নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ভাল থেকো আনায়া

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

ভাল থেকো শীতে হেমন্তে,
ভাল থেকো বর্ষায়, বসন্তে।
ভাল থেকো গ্রীষ্মে, খরায়,
ভাল থেকো ধূলির এ ধরায়।

ভাল থেকো তুমি অঘ্রাণে শরতে,
ভাল থেকো এ শুভ্র তুষারপাতে।
ভাল থেকো জ্যোৎস্নায় অমাবস্যায়,
নিশীথে ও দিবসে, প্রাতে ও সন্ধ্যায়।

(তুষারপাতের দেশে প্রবাসী, নাতনি আনায়াকে মনে পড়ে)

ঢাকা
০৬ এপ্রিল, ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।


মন্তব্য ৮৩ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই, ভালো থেকো আনোয়ারা/ সুখে থেকো আনোয়ারা।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

০২ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
আপনার প্রথম পোস্ট - "যমুনার জল" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে পড়ে দেখবেন।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০

আরাফআহনাফ বলেছেন: আনায়ার জন্য শুভ কামনা।

অনেক অনেক ভালো থাকুক - যেখানেই আছে, যেমন আছে।

আপনিও ভালো থাকুন।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আরাফআহনাফ, আপনার এ শুভকামনার জন্য।
আপনিও ভালো থাকুন, শুভেচ্ছা রইলো---

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আনায়া ভাল সর্বাবস্থায় ভাল থাকুক। আনায়ার জন্য অনেক অনেক শুভকামনা।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আনায়ার প্রতি এ শুভকামনার জন্য।
আপনিও ভালো থাকুন, শুভেচ্ছা রইলো---

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

কাওসার চৌধুরী বলেছেন: ভাল লাগল।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬

শাহিদুল ইসলাম বলেছেন: সত্যি অসাধারণ

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার উচ্চ প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো থেকো সব বেলা

খুব সুন্দর শ্রদ্ধেয়

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ছবি, প্রশংসা ও শুভকামনার জন্য।
প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অল্প কথায় অনেক সুন্দর একটা কাব্য।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে সুন্দর একটা প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাওয়ার জন্য।
প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

অর্ক বলেছেন: ফাটাফাটি! আপনি কি এখন সাইবেরিয়া’য় অবস্থান করছেন নাকি?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

খায়রুল আহসান বলেছেন: হঠাৎ এ প্রশ্ন কেন?

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আনায়া আবার দেশে আসবে কবে ভাইয়া?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

খায়রুল আহসান বলেছেন: মনে হয়, অন্ততঃ দু'বছরের আগে তো নয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

সাইদুল আরেফিন মুন্না বলেছেন: আনায়ার মত কেউ একজন আমাকেও বেঁধে রেখেছে নিদারুণ কষ্টের সৃতিতে।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩

খায়রুল আহসান বলেছেন: কষ্টের অবসান হোক!
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

দিবা রুমি বলেছেন: আনায়া ভাল থাকুক।

কবিতা ভাল হয়েছে। জানি না সেটা আনায়ার পরশে কিনা...

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল এবং আনায়ার জন্য অনেক মঙ্গল কামনা রইল ।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এলেন, আশাকরি ভাল আছেন।
আনায়ার জন্য মঙ্গল কামনা করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্যে প্রীত ও অনুপ্রানিত।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানুষ।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, তাই হোক!

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভাল লিখেছেন ভাইয়া।

আপনার প্রিয় আনায়া ভাল থাকুক।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, শাহরিয়ার কবীর। মন্তব্যে প্রীত হ'লাম।
আনায়ার প্রতি শুভকামনার জন্যেও অনেক ধন্যবাদ।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার শুভ-কামনা আনায়ার জীবনটাকে হাসিখুশী, সুন্দর ও সফল করে তুলুক।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ে এমন চমৎকার একটি মন্তব্য এখানে রেখে যাবার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা---

১৬| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

করুণাধারা বলেছেন: তাই যেন হয়, ভালো থাকুক আনায়া-  সবখানে, প্রতিক্ষণে।

কবিতার মধ্যে আনায়ার অনুপস্থিতিতে আপনার কষ্ট আর আনায়ার প্রতি ভালোবাসা স্পষ্ট- খুব ভালো লাগলো।

এই কবিতা পড়ে সেলিম আল দীনের(জানিনা উনি ক'টি কবিতা লিখেছিলেন, আমি উনাকে নাট্যকার হিসেবেই জানতাম।) একটা কবিতা মনে পড়ে গেল। সেই কবিতাতেও তিনি অল্প শব্দ দিয়ে একটি ছোট মেয়ের প্রতি ভালোবাসার ছবি এঁকেছিলেন।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: তাই যেন হয়, ভালো থাকুক আনায়া- সবখানে, প্রতিক্ষণে - আপনার এ শুভকামনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
তিনটা বছর চোখের সামনে আমরা ওর একটু একটু করে বেড়ে ওঠা দেখেছি, ওর মুখে আধো আধো বোল ফুটতে ফুটতে কথা ফোটা শুনেছি ও দেখেছি, তারপর একদিন ও চলে গেল! ইমিগ্রেশন পার হবার পর ও খুব কান্না করছিল, সে দৃশ্য এখনো চোখে ভাসে।
সেলিম আল দীনের কবিতাটা আমিও পড়েছি। সে কবিতার শেষের তিনটে চরণে আমাদেরই কথা বিবৃত হয়েছেঃ
সুখের অংশ নিয়ে চলে যাও তুমি
শোকের পয়ারগুলি
থাক জমা বুকে আমাদের

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অভিভূত হয়েছি।
শুভেচ্ছা---

১৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: ভালো থাকুক.....

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা আমার কাছে কবিতা না, মনে হল প্রার্থণা।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: এটা আমার কাছে কবিতা না, মনে হল প্রার্থণা - ঠিকই বলেছেন। এটা একটা প্রার্থনা ও দোয়াই বটে!
মন্তব্যের জন্য জানাচ্ছি অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব মিলিয়ে পুরা পৃথিবীই ভাল থাকুক।
চমৎকার কাব্যে ভাল লাগা।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: পুরা পৃথিবীই ভাল থাকুক -্ জ্বী, সেটাই আমারও চাওয়া। পুরা পৃথিবী ভাল থাকলে আমরাও ভাল থাকবো অবশ্যই!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

২০| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ধ্রুবক আলো বলেছেন: "ভালো থেকো মেঘলা দিনে
ভালো থেকো খুব বৃষ্টির দিনে"
"ভালো থেকো অগ্রহায়নে
ভালো থেকো গোধূলী লগনে"
তবুও থেকো তুমি
না থাকার অবসরে...

প্রিয় মানুষকে নিয়ে লেখা, কবিতা তা আট লাইনের হতে পারে, কিন্তু খুব আবেগ মেশানো। আমি নিজেই আবেগ ধরে রাখতে পারিনি। তাই কিছু লাইন আমিও লিখে ফেললাম।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: আমি নিজেই আবেগ ধরে রাখতে পারিনি। তাই কিছু লাইন আমিও লিখে ফেললাম - ধন্যবাদ, স্বতঃস্ফূর্তভাবে আপনার এ আবেগটুকু এখানে প্রকাশ করার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
আপনার নতুন জব কেমন লাগছে?

২১| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ওমেরা বলেছেন: ভাইয়া আয়ানা তো তার বাবা মায়ের সাথেই আছে সে ভালই আছে ভাল থাকবে । ইনশা আল্লাহ ! আপনি আপনার ছেলের জন্য বেশী করে দোওয়া করেন সে তো তার মা, বাবাকে রেখে দুরে আছে তার কষ্ট হচ্ছে মা বাবার জন্য ।
মা , বাবাকে রেখে দুরে থাকা কতটা কষ্টকর সেটা আমি খুব ভাল করে জানি ।

ধন্যবাদ ভাইয়া ।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, আনায়া তার বাবা মায়ের সাথেই আছেএবং সে মা শা আল্লাহ ভালই আছে। একটু একটু করে বড় হচ্ছে আর লাজুক হচ্ছে।
আপনি আপনার ছেলের জন্য বেশী করে দোওয়া করেন সে তো তার মা, বাবাকে রেখে দুরে আছে তার কষ্ট হচ্ছে মা বাবার জন্য - অনেক ধন্যবাদ, আপনার এ সুন্দর উপলব্ধির জন্য। প্রতিদিন সকাল সন্ধ্যায় আমি ওদের তিনজনের জন্যই দোয়া করি।
আপনার এ আন্তরিক মন্তব্যে অভিভূত হ'লাম। মন্তব্য এবং প্লাসের জন্য অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

২২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

এফ.কে আশিক বলেছেন: আনায়া’র জন্য শুভকামনা, আনায়া ভালো থাকুক সব সময়।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: আনায়া ভালো থাকুক সব সময় - অনেক ধন্যবাদ আপনার এ শুভকামনার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

২৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল থেকো

শুভকামনারা নিত্য
হৃদয়ে জাগে সত্য
ভাষা কই?
প্রকাশে সে আবেগ
হৃদয়ে যা ঝড়ে সতত:

ধ্রুবক আলো ভায়ার কমেন্টে ভাল লাগা :)

শুভকামনা আপনার আর আপনার প্রিয়জনের তরে :)

+++

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: "ভাষা কই?
প্রকাশে সে আবেগ
হৃদয়ে যা ঝড়ে সততঃ"
- অনেক ধন্যবাদ, এমন চমৎকার মন্তব্যের জন্য। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

কাছের-মানুষ বলেছেন: ভাল লাগল কবিতা ।
কবিতায় আকুতি ফুটে উঠেছে । আমিও চাই ভাল থাকুক সে সবসময়।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আকুতি ফুটে উঠেছে - ধন্যবাদ, আপনার এ পর্যবেক্ষণটা এখানে তুলে ধরার জন্য। শুভকামনাটুকু স্পর্শ করে গেলো!

২৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




সূর্য্য উঠুক , জোছনা নামুক
আয়ানামনি ভালো থাকুক,
ডানা ঝাঁপটে নেমে আসুক
তৃষিত এক বুকে ।
শান্তিপরশ বুলিয়ে দিক
তার ছোট্ট দু'টি হাতে,
এমনি করেই দু'জনাতে
থাকুক, ভালোবাসার সুখে ।


আপনার লেখা শ্রেষ্ট এই কবিতার প্রার্থনা সঙ্গীতে আমিও দু'হাত তুলে বলে যাই -- ভালো থাকুক আয়ানা, ভালো থাকুক আয়ানাকে মনে পড়ে যার.............

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এ চমৎকার শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ। কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার নিম্নোক্ত পুরনো দুটো পোস্ট পড়ে মন্তব্য রেখে এসেছিঃ
"অতি সরল বাস্তব : কেউ ভেবে দেখেছেন কি?"
""এ্যরন'কে ধন্যবাদ"'

২৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

শিখা রহমান বলেছেন: খুব সাধারণ কিছু কথা আপনার বাঁধা ছন্দের গুণে অসাধারণ হয়ে উঠেছে। কবিতায় সানাইয়ের সুরের বিষন্নতা। প্রিয়জন ভালো আছে জেনেও কাছে না থাকার কষ্ট!!

ভালো লেগেছে। কবিতাটা পড়ে একটু বিষণ্ণ হয়ে গেলাম। দূরে থাকা প্রিয়জনদের কথা মনে পড়ছে।

শুভকামনা। ভালো থাকবেন আপনি ও আয়ানা।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতায় সানাইয়ের সুরের বিষন্নতা। প্রিয়জন ভালো আছে জেনেও কাছে না থাকার কষ্ট!! - আপনি নিতান্ত সঠিকভাবেই বিষয়টি উপলব্ধি করেছেন, এজন্য অশেষ ধন্যবাদ।
দেশে বিদেশে থাকা আপনার প্রিয়জনেরাও ভাল থাকুন, সেই সাথে আপনিও।
মন্তব্যে অনেক প্রীত হ'লাম, অনুপ্রাণিত হ'লাম। আবারো ধন্যবাদ ও শুভকামনা---

২৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

শিখা রহমান বলেছেন: দুঃখিত!! ভুলে "আনায়া" কে "আয়ানা" লিখে ফেলেছি। অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন। ভালো থাকবেন।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: কোন ব্যাপার না, অনেকেই নামটা নিয়ে ভুল করে। আমি নিজেও কয়েকবার করেছি। :)
ভাল থাকুন...

২৮| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: হুমায়ুন আজাদের ভালো থেকো কবিতাটি পড়েছেন Click
আপনি তো জিনিয়াস, কেউ বিষয়টা ধরেনি কেন বুঝলাম না।

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৫

খায়রুল আহসান বলেছেন: না, পড়িনি। ক্লিক করলে তো হুমায়ুন আজাদের কবিতার পরিবর্তে আমার পাতাটাই ভেসে উঠছে।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ, কবিতা পড়াতে প্রীত হয়েছি।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা বসন্তের বিচ্ছিন্ন কবিতা পড়ে একটা মন্তব্য রেখে এলাম।

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন:
ভালো থেকো- হুমায়ুন আজাদ

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।

ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।

ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: হুমায়ুন আজাদ এর এ সুন্দর কবিতাটা কপি পেস্ট করার জন্য ধন্যবাদ।
যদিও দুটোর কোন তুলনাই হয়না, তথাপি আমার সামান্য অনুকবিতাটা আপনাকে এ দীর্ঘ, বিখ্যাত কবিতায় নিয়ে যেতে পেরেছে বলে প্রীত বোধ করছি।

৩০| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: B-) copy paste

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: তা বুঝেছি। ধন্যবাদ।

৩১| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার গল্প কবিতা পড়ে মতামত জানালে প্রীত হতাম! :D ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টটা পড়ে আমার মন্তব্য রেখে এসেছি।
শুভকামনা---

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪

কালীদাস বলেছেন: শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিনে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
ভাল থাকুন সারাটি বছর!

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

শাহারিয়ার ইমন বলেছেন: আপনিও ভাল থাকুন ,নিজের দিকে খেয়াল রাখুন

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৭

সোহানী বলেছেন: আনায়া মনিরা সবসময়ই ভালো থাকে কারন তারা ভালোবাসার সাগরে ঢুবে থাকে ........ ;) । আমার শশুড়/শাশুড়ি আমেরকিা থাকেন। প্রতিদিনই ফোন করেন কিন্তু আমি কেমন আছেন মা/বাবা বলা শেষ করতে না করতেই আমার ছেলেকে ফোন ট্রান্সফার করতে বলেন। তাই এখন আগে দেরকে দেই তারপর কথা বলি আমি.........হাহাহাহাহা

ছোট্ট আনায়ার জন্য একরাশ ভালোবাসা।

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: ভালবাসা নিম্নমুখী। তবে বাঙালীদের হৃদয়ে নাতি নাতনিদের জন্য ভালবাসা যতটা গভীর, ততটা বোধহয় আরো কোন জাতির মধ্যে নেই। নানা নানী, দাদা দীদা, এসব সম্পর্কগুলোই মনে হয় একেকটা স্নেহের আধার, নাতি নাতনিদের শত অপরাধও তাদের চোখে নিমেষে ক্ষমা পেয়ে যায়, ওদের এতটুকু অসুবিধায় তারা উদ্বিগ্ন, বিচলিত হয়ে পড়ে; ওদেরকে ভালবাসায় বুকে টেনে নিতে উন্মুখ হয়ে পড়ে।
কবিতাটা পড়ে আনায়ার জন্য ভালবাসা জানিয়ে যাওয়ায় আপ্লুত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: স্নেহ নিম্নগামী!!
চমৎকার শুভ কামনা কাব্য।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১২

আখেনাটেন বলেছেন:

রোগ-শোক, ক্ষুধা-তৃষ্ণা, হিংসা-হানাহানি, ঘৃণা-বিদ্বেষ সবকিছুকে ছাপিয়ে ভালো থাকতে পারাটা এই পঙ্কিল সমাজে একটা বিরাট চ্যালেঞ্জ। যে পারে সে মহৎ।

তবে চেষ্টা করতে তো দোষ নেই।

ভালো লেগেছে লেখাটুকু।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২

খায়রুল আহসান বলেছেন: সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই যেন আমার জানপাখিটা ভাল থাকে, সে প্রার্থনাই রয়েছে কবিতায়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৩৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

জাহিদ অনিক বলেছেন:


মাঝেমাঝে এমন হয়, প্রিয় কাউকে খুব মনে পড়ে। ইচ্ছে হয় দুইচার লাইন লিখে ফেলি। লেখার পর আবার সেটা দেখলে নিজের কাছে সংকোচ লাগে। আপনার এই অনুভূতির কথা আমি বুঝতে পারছি হয়ত।
ভালো থাকুক সবাই।

২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: প্রিয়ভাজনেষুরা ভাল থাক, এ কথাটা মুখে না বললেও, তাদের কথা স্মরণ হলেই এ দোয়া বেরিয়ে পড়ে মন থেকে।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৩৯| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

অর্ক বলেছেন: আপনার কবিতায় কাওকে শুভেচ্ছা জানাতে প্রকৃতির বিভিন্ন রূপ এসেছে, কিন্তু একমাত্র তুষারই বর্তমান ‘ভালো থেকো এ শুভ্র তুষারপাতে' । তাই আমার মনে হয়েছিল, সম্ভবত তুষারপাত হচ্ছে এমন কোথাও আপনি এখন অবস্থান করছেন। তাই এ প্রশ্ন। এই সহজ ব্যাপারটা যে আপনার মতো এমন প্রাজ্ঞ, বিচক্ষণ ব্যক্তি কেন বুঝতে পারলো না! তা দেখে খানিকটা বিস্মিতই হলাম!

দেখেন, আপনি আমার পিতার বয়সী একজন মানুষ, আমি কল্পনাও করতে পারি না, আপনাকে অসম্মান বা অশ্রদ্ধা করার। এরচেয়ে আমার জন্য নিজের গা’য়ে থুথু ফেলে নিজে চেটে খাওয়াও সহজ বিষয়। একসাথে কিছু করলে এভাবে ভুল বোঝাবুঝি থেকে তিক্ততা হতেই পারে! যেমন এক্ষেত্রে আপনি আমার মন্তব্যটি বুঝতে পারেননি। হয়তো বিরক্ত ও বিব্রতও হয়ে থাকবেন। কিন্তু আমি পূর্বে প্রাসঙ্গিক শোভন মন্তব্যই করেছিলাম।

ধন্যবাদ ও শুভকামনা।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: "কিন্তু আমি পূর্বে প্রাসঙ্গিক শোভন মন্তব্যই করেছিলাম" - আমিও তো অশোভন কোন প্রশ্ন করিনি বা উত্তরও করিনি। আমি শুধু জানতে চেয়েছিলামঃ হঠাৎ এ প্রশ্ন কেন? এর উত্তরে তো এত কথার প্রয়োজন ছিল না।

৪০| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

জুন বলেছেন: আপনার বিভিন্ন লেখায় সুত্রে না দেখা আনায়াকে আমিও মনে হয় দিব্য চোখে দেখে ফেলেছি । নাতি নাতনীদের জন্য ভালোবাসা সব দেশ জাতিতেই আছে খায়রুল আহসান। একবার সুন্দরবন ভ্রমনে দেখেছিলাম এক বাঙ্গালী রমনী তার মার্কিন স্বামী, দুটি কন্যা সন্তান ও মহিলার মার্কিন শশুর- শাশুড়ী। ছোট মেয়েটি মনে হলো দাদীর আদরে আর ভালোবাসায় সেই পাঁচদিন যেন লেপ্টে রইলো। মা টা অবশ্য বারবার ডাকছিল, বিরক্ত হচ্ছিল কিন্ত তাতে তাদের ভালোবাসায় বিন্দুমাত্র ঘাটতি পরে নি ।
আপনার কবিতার মতই ছোট্ট মিষ্টি আনায়া আমাদের সবার মনে চিরদিন জেগে থাকুক সেই প্রার্থনা রইলো।
+

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: আনায়ার জন্য আপনার এ ভালবাসামাখা মন্তব্যে আমি আপ্লুত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ আপনার এ শুভাশিস ও প্রার্থনার জন্য।
এবারে তাহলে মায়াবতী মার্কিণী মহিলাদের সম্বন্ধে আপনাকে একটা গল্প বলিঃ
আমার বড় ভাগ্নেটা যখন পিএইচডি করার জন্য আমেরিকা গেল, তার কয়েক মাস আগে ওর মা এ মায়ার পৃথিবী ছেড়ে চলে যায়। সে তখন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলো। সেখানে একদিন ও ওর এক সহশিক্ষার্থী বন্ধুর বাড়ীতে বেড়াতে যায়। আলাপে আলাপে বন্ধুর মা তার এ দুঃখের কথা জেনে অত্যন্ত ব্যথিত বোধ করেন এবং আবেগাপ্লুত হয়ে যান। তিনি তাকে এমনভাবে সমবেদনা জানাতে থাকেন যে ভাগ্নেটিও তখন আবেগাপ্লুত হয়ে তাকে 'মা' ডাকেন।
এর পর আমার ভাগ্নে পিএইচডি শেষ করে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছে। ওহায়ো, টেক্সাস, উইসকনসিন, আবার ওহায়ো, ওক্লাহোমা, ইত্যাদি বিভিন্ন জায়গায় সে বসতি গেড়েছে। কিন্তু ও যেখানেই থাকুক, ওর সেই 'মা' গত ১৮ বছর ধরে সেখানেই ওকে ডাকযোগে ব্যত্যয়হীনভাবে এই তিনটি জিনিস পাঠিয়েছেঃ
*ওর প্রিয় "এ্যাপল সস কেইক"
*একটি হাতে লেখা চিঠি
*একটি হাতে লেখা শুভেচ্ছা কার্ড
এগুলো সাধারণতঃ ওর জন্মদিনের একদিন আগে ওর বাসায় পৌঁছে। আর তারপরদিন অর্থাৎ ওর জন্মদিনে আসে তার টেলিফোন কল। একবার ওর বাড়ীতে আমরা বেড়ানোর সময়ে ওর জন্মদিন পড়েছিলো। সেদিন আমিও সেই মহিয়সী মহিলার সাথে টেলিফোনে কথা বলেছিলাম। তাঁকে অত্যন্ত মিষ্টভাষী পেয়েছিলাম। এবারে বুঝে দেখুন, মহিলা মহিলাই, মায়া মায়াই, মা মা-ই। আমার তো মনে হয় এমন নিষ্ঠার সাথে ভালবাসা প্রকাশ করতে খুব কম বাঙালী মহিলাই পারতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.