|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
অচেনা পথ ধরে পথিক হেঁটে চলে আনমনে, 
তার জানা নেই, পথের শেষ প্রান্ত টা কোথায়। 
তবু সবার সাথে সে পথ চলে, কখনো স্বেচ্ছায় 
কখনো বা অনিচ্ছায়। পথের শেষ খুঁজে খুঁজে 
ক্লান্ত হয়ে অবশেষে পৌঁছে যায় পথের প্রান্তে। 
চোখ দুটো তার ক্রমে ভারী হয়ে আসে তন্দ্রায়, 
একটু একটু করে, তারপর বুঁজে যায় চিরতরে। 
আবার অনেকে ক্লান্ত হবার আগেই চলে যায়।
পথ চলতে চলতে আচমকা প্রান্তে পৌঁছে যায়। 
পথের শেষ নিয়ে ওরা কখনো ভাবার আগেই- 
পথ বলে দেয় গন্তব্য এসে গেছে, এখন ঘুমোও। 
নিমীলিত দু'নয়নে ওরা অবিলম্বে ঘুমিয়ে পড়ে। 
আমিও চলিষ্ণু কাফেলার এক নিমগ্ন পথিক। 
ঝুলিতে ভরে নিয়েছি কর্মের অদৃশ্য ফলাফল।
যেদিন পথের শেষ প্রান্তে পৌঁছে যাব, সেদিন
শিয়রে ঝুলিটা খুলে রেখে নিশ্চিন্তে ঘুমোতে চাই। 
ঢাকা 
০৮ সেপ্টেম্বর ২০১৮ 
সর্বস্বত্ব সংরক্ষিত।
 ৮৩ টি
    	৮৩ টি    	 +২১/-০
    	+২১/-০  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ দার্শনিক মন্তব্যের জন্য ধন্যবাদ। শর্ট এ্যান্ড ক্রিস্প কমেন্ট।
২|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
ভাইয়ু বলেছেন: ঘুমানোর আগে এসি চালু আছে কিনা চেক করে নিবেন৷ ইদানিং যাা গরম পড়ছে! 
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: ঝুলির সঞ্চয় ঠিক থাকলে এসি'র প্রয়োজন পড়বেনা। আর তা ঠিক না থাকলে হাজার টনের এসিতেও কাজ হবেনা। 
কবিতায় প্লাস এর জন্য ধন্যবাদ।
৩|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
স্রাঞ্জি সে বলেছেন: 
কবিতায় ++ 
 
জীবনে সবার একটি গন্তব্য থাকে, সেই গন্তব্যে পৌঁছার জন্য অবিরাম সংগ্রাম করতে হয়। 
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৯
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম। 
প্লাসে অনুপ্রাণিত।
৪|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
বেলা পড়ে এলে শুধু বিদায়ের বিষাদ সুর!
কেন হে পথিক!
এসো বিদায় কে করি মহিমান্বিত!
কর্ম যজ্ঞে স্মরণের ব্যাপক উপাচারে
আত্মায় স্বত্ত্বায় সজ্ঞার পূর্নপয়োগে
পথের শেষ প্রান্তে চিনে নেব চল্লিশাহ্ণ পূর্বে
সেজে গুজে ঘুমানোর করবো আয়োজন হাসিমুখে
লগ্ন পেরিয়ে গেলে স্মিত হাসিমূখ দেখে
চিৎকারে কাঁদবে সবাই ! 
অনেক অনেক ভাল লাগায় বেরিয়ে এল ক'টি চরণ! 
 
+++
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৫
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ভাল লাগায় বেরিয়ে এল ক'টি চরণ! - আপনার এ চরণগুলো এক অনির্বচনীয় অনুভব ছড়িয়ে গেলো মনে প্রাণে। সত্যিই যদি সেরকম হতে পারতাম! 
ভাল থাকুন, কর্ম যজ্ঞে থাকুন, যে কর্ম অন্তিম শয়ানে এসি'র শীতলতা দিতে পারবে (২ নং মন্তব্য দ্রষ্টব্য)।  
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
৫|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩২
অন্তরন্তর বলেছেন: প্রার্থনা মঞ্জুর হউক। আমাদের সবারই পথের শেষ প্রান্থে যেতে হবে কিন্তু কার পথ কোথায় শেষ হবে তা অজানা। সাথে করে আগে থেকেই খাবার সঞ্চয় করে নিতে হবে। কবিতায় ভাল লাগা।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। 
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা---
৬|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মৃত্যুর প্রথম শর্ত জন্ম। জন্মিলে মরতে হবেই। এ অমোঘ বিধান খন্ডাবার নয়। 
কেউ সময় হলে চলে যায়, কেউ অসময়ে। 
মৃত্যু চিন্তা ইমানদারির লক্ষণ। কবির জন্য শুভ কামনা। 
(শিওরে কি শিয়রে হবে? )
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
খায়রুল আহসান বলেছেন: কেউ সময় হলে চলে যায়, কেউ অসময়ে - জ্বী, ঠিকই বলেছেন। তবে আমাদের কাছে যেটাকে "অসময়ে" মনে হয়, সৃষ্টিকর্তার বিবেচনায় হয়তো সেটাই তার চলে যাবার শ্রেষ্ঠ সময়। তিনিই সবকিছু ভাল জানেন। 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার ভুল বানান "শিয়রে" কে বিনয়ের সাথে ঠিক করে দেয়ার জন্যে। আর এ জন্যেই আপনার মন্তব্যটা দিয়ে আমার এ পোস্টের প্রতিমন্তব্য লিখা শুরু করলাম। 
ভাল থাকুন, শুভকামনা...
৭|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৯
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৯
এ.এস বাশার বলেছেন: 
জন্ম বোধয় মৃত্যুর জন্যই.......
কবিতায় ভালো লাগা.......
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪২
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। 
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা---
৮|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৩
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: মনটা যেন কেমন করে উঠলো, আমরা সবাই ছুটে চলেছি চেনা অচেনা পথ ধরে। কখন পথের শেষ কেউই জানিনা।
শুভ কামনা জানিয়ে গেলাম বড় ভাই।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫১
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই ছুটে চলেছি চেনা অচেনা পথ ধরে। কখন পথের শেষ কেউই জানিনা - চমৎকার বলেছেন। কবিতায়ও প্রায় একই কথা বলেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৫
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: কে যে আপনার পোষ্ট প্রতিদিন পাই না !!! 
খুব সুন্দর কবিতা। পড়তেই ভালো লাগে। একটুও বিরক্ত লাগে না।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
১০|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
প্যালাগোলাছ বলেছেন: সবাই এ পথেরই পথিক
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনার পরিচয়ে আপনি যেমনটা বলেছেন- "চলছি জীবনের পথে", তেমনি আমরা সবাই এ পথেরই পথিক, এটাও ঠিক বলেছেন। অল্প কথায় দুটো কথাই ভাল বলেছেন। ধন্যবাদ। 
আপনার নামটার (নিক) অর্থ বা উৎস সম্পর্কে জানতে কৌ্তুহল হচ্ছে।
১১|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর কথামালা, সুন্দর বিষয় 
ইহাকেই মানুষ জীবন কয়
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর কথামালা, সুন্দর বিষয় 
ইহাকেই মানুষ জীবন কয় - এমন সুন্দর একটা ছন্দময় মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১২|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৩
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:১৩
সনেট কবি বলেছেন: কবিতায় ++
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৭
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ++ এখানে দিয়েছেন, কিন্তু উপরে দেননি, তাই তালিকায় নাম ওঠেনি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩|  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৫
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৫
দৃষ্টিসীমানা বলেছেন: সময়ের সাথে সাথে জীবনের রং বদলায় , নতুন কুঁড়িদের ঠাই দিতে গিয়ে পুরানোদের অন্তর্ধান হয়ে যেতে হয়- এইতো জীবন । তারপরও আমরা যতক্ষণ 
 এই পৃথিবীতে আছি , বলবো ভাল আছি   ।
  ।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৮
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: নতুন কুঁড়িদের ঠাই দিতে গিয়ে পুরানোদের অন্তর্ধান হয়ে যেতে হয়- এইতো জীবন - জ্বী, আপনি ঠিকই বলেছেন। তবে অনেক সময় পুরনোদের রেখে নতুনরাও আগেই অন্তর্হিত হয়ে যায়, এটাও সত্য। ৩/৪ দিন আগে আমাদের মাসজিদে একজন ২৮ বছরের যুবকের জানাযা পড়ানো হলো। ছেলেটা তার অসুস্থ পিতাকে নিয়ে চিকৎ্সার জন্য দেশে বিদেশে অনেক দৌড়াদৌড়ি করতো, কিন্তু সেই অসুস্থ পিতাকে অসুস্থ অবস্থায় রেখেই তরতাজা যুবকটি না ফেরার দেশে চলে গেলো। বড়ই মর্মান্তিক, কিন্তু সৃষ্টিকর্তাই সার্বভৌম, তাঁর ইচ্ছাই শেষ কথা। 
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা....
১৪|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:২৫
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:২৫
ইব্রাহীম আই কে বলেছেন: থিমটা অনেক ভালো লেগেছে।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
খায়রুল আহসান বলেছেন: থিমটা অনেক ভালো লেগেছে - অনেক ধন্যবাদ, এই ভাল লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্যে। অনুপ্রাণিত হ'লাম।
১৫|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৬:৫৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  ভোর ৬:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার, 
কবিতায়,একরাশ মুগ্ধতা । তবে ভেবে মনটা শূন্যতায় ভরে গেল।  
বিনম্রা শ্রদ্ধা  ও শুভকামনা আপনাকে।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪১
খায়রুল আহসান বলেছেন: তবে ভেবে মনটা শূন্যতায় ভরে গেল - প্রকৃতি শূন্যতা পছন্দ করেনা। মানব মনে যখন শূন্যতার সৃষ্টি হয়, নতুন কিছু ভাবনা এসে তখন মনটা ভরে দেয়। জন্ম হয় নতুন সৃষ্টির। মনের শূন্যতা নিয়ে মানুষ যা কিছু ভাবে, তাতে এক ধরণের পবিত্রতা থাকে, এক ধরণের বিশুদ্ধতা থাকে। অন্ততঃ আমার ক্ষেত্রে তাই হয়। 
সদয় মন্তব্যের জন্য যুগপৎ কৃতার্থ এবং অনুপ্রাণিত বোধ করছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা--- 
১৬|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:২৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:২৯
ঢাবিয়ান বলেছেন: আমি সহজ করে লেখা কবিতা কেবল বুঝতে পারি। অনেক ভাল লাগল পড়ে।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
খায়রুল আহসান বলেছেন: সহজ মানেই সুন্দর। তা সে গল্প, কবিতা, উপন্যাস যাই হোক না কেন; কিংবা জীবনবোধ, জীবন যাপন প্রণালী ইত্যাদি।
সহজ করে লেখা বলে কবিতাটি আপনি বুঝতে পেরেছেন, এ কথাটি জেনে খুব ভাল লাগলো।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা....
১৭|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টে আরেকবার এলাম।
শুধু কবিতাটা আরেক বার পড়ার জন্য।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০০
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আরেকবার পড়ার জন্য অশেষ ধন্যবাদ। প্রীত হ'লাম।
১৮|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে অনেক ভাল লাগল ভাইয়া।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৬
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।  
প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা....
১৯|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০২
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ তায়ালা আপনাকে সুদীর্ঘ ও সুস্থ জীবন দান করুক।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
খায়রুল আহসান বলেছেন: আমীন! সুম্মা আমীন!
আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার এ দয়া কবুল করুন এবং দোয়ার জন্য আপনাকে উত্তম বিনিময় দান করুন!
প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২০|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৩১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৩১
পুলক ঢালী বলেছেন: জীবন পথের অথবা জীবনের কবিতা। জন্মের পর থেকেই আমাদের পিঠে মৃত্যুর কথা লেখা থাকে, বুকভরা থাকে স্বপ্ন, আশা আর আকাঙ্খা এর প্রেরনাতেই আমরা জীবন গড়ি জীবন অতিবাহিত করি। জীবন একটা সম্পদ, একটা উপহার তাই জীবনের প্রতিটা পলই উপভোগ করা উচিৎ। অহেতুক মৃত্যুর কথা ভেবে বর্তমানকে অস্বীকার অথবা বঞ্চিত করা মনে হয় উচিৎ নয়। কৃতকর্মের ঝুলীটি মাথায় নয় বুকে স্থান দিয়ে আরো দীর্ঘকাল বেঁচে থাকুন এই কামনা রইলো। ভাল থাকুন খায়রুলভাই। 
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩২
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: ঝুলিতে ভরে নিয়েছি কর্মের অদৃশ্য ফলাফল - মুসাফিরের ঝুলিটা সাধারণতঃ মাথায় নয়, ঘাড়েই ঝোলানো থাকে। 
২১|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৩
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্রষ্টা যেনো আমাদের 'ঝুলির সঞ্চয়' করবার তৌফিক দান করেন।
কবিতা ভালো লেগেছে।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫২
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: আমীন!
আপনার মন্তব্যটাও ভাল লেগেছে। ধন্যবাদ ও শুভেচ্ছা!
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৪:৫৫
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৪:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট কালের বিবর্তন পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
২২|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৯
জাহিদ অনিক বলেছেন: কবিতাটা পড়ে একটা রবীন্দ্র সংগীতের কিছু লাইন মনে আসলো- 
যেতে যেতে একলা পথে. নিবেছে মোর বাতি। ঝড় এসেছে, 
ওরে, এবার. ঝড়কে পেলেম সাথি। 
আকাশ-কোণে সর্বনেশে. ক্ষণে ক্ষণে উঠছে হেসে,. 
প্রলয় আমার কেশে বেশে. করছে মাতামাতি।  
আপনার এই ধরনের গভীর জীবনবোধের কবিতাগুলো একদিকে যেমন বেশ খুবই চিরায়ত অন্যদিকে বেশ ভাবাতেও পারে-যদি কেউ ভাবতে চায়। 
কবিতার ভাব ও ভাষা ভালো লেগেছে প্রিয় কবি। শুভেচ্ছান্তে ।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৮
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার রবীন্দ্র সঙ্গীতটির কথাগুলো উদ্ধৃত করার জন্য অনেক ধন্যবাদ। 
কবিতার ভাব ও ভাষা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন। অনেক, অনেক শুভকামনা রইলো....
২৩|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৪
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৪
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর করে পরকালের কথা উপস্থাপন করেছেন। কবিকে অসংখ্য ধন্যবাদ।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৯
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৯
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, আমার ব্লগে এসে কবিতাটি পড়ে যাবার জন্য এবং কবিতার প্রশংসা করে যাবার জন্য।
ভাল থাকুন, শুভকামনা---
২৪|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
রাকু হাসান বলেছেন: 
 আহ ,এভাবেই আমরা চলে যাই । আমরা সবাই পথিক আর হাঁটছি অবিরত । সুন্দর কবিতা । ++
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই পথিক আর হাঁটছি অবিরত - সুন্দর বলেছেন কথাটা। 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...
২৫|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
সুমন কর বলেছেন: যার যার কর্মফল সাথে নিয়ে যেতেই হবে.......
ভালো লিখেছেন।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: যার যার কর্মফল সাথে নিয়ে যেতেই হবে....... - একদম খাঁটি কথা বলেছেন। সুতরাং, সময় থাকতেই সবার সাবধান হওয়া উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। 
শুভকামনা---
২৬|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
ভ্রমরের ডানা বলেছেন: 
আপনার অনুভব পবিত্র!! 
শ্রদ্ধা রইল প্রিয় কবি!!
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য শ্রদ্ধা ও সৌজন্যে পরিপূর্ণ। বিমুগ্ধ ও বিমোহিত।
অনেক ধন্যবাদ, এমন সুন্দর একটা মন্তব্য আর প্লাসের জন্য।
ভাল থাকুন, শুভকামনা---
২৭|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০২
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০২
ল বলেছেন: কবিতায় ভালো লাগা
  ১১ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫৮
১১ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
২৮|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৩
১০ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট প্যারাটা দারুণ হয়েছে স্যার।
আমরা সবাই পথিক। গন্তব্য জানা আছে, কিন্তু পথের দূরত্ব অজানা।
শুভেচ্ছা রইল স্যার।
  ১১ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩২
১১ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: "আমরা সবাই পথিক। গন্তব্য জানা আছে, কিন্তু পথের দূরত্ব অজানা" - এটাই কবিতার সারমর্ম, অনেক ধন্যবাদ। 
শুভকামনা....
২৯|  ১১ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:০৬
১১ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:০৬
ঋতো আহমেদ বলেছেন: নিমগ্ন পথিক, এতো তাড়াতাড়ি ঘুমাতে যাবেন কেন? এখনও অনেক কাজ তো বাকি। পথের দূরত্ব অজানা থাকাই ভালো। নয়তো জীবন বিষাদময়। ঝুলিতা আরো অনেক কিছু ভরার আছে। 
কবিতা সুন্দর হয়েছে।++
  ১১ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৬
১১ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ঋতো আহমেদ, কবিতা পড়ে এখানে একটা সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য। 
হ্যাঁ, এখনো অনেক কাজ তো বাকি আছে সেটা ঠিক। এতো তাড়াতাড়ি ঘুমোতে যেতে আমিও চাই না, এটাও ঠিক। কিন্তু পথ শেষ হয়ে গেলে শান্তিতে ঘুমোতে চাই, এটাই প্রার্থনা। 
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা....
৩০|  ১১ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৫
১১ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: 
বিদায়ী কবিতার সুর ও ভাবগুলো চমৎকার হয়ে থাকে কিন্তু ভালো লাগে না। যদিও ভাল লাগাটাই কাম্য। কারণ প্রত্যেককেই ঐদিকে যেতে হবে। যে যাওয়ার জন্য প্রস্তুত থাকে সেই তো সৌভাগ্যবান। শুভকামনা আপনার দু'জাহানের জন্য। 
এখন বলেন কেমন আছেন?  (অনেকদিন হয়ে গেলো আপনার সাথে কথা হচ্ছে না!!)
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৯
১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: যে যাওয়ার জন্য প্রস্তুত থাকে সেই তো সৌভাগ্যবান। শুভকামনা আপনার দু'জাহানের জন্য।  - অনেক ধন্যবাদ, আপনার এ নেক দোয়ার জন্য এবং কুশল জিজ্ঞাসার জন্য। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আশাকরি, আপনিও সপরিবারে ভাল আছেন। 
শুভকামনা রইলো....
৩১|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৫৫
১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:৫৫
উম্মে সায়মা বলেছেন: আপনার কবিতায় সবসময় গূঢ় অর্থ থাকে। পড়লেই বোঝা যায় অভিজ্ঞ কলমের কালি।
কবিতায় ++ খায়রুল আহসান ভাই।
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৪
১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, উম্মে সায়মা, কবিতা পড়ে এমন উদার মন্তব্য করে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা....
৩২|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২১
১২ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কলম কথা বলে। সুন্দর লিখনি লেখকের পরিচয় দেয়৷ আর দেয় ভালোবাসা
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:০৪
১২ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।
৩৩|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৫
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত আমরা অসীমের পানে ছুটে যেতে আপাতত অনীহা প্রকাশ করছি। কিন্তু একদিন নিজেকে অসীমের পানে সপে দিতে হবে নিজের ইচ্ছার বিরুদ্ধে। সেদিন হয়ত কারো বিরুদ্ধে রাগ কিংবা অভিমান একেবারেই থাকবেনা।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৯
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---
৩৪|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৬
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম। শেষ দিকে এসে ফ্রস্টের কথা মনে পড়ে গেল।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০১
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাামা। অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা....
৩৫|  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:১৯
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:১৯
মলাসইলমুইনা বলেছেন: আমিও চলিষ্ণু কাফেলার এক নিমগ্ন পথিক। 
ঝুলিতে ভরে নিয়েছি কর্মের অদৃশ্য ফলাফল।
যেদিন পথের শেষ প্রান্তে পৌঁছে যাব, সেদিন
শিয়রে ঝুলিটা খুলে রেখে নিশ্চিন্তে ঘুমোতে চাই।  
খায়রুল ভাই,
জীবনের অমোঘ সত্যিটা মেনে নিয়ে যেই আধার সকালে বা গোধূলি সন্ধ্যায় পথ যাত্রার শেষ হবার বাঁশি বাজবে, তখন আপনার বলা কবিতার কথাগুলোর মতো আমিও যেন নিজের কর্ম ফলগুলো বিধাতার চাওয়ার মতো করে আমার ঝোলায় সাজিয়ে  তার সামনে হাজির হতে পারি সেই চাওয়াটা আমার সব সময়ের I জানিনা তার ইচ্ছেটা কি I আমি ক্লান্ত পথিক শুধু পথ পেরিয়ে যাচ্ছি সেখানে তার ইচ্ছে পূরণের আশায় I  কবিতায় মুগ্ধ ভালো লাগা I
  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:২৭
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: পাঠক যখন কোন লেখা থেকে তার ভাল লাগা কথাগুলো উদ্ধৃত করেন, তখন সেটা কবি/লেখকগণকে প্রভূত উৎসাহিত, অনুপ্রাণিত করে। তাই কবিতা থেকে উদ্ধৃতির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। আপনার চাওয়াটা বিধাতা মঞ্জুর করুন, এই কামনায়---
৩৬|  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:১৯
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:১৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: জীবনের কবিতা! খুব সুন্দর হয়েছে।
  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৬
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটাও সুন্দর করেছেন। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। 
শুভেচ্ছা....
  ৩০ শে মার্চ, ২০১৯  দুপুর ১২:০৭
৩০ শে মার্চ, ২০১৯  দুপুর ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট "ছোট গল্প– জাদু কলম" পড়ে একটি মন্তব্য করেছিলাম এবং সেটা আপনাকে জানিয়েছিলামও। আশাকরি সময় করে একবার পড়ে নেবেন এবং কিছু বলবেন।
৩৭|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩১
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩১
টুটুল বলেছেন: জীবনের অমোঘ-সত্যটাকে মনে করিয়ে দেয় আপনার এ কবিতা। আহ! কী গভীর জীবন দর্শন! আপনার কবিতা মুগ্ধতা ছড়ালো প্রস্ফুটিত প্রসূনের মতোই।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৪
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা মুগ্ধতা ছড়ালো প্রস্ফুটিত প্রসূনের মতোই - আপনার এমন কাব্যিক মন্তব্য পেয়ে চমৎকৃত হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩৮|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
জুন বলেছেন: সবাইকে চলে যেতে হবে এটা যেমন ধ্রুব সত্য তেমনি ভাবনাটিও কঠিন । শেষ দুটি লাইন মনের মাঝে এক কষ্টকর দাগ কেটে গেলো খায়রুল আহসান । খুবই সুন্দর লিখেছেন আপনি । 
+
এ প্রসংগে মনে পরলো আমার খুব প্রিয় এক খালার কথা। একদিন বলেছিল "জানিস জুন আমি মরতে শুধু একটি কারনেই ভয় পাই, তা হলো কবরে যাবার পর সারা শরীর জুড়ে ছোট ছোট একরকম পোকা হয় মাংশ খাবার জন্য। এই পোকাগুলো আমার খুব ঘেন্না লাগে" । আজ তিন বছর হলো সেই প্রিয় খালা বনানীতে শুয়ে আছে গভীর মাটির নীচে। ঐ পথে যেতে আসতে মাঝে মাঝে মনে হয় গিয়ে জিজ্ঞেস করি "আন্টি কেমন আছেন ? এখনো কি সেই পোকারা আছে আপনার শরীরে "! 
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। 
মাটির নীচে চলে যাবার পর আবার কিসের পোকার ভয়? মরার পর রূহ চলে যাবে তার নির্দিষ্ট স্থানে, দেহ মিশে যাবে মাটির সনে। 
৩৯|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৩৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৩৪
বৃষ্টি বিন্দু বলেছেন: ক্লান্তি নিয়ে পথের শেষে পৌঁছোতে চাইনা।
শান্তিময় হাসির রেখায় ঘুমোতে চাই পথের শেষে।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:০৬
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: হয়তো সবাই তাই চায়। কেউ পায়, কেউ পায় না।
৪০|  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৭
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:১৭
সূর্যালোক । বলেছেন: ধ্রুব সত্যের অন্য রকম কবিতা । প্লাস । ব্লগে আপনার একটি মন্তব্য দেখে আবার আসলাম । আমার ব্লগে একটু গেলে খুশি হবো ।
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৮
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন- সুস্বাগতম! মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম। 
শুভেচ্ছা....
  ০৩ রা এপ্রিল, ২০১৯  রাত ৯:৪০
০৩ রা এপ্রিল, ২০১৯  রাত ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: আমার ব্লগে একটু গেলে খুশি হবো - আপনার প্রথম পোস্ট "অশ্রুজল"-- অনুগল্প (মধ্যবিত্ত পরিবারের অনুগল্প) পড়ে এইমাত্র একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি, সময় করে একবার পড়ে আসবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
বিশ্বমাতা নিজের সন্তানকে পুনরায় বুকে ধারণ করতে চায়