং শব্দটির সঠিক উচ্চারণ ‘ফিলিপিনস’ বলে কয়েকবার প্র্যাকটিস করালেন। সেদিন সারাটা ক্লাসেই তিনি ফিলিপিন্সে তার অভিজ্ঞতার কথা আমাদের শুনিয়েছিলেন এবং তিনি যে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক হিসেবে অন্যদের চেয়ে একটু উচ্চতর সমীহের দাবীদার, সেটাও বুঝিয়েছিলেন।

বেলা শেষের গানঃ

দিনপঞ্জীর হিসেব অনুযায়ী বসন্ত ঋতুর অবসান হয়েছে প্রায় মাসখানেক হলো। তবুও এখনো মাঝে মাঝে একটা কোকিলের ডাক শুনি। আজ সকাল থেকেই সেই কোকিলটা ডেকে যাচ্ছে। তবে বসন্তকালে যেমন একনাগাড়ে ডেকে যায়, তেমনভাবে নয়। মাঝে মাঝে থেমে থেমে, একটু একটু করে। বোঝাই যাচ্ছে, এটা বেলা শেষের গান। প্রতিবছরই কোকিলটা বা কোকিলরা আমাকে তাদের গান শুনিয়ে যায়। আবার আশাকরি শোনাতে শুরু করবে আগামী জানুয়ারীর মাঝামাঝিতে। ততদিনে হয়তো কোকিল কন্ঠ শোনার প্রত্যাশী এ এলাকার অনেক কানই বধির হয়ে যাবে চিরতরে, কারো কারো দেহ মাটির সাথে মিশে গিয়ে বুকে দুর্বা ঘাস ধারণ করবে। তবু নিয়ম করে কোকিল আসবে যাবে, গান শোনাবে, নতুন শ্রোতার জন্ম হবে, নতুন কোন কান অধীর হয়ে থাকবে সে গান শোনার জন্য।

ঢাকা
১২ মে ২০১৭

মন্তব্য ৬০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:২৩

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো স্মৃতিপট থেকে লেখাগুলো। মুগ্ধতা +++

সবকিছু চলবে আগেরি মতো, শুধু..... যে রোজ এসে বলতো ভালোবাসি- সে আর আসবেনা কোনদিন!!!

১২ ই মে, ২০১৭ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
লেখাটা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্মৃতিকথা স্মরণে লেখাটি ভালো লিখেছেন। মুগ্ধতা রইল।

আচ্ছা, এগুলো আপনার নতুন কোন গল্পের অংশ হতে যাচ্ছে? ভালই হবে স্যার। আপনার গল্প লেখার গুণটাও চমৎকার। খুব সুন্দর করে বর্ণনা করে যেতে পারেন, সহজেই লেখার অবস্থান বোধগম্য হয়ে উঠে। ভালো লক্ষ্যন। শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভকামনা জানবেন স্যার। শুভ সকাল।

১৩ ই মে, ২০১৭ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম প্লাস এবং স্বিতীয় মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
অতঃপর, না, এগুলো আমার নতুন কোন গল্পের অংশ হতে যাচ্ছেনা, কারণ আমি গল্প লিখতে সিদ্ধহস্ত নই। কবিতাই আমার ফার্স্ট লাভ।
শুভেচ্ছা রইলো, ভাল থাকুন!

৩| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: স্যারেদের কথার সাথে কোকিলের গান....
ভালোই বলেছো ভাইয়া......

বসন্তের কোকিলেরা হারায় যেমন প্রকৃতিতে এবং মনেও ঠিক তেমনই অনেক কোকিলেই যে গান শুনিে যায় তাতে কবি মনেও দোলা লাগে , তিনি লিখেন ---


তবু তো ফাল্গুন রাতে, সে গানের বেদনাতে
আঁখি তব ছলো ছলো ---

এই বহু মানি......

দিয়ে গেনি বসন্তেরও এই গান খানি......


:)

১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য এবং এখানে মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
স্যারেদের কথার সাথে কোকিলের গান....
এ জন্যই তো হয়েছে 'র‍্যান্ডম থটস' শিরোনাম! :)

৪| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:৪০

শায়মা বলেছেন: :(


আজকাল টাইপিং এ বেশি ভুল ভাল হচ্ছে !!!!!


কি যে হলো আমার !!!!! শুনিে , গেনি....:(


যাকগে যারা আমাকে ভালোবাসে তারা নিজেরাই বুঝে নেবে কি লিখেছি কোকিলের ভাষা ! :P

০৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: ওগুলো টাইপো- সহজেই বোঝা যায় আসলে কী হবে।
যাকগে যারা আমাকে ভালোবাসে তারা নিজেরাই বুঝে নেবে কি লিখেছি কোকিলের ভাষা! -- একদম ঠিক কথা। :)

৫| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালি নেই
আহারে! আহারে!!

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে বিখ্যাত গানের কলি উদ্ধৃত করে এত সুন্দর করে একাত্মতা জানানোর জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

৬| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:১০

মানবী বলেছেন: "rendezvous" শব্দের সঠিক ফরাসী উচ্চারণ খুব সম্ভঃবত "গঁনদেভ্যুঁ" বা "গ্যঁদেভ্যুঁ"- ফরাসীরা এখানে "r" কে গ এর মতো উচ্চারণ করে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস এ ফ্রেন্ছ শিখাতে প্রথম দিকেই এই শব্দটি দিয়ে শুরু করেছিলো মনে হয়। ঠিক সেই শব্দটি পোস্ট শুরু দেখে ভালো লেগেছে।

দীর্ঘদিন পর আপনার এমসিসি'র স্মৃতিচারণ পড়ে বেশ উপভোগ্য মনে হলো।
ধন্যবাদ খায়রুল আহসান।

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: "rendezvous" শব্দের সঠিক ফরাসী উচ্চারণ খুব সম্ভঃবত "গঁনদেভ্যুঁ" বা "গ্যঁদেভ্যুঁ"- ফরাসীরা এখানে "r" কে গ এর মতো উচ্চারণ করে - একদম ঠিক কথা বলেছেন। একটা অজানা বিষয় জানা হলো, এ নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে আপনার কথাতাই সত্য বলে জানলাম। অসংখ্য ধন্যবাদ।
দীর্ঘদিন পর আপনার এমসিসি'র স্মৃতিচারণ পড়ে বেশ উপভোগ্য মনে হলো-- অনুপ্রাণিত হ'লাম। আবারো ধন্যবাদ। :)
ভাল থাকুন। শুভেচ্ছা...

৭| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩

ওমেরা বলেছেন: এত জ্ঞানী গুনীদের লিখায় কমেন্ট করতে আমার খুব ভয় করে ! স্মৃতি চারন সময়ের ভাবনা সবই ভাল লেগেছে । ধন্যবাদ ভাইয়া ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনার এই সহজ সরল মন্তব্যটাও আমার খুব ভাল লেগেছে। প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
কিন্তু এত জ্ঞানী গুনীদের লিখায় ...... জ্ঞানী গুণী কোথায় পেলেন? আমি নিতান্তই একজন সাধারণ মানের মানুষ। কিছুটা কমন সেন্স আছে, সেটাকেই কাজে লাগিয়ে জীবনটা এ পর্যন্ত কাটিয়ে গেলাম।
মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা...

৮| ১২ ই মে, ২০১৭ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি আরো অনেক যুগ কোকিলের গান শুনতে পাবেন।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই শুভকামনার জন্য। নিয়মিতভাবে আমার ব্লগে আসার জন্য কৃতজ্ঞ বোধ করছি।
ঈদের শুভেচ্ছা জানবেন।

৯| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: র‍্যান্ডম থটসে প্লাস!:)

এরকম আরো কিছু র‌্যান্ডম থটস মাঝে মাঝে পেলে ভালই হতো!:)


২৩ শে জুন, ২০১৭ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। চেষ্টা করে যাব এরকম মাঝে মাঝে দিতে।
কিন্তু আপনি গেলেন কোথায় বলুন তো? লেখা চোরদের ধরিয়ে দেয়ায় তারা আবার আপনাকে গুম করে ফেললো নাতো?
সত্ত্বর ফিরে আসুন আবার লেখায়, এই কামনা করি।
ঈদের শুভেচ্ছা...

১০| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: আপনি আরও বহু কাল কোকিলের ডাক শুনতে পাবেন, সদা শুভ কামনা রইলো।

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এই শুভকামনার জন্য। প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
ঈদ মুবারক।

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট কল্পনা আর বাস্তবতা পড়ে একটা মন্তব্য রেখে এলাম।

১১| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: আপনার র‍্যান্ডম থটসগুলো পড়ে ভালো লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
+।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, লেখাটা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য। তদুপরি প্লাস পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১২| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: তবু নিয়ম করে কোকিল আসবে যাবে, গান শোনাবে, নতুন শ্রোতার জন্ম হবে, নতুন কোন কান অধীর হয়ে থাকবে সে গান শোনার জন্য।

নিদারুন সত্যি ।

০৬ ই জুন, ২০১৭ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: পোস্ট থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৩| ১২ ই মে, ২০১৭ দুপুর ২:১৮

করুণাধারা বলেছেন: বর্ণনাগুনে মনে হচ্ছিল সেই তরুন ইংরাজি শিক্ষক আর ফিলিপিন্স ফেরত শিক্ষককে চোখে দেখতে পাচ্ছিলাম। খুব ভাল লাগছিল পড়তে। কিন্তু পোস্টের শেষে এসে মন বিষণ্ণ হয়ে গেল। এক অমোঘ সত্য উচ্চারণ করেছেন যা কেবলি ভুলে যাই।

ভাল থাকুন। আগামী বসন্তে কোকিলের গানের বর্ণনা দিয়ে চমৎকার একটি পোস্ট দিন।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:২২

খায়রুল আহসান বলেছেন: লেখাটা মন দিয়ে পড়েছেন, সেজন্য ধন্যবাদ। এলোমেলো ভাবনা থেকেই লেখাটার সৃষ্টি। তবুও আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
আগামী বসন্তে কোকিলের গানের বর্ণনা দিয়ে চমৎকার একটি পোস্ট দিন - ধন্যবাদ, এ ইচ্ছে প্রকাশের জন্য। দেখা যাক, আগামী বসন্তে কোথায় থাকি, কেমন থাকি। ভাল ও সুস্থ থাকলে পোস্ট দেব ইন শা আল্লাহ!
ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মুবারক!

১৪| ১২ ই মে, ২০১৭ দুপুর ২:২৪

করুণাধারা বলেছেন: যে সমস্যায় বিপর্যস্ত হয়ে আপনার মন্তব্যের প্রতিমন্তব্যে আমি তথ্য সহায়তা চেয়েছিলাম আল্লাহর অসীম করুনায় সেই সমস্যা মিটে গেছে। অবশ্য আমি এখনো এটা জানতে চাই।

ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:২৭

খায়রুল আহসান বলেছেন: কোন মন্তব্যের প্রতিমন্তব্যে তথ্য সহায়তা চেয়েছিলেন, একটু বলবেন কি? আমার ঠিক মনে পড়ছেনা। তবে, সেই সমস্যা মিটে গেছে জেনে ভাল লাগছে। বাংলাদেশে এখন দালালের সহায়তা এবং কোন কোন ক্ষেত্রে করুণা ছাড়া কোন কাজ করা মুশকিল।
ভাল থাকুন। শুভেচ্ছা রইলো।

১৫| ১২ ই মে, ২০১৭ বিকাল ৩:২৯

ধ্রুবক আলো বলেছেন: পুরোনো স্মৃতীপট থেকে র‍্যান্ডম থটস শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, পড়ে খুব ভালো লাগলো।
দারুন কিছু শেখা গেলো।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ঈদের শুভেচ্ছা...

১৬| ১২ ই মে, ২০১৭ রাত ৮:২১

উম্মে সায়মা বলেছেন: আপনার উচ্চারণ বিভ্রাটের গল্প শুনে মনে পড়ল.... ভার্সিটির একটা কোর্সে Meursault বানান দেখে ভাবছিলাম উচ্চারণ কি হতে পারে। স্যার পড়াতে গিয়ে উচ্চারণ করলেন 'মার্সো'। তখন ভাবলাম এই নাম আগে কত শুনেছি কিন্তু বানান যে এমন হবে তা কখনো ভাবিনি।
ভালো লাগল আপনার র‍্যান্ডম থটস পড়ে। ভালো থাকুন খায়রুল আহসান ভাই।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে আপন অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে আনন্দিত, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, ঈদের শুভেচ্ছা...

১৭| ১৩ ই মে, ২০১৭ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: কোকিল আসবে যাবে, গান শোনাবে, নতুন শ্রোতার জন্ম হবে, নতুন কোন কান অধীর হয়ে থাকবে সে গান শোনার জন্য।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
ঈদের শুভেচ্ছা জানবেন।

১৮| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:০৫

বর্ষন হোমস বলেছেন: পড়ে মাজা পেলাম।

শুভ কামনা রইলো

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে মজা পেয়েছেন জেনে খুশী হ'লাম। শুভকামনার জন্য ধন্যবাদ।
আপনার প্রথম পোস্টটাতে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি একবার সময় করে দেখে নেবেন।

১৯| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪৭

কল্লোল পথিক বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: আমিও অনেকদিন পর আপনাকে আমার লেখায় পেলাম। আশাকরি এতদিন কুশলেই ছিলেন।
মন্তব্যে প্রীত হ'লাম, ধন্যবাদ ও শুভেচ্ছা!

২০| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৬

পলক শাহরিয়ার বলেছেন: কোকিল আসবে যাবে, গান শোনাবে, নতুন শ্রোতার জন্ম হবে, নতুন কোন কান অধীর হয়ে থাকবে সে গান শোনার জন্য। এই কথাটা দারুণ।
ওভারঅল র‍্যান্ডম থটস... ভাল লেগেছে।

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। এ লাইনগুলো যদিও সবার শেষে এসেছে, আসলে এ ভাবনাটা দিয়েই র‍্যান্ডম থটস্ গুলোর সূত্রপাত হয়।
ওভারঅল র‍্যান্ডম থটস... ভাল লেগেছে -- অনেক ধন্যবাদ, এ কথাটা এখানে জানিয়ে যাবার জন্য। সাথে প্লাস পেয়েও অনুপ্রাণিত।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট নীলরং ছিল খুব ভীষন প্রিয় . . . . . .এবং প্রিয় নীল ফেসবুক . . . পড়ে একটা মন্তব্য রেখে এলাম।

২১| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: আমিত অনেক সময় সহজ শব্দও ঠিক মত উচ্চারন করতে পারিনা। ইংরেজি বলতে হলে নিজের মতই বলি!

শেষ অংশটুকুতে মৃত্যুচিন্তা খুব প্রবল ভাবেই ছাপ রেখে গেছে। আসলে কোকিল কিংবা মানুষ বসন্ত কিংবা নক্ষত্র- সব কিছুরই শুরু এবং শেষ আছে। আর এ কারনেই এ বর্তমানতাকে খুব বেশী তীব্র মনে হয়!

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: আসলে কোকিল কিংবা মানুষ বসন্ত কিংবা নক্ষত্র- সব কিছুরই শুরু এবং শেষ আছে। আর এ কারনেই এ বর্তমানতাকে খুব বেশী তীব্র মনে হয়! -- চমৎকার বলেছেন এ কথাটা।
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।
ঈদোত্তর মুবারকবাদ জানাচ্ছি।

২২| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৯

শামছুল ইসলাম বলেছেন: স্মৃতি অম্লান । স্মৃতি সতত সুখের । চমৎকার ভাষায় স্মৃতির পাতাগুলো উল্টিয়ে গেলেন, খুব ভালোলাগলো ।

শেষে যেন বিদায়ে একটা সুর পেলাম, পোস্টটা অন্যরকম একটা মাত্রা পেল ।

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

খায়রুল আহসান বলেছেন: শেষে যেন বিদায়ে একটা সুর পেলাম - এ সুর তো এখন অহরহ শুনে থাকি, সবখানেতেই শুনি।
স্মৃতির পাতা উল্টাতে সবসময়ই ভাল লাগে। লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
শুভকামনা নিরন্তর...

২৩| ১৯ শে মে, ২০১৭ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হচ্ছে, আপনি নিজের পোস্টে কম আসছেন, সবকিছু ঠিক আছে?

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

খায়রুল আহসান বলেছেন: জ্বী, নানাবিধ অসুবিধার কারণে মাসখানেকের বেশী সময় ধরে ব্লগে একটু কম আসা হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

২৪| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: পড়ে এলাম আপনার লেখা সত্যের ছায়া ও ডাহুক ছানা সনেটটি। অতি চমৎকার হয়েছে, পড়ে মুগ্ধ হ'লাম। বাকী কথা সেখানেই বলেছি।
আমার এ লেখাটা সম্বন্ধে কিছু বলেন নি। আশাকরি, লেখাটা আপনার ভাল লেগেছে।
ঈদের শুভেচ্ছা জানবেন। পরিবারের সবাইকে জানাচ্ছি "ঈদ মুবারক!"।

২৫| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

নায়না নাসরিন বলেছেন: আমাদের এখানে অনেক গাছ আছে তাতে কোকিল পাখি বাসা বাধে। লেখা ভালোলাগলো ভাইয়া। ++++

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: আমাদের এখানে অনেক গাছ আছে তাতে কোকিল পাখি বাসা বাধে - আশাকরি আপনি তাহলে কোকিলের মিষ্টি গানও শুনে থাকেন।
লেখা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা১

২৬| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:০৭

আরাফআহনাফ বলেছেন: শেষটুকুতে এসে মন বিষাদে ভরিয়ে দিলেন।

এমনি করে সবাই যাবে, যেতে হবে.................।

বেলাশেষে তাই হয়.............

ভালো থাকুন অজস্র.।

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: বেলাশেষে তাই হয়............. -- এ জন্যেই তো উপশিরোনাম দিয়েছি বেলা শেষের গান
লেখাটা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৭| ২৯ শে মে, ২০১৭ ভোর ৪:১৭

ক্লে ডল বলেছেন: বেলা অর্থাৎ সময় জিনিসটা বড় কঠোর! কোন ভাবেই বেধে রাখা যায় না। তা শেষ হয়ে যাবেই।

পুরো লেখাটাই খুব ভাল লাগল!

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: বেলা অর্থাৎ সময় জিনিসটা বড় কঠোর! কোন ভাবেই বেধে রাখা যায় না। তা শেষ হয়ে যাবেই। - অমোঘ সত্যবাণী।
ধন্যবাদ, ভাবনাটা শেয়ার করার জন্য।
প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
শুভকামনা রইলো...

২৮| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেলা শেষের গান পড়ার পর আমার কান্না পাচ্ছে। সবকিছু একসময় হারিয়ে যায়।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০১

খায়রুল আহসান বলেছেন: বেলা শেষের গান পড়ার পর আমার কান্না পাচ্ছে -- আপনার এ ছোট্ট মন্তব্যটুকু আমাকে গভীরভাবে স্পর্শ করে গেল, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই!
এ জগতে কোন কিছুই আঁকড়ে ধরে থাকার নয়; সবকিছুকেই পেছনে ফেলে যেতে হয়, সবকিছুই একদিন হারিয়ে যায়! নতুন কিছু/কেউ আসে পুরাতনের জায়গায়। ক্ষণিকের এ আবাসনে আমরা যে দীপ জ্বেলে যাই, সে দীপের আলোটুকুই জন্ম জন্মান্তর ধরে ঘুরে বেড়ায় স্বর্গ মর্ত্যে।

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো স্মৃতি কথা......

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ, পড়া এবং ভাল লাগার কথাটুকু প্লাসসহ জানিয়ে যাবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.