নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সময়ের সংলাপ

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২

বাবলু তুমি দৌড়ে চলো, দৌড় ছাড়া আর চলবে না,
থামাথামি তো চলবে না, জোর কদমেও চলবে না।
সময় তোমার বড্ডো কম, এ ছাড়া আর গতি নেই,
পিঠের বোঝা ভারী হলেও চলতে হবে তা নিয়েই!

বাবলু তোমার মনটা খারাপ? দিশেহারা বড্ডো তুমি?
বুকটা তোমার হয়ে আছে মরু সাহারার বিরাণ ভূমি?
দিনভর তুমি কিসব লিখো, কার কাছে কি বলবে বলে,
সেসব কথা গুটিয়ে রাখো, বলবে আবার সময় হলে।

কোনটা তোমার বেশী ভারী, বুকটা নাকি পা দুটো?
জলবাষ্পে কোনটা ভারী, আকাশ নাকি চোখ দুটো?
ক্লান্ত তুমি? ভয় পেয়ো না, এই কথাটি রেখো মনে
সব পথেরই মিলন হবে এক জা’গাতেই সঙ্গোপনে।

দৌড়ে চলো, দৌড়ে চলো, বাবলু তুমি দৌড়ে চলো,
ব্যাগটা তোমার গুছিয়ে নিয়ে দ্রুত লয়ে দৌড়ে চলো।
পেছন ফিরে তাকিও না, ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলো,
অশ্রু ঘামে ভিজিয়ে দিও উড়বে যত পথের ধুলো।



ঢাকা
১৬ মার্চ, ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:
দৌড়ের উপরেই কবিতাটি পড়লাম । অনেক গুঢ় কথা আছে বলে মনে হলো।
আজ প্রেয়ার ডে , হাতে সময় কম , পরে এসে আবার পড়ার ইচ্ছা আছে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ, ডঃ এম এ আলী
জীবনের চলার পথে কোন কোন সময়ে এসে মানুষ দিকভ্রান্ত হয়ে যায়। কখন কি করতে হবে, তা ঠিকমত বুঝতে পারেনা। সময়ের কাজ সময়ে করতে হবে, এ বোধটুকুও থাকেনা। সে অকারণে আবেগাচ্ছন্ন হয়, তার চলার গতি শ্লথ হয়ে যায়। সে বিহ্বল হয়ে পথের পানে চেয়ে রয়, বর্তমান আর ভবিষ্যতের চেয়ে অতীত তার কাছে বেশী দৃশ্যমান হয়। এ রকমেরই এক বাবলুকে সময় স্মরণ করিয়ে দিচ্ছে তার সময় স্বল্পতার কথা।

২| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


দিবাশেষে সবই থিতিয়ে পড়ে, পথের শেষে পথিক ক্লান্ত, বিশ্রামের দরকার!

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: ক্লান্ত পথিকের বিশ্রামের সময় হাতে নেই। তাকে দৌড়াতেই হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

ডঃ এম এ আলী বলেছেন: সকল দিবসই প্রেয়ার ডে , বলতে চেয়েছিলাম আজ জুমার নামাজের দিন ।
ভাল একটি দিনে কবিতাটি পাঠ করলাম ভেবে ভাল লাগছে ।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: বলতে চেয়েছিলাম আজ জুমার নামাজের দিন - সেটা বুঝতে পেরেছিলাম।
ভাল একটি দিনে কবিতাটি পাঠ করলাম ভেবে ভাল লাগছে - অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---

৪| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

অর্ক বলেছেন: ওয়াও দারুণ প্লাস।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত।

৫| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি চলতে হয় । দৌড়ে চলতে হয়। না হলে সব বেকার ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: সত্যি চলতে হয় । দৌড়ে চলতে হয়। না হলে সব বেকার - সঠিক উপলব্ধি!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

৬| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাবলু তোমার তাড়ানুভব
জাগনের দারুন তৃষা
দৌড়ে যাবার আগে একটু
নজর মেলে দেখৌ দিশা!

দুই নয়নে যা দেখো সব
তাইতো নয় পরম সত্যি
তৃতীয় নয়ন বন্ধ রলে
পাবেনা শেষ গতি রত্তি!

অনুভবে গভীর সবই
কষ্টটুকু বেশী ভারী
মাত্রা টুকু বদলে গেলে
কর্পূর সম উড়বে খালি!

বাবলু মাঝেই সকল প্রকাশ
বাবলু আপন বাবলু সকাশ
খোদ মাঝেই খোদ আপন স্বরুপ (থাম বাবলূ, )
আ' কারে দেখো আপনা রুপ।

:)

বাবলু তাড়ানুভবে আপনাতেই চলে এলো :P

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: বাবলু তাড়ানুভবে আপনাতেই চলে এলো - এবং খুবই চমৎকারভাবে এসেছে।
"অনুভবে গভীর সবই
কষ্টটুকু বেশী ভারী
মাত্রা টুকু বদলে গেলে
কর্পূর সম উড়বে খালি!" - চমৎকার!
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

দৃষ্টিসীমানা বলেছেন: দারুন কবিতা লিখেছেন +++ ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে আমার কোন লেখায় আপনি এলেন, এবং সুন্দর একটা মন্তব্য রেখে প্রেরণা দিয়ে গেলেন।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

৮| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

মিথী_মারজান বলেছেন: কি নির্মম অথচ বাস্তব সত্য!
দৌঁড়ে চলতেই হবে পা দুটোকে মন যতই ক্লান্ত হোক না কেন!
অস্হির সমাজব্যবস্হার দূরন্ত এক কাব্য!

কবিতায় ভালোলাগা। :)

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আসার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
প্লাসেও...

৯| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

ক্লে ডল বলেছেন: সব মানুষেরই নিজস্ব কিছু সংগ্রাম থাকে। সেখানে সময়ের সাথে বোঝাপড়া অনিবার্য হয়ে পড়ে।

কোনটা তোমার বেশী ভারী, বুকটা নাকি পা দুটো?
জলবাষ্পে কোনটা ভারী, আকাশ নাকি চোখ দুটো?
ক্লান্ত তুমি? ভয় পেয়ো না, এই কথাটি রেখো মনে
সব পথেরই মিলন হবে এক জা’গাতেই সঙ্গোপনে।

এই চার লাইন খুবই ভাল লেগেছে। সবমিলিয়ে দারুণ অনুপ্রেরণাদায়ী কবিতা!!


১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: সব মানুষেরই নিজস্ব কিছু সংগ্রাম থাকে। সেখানে সময়ের সাথে বোঝাপড়া অনিবার্য হয়ে পড়ে - খুবই চমৎকার একটা দার্শনিক মন্তব্য করেছেন। কবিতার নির্যাসটুকু এই ছোট্ট দুটি বাক্যেই তুলে ধরেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।
কবিতা থেকে উদ্ধৃতির জন্যেও ধন্যবাদ, প্রীত হ'লাম।
সবমিলিয়ে দারুণ অনুপ্রেরণাদায়ী কবিতা!! - আমার জন্যেও অনুপ্রেরণাদায়ক হয়ে রইলো কথাটা।

১০| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০

তারেক ফাহিম বলেছেন: দৌড়ে চলা ছাড়া কোন উপায় আছে? বর্তমান সময়ে দৌড়ের উপর না থাকলে টিকা যায় না :D

বরাবরের মত কবিতা পাঠে মুগ্ধতা জানবেন শ্রদ্ধেয়।

কেমন আছেন???

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি, ধন্যবাদ।
শুধু বর্তমান সময়ে নয়, বাবলুদের আজীবন দৌড়ের উপরই থাকতে হয়।
কবিতা পাঠে মুগ্ধতাটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

১১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমান বিশ্বে জন্মো থেকে যে ভাবে প্রতিযোগিতার পিছনে ছুটতে হয়,সামান্য পিছনে পড়লে গেল গেল রব ওঠে,সেখানে বাবলুদের জীবন সত্যিকার প্রানান্তকর।ভালো হয়েছে।
শুভেচ্ছা অনন্ত।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: বাবলুদের জীবন সত্যিকার প্রানান্তকর - সঠিক উপলব্ধি!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৪ ই জুন, ২০১৮ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার প্রথম পোস্ট- উনবিংশ শতকের ত্রিশ/চল্লিশের দশকে টাকি বসিরহাটের মধ্যবর্তী গ্রামগুলির সামাজিক অর্থনৈতিক জীবনের একটি চিত্র এবং আর আগের পোস্টটাও পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি।

১২| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার শেষলাইনে শিহরণ খেলে গেল। অসাধারণ স্যার!

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষলাইনে শিহরণ খেলে গেল - কথাটা জেনে আমিও শিহরিত হ'লাম, অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৩| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, সুমন কর!

১৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রেরণামূলক কবিতা। ভালো লেগেছে।

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্যটিও খুব অনুপ্রেরণাদায়ক। শুভেচ্ছা জানবেন।

১৫| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: এই দৌড়াতে দৌড়াতেই জীবন শেষ ।
দিন শেষে হিসাব নিকাশ । বড় হ ওয়া বড্ড জ্বালা ।
চমৎকার লিখেছেন

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০

খায়রুল আহসান বলেছেন: যে ক'টা কথা বললেন, সবগুলোই খুব ভাল লাগলো।
শেষেরটা সবচেয়ে বেশী।
ভাল থাকুন, শুভেচ্ছা!
(বাবলুদেরকে দৌড়াতে বলেছি, বাবলীদেরকে নয়। সুতরাং, রিল্যাক্স! :) )

১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট অসীম ভাললাগা এবং খুব কষ্ট লাগল পড়ে দুটো মন্তব্য রেখে এসেছিলাম।

১৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০২

নীলপরি বলেছেন: বাস্তবের প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবিতায় । ভালো লাগলো । ++++++++

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
বাস্তবের প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবিতায় - ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা---

১৭| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৬

সোহানী বলেছেন: দৌড়াও দৌড়াও দৌড়াও দৌড়াও ................ সে দৌড় কখনই থাকার নয়।

পা দুটি ভারী ক্লান্তিতে, বুকটা ভারী কষ্টে, এলোমেলো চিন্তায় মাথাটা ভারী............ নাহ্ জীবনে কোন অবসর নেই, শুধু দৌড়াও আর দৌড়াও ।.............. আহ্ জীবনের কষ্টের কথা মনে করিয়ে দিলেন :((

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: সে দৌড় কখনই থাকার নয় - হয়তো বলতে চেয়েছিলেন, "সে দৌড় কখনই থামার নয়"??
সে যাই হোক, জীবনের কষ্টের কথা মনে করিয়ে দেয়ার জন্য দুঃখিত, তবে আপনার মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট (সেপ্টেম্বর ২০১২) "লিখাটা খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম ফেইসবুক থেকে..................রমনার রাতের স্টার বনাম লাক্স চ্যানেল আই সুপার স্টার (লেখক: মিজানুর রহমান পলাশ, নজরুল ইসলাম হল, বুয়েট, ঢাকা)" এবং "আমার সুইজারল্যান্ড ট্যুর.........পর্ব-৫" - পড়ে একটা করে মন্তব্য রেখে এসেছিলাম।

১৮| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন:


এ দৌড় যেন মৃত্যুতেই শেষ।

কবিতা ভালো লেগেছে

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: এ দৌড় যেন মৃত্যুতেই শেষ - জ্বী, সেটাই ফিনিশিং লাইন!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন !!!
চলছি মানেই বেঁচে আছি ,আবার বেঁচে থাকতে হলে দৌড়াতে ই হবে।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

খায়রুল আহসান বলেছেন: বেঁচে থাকতে হলে দৌড়াতে ই হবে - বিশেষ করে যাদের হাতে অনেক কাজ জমে আছে, সে তুলনায় সময় আছে কম!
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

২০| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১:০৬

করুণাধারা বলেছেন: অশ্রু ঘামে পথের ধুলো ভিজিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে বাবলুকে কেবলই ছুটে চলতে হয়, থামার কোন উপায় নেই। আমিই বাবলু, আমরা সবাই বাবলু। চমৎকারভাবে আমাদের সবার জীবনকে বর্ণনা করেছেন।

গভীর অনুভবের কবিতা। খুব ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ আপনার এ সুন্দর মন্তব্যের জন্য। আপনার এ মন্তব্যটা আমাকে পরবর্তী কিছু মন্তব্যের জবাব দিতে সাহায্য করবে।
গভীর অনুভবের কবিতা। খুব ভালো লাগলো - গভীরভাবে অনুপ্রাণিত হ'লাম, মন্তব্যে এবং প্লাসে।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

২১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় বাস্তবিক কোন সসমাধান নেই। বাবলুরা এভাবে দৌড়ে আড়াল হলে কোন দিন সমাধান আসবে না। বাবলুদের পিছনে ফিরে তাকাতে হবে।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করেছেন, এজন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...

২২| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন:

“ প্রতিটি মানুষের জীবনটা আসলে অনুভব ও উপভোগের বিষয় ! কিন্তু কারো কারো জীবনে ভাগ্য দোষে বা কর্ম দোষে তা আর হয় না”


কবিতা খুব সুন্দর লিখেছেন ভাইয়া!

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

নতুন নকিব বলেছেন:



অনেক সুন্দর। সাবলিল সহজ ভাষায় ভাললাগার মত একটি কবিতা। ধন্যবাদ।

আচ্ছা, এ কবিতার শিক্ষা তো সবার জন্য। তো, 'বাবলু' -কে এড্রেস করা হল কেন? তিনি কে?

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, এ কবিতার শিক্ষা তো সবার জন্য। তো, 'বাবলু' -কে এড্রেস করা হল কেন? তিনি কে? - আপনার এ প্রশ্নের উত্তর ইতোমধ্যে করুণাধারা দিয়ে দিয়েছেনঃ আমিই বাবলু, আমরা সবাই বাবলু। চমৎকারভাবে আমাদের সবার জীবনকে বর্ণনা করেছেন।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৪| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: বাবলুর সাথে আমার নিল খুঁজে পাচ্ছি।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: জ্বী, মিল খুঁজে পাবারই কথা। সে তো আমাদেরই একজন।

২৫| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানবজীবনে সুস্থির হয়ে সময় কাটানোর সুযোগ নেই। পথচলা একবার শুরু হলে তা আর থামে না।
ভাল লাগল।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: লেখাটা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
পথচলা একবার শুরু হলে তা আর থামে না - চিরন্তন সত্য কথা।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৬| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

কালীদাস বলেছেন: এরকমম বাবলুর পেছনে লাগার কারণ কি? বাবলু কি অলস? দেরিতে ঘুম থেকে উঠে? নাকি পরীক্ষার বেশি ডাব্বা মারে?


:D

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, বাবলুর সবগুলো কোয়ালিটিই তো দেখছি ধরে ফেলেছেন!
আপনার গুড নেচার্ড হিউমার এ ব্লগের প্রাণ! আমি খুব উপভোগ করে থাকি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা---

২৭| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

শাহিন বিন রফিক বলেছেন: আমরা সবাই বাবলু, খুব ভাল লাগল আপনার কবিতাটি।

এ+প্লাস।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই বাবলু - ঠিক বলেছেন, সার কথা!
এ+প্লাস এর জন্য আন্তরিক ধন্যবাদ।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো প্রথম পোস্ট - তোমার জন্য উপহার - এবং দ্বিতীয় পোস্ট - জীবন মানে গল্প নয় - পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে একবার দেখে নেবেন।

২৮| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




নিজের কৃতকর্মের বোঝা নিয়েই মানুষকে দৌঁড়ুতে হয় । বুক ভারী হোক , পা ব্যথায় টনটন করুক তবুও জীবনের দৌঁড়টা মানুষকে সাঙ্গ করতেই হয় ইচ্ছায় কিম্বা অনিচ্ছায় । এটাই নিয়তি মানুষের ।

একেবারে শেষের লাইনটির আগের লাইনের ---- "পেছন ফিরে তাকাইও না ....." বোল্ড করা শব্দটি মনে হয় বাকী শব্দ ধারার সাথে মিলিয়ে " তাকিও না " হলে ভালো হতো । যদিও বিশ্বাস করি, লেখক তার লেখাতে স্বাধীন ।



১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: "বুক ভারী হোক , পা ব্যথায় টনটন করুক তবুও জীবনের দৌঁড়টা মানুষকে সাঙ্গ করতেই হয় ইচ্ছায় কিম্বা অনিচ্ছায় । এটাই নিয়তি মানুষের" - চমৎকার কথা বলেছেন।
তাকাইও না এর ব্যাপারে ভাবছি, কি করা যায়! আরেকটু সম্পাদনা করতে হবে হয়তো। পরামর্শের জন্য ধন্যবাদ।

২৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৮

মিরোরডডল বলেছেন: জীবন মানেই দৌড়
কিছু ধীর গতির
কিছু দ্রুত
তার শেষ নেই যতক্ষণ পর্যন্ত না আমরা মরে যাই

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। জীবন মানেই দৌড, কিছু ধীর গতির কিছু দ্রুত। তার শেষ নেই যতক্ষণ পর্যন্ত না আমরা মরে যাই - চমৎকার এ দার্শনিক মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---

৩০| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:৪২

মলাসইলমুইনা বলেছেন: “Mobilis in mobili” | খায়রুল ভাই : ক্যাপ্টেন নিমোর নটিলাসের মূলমন্ত্রের কথাটা মনে হলো আপনার কবিতা পড়ে | বাবলু, না না শুধু বাবলু নয় আমরা সবাই, দৌড়ে -গতিতে পরিবর্তনের মধ্যে চলতে চলতেই শুধু আমাদের না পাবার আকাঙ্খাগুলোকে পরিবর্তন করে আমরা একটা সুখের একটা পরিবর্তিত জীবন আশা করতে পারি | ম্যাসেজ রিসিভড |

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে Captain Nemo এর মূলমন্ত্রের যে দার্শনিক বক্তব্যের উল্লেখ এখানে রেখে গেলেন, তার জন্য অশেষ ধন্যবাদ।
"আমরা সবাই, দৌড়ে -গতিতে পরিবর্তনের মধ্যে চলতে চলতেই শুধু আমাদের না পাবার আকাঙ্খাগুলোকে পরিবর্তন করে আমরা একটা সুখের একটা পরিবর্তিত জীবন আশা করতে পারি" - চমৎকার বিশ্লেষণ! +
চমৎকার মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা---

৩১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

ধ্রুবক আলো বলেছেন: জীবন দৌড়ে থামতে নেই, থেমে গেলেই পিছিয়ে পরতে হবে। জীবনের শরীরে কোনো ক্লান্তির বসত করতে দেয়া ঠিক নয়, এটাই পার্থিব নিয়ম ।

কবিতা ভালো লাগা।

বাবলু কি পরিচিত কেউ??

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: থেমে গেলেই পিছিয়ে পরতে হবে - ঠিক বলেছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত।
বাবলু কি পরিচিত কেউ?? - করুণাধারা'র মন্তব্যটি (২০ নং) দেখুন। আমিই বাবলু, আমরা সবাই বাবলু।

৩২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৩৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: বাবলুর উদ্দেশ্যে

The woods are lovely, dark and deep
but I have promises to keep,
miles to go before I sleep
and miles to go before I sleep


কবিতার ১১-১২ লাইনদ্বয়েই হয়তো কবি তার মূল দর্শনটা লুকিয়ে রেখেছেন!


কবিতায় ভালোলাগা!
++

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, কবিতাটি শুধু আপনার দৃষ্টিই লাভ করেনি, মনযোগও পেয়েছে। Robert Frost এর কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
কবিতার মূল দর্শনটা আপনি ঠিকই ধরতে পেরেছেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা---

৩৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া লেখাটি পড়ার অনুরোধ রইল kobita aporicita

২২ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: পড়ে আসলাম। ভাল লেগেছে।

৩৫| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমিও দৌড়ের উপর কবিতাটি পড়লাম। দৌড়ের উপর আছি পথ শেষ হয়না কি যে করি!!!!! ওভার অল বেশ লাগলো

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।

৩৬| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: দৌড় নিয়ে অনেক সুন্দর কবিতা। অনেক ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩৭| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আমার জীবনটাও যেন দৌড়ের উপর :(
অনেক ভালোলাগা জানবেন +++++++++

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

খায়রুল আহসান বলেছেন: দৌড়ের উপর থাকা ভাল, গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছানো যায়! :)
জোকস এ্যাপার্ট, আশাকরি কুশলেই আছেন। নতুন পোস্ট দিচ্ছেন কবে?
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩৮| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

বিদেশে কামলা খাটি বলেছেন: প্রবাসে কাজ করা শ্রমিকদের নিয়ে কিছু লিখুন। তারা অনেক কষ্টে আছে। তাদের কথা কেউ ভাবে না।

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, আপনাকে সুস্বাগতম!
আচ্ছা, ভেবে দেখবো।
আপনি তো প্রবাসী, আপনি নিজেও কিছু নিজস্ব অভিজ্ঞতার কথা লিখে আমাদের জানাতে পারেন। প্রবাসীদের অভিজ্ঞতার কথা জানতে চায়, এমন বহু পাঠক এ ব্লগে আছেন।
আপনার লেখা তিনি কি ভাবে দলের ভারপ্রাপ্ত প্রধান হলেন পোস্টে একটা মন্তব্য রেখে এসেছি।

৩৯| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:



এই ক্ষণস্থায়ী জীবনে সবাইকেই থাকতে হয় দৌড়ের উপরে, যেন জীবন আমাদের এটিই শিখিয়ে দিয়েছে !

কবিতা ভাল লেগেছে বেশ ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: দৌড় শেষ মানে তো সবই শেষ! জীবন মানেই চলা, স্থবিরতা প্রাণহীনতা।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৪০| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছন্দময়, অসাধারণ শিক্ষাদান করে গেছেন কবিতায়।
শেষ চার লাইন যেন অনেককিছু বলে গেছে, সবারই অনুকরণীয়।

অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম কবিবর।
শুভকামনা আপনার জন্য সবসময়

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: প্রশংসাসূচক মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম। প্লাসে উৎসাহিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪১| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩২

শামচুল হক বলেছেন: আপনার কবিতা বরাবরই আমার ভালো লাগে। ধন্যবাদ বড় ভাই।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়েছেন জেনে খুশী হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.