নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কে কী ভাবছে, ভাবুক!
তুমি তো জানই, আমি তোমাকেই ভাবি,
এখনও ভাবছি। প্রতিটি পদক্ষেপে হয়তো
তোমার নাম নেয়া হয় না, কিন্তু হৃদয়ের প্রতিটি স্পন্দন
লুবঢক, লুবঢক করে রেখে যায় একটি অবোধ্য উচ্চারণ
সে তোমারই নাম, তা যে আমি জানি, তুমিও তো জানো!
কে আমায় দেখছে, কিংবা দেখছে না-
তা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।
দৃষ্টি মাটির দিকে কিংবা যেদিকেই রেখে চলিনা কেন,
আমি জানি, তুমি আছো আমার সাথে- সামনে, পেছনে,
ভেতরে, বাইরে, বহমান রক্ত কণিকায়, মস্তিষ্কে ও মননে।
আর তা জানি বলেই, আমার আর কোন ভয় নেই, ভয় নেই!
ঢাকা
১৯ ফেব্রুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: প্রিয় মানুষ ছাড়াও কবিতাটিকে অন্য আঙ্গিকেও ভাবা যেতে পারে।
প্রথম মন্তব্যটির জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতা! প্রিয় মানুষকে নিয়ে এমন ভাবনা ভাবতেও ভাল লাগে! ব্যাপার অনেকটা এমন, আমি হয়তো তাকে লুকিয়ে দেখছি। সে জানে আমি তাকে দেখছি। কিন্তু তারপরেও এই লুকানোর মধ্যে যে মজা, সেটা প্রকাশ্য পাওয়া যায় না...
জীবনের প্রতিটা ক্ষণে কবিতার এই উপলব্ধিটা থাকলে হয়তো কখনোই আর কাওকে হারানোর ভয় থাকতো না। কেউ হারিয়ে গেলেও বুঝতাম, সে আসলে হারায়নি। আছে, আমারই সাথে! হয়তো প্রকাশ্য নয়, অপ্রকাশ্য!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: যাকে আমি জানি যে সে আমার সাথে আছে, আমি তার দিকে তাকাই বা না তাকাই, তাকে হারানোর কোন ভয় থাকেনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: ভালো লেগেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
নষ্ট ল্যাম্পপোস্ট বলেছেন: প্রিয়জন কে ভাবতে কার না ভালো লাগে!
সেই ভাবনা ফুটে উঠে কবির কবিতায়।
কবির ভাষায় যেন ভাবনার বহিঃপ্রকাশ টা আরও দারুণ হয়ে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেই প্রিয়জন কি মহান সৃষ্টিকর্তা? কবিতায় ভালোলাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: অবশ্যই তা হতে পারে।
কবিতায় ভাল লাগা প্রকাশের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
তিনি রয়েছেন সর্বত্রব্যাপী! স্রষ্টার অনুভবে সৃষ্টির ভজন চিরকাল প্রোজ্জ্বল হঊক! অনন্ত শুভকামনা সুপ্রিয় কবি!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪
খায়রুল আহসান বলেছেন: স্রষ্টার অনুভবে সৃষ্টির ভজন চিরকাল প্রোজ্জ্বল হঊক - আপনার এ চমৎকার কথাটা মনে গেঁথে র'লো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া খুব ভাল লাগল কবিতাটি।+++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০
আখেনাটেন বলেছেন: ভালোবাসার চমৎকার ও সরল প্রকাশ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার চমৎকার ও সরল প্রকাশ - মন্তব্যটাও খুব সহজে ও সরাসরি অন্তরে প্রবেশ করলো।
অনেক অনেক ধন্যবাদ, প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
নতুন নকিব বলেছেন:
ভয় তো থাকার কথা নয়। বিশ্বাসীর ভয় থাকতে পারে না। স্বয়ং প্রভূ মহিয়ানই যে এই অভয় বানী শুনিয়েছেন। তবে, ছোট্ট শর্ত দিয়েছেন। বিশ্বাসী হওয়ার। কথা-কাজে-সামগ্রিক জীবনের প্রতিটি পদবিক্ষেপে বিশ্বাসের হিরন্ময় সেই চিহ্ন রেখে যাওয়াই আমাদের কাজ। মহান আল্লাহ তাআ'লার অমোঘ ঘোষনা-
'আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।' সূরাহ আল ইমরান, আয়াত-১৩৯
সত্যিকারের বিশ্বাসী আমরা কতটুকু হতে পেরেছি, সেটাই কথা।
কবিতার অনুভব-অনুভূতিগুলো হৃদয়ছোঁয়া। অনেক সুন্দর। কল্যানের দোআ নিরন্তর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবিতাটি পড়ে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ, আর কবিতার উদার প্রশংসা ব্যক্ত করার জন্য। অভিভূত হ'লাম।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: আপনার সবটুকু আন্তরিকতা দিয়ে কবিতাটি লিখেছেন।
শুধু তার জন্য কিংবা বলতে পারি শুধু অামাদের জন্য।
আপনি কেমন আছেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ উপলব্ধিটুকু এখানে প্রকাশের জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আমি ভাল আছি। আশাকরি, আপনিও কুশলেই আছেন। ভাল থাকুন, সব সময়।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২
ওমেরা বলেছেন: সে সব সময়ই সাথে আছেন, আমি তাকে ভুলে গেলেও সে আমাকে ভুলে না, আমিতাকে দেখিনা, সে আমাকে দেখেন সবসময় । আশা রাখি একদিন তাকেও আমি দেখব ।
অনেক ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করে খুব সহজ সরলভাবে নিজের ভাবনাটুকু প্রকাশ করে গেলেন, কবিতার প্রশংসা করে গেলেন, এজন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ! বিশ্বাস ভরা ভালোবাসার স্বীকারোক্তি।
কবিতার কথামালা আমাকে মুগ্ধ করেছে কবিবর। ভালোবাসা আর বিশ্বাস এমনই হতে হয়। গ্রেট।।
শুভকামনা আপনার প্রেমিক মনের জন্য
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: বিশ্বাস ভরা ভালোবাসার স্বীকারোক্তি। কবিতার কথামালা আমাকে মুগ্ধ করেছে - অনেক ধন্যবাদ, কবিতার এমন চমৎকার মূল্যায়ন এবং প্রশংসার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১২
সোহানী বলেছেন: লুবঢক মানে কি?
ভালোবাসার কবিতায় ভালোলাগা..........++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: লুবঢক মানে কি? - হৃদস্পন্দনের ছন্দময় ধ্বনিই হচ্ছে "লুবঢক"!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: লুবঢক মানে কি?
লাব ডাব লিখতে চেয়েছিলেন? হার্ট সাউন্ড?
কবিতার কথা গুলো সুন্দর । বেশ ভালো লেগেছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
খায়রুল আহসান বলেছেন: হৃদস্পন্দনের ছন্দময় ধ্বনিকেই "লুবঢক" বলেছি।
কবিতার কথাগুলো বেশ ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০১
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
তা কি কোন মানবী নাকি অদৃশ্য সত্তা? কে সে?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: আশাকরি, উপরের কিছু মন্তব্য ও প্রতিমন্তব্য থেকে সেটা এতক্ষণে বুঝে গেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৬
রোকসানা লেইস বলেছেন: কে কি ভাবল, ভাবার দরকার কি ভাবনা চলুক
নিজের মতন।
ভালোলাগা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
খায়রুল আহসান বলেছেন: ভাবার দরকার কি ভাবনা চলুক নিজের মতন - ঠিকই বলেছেন।
মন্তব্যে অনুপ্রাণিত। ধন্যবাদ এবং শুভেচ্ছা!
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
যে আছে ভাবনার মাঝে, সে দুরে যেতে পারে না কোনভাবেই; ভালো লেগেছে বাক্যগুলো
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার মনযগ আকর্ষণ করেছে দেখে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। একুশের শুভেচ্ছা!
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তসলীলা নিত্য প্রবহমান প্রতি লুবঢক লুবঢক এ!
তারে ভুলে গেলেও ভোলা যায়না!
জীবে দয়ায় ইশ্বর সেবা তো সর্বধর্শেরই প্রাণ-ভুলে গেছে অনুসারী জনগন!
প্রিয়া থেকে যে ভালবাসানুভবের যাত্রা শুরু হয়-ইশ্বর প্রেমে তা পূর্নতা পায়!
অনন্য অনুভবে ভাললাগা
++++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: প্রিয়া থেকে যে ভালবাসানুভবের যাত্রা শুরু হয়-ইশ্বর প্রেমে তা পূর্নতা পায়! - চমৎকার বলেছেন এ কথাটা।
অনন্য অনুভবে ভাললাগা -- এটাও!!!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতাটি মোটামোটি মানের।
ভাল থাকুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং পাঠ পরবর্তী মূল্যায়নের জন্য ধন্যবাদ।
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
সামিয়া বলেছেন: আপনার কবিতা পড়ে এই লাইনটি মাথায় এলো আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এ এ হে
অসাধারণ লিখেছেন কবি।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: ভেতরে বাহিরে অন্তরে অন্তরে হৃদয়জুড়ে যিনি থাকতে পারেন, তিনি এবং যার হৃদয়ে তিনি বিরাজ করেন, তাঁরা উভয়ে প্রাতঃস্মরণীয়, তাঁরা নমস্য।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে প্রীত হ'লাম।
একুশের শুভেচ্ছা---
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২
আটলান্টিক বলেছেন: কবিতার সাথে ভয়ের কি সম্পর্ক বুঝলাম না
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
খায়রুল আহসান বলেছেন: যিনি অনুভব করতে পারেন, তার সামনে পেছনে, ভেতরে বাহিরে, হৃদয়জুড়ে বহমান রক্তকণিকায়, মস্তিষ্ক ও মননে প্রতিমুহূর্তে একজন আছেন, যার উপর নির্ভর করা যায় পরম আস্থায়, তার আবার ভয় কিসের?
এটাই সম্পর্ক।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
বেশ গভীরের ভালোবাসা এঁকেছেন কবিতায় ।
ভাল লেগেছে ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক, অনেক অনুপ্রাণিত হ'লাম।
একুশের শুভেচ্ছা...
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৪
জাহিদ অনিক বলেছেন:
সহজ সরল সুন্দর শাশ্বত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
খায়রুল আহসান বলেছেন: সহজ সরল সুন্দর শাশ্বত --
মন্তব্যটা হয়েছে আমার--
একেবারে মন মতো!!
অনেক অনেক ধন্যবাদ, একুশের শুভেচ্ছাসহ!
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর করে সহজ ভাষায় ভাব প্রকাশ করেছেন!++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
খায়রুল আহসান বলেছেন: আপনিও কথাগুলো খুব সুন্দর করে সহজ ভাষায় বলে গেলেন!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ এবং একুশের শুভেচ্ছা!
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি চলে যাচ্ছো
নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে
কালো ধোঁয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে
তোমার ক্লান্ত অপস্রিয়মাণ মুখস্রী
সেই কবে থেকে
তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি
তুমি চলে যাচ্ছো
আপনার কবিতাটি পড়ে নির্মলেন্দু গুণ এর এ কবিতাটি মনে পড়ে গেল।
মানুষ যখন কোন কিছুকে ভালবাসে তখন তাকে চিরন্তর বলে মনে করতে চায়।
আপনার কবিতাটি পড়লাম;
কবিতাটির দুই ভাবে চিন্তা করা যায়....
*প্রেমের কবিতা
* জীবনের ...
জীবন তুমি চলে যাচ্ছ ,
আমি রয়েছি বসে অনন্ত অসীমের প্রতিক্ষায়...
আমার ভয় নেই, আমার ভয় নেই।
কবিতাটি খুব ভালো লিখেছেন++
শুভ কামনা ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটা পড়ে এতটা ভেবেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।
একুশের শুভেচ্ছা---
২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
করুণাধারা বলেছেন: বহমান রক্তকণিকায়, মস্তিষ্ক ও মননে প্রতিমুহূর্ত তুমি আছ- তাই আমার আর কোন ভয় নেই; চমৎকার ভাবনা।
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না!!
আপনার এ ধরনের ভাবনার আরেকটা ইংরেজি কবিতা আছে না, মাই ফ্রেন্ড নামে? এই কবিতায় +
( এর আগে মন্তব্য পোস্ট করতে গিয়ে দেখি লগ আউট হয়ে গেছি। আবার লগ ইন করে মন্তব্য করতে দুদিন লেগে গেল!!)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না!! - কবিগুরুর কাব্যসম্ভার থেকে চমৎকার এ উদ্ধৃতিটুকুর জন্য ধন্যবাদ।
মাই ফ্রেন্ড এর কথা স্মরণে রেখেছেন জেনে খুবই প্রীত বোধ করছি। আসলেই, দুটো কবিতার মধ্যে একটা যোগসূত্র আছে। সেখানেও বলতে চেয়েছিলাম, স্রষ্টার শাস্তি দেয়ার ক্ষমতা যেমন অপার এবং অপ্রশ্নযোগ্য, ক্ষমা করার আগ্রহ তার চেয়ে লক্ষ গুণ বেশী। তাই পার্থিব ত্রুটি বিচ্যূতির জন্য তাঁর নিকট অনুতপ্ত হৃদয়ে ক্ষমাপ্রার্থনা করে আমাদের তাঁর দয়া ও করুণা লাভে বেশী মনযোগ দেয়া উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭
ধ্রুবক আলো বলেছেন: যে ভালোবাসে তার ভয় নেই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩
ধ্রুবক আলো বলেছেন: সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেই প্রিয়জন কি মহান সৃষ্টিকর্তা?
আমি নিশ্চিত সেই প্রিয়জন মহান আল্লাহ্। আল্লাহকে সদা স্মরণে রাখলে কোনো ভয় নেই।
কবিতাটা খুবই অর্থবোধক যে আমাকে বেশ কয়েকবার পড়ে বুঝতে হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয়বার মন্তব্যের জন্য আরেকবার ধন্যবাদ। কবিতাটা বেশ কয়েকবার পড়েছেন জেনে খুশী হ'লাম। পড়ার পর আপনার ভাবনাটা এখানে শেয়ার করাতে অনুপ্রাণিত হ'লাম।
৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪
মিরোরডডল বলেছেন: man you are rock!!! darun likhechen
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটি সুন্দর ভালোবাসা।।। মুগ্ধ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ।
৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নগর কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
========
এই নগরের কবি,
তোমাকে দেখেছি আমি নাগরিক জীবনের ভাবনায়।
দেখেছি রৌদ্রের মিছিলে।
এই শহরের ওলিতে গলিতে।
দেখেছি তোমায় রাজপথে
শ্লোগানে মগ্ন তুমি।
দেখেছি তোমাকে।
বায়ান্নর ভাষা আন্দোলনকারীদের মিছিলে।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
এই স্লোগানে ঝলসে উঠা তোমার চিবুক।
তোমার কন্ঠে বারুদের ঝংকার।
বজ্রকন্ঠী আওয়াজ তুলছিলে বার বার।
তোমাকে দেখেছি কবি।
দেশ মাতার সন্তানরূপ প্রতিছবি।
একাত্তরে তোমার হাতে রাইফেল।
তুমি বারুদের গন্ধে তখন উচ্ছসিত।
তোমার বুকে বাংলা মায়ের প্রেম লালিত।
কবি তোমাকে দেখেছি।
দেখেছি ধুলোমাখা শহরের রাস্তায়।
দেখেছি নুর হোসেনের বুকে।
বার বার তুমি কলম ধরেছো।
বার বার তুমি মরেছো।
কবি তোমাকে দেখেছি বাংলার পথে প্রান্তরে।
তোমাকে দেখেছি শহরের রাস্তার মোরে।
তোমাকে দেখেছি চায়ের কাপে আড্ডাবাজ দের ভিড়ে।
তোমাকে দেখেছি ক্লান্ত বিকেলে রাস্তার ধারে।
কবি তোমাকে দেখেছি।
বই মেলাতে কবিতা হয়ে ছুটছিলে তুমি।
কবিদের মুখে, প্রাণে, আত্মার মাঝে।
নতুন বইয়ের ঘ্রাণে,
কবিতা প্রেমিক পাঠকের প্রাণে।
কবি তোমাকে দেখি তারুণ্য জাগরিত গানে।
তোমাকে দেখেছি মিছিলের স্লোগানে।
বজ্রকণ্ঠি নেতার ভাষণে।
কবি তুমি সবখানে।
কবি তুমি মানুষের প্রাণে।
বেচে থাকার আহবানে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটি এখানে পোস্ট করার উদ্দেশ্য ও অর্থ ঠিক বোধগম্য হলোনা।
৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লুবঢক মানে কি?
কবিতায় + +
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: ১৪ নং প্রতিমন্তব্য দ্রষ্টব্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই : প্রিয় মানুষের জন্য দিপ্ত উচ্চারণ | ভালোবাসার কবিতায় অনেক ভালোলাগা |