নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আকাশে জল এলে জোছনা হারিয়ে যায়
ধরণীর জলাধার বলে চাঁদনি আয় আয়!
জোছনার আলোয় ভাসে সাগরের বুক,
নাবিকের মনে ভাসে ফেলে আসা মুখ।
রূপোলী তরঙ্গ কাঁপে চন্দ্রালোকের মায়ায়,
কবি ও শিল্পী মগ্ন হয় কবিতায়, আঁকায়।
জল-জোছনা মিলে মিশে হয়ে একাকার,
রাতের পৃথিবীকে দেয় স্বর্গের বাহার!
ছবিসূত্রঃ গুগল (Click This Link)
ঢাকা
১৭ এপ্রিল, ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: জলের ওপর জোছনার দৃশ্য সত্যি অসাধারণ - সত্যি তাই। এ দুয়ের মিশেলে মানব মনে মায়াবী প্রতিক্রিয়া হয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো...
০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা: সুস্মিতা আমার সুস্মিতা - পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জল জোছনা সত্যি অপূর্ব।
১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
খায়রুল আহসান বলেছেন: জল জোছনা সত্যি অপূর্ব - জ্বী, ঠিক তাই। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭
মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট কবিতাটি অনেক ভাল লাগল ভাইয়া।+++
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এ ভাললাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য। প্রথম প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা---
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো কবিতা কোন এক বিশ্বস্ত বিকেলে (জুন-২০১০) - পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা পড়তে পড়তে কল্পনায় দৃশ্যগুলো চিত্রায়ন করতে ভালোই লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: আমারও সেটা জেনে খুব ভাল লাগলো। জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জল ও জোছনার কাব্য ভালো লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এ ভাললাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভকামনা---
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১
কাওসার চৌধুরী বলেছেন:
জল ও জোছনার মায়াবী খেলা।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক ধরেছেন, ঠিক বলেছেন। এ খেলা অনেক পুরনো।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
মিথী_মারজান বলেছেন: বাহ্!!!
কি দারুণ জোছনাগাঁথা!
আমারো ঠিক তাই মনে হয়, জানেন!
স্বর্গের প্রকৃতিটা হবে জোছনাময় স্নিগ্ধ।
আরেকটা যেটা মনে হয় তা হলো, জোছনার একটা নিজস্ব বৃষ্টি আছে।
যে মায়াবী ধারায় ভিজলে হৃদয় পূর্ণতা পায় এক অন্য রকম আলোয়।
খুব সুন্দর কবিতা।
অনেক অনেক ভালোলাগা রইলো।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: আপনার জল জোছনার কাব্য কবিতার ২৩ নং মন্তব্যটিকেই কিছুটা পরিবর্তি্ত, পরিমার্জিত করে লেখা হয়েছে এ কবিতাটি। জোছনার একটা নিজস্ব বৃষ্টি আছে। যে মায়াবী ধারায় ভিজলে হৃদয় পূর্ণতা পায় এক অন্য রকম আলোয়। - চমৎকার বলেছেন কথাগুলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির মোহনীয় রূপ
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির মোহনীয় রূপ - তিনটে মাত্র শব্দে একটা চমৎকার, কাব্যিক মন্তব্য রেখে গেলেন, ধন্যবাদ।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: এক কথায় সহজ সরল সুন্দর।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও সহজ সরল সুন্দর। ধন্যবাদ, এমন সহজ করে কথাগুলো বলার জন্য।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩
ধ্রুবক আলো বলেছেন: জল জোছনা খুব নস্টালজিক হয়ে গেলাম। সেই দিন গুলো ফিরে আসে না আর....
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: নস্টালজিক হবার মত নিশ্চয়ই কোন কারণ ছিল, বা আছে!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
কথাকথিকেথিকথন বলেছেন:
জল জ্যোৎস্নার প্রেম ! সুন্দর দৃশ্যপট ।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতার দৃশ্যপটের প্রশংসা করার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: ন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন, শুভকামনা...
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক সুন্দর লিখেছেন+++
২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, শাহরীয়ার কবীর। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
১৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬
জাহিদ অনিক বলেছেন:
জলের উপর জোছনা সত্যিই অমায়িক। চোখ জুড়ায়। আমি কবে জলের গায়ে রুপালী আলো দেখেছিলাম মনে নেই, কিংবা আদৌ কোনদিন দেখেছি কিনা জানি না। তবে মনে মনে দৃশ্যপট আকতে পারি।
অনেকগুলো শান্ত ঢেউ-- ঢেউএর উপর চাঁদের জোছনা; যেন রুপালী স্পন্দিত হচ্ছে ---
২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
খায়রুল আহসান বলেছেন: তবে মনে মনে দৃশ্যপট আঁকতে পারি - দৃশ্যপট মনে মনে আঁকতে হবে না, আপনার জন্য আমি দৃশ্যপটের একটা ছবি জুড়ে দিলাম।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যটাও সহজ সরল সুন্দর। ধন্যবাদ, এমন সহজ করে কথাগুলো বলার জন্য।
আপনার লেখা পড়লে বুঝা যায়, প্রতিটা শব্দ খুব হিসাব-নিকাশ করেই লিখেন।
আবেগ কে কন্টোল করতে পারেন। আমি পারি না।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: পুনরায় ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৬
ওমেরা বলেছেন: জল জোছনা নামটাই অনেক মায়াবী হয়েছে !
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: জল জোছনা নামটাই অনেক মায়াবী হয়েছে - এমন সুন্দর করে কথাটা বলার জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্ট - এসো ছবি দেখি (ছবি ব্লগ) পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৯
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
১৯| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১
তারেক_মাহমুদ বলেছেন: রাতের পৃথিবীকে দেয় স্বর্গের বাহার! সত্যি রাতের পৃথিবীর সৌন্দর্য স্বর্গীয়।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
২০| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
বেশ ছোট্ট মিষ্টি লেখা।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: বেশ ছোট্ট মিষ্টি লেখা - ধন্যবাদ, এই মিষ্টি মন্তব্যটুকুর জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
২১| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯
কাছের-মানুষ বলেছেন: কবিতাটি পড়ে মুদ্ধ হলাম। চমৎকার হয়েছে।
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার মুগ্ধতার কথা জেনে আমিও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা (গল্প- 'আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছে' (প্রথম পোষ্ট)) পড়ে এলাম।
মন্তব্য করতে গিয়ে দেখি মন্তব্য নিচ্ছেন না। তাই ব্লগে বিলম্বিত সুস্বাগতম এখানেই জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
২২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
মিরোরডডল বলেছেন: আপনার লেখা এবং ছবি সত্যিই ভয়ঙ্কর সুন্দর
full moon attracts me a lot
ঠিক এই রকম
সমুদ্র জলে চাঁদের আলোর reflection আমাকে পাগল করে
Can’t stay at home
I must be there
২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করেছেন, এজন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি মানসম্পন্ন কবিতা +++++++++
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: আপনিও অল্প কথায় একটা মানসম্পন্ন মন্তব্য রেখে গেলেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জলে আর জোছনার মোহময় মিতালির মতোই সূখানুভব ছুঁয়ে রইল
++++++++++++
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্যের জন্য। প্লাসে অনুপ্রাণিত!
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১
নীলপরি বলেছেন: কবিতা অসাধারণ লাগলো । আর ছবিটাও খুব সুন্দর লেগেছে ।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতাটা পড়ে ভাল লাগার কথা এখানে জানিয়ে যাবার জন্য। মন্তব্য এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মৌরি হক দোলা বলেছেন: জল ও জোছনা।
সত্যি কথা বলতে, নামের আকর্ষণে কবিতাটি পড়লাম।
নামের মতোই কবিতাটিও সুন্দর!!!
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: "জল ও জোছনা। সত্যি কথা বলতে, নামের আকর্ষণে কবিতাটি পড়লাম।" - আমি খুব চাচ্ছিলাম, কেউ একজন এ কথাটা বলুক! আপনি বললেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ! আমি নিজের এবং অন্যের লেখার শিরোনাম মনযোগ দিয়ে লক্ষ্য করে থাকি, কেননা শিরোনামটাই কবি-লেখকদের প্রাথমিক চিন্তার একটা আভাস দিয়ে যায়। আর শিরোনামে বানান ভুল থাকলে সে লেখাটা আর পড়তেই ইচ্ছে করেনা।
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট স্বার্থপর দেশপ্রেমিক পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
২৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ্কদিকে আকাশে মেঘে ঢাকা চাঁদ , আরদিকে ধরনীর বুকে জলে ভাসা চাদনীরাতের মায়াবী চাঁদের অপরুপ কাব্যিক বর্ণনা সাথে নয়নাবিরাম সুন্দর ছবি দেখে মুগ্ধ । মনে পরে যায় বেশ কিছু স্মৃতি কথা । মাগরিবের নামাজ অন্তে এক বন্ধুর সাথে
রাংগামাটির পাহরী এলাকায় হাটাহাটি করছিলাম । পুর্ণিমা রাতে পাহারের উপরে মেঘের আড়ালে চাঁদ ডুবে যেত আবার একদিকে
লেকের পানিতে মাঝে চাঁদের প্রতিবিম্ব দেখা যেত । চাঁদের এ ধরনের মায়াময় দৃশ্যাবলীর কাব্যিক বিররণ অতি সুন্দরভাবে তুলে ধরেছেন দেখে আপ্লুত । অসুস্থার জন্য ব্লগে বিচরন কম বলে আপনার অনেক সুন্দর সুন্দর কবিতা রয়ে গেছে দেখার অগোচরে । দোয়া করবেন যেন এখানে নিয়মিত হতে পারি ।
শুভেচ্ছা রইল ।
২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক দিন পরে ব্লগে ফিরতে দেখে (শুধু আমার পোস্টে এসেছেন, এজন্যে নয়) ভীষণ খুশী হ'লাম, আলী ভাই! আপনার ডিস্ক প্রোল্যাপ্সের ব্যথাটা এখন কেমন? জানি, এটা ভীষণ যন্ত্রণাদায়ক, তাই অন্তর থেকে আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর কাছে প্রার্থনা করছি আপনার আশু রোগমুক্তির জন্য। সকল ব্যথা বেদনা নিরাময়ের জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনেক প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। আপনার স্মৃতিটুকু শেয়ার করার জন্যেও ধন্যবাদ।
২৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯
শাবা বলেছেন: কবিতার ছন্দ, দৃশ্যপট খুব চমৎকার হয়েছে। তবে এ দুটো লাইনে হালকা ছন্দ-পতন ঘটেছে বলে মনে হয় :
রূপোলী তরঙ্গ কাঁপে চন্দ্রালোকের মায়ায়,
কবি ও শিল্পী মগ্ন হয় কবিতায়, আঁকায়।
২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: ছন্দপতনটা ঠিকই ধরেছেন, আমি নিজেও ধরেছিলাম। প্রকাশের জন্য ধন্যবাদ; কিন্তু সামর্থ্য সীমিত!
০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো কবিতা "কথকটিলা" পড়ে একটা মন্তব্য রেখে এলাম। কবিতাটি ভাল লেগেছে।
২৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫
তারেক ফাহিম বলেছেন: জল ও জোছনা সুন্দর এক দৃশ্য।
কবিতা ভালো লাগলো শ্রদ্ধেয়।
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা---
৩০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬
উম্মে সায়মা বলেছেন: আহ জলের উপর জোছনা! ভাবতেই তো কেমন রোমান্টিক লাগে। ভালো না বেসে উপায় আছে!
ভালো লাগল খায়রুল আহসান ভাই।
২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: জল ও জোছনার মিলনটাই তো কাব্যিক। সাথে যদি থাকে মেঘের ছায়া, সেটা আরও কাব্যব্যঞ্জনা সষ্টি করে।
অনেকদিন পরে এলেন। প্রত্যাবর্তনে সুস্বাগতম!
প্লাসে অনুপ্রাণিত!
৩১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতাটি ছোট হলেও সত্যতা কবিতাটিকে দিয়েছে অনন্য উচ্চতা।
কথামালা সাজিয়েছেন চমৎকার
২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে প্রশংসাসূচক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৩২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭
নীলপরি বলেছেন: গানটা অনুবাদ করার চেষ্টা করেছি স্যর । সময় পেলে দেখবেন ।
২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: দেখেছি।
খুব সুন্দর অন্যবাদ করেছেন। অনুবাদ ছাড়া গানের সঠিক মর্মোদ্ধার আমার জন্য কঠিন ছিল।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা---
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: জলের ওপর জোছনার দৃশ্য সত্যি অসাধারণ। ভরীতে নৌকার ওপর বসে এমন দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়।