নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কবির মনে যখন কোন আঁধার নেমে আসে,
তিনি নিশ্চুপ থেকেই আলোর সন্ধান করেন।
তিনি আত্ম সমর্পিত চিত্তে সব মেনে নিলেও
অন্তর্দৃষ্টিতে তিনি সত্যের সন্ধান করে যান।
গভীর অনুতাপেও কবি কবিতা খুঁজে বেড়ান,
প্রভাময় প্রেমের উৎস অনুসন্ধান করে চলেন।
জীবনের প্রেমতাড়িত প্রত্যাশা ও প্রত্যাখানের
পুলক নৈরাশ্য নিয়ে কবিতা লিখেন ও পড়েন।
ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
নীরবে কথার মালা গেঁথে যান নিজ মনোভূমে
সেসব কথাই ঝলমলে কবিতা হয়ে হেসে ওঠে।
পাদটীকাঃ আফ্রিকান-আমেরিকান কবি Zimaya Nightshade রচিত কবিতা "Darkness" পড়ে আমার মনে যে ভাবনার উদয় হয়েছিল, তারই ছায়া অবলম্বনে এ কবিতাটি রচিত হলো।
ঢাকা
২৩ মে ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৫
খায়রুল আহসান বলেছেন: কোন সৃষ্টিশীল কাজেই সবার মানদন্ড এক হতে পারেনা। কবিরাও তাদের মন মানসিকতায় তারতম্যের ঊর্ধ্বে নয়। আমি শুধু মোটা দাগে একটা সাধারণ মানদন্ডে কবি মানসের কথা ভেবেছি, আমি কবিদেরকে যেমন দেখতে ভালবাসি, ঠিক সেভাবেই চিন্তা করে। এখানে মোটেই নিজের কথা বলা হয় নাই।
কবিতায় প্রথম 'লাইক' ও মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
প্রশ্নটা মোটেই অহেতুক নয়। প্রশ্নটা এসেছে বলেই আলোচনাও হলো। আবারো ধন্যবাদ।
২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর মনমুগ্ধকর কবিতা +++++++
ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
অসাধারণ
২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসা এবং প্লাসে অনুপ্রাণিত।
অনেক শুভেচ্ছা...
৩| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:১৮
ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন?
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: নানাবিধ কারণে ব্লগে নিয়মিত আসতে পারছিনা। আমি ভাল আছি। আশাকরি আপনিও কুশলেই আছেন।
জিজ্ঞাসার জন্য অনেক ধন্যবাদ।
৪| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
খুব সুন্দর কবিতা
ভাল লাগা রেখে গেলাম
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
কবিতার প্রশংসায় এবং তা ভাল লাগার কথা জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
৫| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:০০
শামছুল ইসলাম বলেছেন: আঁধার কাটুক,
কবি হাসুক ।
০৮ ই জুন, ২০১৭ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনার মাটির টান কবিতাটির মত এখানেও সুন্দর ছন্দ।
প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...
৬| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:০৮
সামিয়া বলেছেন: সুন্দর+++++
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: একটি মাত্র শব্দ, সাথে পাঁচটি +, অনেক প্রেরণা যুগিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ভাল থাকুন, শুভকামনা...
৭| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:২৫
খালিদ১২২ বলেছেন: কবির মনে যখন কোন আঁধার নেমে আসে,
তিনি নিশ্চুপ থেকেই আলোর সন্ধান করেন।
২০ শে জুন, ২০১৭ রাত ৮:১১
খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। আশাকরি কবিতাটি আপনার ভাল লেগেছে।
২০ শে জুন, ২০১৭ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট সৃষ্টিকর্তার অস্তিত্ব পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি সময় করে একবার দেখে নেবেন।
৮| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:২৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২২ শে জুন, ২০১৭ রাত ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা করার জন্য ধন্যবাদ। মন্তব্য ও প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
৯| ২৪ শে মে, ২০১৭ রাত ২:১৮
উম্মে সায়মা বলেছেন: কবির জন্য শুভ কামনা..... ভালো থাকুন।
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত, প্লাসে অনুপ্রাণিত।
ঈদের শুভেচ্ছা...
আপনার একটা পুরনো কবিতা একটি বিদঘুটে স্বপ্ন পড়ে এলাম।
১০| ২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৩৯
নীলপরি বলেছেন: প্রতিটা লাইনই খুব সুন্দর লাগলো । ++++++
শুভকামনা ।
২৬ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ। ++++++ গুলো পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১১| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫
অপ্সরা বলেছেন: ভাইয়া কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে?
২৬ শে জুন, ২০১৭ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি। মে মাসে কিছুদিন দেশের বাইরে ছিলাম। ফিরে এসে ব্যস্ততা আর অস্থিরতা। তার পরে রোযা। এই তো...
আশাকরি আপনি কুশলেই আছেন এবং ছিলেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
ঈদের শুভেচ্ছা রইলো...
১৩| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: আমার মনে হয় কবির কাছে আলো-অন্ধকার সব সমান। তবে অন্ধকারই কবির বেশি পছন্দ।
কারণ অন্তর্দৃষ্টি দিয়ে কবি আলোর ফুল ফোটাতে পারেন।
অনেক পরিপক্ক কবিতা।
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:১১
খায়রুল আহসান বলেছেন: কারণ অন্তর্দৃষ্টি দিয়ে কবি আলোর ফুল ফোটাতে পারেন - চমৎকার বলেছেন। + +
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
আপনার শ্যামল কান্তি শিক্ষক হতে পারেনি(?!) ....... অমল কান্তি রৌদ্র হয়েছিল। পোস্টে একটা মন্তব্য লিখে ক্লিক করলে দেখি একটা বিজ্ঞপ্তি ভেসে উঠেছেঃ এই পোস্টে লেখক কোন মন্তব্য গ্রহণ করবেন না। -- আপনি কি ৫০টির মন্তব্য নেয়া বন্ধ রেখেছেন?
২৭ শে জুন, ২০১৭ রাত ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: আপনি কি ৫০টির মন্তব্য নেয়া বন্ধ রেখেছেন? - এটা পড়তে হবেঃ
আপনি কি ৫০টির পরে মন্তব্য নেয়া বন্ধ রেখেছেন?
১৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৫
অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: কবির মনে যখন কোন আঁধার নেমে আসে,
তিনি নিশ্চুপ থেকেই আলোর সন্ধান করেন।
তিনি আত্ম সমর্পিত চিত্তে সব মেনে নিলেও
অন্তর্দৃষ্টিতে তিনি আলোর সন্ধান করে যান
++++++
শুভকামনা ।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
আপনার শুভকামনায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৫| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১
নতুন নকিব বলেছেন:
আপনাকে মিস করছি।
দোআ করি, অহর্নিশ আপনি ভাল থাকুন। সুস্থ থাকুন। সুন্দর থাকুন।
২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকে মিস করছি -- মন ছুঁয়ে গেল কথাটা!
কবিতা পাঠের জন্য ধন্যবাদ। শুভকামনা ও দুয়া পেয়ে আপ্লুত।
শুভেচ্ছা জানবেন।
১৬| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৭:২৫
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারন হয়েছে কবিতা
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে অনেক খুশী হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
আপনার জন্যেও অনেক, অনেক শুভকামনা...
১৭| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১
প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে কবি,
ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
ভাল থাকবেন। শুভ কামনা।।
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৮| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫০
জুন বলেছেন:
ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
এ লাইনদুটো বড়ই সত্য খায়রুল আহসান । কিছু হয়নি এই অভিনয় করতে করতেই হয়তো একদিন চলে যাবে । খুব ভালোলাগলো বহুদিন পরে দেয়া আপনার কবিতাটি ।
+
০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে লাইন দুটো উদ্ধৃত করার জন্য অশেষ ধন্যবাদ।
কিছু হয়নি এই অভিনয় করতে করতেই হয়তো একদিন চলে যাবে -- হায়!
খুব ভালোলাগলো বহুদিন পরে দেয়া আপনার কবিতাটি -- অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক শুভেচ্ছা রইলো...
১৯| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: কবির মনে যখন কোন আঁধার নেমে আসে,
তিনি নিশ্চুপ থেকেই আলোর সন্ধান করেন।
তিনি আত্ম সমর্পিত চিত্তে সব মেনে নিলেও
অন্তর্দৃষ্টিতে তিনি সত্যের সন্ধান করে যান।
গভীর অনুতাপেও কবি কবিতা খুঁজে বেড়ান,
প্রভাময় প্রেমের উৎস অনুসন্ধান করে চলেন।
জীবনের প্রেমতাড়িত প্রত্যাশা ও প্রত্যাখানের
পুলক নৈরাশ্য নিয়ে কবিতা লিখেন ও পড়েন।
ভারী হৃদয়েও মুখে হাল্কা হাসির প্রলেপ মেখে
কবি বিচরণ করেন নিজ বাসভূমে, বহির্বিশ্বে।
নীরবে কথার মালা গেঁথে যান নিজ মনোভূমে
সেসব কথাই ঝলমলে কবিতা হয়ে হেসে ওঠে।
সুন্দর বললে ভুল হবে
অসম্ভব সুন্দর হয়েছে
ভাললাগা রইল
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: এ উচ্চ প্রশংসা পেয়ে অনেক অনুপ্রাণিত হ'লাম। কবিতাটি উদ্ধৃত করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো...
২০| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
কবিদের ব্যাপারে আমারও সেই রকম একটা অনুভুতি আছে; এঁরা সমাজ, মানুষ, মানবতাকে অনুভব করেন, ও প্রকাশ করতে পারেন।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: কবিদের ব্যাপারে মনে এমন চমৎকার অনুভূতি পোষণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
মন্তব্যে প্রীত হ'লাম।
২১| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:১৯
জাহিদ অনিক বলেছেন: কবিদের নিয়ে আপনার ধারনা বেশ স্বচ্ছ । নিজে কবি বলেই হয়ত ভাল করেই অনুধাবন করতে পারছেন ।
আমার ব্যক্তিগত ধারনা , প্রেম অর্থাৎ নারীর প্রেমে পড়ার পরে কবিতা লেখার হার কিছুটা কমে যায়।
প্রেম হবে হবে এমন অবস্থায় কবিতারা বেশি আসে। [একান্ত ব্যক্তিগত ধারনা]
১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: আমার ব্যক্তিগত ধারনাটা আপনারটার ঠিক বিপরীত। নারীর প্রেমে পড়ার পরে কবির কবিতা লেখার হার অনেক বেড়ে যায়, সে প্রেম সফল কিংবা অসফল হোক, প্রকাশিত কিংবা অপ্রকাশিত হোক।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো...
২২| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২
রায়হানুল এফ রাজ বলেছেন: কবির মন একটা পৃথিবী।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: কবির মন একটা পৃথিবী - চমৎকার বলেছেন কথাটা। কবির কবিতা তো সেই পৃথিবী থেকেই উঠে আসেঃ
"নীরবে কথার মালা গেঁথে যান নিজ মনোভূমে
সেসব কথাই ঝলমলে কবিতা হয়ে হেসে ওঠে"
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...
২৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আয়না দর্শনতো দারুন!!!
হা হা হা
আত্ম দর্শনে সত্য দর্শন
+++
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: আত্ম দর্শনে সত্য দর্শন - চমৎকার বলেছেন কথাটা।
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা রইলো...
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:১২
মোস্তফা সোহেল বলেছেন: খুবই সুন্দর কবিতা ভাইয়া।কবিতায় কবি মানসের যে কথা বলেছেন সব কবির বেলায় কি তা খাটে?
সব কবিই কি আত্বম্ভরিতার উর্ধ্বে?
আপনার চোখের দৃষ্টিতে একজন কবি মানসের যে কথা ফুটে উঠেছে তা সত্য হোক ।
অহেতুক প্রশ্ন করে ফেলেছি তার জন্য দুঃখিত ভাইয়া।