নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পাকা ফল হয়ে সে ঝুলে ছিলো।
যে কোন সময়ে...
টুপ করে ঝরে পড়ার অপেক্ষায়।
কতটুকু কাঁপুনি হলে সে ঝরে পড়বে-
তা মাপার জন্য কোন রিখটার স্কেলের প্রয়োজন নেই,
সে জানতো...
শুধু একটু শিরশিরে বাতাস...
কিংবা একটি ক্ষুদ্র পাখির চঞ্চুচুম্বন,
ব্যস, এটুকুতেই সে ঝরে পড়তে পারে-
সে জানতো।
অন্তঃসারশূন্য, কীটাক্রান্ত ফল মাটি ছাড়া কেউ খায় না,
সে জানতো...
তাই সে দিনরাত নিরবধি মাটির পানেই চেয়ে থাকতো।
মাধ্যাকর্ষণের শক্তি সামর্থ্য নিয়ে কোনদিন
সে ভাবতো না।
কারণ সে জানতো,
একটু শিরশিরে বাতাস, কিংবা একটি টুনটুনি পাখির
চঞ্চুচুম্বনই তাকে মাটির ঠিকানায় পৌঁছে দিতে পারতো।
ঢাকা
৩০ নভেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
খায়রুল আহসান বলেছেন: প্রশংসা ও প্রেরণাবহ, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ দিক নির্দেশিত কাব্য, কথামালায় মুগ্ধতা রইল শ্রদ্ধেয় কবিবর
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার কথামালায় মুগ্ধতা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো প্রকাশ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: প্রকৃতির নিয়মে সবারই একটা শেষ সময় আসে।ঠিক পাকা ফলের মতই।
কবিতা ভাল লাগল ভাইয়া।+++
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির নিয়মে সবারই একটা শেষ সময় আসে।ঠিক পাকা ফলের মতই - জ্বী, আপনি ঠিকই বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ভাবার্থ । ভালো লাগলো খুব ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ভাবার্থ । ভালো লাগলো খুব - অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
খায়রুল আহসান বলেছেন: প্রায় ১২ বছরেরও আগে লেখা আপনার প্রথম পোস্ট- হে নারী পড়ে একটা মন্তব্য রেখে এলাম। সময় থাকলে একটু দেখে নেবেন।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
তারেক_মাহমুদ বলেছেন: অন্তঃসারশূন্য, কীটাক্রান্ত ফল মাটি ছাড়া কেউ খায় না,
সে জানতো...
এই লাইনটা সবচেয়ে ভাল লেগেছে
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!
আপনার প্রথম পোস্টে একটা মন্তব্য রেখে এলাম।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
মানুষ বলেছেন: লিখেছেন মনের মতো
মানুষের -
যৌবন একটা লাল টমেটো
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
মলাসইলমুইনা বলেছেন: খায়রুলভাই, মনে হলো দৌড়ের দ্বিতীয় পর্ব পড়লাম | আগের কবিতার মতোই জীবনের অমোঘ সত্যিগুলো এই কবিতাতেও ফুটেছে প্রতিটি লাইনে লাইনেই ...| সুন্দর | ভালো লাগলো খুব |
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, এটা পড়ে দৌড়ের দ্বিতীয় পর্ব মনে হতে পারে। এ সবই জীবনের গতি প্রকৃতি পর্যবেক্ষণ থেকে আসে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত।
অগণিত শুভেচ্ছা---
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
নতুন ফুল, নতুন ফলের জন্য বৃক্ষের প্রস্তুতি
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: নতুন ফুল, নতুন ফলের জন্য বৃক্ষের প্রস্তুতি - চমৎকার এক দার্শনিক মন্তব্য।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কাব্য কথা মালায় মুগ্ধতা রেখে গেলাম সত্যি অসাধারণ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: কাব্য কথা মালায় মুগ্ধতা রেখে গেলাম সত্যি অসাধারণ - প্রেরণাদায়ক এ মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: কবিতা টা পড়ে বেশ ভালো লাগলো।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
খায়রুল আহসান বলেছেন: অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটু ব্যতিক্রম থিম মনে হয়েছে। কবিতা ভালো লেগেছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: একটু ব্যতিক্রম থিম মনে হয়েছে - তাই? প্রীত হ'লাম এমন মনে হওয়াতে। আমার তো মনে হয় একই কথা ঘুরে ফিরে আসে আমার কবিতায়।
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা রইলো...
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ...+++
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত।
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক অনেক ভালো লাগলো+
শুভ কামনা রইল।
ভালো থাকুন সবসময়....
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা এবং শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
সে পূর্ণাঙ্গরূপে মৃত্তিকার ঠিকানায় যেতে চায় কারণ মৃত্তিকা দেবে তাকে অমরত্বের স্বাদ । সে এভাবে পরিবর্তিতরূপে জনম জনম বেঁচে থাকবে । মানূষও পারে, সাহসী কাজের মাধ্যমে, ভাল কাজের মাধ্যমে ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, মানুষ ভাল কাজ করার মাধ্যমে অমর হয়ে থাকতে পারে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭
ওমেরা বলেছেন: কবিতাটা পড়ে একটা কথা খুব মনে পড়ল, কথাটা আমি আমার আম্মুর কাছে শুনেছি, আমার দাদুভাইয়া যখন বৃদ্ধ ( আমি উনাকে দেখি নাই) তখন নাকি বলত,” পাকা ফল খসে পড়ে বিনা বাতাসে, আমিও বৃদ্ধ হয়েছি যে কোন সময় হাল্কা অসুখেই চলে যাব “ ।
ধন্যবাদ ভাইয়া ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: যে কোন সময় হাল্কা অসুখেই চলে যাব - উনি কি শেষ পর্যন্ত হাল্কা অসুখেই চলে গিয়েছিলেন?
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: অন্তঃসারশূন্য, কীটাক্রান্ত ফল মাটি ছাড়া কেউ খায় না,
সে জানতো।
অসাধারন...
একদম অন্তর্যামী কথা।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৬
অলিউর রহমান খান বলেছেন: পাঁকা ফলের মতই আমাদের জীবন। যে কোন সময় শিশির বা পাখির চুম্বনেই ঝরে
পরবে।
বেশ ভালো লাগলো। সুন্দর প্রকাশ!
ধন্যবাদ জনাব।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত!
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ জ্ঞাতে অজ্ঞাতে অপেক্ষায়
সময়ের চুম্বন নিত্য
কাছে আনে সে ক্ষণ
অলখে আনমনে।
++++++++++
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকারভাবে আপনি কবিতার ভাবার্থটা এখানে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু!
প্লাসে প্রাণিত হ'লাম। শুভেচ্ছা নিরন্তর---
২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা---
২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
ডা: মেহেদী হাসান বলেছেন: অসাধারণ .!!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া কবিতা অসাধারণ...++++++
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নায়না নাসরিন, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩
প্রামানিক বলেছেন: চমৎকার অর্থবহ কবিতা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১১
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কেমন আছেন সব প্রিয় বন্ধুরা? সারাদিনের ব্যস্ততা বড় তারা করে ফেরে। সময় পাইনা ঠিক মত বন্ধুদের লেখা পড়তে। কাজের ফাকে যেটুকু সময় পাই ছুটে আসি এখানে। আমার পাতায় এমন্তেণ রইল হবাই কে।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
খায়রুল আহসান বলেছেন: এ পোস্টটা সম্পর্কেও কিছু কথা বললে ভাল হতো!
২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভূপতিত হওয়ার কাব্য! যথেষ্ট ভাবগাম্ভীর্যপূর্ণ!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
অনুপ্রাণিত হ'লাম, শুভেচ্ছা জানবেন।
২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
নীল মনি বলেছেন: চমৎকার লেখা।ভিন্ন স্বাদের লেখা।ভালো লাগল
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩
শামচুল হক বলেছেন: অন্তঃসারশূন্য, কীটাক্রান্ত ফল মাটি ছাড়া কেউ খায় না,
সে জানতো...
কবিতা খুব ভালো লাগল।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: পোষ্টের মন্তব্য আগেই করেছি প্রিয় সহ যোদ্ধা।
২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: পোষ্টের মন্তব্য আগেই করেছি -- অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য।
৩১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
জুন বলেছেন: মনকে নাড়া দিয়ে গেল উদাসী বাতাস এসে ।
কখন সেই বাতাসের দোলায় টুপ করে ঝরে পড়ি, মাটিতে মিশে যাই কে বলতে পারে ?
অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটা মন্তব্য সব শেষে এসে যেন কবিতাকে সমৃদ্ধ করে গেল! অনেক, অনেক ধন্যবাদ এ মন্তব্যের জন্য। আমরা সবাই এখন যেন মৃদুমন্দ বাতাসের দোলায়ই দুলছি। যেকোন সময়েই ভূপাতিত হতে পারি।
ভাল থাকুন, শুভকামনা...
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: কেমন আছেন?
আপনার পুরনো পোস্ট, ২৭-৩-২০১০ এ প্রকাশিত, আমার অত্যন্ত প্রিয় একটি রবীন্দ্র সঙ্গীত পড়ে একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
জাহিদ অনিক বলেছেন:
ভীষণ মায়াময় লেখা।
যেন কবিও জানতেন সে ঝরে পড়বে, ঝরে পরে নিবে মাটির স্পর্শ।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: ভীষণ মায়াময় লেখা - কবিতার অন্তর্নিহিত মায়াকে অনুভব করতে পেরেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ।
মায়াময় মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো কবিতা "বিব্রতবোধ" পড়ে একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।
৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
প্রাঞ্জল কাব্যে অশেষ ভাল লাগা!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৫
খায়রুল আহসান বলেছেন: আপনার অশেষ ভাল লাগা পেয়ে কবিতাটি ধন্য হলো, ভ্রমরের ডানা। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
তারেক_মাহমুদ বলেছেন: উপরের মন্তব্যটা কিন্তু অনেক আগের, ১৭ ডিসেম্বর এর,আপনি অনেক পরে জবার দিলেন।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২
খায়রুল আহসান বলেছেন: উপরের মন্তব্যটা কিন্তু অনেক আগের, ১৭ ডিসেম্বর এর,আপনি অনেক পরে জবার দিলেন। - এত হিসেব করার বোধ হয় প্রয়োজন নেই। আপনি হয়তো খেয়াল করেন নি যে আপনার ১৭ই ডিসেম্বরের মন্তব্যের জবাবটা ১৮ই ডিসেম্বরেই দিয়ে দিয়েছিলাম। আজকের মন্তব্যটা অতিরিক্ত, দৃষ্টি আকর্ষণীমূলক, কারণ সামু'র নোটিফিকেশন ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে।
যাহোক, ভাল থাকুন, ব্লগিং উপভোগ করুন, কোন হিসেব নিকেশ ছাড়াই!
৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
তারেক_মাহমুদ বলেছেন: হুম দেখলাম ধন্যবাদ, ভালথাকুন সবসময়।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৬| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯
জাহিদ অনিক বলেছেন:
আমার কবিতা, "বিব্রতবোধ"এ আপনার একটা মন্তব্য দেখলাম একটু আগেই।
ব্লগারদের পুরানো লেখা খুঁটে খুঁটে পড়া আপনার অভ্যেস, সে আমি জানি। কিন্তু কখনও ভাবিও নাই আমার লেখা পড়বেন।
নিজেকে কিছুটা সান্ত্বনা দিতে পারছি এইভেবে যে, কেউ না কেউ পড়বে আমার লেখাগুলো।
মাঝে কয়েকদিন ব্লগে নিয়মিত ছিলাম না। অনেক লেখাই মিস করে গেছি। সেগুলো খুঁজে খুঁজে পড়তে হবে।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: কিন্তু কখনও ভাবিও নাই আমার লেখা পড়বেন - আর সবারটা পড়তে পারলে আপনারটা কেন পারবোনা? আমি সাধারণতঃ পেছনের লেখা পড়ি, ব্লগারদের সেই সময়ের লেখাযোখা কেমন ছিল, তা জানতে। বা তার লেখার গ্রাফটা কোন দিকে যাচ্ছে, তা জানতে। মন্তব্যগুলো পড়েও অনেক ধারণা পাওয়া যায়, সজন্য মন্তব্যগুলোও মন দিয়েই পড়ে থাকি।
তবে আমার পুরনো লেখাগুলো কেউ পড়ে না
৩৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫
জাহিদ অনিক বলেছেন:
তবে আমার পুরনো লেখাগুলো কেউ পড়ে না - আপনার লেখা অবশ্যই কেউ কেউ পড়ে, ইনফ্যাক্ট আমিও যাই মাঝেমধ্যে আপনার ব্লগে- পড়ি কিছু কিছু; কিন্তু মন্তব্য করা হয়ে ওঠে না।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
খায়রুল আহসান বলেছেন: আমিও যাই মাঝেমধ্যে আপনার ব্লগে- পড়ি কিছু কিছু; কিন্তু মন্তব্য করা হয়ে ওঠে না - অত্যন্ত প্রীত হ'লাম এ তথ্যটা জেনে, এবং এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশীরভাগ কবি/লেখকের কাছে মনে হয় পাঠকের মন্তব্য একটা উপরি পাওনা। পাঠকেরা তার লেখা পাঠ করলেই কবি/লেখক খুশী হন, মন্তব্য পেলে কৃতজ্ঞ বোধ করেন।
জানি, সামু'র নোটিফিকেশন বিভ্রান্ত। তবুও আমি কবিদের, লেখকদের পুরনো লেখায় যাই, পড়ি ও মন্তব্য করি। আমার সে মন্তব্য কবিদের, লেখকদের কিংবা অন্যান্য পাঠকদের চোখে পড়লো কিনা, তা নিয়ে আমি খুব বেশী বিচলিত নই; যদিও খুব চাই ওঁরা তা দেখুন, পড়ুন।
আপনিও মাঝে মাঝে তা করেন, তা জেনে খুশী হ'লাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
সাইন বোর্ড বলেছেন: অর্থবহ এবং সুন্দর প্রকাশ !