নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অদম্য আঠারোর কাছে নতশির

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

অদম্য আঠারোর কাছে নতশির হয়ে গেছে আজ
সব ভ্রষ্ট বীরপুঙ্গবের দল;
সংসদের মেঝেতে দাঁড়িয়ে কথার তুবড়ি ফোটানো
ঊনসত্তরের সেই ছাত্রনেতা
ভুলেই গিয়েছিলেন যিনি আঠারোর উদ্দামতার কথা,
তিনি আজ থেমে গেলেন, ফিরে গেলেন গাড়ী ঘুরিয়ে।

দিয়া খানম মীম আর আব্দুল করিম রাজীব
বাসের চাকার নীচে পিষ্ট হয়ে, সতীর্থদের হাতে
দিয়ে গেল “রাষ্ট্র মেরামতের” কার্য্যাদেশ। তাদের বন্ধুরা
রাস্তায় নেমে এসে শুরু করে দিল সে মেরামতের কাজ।
থমকে গেলো যানবাহন। বৈধরা ছাড় পেলো, অবৈধরা…
কিছুটা ক্রোধের ঝাঁঝ নিয়ে শরমে শরমে পালিয়ে গেলো।

স্বাধীন বাংলার ইতিহাসে হয়তো এ আঠার সালটা
আঠারো বছরের উদ্দামতার প্রতীক হিসেবে স্থান পাবে।
তারুণ্য এখন রাজপথের ঘোরসওয়ার। কেশর উড়িয়ে
টগবগিয়ে ঘোরা ছুটিয়ে তারা ‘রাষ্ট্র মেরামতের’ কাজ করছে।

ডিআইজি হাবীব, মন্ত্রী আনোয়ার, ধরা পড়েছে তাদের হাতে;
নির্লজ্জ নাটের গুরু, যিনি নৌপথের মন্ত্রী হয়েও
জনপথের যত তান্ডবের কলকাঠি নাড়ান,
বাধ্য হয়েছেন তিনি দিয়া খানমের বাড়ীতে এসে ক্ষমা চাইতে।

আঠারোর তরুণেরা একে একে এদেরকে ধরে দেখিয়ে দিচ্ছে-
রাষ্ট্রীয় বিশৃঙ্খলা আর অরাজকতা আজ কতটা বিস্তৃত।
বিক্ষুব্ধ দেশবাসী তা শুধু নির্বাক হয়ে দেখছে,
আর উত্তরণের পথ খুঁজছে! কেউ আছেন কি, পথ দেখাবার?

অদম্য আঠারো, আমি তোমার হাতেই আজ-
আমার আশা ভরসা আর বিশ্বাসের পতাকাটা তুলে দিতে চাই।
দেশবাসীর আস্থার পতাকাটা তুমি পতপত করে বাতাসে ওড়াও,
নিয়ম নীতির হাতুড়ি পিটিয়ে তুমি রাষ্ট্রের খোলনলচা বদলে দাও!

ঢাকা
০২ আগস্ট ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অদম্য আঠারো

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: ঠিক। অদম্য এবং অকুতোভয়!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!

২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মায়াবী ঘাতক বলেছেন: এদেশের বুকে এই ২০১৮তে আবারো ১৮ আসুক নেমে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


যার গাড়ীর ড্রাইবার হওয়ার কথা, সে হয়েছে মন্ত্রী, হবুর দেশের গবুরা

কবিতায় জনতার মনের কথাগুলো লিপিবদ্ধ হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যটি ইতোমধ্যে ৩ জন 'লাইক' করেছেন। আশাকরি, আরও অনেকে করবেন।
চেষ্টা করেছি নির্মোহভাবে জনমানুষের কথা বুঝতে, এবং বুঝে বলতে।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কাওসার চৌধুরী বলেছেন:



কবিগুরুর সেই কালজয়ী লাইনগুলো আজ বড় কানে বাজছে..........

ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্ধৃতি! হ্যাঁ, কবিগুরুর এই কালজয়ী কবিতাটাও আমার কানে বাজছিল আমার এ কবিতাটা লেখার সময়।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




অদম্য আঠারোর কাছে এক প্রবীনের সমর্পন ।
এ সমর্পন সমর্পিত তাদেরই কাছে যাদের কাছে রয়েছে এক বিশ্বাসের পতাকা ।

অদম্য আঠারোর কাছে নতশির হয়ে গেছে আজ
সব ভ্রষ্ট বীরপুঙ্গবের দল ।


তারুণ্য এখন রাজপথের ঘোরসওয়ার। কেশর উড়িয়ে
টগবগিয়ে ঘোরা ছুটিয়ে তারা ‘রাষ্ট্র মেরামতের’ কাজ করছে।


অদম্য আঠারো, আমি তোমার হাতেই আজ-
আমার আশা ভরসা আর বিশ্বাসের পতাকাটা তুলে দিতে চাই।


এই বলিষ্ট আওয়াজের জন্যে আন্তরিক অভিনন্দন একজন দেশ প্রেমিক সৈনিককে ।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: "এ সমর্পন সমর্পিত তাদেরই কাছে যাদের কাছে রয়েছে এক বিশ্বাসের পতাকা" - অনেক ধন্যবাদ, আহমেদ জী এস, কবিতা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করে যাবার জন্য। আমার কবিতা থেকে উদ্ধৃতি দেয়াতে খুশী হয়েছি এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
শুভকামনা---

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আঠারো বছর বয়স জানে না কাঁদা
এবয়স জানে রক্ত দানে পূর্ণ ।

আজ আরও একবার প্রমাণ হল।

নিরন্তর শুভেচ্ছা স্যার আপনাকে।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা নিরন্তর!

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। তবে স্বাধীন দেশে এ কবিতা মনে দাগ দিয়ে গেল।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত। তবে মন্তব্যের দ্বিতীয় অংশের সত্যতায় আমিও ব্যথিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: কবিতায় আপনার ক্ষোভ প্রকাশ পেয়েছে।
কবিতা এক কথায় অনবদ্য।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: নানারকমের বিশৃঙ্খলা, দুর্নীতি আর অরাজকতা দেখতে দেখতে মনের মধ্যে ক্ষোভ তো জমা হয়ে আছেই কিছুটা, সেটাই হয়তো আপনার চোখে প্রকাশ পেয়েছে কবিতার চরণে।
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: অসাধারণ লিখেছেন। সহমত।
+।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। উদার প্রশংসা আর প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২১

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন, ভালো লাগলো।

অদম্য আঠারোর কাছে আপনার মত আমারও একই চাওয়া, কিন্তু আমি আপনার মত আশাবাদী হতে পারি না। আপনি আশা করছেন, অদম্য তারুণ্য সমস্ত কালিমা সরিয়ে নতুন উজ্জ্বল দিন এনে দেবে। কিন্তু আমার মনে হয় এই তারুণ‍্যের স্বপ্ন ভঙ্গ হবে। এক অশুভ শক্তি তাদের প্রাণশক্তি থামিয়ে দেবে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা আর প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। আন্তরিক ধন্যবাদ।
কিন্তু আমার মনে হয় এই তারুণ‍্যের স্বপ্ন ভঙ্গ হবে। এক অশুভ শক্তি তাদের প্রাণশক্তি থামিয়ে দেবে - আপনার আশঙ্কাটা মোটেই অমূলক নয়, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের ব্যর্থ পরিণতি মনের মাঝে সে শঙ্কাটাকেই জাগিয়ে তোলে। তবুও আশায় থাকি, ইতিহাস সে ভরসাটুকু দেয় বলে। কোন আন্দোলনই বৃথা যায় না, বিশেষ করে যে আন্দোলনে নিষ্পাপ রক্ত ঝরে।

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২৫

সচেতনহ্যাপী বলেছেন: দুরন্ত যৌবনের কাছে পরাভুত সব "ভুতুরে"শক্তি।।
এই লজ্জা আমাদেরই!!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: দুরন্ত যৌবনের কাছে পরাভুত সব "ভুতুরে"শক্তি - চমৎকার একটি মন্তব্য করেছেন। উদ্ধৃতি চিহ্নের ভেতরে ব্যবহৃত শব্দটি যথার্থ হয়েছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা নিরন্তর!
অনেকদিন পরে আপনাকে দেখছি। ভাল আছেন তো?

১২| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

সোহানী বলেছেন: হাঁ অদম্য আঠারো........... কিছু করতেই হবে হবে। ওরাই পারবে হাতুরীর আঘাত ফিরিয়ে দিতে।

মন খারাপ করা ভালোলাগা প্রিয় লেখক।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ওরাই পারবে হাতুরীর আঘাত ফিরিয়ে দিতে - অপশক্তিরা হাতুড়ির অপব্যবহার করেছে। ওরা দেখিয়ে দেবে হাতুড়ির সঠিক ব্যবহার।
মন খারাপ করা ভালোলাগা প্রিয় লেখক - অনেক ধন্যবাদ।
আশাকরি, সামনের দিনগুলোতে মন আরো বেশী করে খারাপ হবার মত পরিস্থিতির সৃষ্টি হবেনা। তবে আশার বিপরীতে একটা আশঙ্কাও থেকেই যায়।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:


শৃংখলা বজায় থাকুক, দূর্নীতি, সন্ত্রাস, সড়ক দুর্ঘটনা, দারিদ্রতার জাল থেকে মুক্ত হঊক দেশ! সব মানুষের অবদান থাকুক দেশের কল্যাণে! তরুনরা এগিয়ে আসুক দেশের টানে! দেশের সকল ক্ষেত্রে তাদের দুর্জয় পদধ্বনিতে নতশির হোক সকল অনাচারী, মুছে যাক অন্যায়! তবে তাদের নিয়ম শৃংখলা মানতে হবে, শালীনতা বজায় রাখতে হবে, নৈতিকতা লালন করতে হবে। তবেই আকাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে।



আঘামী হোক আরো সুন্দর আরো নান্দনিক!! কবিতা ভাল লেগেছে কবি!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রতিটি কথার সাথে আমি একমত। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন: সময়ের প্রেক্ষিতে কিছু কবিতায় ভাষা ও শব্দের নৈপুণ্য লাগে না, প্রয়োজন শুধু কথক হয়ে সবার মুখের শব্দগুলো বলে যাওয়া। এই কবিতাটা তেমনই জনতার কথা ও কবিতা।

১৮ আসুক নেমে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: এই কবিতাটা তেমনই জনতার কথা ও কবিতা - ভীষণ প্রেরণাদায়ক একটা কথা বলে গেলেন, জাহিদ অনিক!
যাদেরকে বা যে বয়সটাকে নিয়ে এ কবিতা লিখেছি, তারা এবং সে বয়সটা সতত সুন্দর! কবিরা সুন্দরের পূজারী, কবির চোখ সৌন্দর্যের সন্ধান করে।
১৮ আসুক নেমে - নেমে তো এসেছেই। এখন প্রয়োজন আঠারো্র্ধ্বদের নেমে পড়া। :)
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা---

১৫| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

বিদ্যুৎ বলেছেন:





এদেশের বুকে আঠারো আসুক নেমে
ভেঙ্গে শৃঙ্খল গড়ুক দেশ,বাড়ে সামনে

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

ওমেরা বলেছেন: হয়ত এই আন্দোলনে কোন সফলতা আসবে না তবু আমি অনেক খুশি। কারন আমার মনে হত বাংলাদেশের মানুষ গুলো কেমন র্নিজিব অনুভূতি শূন্য হয়ে গিয়েছে অদম্য আঠারোর কথা শুনে আমার ভুলটা ভেংগেছে ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: অদম্য আঠারোর কথা শুনে আমার ভুলটা ভেংগেছে - আপনার মত আরো অনেকের সে ভুল ভেঙেছে, ওদের সাহস ও শক্তি দেখে। শুধু আমরা, বুড়োরাই বুঝতে পারছিনা, জাতি হিসেবে ঐক্যের বিকল্প নেই। বিভক্তি একটা জাতিকে দুর্বল করে দেয়। আর ঐক্যের স্তম্ভ হচ্ছে সুবিচার, সুশাসন, জাতীয় সম্পদের নায্য ও সুষ্ঠু বন্টন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সামিয়া বলেছেন: বেশ হয়েছে আঠারোর কবিতা

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...

১৮| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

এ.এস বাশার বলেছেন: আঠারোর জয় হোক...............

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: তাই হোক, তাই হোক!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
একদিন এই কবিতা ইতিহাস হবে, অদম্য নতশির সেই অপেক্ষায় থাকলাম .....

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

খায়রুল আহসান বলেছেন: মলাসইলমুইনা, এতটা আশা করাটা হয়তো দুরাশা, তবে কবিতা হোক বা না হোক, এই "আঠারো"দের কর্মযজ্ঞ একদিন বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে, সে ব্যাপারে আমার কোনই সন্দেহ নেই।
মন্তব্যে অনুপ্রাণিত এবং উজ্জীবিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:১১

সচেতনহ্যাপী বলেছেন: ছুটি কাটিয়ে এখানে ফেরার পর দেড় মাসের মত সিরয়াস অসুস্থ ছিলাম।। এখন ভল।। দোয়া করবেন।।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

খায়রুল আহসান বলেছেন: ছুটিতে এসেছিলেন? একটু জানালেই পারতেন। আমাদের মত বয়েসী ব্লগারেরা কোনদিন কে কার আগে পটল তোলে তার ঠিক নেই।
দোয়া অবশ্যই করছি। আপনিও আমার জন্য দোয়া করবেন।

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: স্যার, আপনার কবিতা যতই পড়ছি, ততই মুগ্ধ হচ্ছি। কবিতা লিখায় হাত আমার বড় বেশী কাঁচা, তাই এখনো শিখছি প্রতিদিন, এখানে সেখানে, আপনার, তোমার বা তোদের কাছ থেকে। আপনার ভাবনার অভিব্যক্তিকে জানাই বিনম্র শ্রদ্ধা।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাবনার অভিব্যক্তিকে জানাই বিনম্র শ্রদ্ধা - অনেক ধন্যবাদ, মন্তব্যে অভিভূত, সেই সাথে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

রাকু হাসান বলেছেন:
আসলে অাঠারোর উচ্ছ্বাস ভুলে গেছিলাম । প্রমাণ হলো সুকান্তের আঠারোর উচ্ছ্বাস ভুলে যাবার নয় । কবির মতই আমি শেষ প্যারার মত ,এ প্রজন্ম কে ই দায়িত্ব দিব বাংলাদেশ গড়ার জন্য নির্ভয়ে । উড়াক লাল সবুজের পতাকা ।

ধেরিতে পড়লাম ,আরও আগে পড়া উচিত ছিল । প্লাস পাওয়ার মতই একটি কবিতা ,+++++

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: প্লাস পাওয়ার মতই একটি কবিতা ,+++++ - অনেক ধন্যবাদ এ প্লাসের জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬

করুণাধারা বলেছেন: এই মন্তব্য আগের মন্তব্যকে বাতিল করার জন্য।

আপনার কথাই ঠিক, এরা অদম্য আঠারো, এদের বসিয়ে দেয়াটা এত সহজ হবে না। ভাবনাটা কিছুক্ষণ আগেই মাথায় এলো, যখন এদের কয়েকজনকে দেখলাম, এবং কথা বললাম। প্রাণ শক্তিতে ভরপুর, শপথের দৃঢ় আর লক্ষ্যে স্থির- এদের দেখার পর আমার এটাই মনে হল। আগের মন্তব্যে বলেছিলাম আমি ভয় পাই এদের উপর অশুভ শক্তি কোথায় আঘাত হানবে বলে। কিন্তু এখন মনে হচ্ছে, সেটা এত সহজ হবে না। কারণ এই ছোট ছোট বাচ্চা গুলোর উপর আঘাত নামলে আমি গাড়িতে কিম্বা বাড়িতে যেখানেই থাকি, ওদের কাছাকাছি চলে যাব, আমার সাথে যোগ দেবেন সেইসব মানুষ যাদের আজ রাস্তায় দেখেছি।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: এরা অদম্য আঠারো - কিন্তু এদেরকে দমনের চেষ্টা চলছে, প্রয়োজনে পাশবিক শক্তি ব্যবহার করে হলেও। এরা দমুক বা দ্রোহের আগুনে আরো জ্বলে উঠুক, এদের সাফল্য কিন্তু ইতোমধ্যেই অর্জিত হয়েছে। এরা জাতিকে চমকে দিয়েছে, দিশেহারা মানুষকে পথ দেখিয়েছে, এমনকি নিজেদের মা বাবাকেও দীক্ষা দিয়েছে। এদের কোন ক্ষতি হোক, এটা শুভবুদ্ধিসম্পন্ন কারো কাম্য হতে পারেনা। নিউজ মিডিয়াগুলোতে কড়াকড়ি আরোপের কারণে সঠিক খবর পাওয়া যাচ্ছেনা, ফলে গুজবের সৃষ্টি হচ্ছে এবং তা দ্রুত ছড়াচ্ছে।
কিন্তু এখন মনে হচ্ছে, সেটা এত সহজ হবে না - তাই যেন হয়, আর কোন মা বাবার বুক যেন খালি না হয়ে যায়।
কারণ এই ছোট ছোট বাচ্চা গুলোর উপর আঘাত নামলে আমি গাড়িতে কিম্বা বাড়িতে যেখানেই থাকি, ওদের কাছাকাছি চলে যাব, আমার সাথে যোগ দেবেন সেইসব মানুষ যাদের আজ রাস্তায় দেখেছি। - সাবাস!
ব্রুট ফোর্স দিয়ে হয়তো এ যাত্রা রক্ষা পাওয়া যেতেও পারে, কিন্তু সরকারের সুখশয্যায় নতুন কন্টকের বিস্তৃতি ঘটতেই থাকবে। ইতিহাস তাই বলে।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন্ ।বা্চ্চারা দেখিয়ে দিল দেশটা ঠিকমতো চলছেনা। তারা অধিকার আদায়ের স্বীকৃতি আদায় করে ছেড়েছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: ছাত্ররা জাতিকে চমকে দিয়েছে। অনেক দুর্বৃত্তের পিলে চমকে উঠেছে। শাজাহান খান যা জীবনে কল্পনাও করতে পারেনি, তাই হয়েছে। পঁচা শামুকে তার পা কেটেছে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি দারুণ করে লিখেছেন!
জয় হোক অদম্য আঠারোর।
আন্দোলন থেমে গেলেও পূর্ণতা পাক ওদের দেখানো নীতি।
অমর, অক্ষয় হোক আঠারোর মূলমন্ত্র।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: জয় হোক অদম্য আঠারোর।
আন্দোলন থেমে গেলেও পূর্ণতা পাক ওদের দেখানো নীতি।
অমর, অক্ষয় হোক আঠারোর মূলমন্ত্র।
- আপনিও খুব সুন্দর করে আমার মনের কথাগুলো বলে গেলেন মন্তব্যে। আপনাকে অশেষ ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৬| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: আমার মত নগন্য একজনের কি ঢাক-ঢোল পিটিয়ে চলা ভল দেখায়!! তাই আড়ালের মানুষ, আড়ালেই থেকে এলাম।।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনি মোটেই নগণ্য নন। আপনারা কালের সাক্ষী। আপনাদের কথা শোনা মানেই অভিজ্ঞতার কথা শোনা, বাস্তব জ্ঞানের কথা শোনা।

২৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্যের সাথে সহমত। আমাদের দেশ পরিচালনা যারা করছে তাদের নূন্যতম যোগ্যতা নেই।
মুল কথা হলো, যেমন জনগন তেমন সরকার।

অদম্য আঠারো!! একদিন দেশ ঠিক হবে এই আঠারোর হাত ধরে এই আশাই রাখি! আশা করা ছাড়া আর কিই বা করতে পারি এই একলা মানুষ।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: আশা করা ছাড়া আর কিই বা করতে পারি এই একলা মানুষ -- একে একে দশ... দশে দশে শ'...
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা নিরন্তর!

২৮| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতাটি পড়লাম ভালো লিখেছেন+

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভকামনা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.