নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

প্রস্থান

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫



সূর্যটা একবার হেলে গেলে তার প্রস্থান খুব দ্রুত হয়।
অথচ সারাটাদিন সে অনেকটা ঢিমে তালেই চলে...
রক্তিমাভা ছড়িয়ে দিয়ে পূব আকাশে ওঠার পরেই,
চারিদিকে তার ঝলমলে আলোকরশ্মি ছড়িয়ে পড়ে।

পূব থেকে দখিন হয়ে অনুক্রমে পশ্চিমে হেলে যায়,
আর একবার হেলে গেলে তার প্রস্থান খুব দ্রুত হয়।
প্রকৃতির এ শৃঙ্খ্লার সাথে আমি নিজেকে মেলাই
উন্মুক্ত আকাশে আমার অবস্থান এখন ঠিক কোথায়,
তা নির্ণয়ের কোন কাঁটা কম্পাস আমার হাতে নেই।

আমার উদয়ে প্রকৃতি হেসেছিল কিনা, কিংবা জীবনে
চলার পথে আলো ছড়াতে পেরেছি কিনা, তা জানিনা।
তবে হিরণ্ময় গোধূলি লগ্নে যখন দিগন্ত খুঁজে বেড়াবো,
ডিমের কুসুমের মত যখন দিগন্তরেখায় ভেসে থাকবো,
তখন সাঁঝ আকাশের সোনালী সূর্যটার মতই চকিতে
টুপ করে দ্রুত ডুবে যাওয়া হবে আমার কাঙ্খিত প্রস্থান।

(ছবিটা আমার সেলফোন ক্যামেরায় তোলা; ইউএসএ'র ফ্লোরিডা অঙ্গরাজ্যের নেপলস বীচ থেকে, ২৪ মে ২০১৩ তারিখে)

ঢাকা
০২ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি, ভাল থাকুন।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: মানুষের জীবনটা সূর্যের মতোই, শেষ বয়স এলেই সময়টা যেন দ্রুত ফুরিয়ে যায়!!

এটি আপনার অন্যতম সেরা কবিতা।

আমি অবাক হয়ে শুধু পড়লাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: শেষ বয়স এলেই সময়টা যেন দ্রুত ফুরিয়ে যায়!! - জ্বী, এটাই বলতে চেয়েছি। এই যেমন ধরুন এখনকার সময়টা। দুপুর পর্যন্ত ঠিক আছে। কিন্তু দুপুরের পর আর বিকেলটাকে খুঁজে পাওয়া যায়না। আর ক'দিন পর আরো যাবেনা। হুট করে সূর্যটা বিদায় নিয়ে নেয়।
এটি আপনার অন্যতম সেরা কবিতা। আমি অবাক হয়ে শুধু পড়লাম। - আমি অনুপ্রাণিত হ'লাম, অভিভূত হ'লাম।
ভাল থাকুন, ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
ছবিটাও সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতা অতি বিশুদ্ধ শিল্প, তার মধ্যে যুদ্ধ-টুদ্ধ মেশানো উচিত নয়। কবিতা দিয়ে যুদ্ধ করা যায় না, কবিতা দিয়ে বাজারের দ্রব্য মূল্য কমানো যায় না, সে চেস্টা করতে গেলে - কবিতা আর কবিতা থাকে না।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, তবে এ কবিতার সাথে মন্তব্যটির কোন যোগসূত্র খুঁজে পেলাম না।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


রাতে, সুর্যের আলোটুকু চন্দ্র বুকে ধারণ করে পৃথিবীকে আলোকিত করে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: রাতে, সুর্যের আলোটুকু চন্দ্র বুকে ধারণ করে পৃথিবীকে আলোকিত করে - জ্বী, সেটাই বৈজ্ঞানিক সত্য। কবিতা পড়ে আপনি এ সত্যটার কথাও ভেবেছেন জেনে মুগ্ধ হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: কত ছোট আমাদের জীবন ভাবলেই মনটা কেমন হয়ে যায়।বয়স বেড়ে যাওয়া মানেই তো প্রস্থানের সময় দ্রুত কাছে চলে আসা।
কবিতা খুব ভাল লেগেছে ভাইয়া।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

খায়রুল আহসান বলেছেন: বয়স বেড়ে যাওয়া মানেই তো প্রস্থানের সময় দ্রুত কাছে চলে আসা - এটা সত্য, তবে এটাকে মাথায় রেখে নিষ্কর্ম বসে থাকা যাবেনা। আমাদের প্রতিটি মুহূর্তের কাজে কর্মে ঔচিত্যবোধ থাকতে হবে, বিবেকের শাসন থাকতে হবে। চরিত্র এক দিনের ব্যাপার নয়। প্রতিটি মুহূর্তের সামষ্টিক কর্মকান্ডই মানুষের চরিত্র নির্ধারণ করে।
প্রতিটি জন্মদিনে আমরা 'হ্যাপী বার্থডে' বলে আনন্দ উৎসব করি। সেই সাথে যদি এই কথাটাও একবার স্মরণ করি যে পৃথিবীতে আমাদের ভাল কাজ করার সময় একটা বছর ফুরিয়ে গেল এবং আমরা চিরপ্রস্থানের দিকে একটা বছর এগিয়ে গেলাম, তাহলে হয়তো আমাদের দ্বারা আরেকটু বেশী ভাল কাজ করা সম্ভব হবে।
মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ, মোস্তফা সোহেল।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আখেনাটেন বলেছেন: মানুষের নিয়তিই হয়ত একইরকম একবার হেলে গেলে টুপ করেই নিশ্চিহ্ন হয়ে যায়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, প্রকৃ্তিতে এমনটিই হতে দেখেছি। মানুষের জীবনেও, কিছু ব্যতিক্রম ব্যতীত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রথম লাইনর মানেই অনেক ব্যাপক, অস্তমিত সূর্যের প্রস্তান খুব দ্রুত হয়,মানুষের জীবন ও এমনই। অনেক ভাললাগা।++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার বিষয়বস্ত অনুধাবনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সময়ের সাথে সব কিছু বদলে যায়। প্রস্থান ঘটে অতি পরিচিত প্রকৃতি, পরিবেশ।
ঢিমে মানে কি?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ঢিমে অর্থ অভিধান থেকে উদ্ধৃত করছিঃ
মৃদু, ক্ষীণ (ঢিমে আওয়াজ); 2 মন্হর, বিলম্বিত (ঢিমে তালের গান); উদ্যমহীন; অলস, চটপটে নয় এমন (লোকটা ভারী ঢিমে)।

০৩ রা জুন, ২০১৯ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার তিন বছরের পুরনো পোস্ট "চরের জনসংখ্যা, মাথা ব্যাথার কেউ নেই। আছে কেবল এই মাথা মোটা’র" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।
শুভকামনা রইলো....

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আমাদের জীবনটা এমনি, কখন যে টুপ করে চলে যাবো জানিনা কেউ.........কবিতায় ভালোলাগা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

খায়রুল আহসান বলেছেন: কখন যে টুপ করে চলে যাবো জানিনা কেউ - ধ্রুব সত্য কথা। তাই সবারই চিরবিদায়ের জন্য কিছু কিছু প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: জীবনবাদী কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

শব্দের শৈল্পিকতায় কবিতাটা প্রাণবন্ত হয়ে উঠেছে।

প্রাণীর জীবন সূর্যের মতই, যা ঢিমে তালে চলতে চলতে বার্ধক্যে কিংবা গোধূলিতে পৌছে দ্রুত নিস্তেজ হয়ে যায়।

ছবি টা চমৎকার তোলেছেন... +++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: শব্দের শৈল্পিকতায় কবিতাটা প্রাণবন্ত হয়ে উঠেছে - অনেক ধন্যবাদ, এমন প্রাণবন্ত এবং শৈল্পিক মন্তব্যের জন্য। কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটুকু এখানে শেয়ার করায় প্রীত হ'লাম।
প্লাসে এবং ছবির প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। শুভকামনা....

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

রাকু হাসান বলেছেন: অদ্ভুদ মিল সূর্যের অস্ত যাওয়া ও মানুষের জীবন । কবিতার সাথে ছবিটাও খুব চমৎকার । নয়নাভিরাম +

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: অদ্ভুদ মিল সূর্যের অস্ত যাওয়া ও মানুষের জীবন - কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা ও ছবির প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। প্লাসেও।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

অসম্ভব সুন্দর অভিব্যক্তি। মধ্যাহ্নের খরতাপ নয় বরং সাঁঝ আকাশের সূর্য্য - ই কল্পনায় আসুক বারবার । ++++


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে ।



০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent, Sir!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



খুব সুন্দর শৈল্পিক অভিব্যক্তি। চমৎকার শব্দচয়ণ। সুখপাঠ্য। +++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠান্তে একটি চমৎকার মন্তব্য এবং সেই সাথে প্লাস + দিয়ে আমাকে প্রাণিত করে গেলেন।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ন্ত বিকেলের পর্যাপ্ত কাব্যিক বর্ণনা, মুগ্ধ কথামালায়,

ছবিটি খুব সুন্দর শ্রদ্ধেয়

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: পড়ন্ত বিকেলের পর্যাপ্ত কাব্যিক বর্ণনা - ঠিক বলেছেন। কবিতায় পড়ন্ত বিকেল এর কথাই বলেছি। বিকেল গড়িয়ে এলে বুঝতেই হবে, সন্ধ্যা ঘনিয়ে আসার খুব বেশী দেরী নেই।
কবিতা এবং ছবির প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:২২

শিখা রহমান বলেছেন: কবিতা আর ছবি দুটোই খুব সুন্দর। কবিতায় ছবিটা ভাষা পেয়েছে। জীবন চলার পথে নিজের অবস্থান বার বার দেখে নিতেই হয়। দুপুরের ঝাঁঝালো রৌদ্রের চাইতে অস্তগামী সূর্যের সৌন্দর্য কম নয়। জীবনের পথচলা খুব সুন্দর করে শব্দে এঁকেছেন। কেন যেন কবিতাটা পড়ে একটু বিষণ্ণ লাগছে। কবিতাটার কোথাও যেন বিদায়ের সুর আছে!!

বিষণ্ণ সুন্দর কবিতাটায় ভালোলাগা রইলো। শুভকামনা নিরন্তর!!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ছবিটা ভাষা পেয়েছে - এমন সুন্দর করে সবাই বলতে পারেনা, আপনি পারেন, ন্যূনতম শব্দে ভাব প্রকাশ করতে।
গোধূলি লগ্নটাই তো কিছুটা বিষণ্ণতায় ঘেরা থাকে এবং কখনো কখনো বিষণ্ণতাও সুন্দর হয়ে থাকে।
চমৎকার, হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকুন, শুভকামনা...

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কেন অবেলায় বিদায়ের গান
কেন শুধু বাঁজে, কাঁদে এ প্রাণ
জন্মের প্রতিশ্রুত অংগীকার প্রস্থান
যখন আসবে লগন হবেই তখন!

প্রতিটা লগ্ন হোক সূখ শান্তি আর
মুক্তির কর্মকোহাললে পূর্নতা
ছড়িয়ে যাক মিঠে আলোয় -
সৌগন্ধ সৌরভালোকে মাতুক প্রাণ।

:)

কাব্যা ভাললাগার ক্ষুদ্র প্রকাশ।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা প্রিয় সিনিয়র :)

+++++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: যখন আসবে লগন হবেই তখন! - ঠিক, একদম ঠিক কথা। অবিসংবাদিত সত্য।
কাব্য ভাললাগার ক্ষুদ্র প্রকাশ - এটা মোটেই ক্ষুদ্র প্রকাশ নয়, মন্তব্যটা অনেক প্রেরণা যুগিয়ে গেল, শান্তি দিয়ে গেল!
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। ভাল থাকুন, শুভেচ্ছা রইলো....

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

নতুন নকিব বলেছেন:



দারুন। +++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, তবে এ কবিতার সাথে মন্তব্যটির কোন যোগসূত্র খুঁজে পেলাম না।

আছে। আছে।
সব কিছুর সাথে সব কিছুর সামঞ্জস্য আছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, আচ্ছা। তাহলে সবই ঠিক আছে।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের প্রস্থানের সময়টাই আমরা জানিনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: তাই তো। সেটা জানা থাকলে তো সবকিছু স্থানু হয়ে যেত।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

এ.এস বাশার বলেছেন: সময় দ্রুতই ফুরিয়ে যায়....
প্রস্থান অনিবার্য জেনেও...
তাল বাহানায় কাটে যায়!
হেলায় অবেহেলায়
নিত্য প্রয়োজনে অপ্রয়োজনে,
বেলা গড়িয়ে সূর্যটা বিদায় জানায়!
তবু যেন বোধটা বধির-
প্রয়োজনটা অফুরান,
অপূর্ণতা নিয়েই করতে হয় প্রস্থান!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ কথাগুলো ভাল লাগলো। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

হাবিব বলেছেন:



সূর্যটা চলে যাবে আজ, ভাবতেই খারাপ লাগছে
প্রথম যেদিন সমুদ্রের তীরে দাঁড়িয়ে-
সূর্যকে অস্তমিত হতে দেখলাম,
মনে হচ্ছিল, আমিও তো একদিন চলে যাবো
পৃথিবীর মায়া ত্যাগ করে।
সূর্যের বিদায় বেলা সমুদ্রের তীরে দাঁড়িয়ে দেখা আর-
আমার বিদায় বেলা দেখার দৃশ্য কি একই হবে?

এমন কি করেছি দেশের জন্য
আমার অন্তিম প্রস্থানে কেউ কি বেদনায় কাতর হবে?
হবে হয়তো, কিন্তু মনের সকল চাওয়া যদি পূর্ণ হতো,
আমি আমার অন্তিম শয়নেও আনন্দ পেতাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করে আপনার মনে উদয় হওয়া নিজস্ব কিছু ভাবনা এখানে শেয়ার করে গেলেন, এজন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
মন্তব্যে প্রীত হ'লাম। শুভকামনা....

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

নজসু বলেছেন: ছবিটা যেমন সুন্দর; লেখাটাও তেমনি মন ছোঁয়ানো।
একরাশ ভালো লাগা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও মনোমুগ্ধকর। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

মিথী_মারজান বলেছেন: চমৎকার একটা কবিতা।
খুব গভীর এক জীবনদর্শন।
কেমন এক আচ্ছন্নতায় মন ডুবে যায়।
ছবিটা ঠিক কবিতাটির পরিপূরক।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনার চারটে কথাই খুব ভাল লাগলো। ছবি এবং কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। প্লাসটাতেও।
অনেক, অনেক ধন্যবাদ, মিথী_মারজান। ভাল থাকুন, শুভেচ্ছা!!!!

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: বরাবরের মতো সুন্দর। শেষ প‌্যারাটা যেন বেশি...................
+।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও খুব প্রেরণাদায়ক। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লিখেছেন++


শুভ কামনা রইলো, ভালো থাকুন সব সময়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে, প্লাস দিয়ে কবিতার প্রশংসা করে গেলেন বলে। অনুপ্রাণিত হ'লাম।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন ভাই। ++++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

তারেক ফাহিম বলেছেন: ছবিটে দারুন হয়েছে শ্রদ্ধেয়। কবিতার ভাবর্থ অনুযায়ী মিল পাওয়া যায়।

প্রস্থানের সময় আমি অনেককেই দেখছি তাদের সম্পদের প্রতি বেশি আকৃষ্ট হয়।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম।
তবে, পরের কথাটা বোধ হয় আমি ঠিকমত বুঝতে পারিনি, কিংবা বলা যায়, আমি সেরকমটি দেখিনি।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

ওমেরা বলেছেন: সূর্যের সাথে জীবনের উপমাটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে অবশ্যই আপনার অভিজ্ঞতা থেকেই লিখছেন।
ছবিটাও খুব সুন্দর ।অনেক ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: সূর্যের সাথে জীবনের উপমাটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে- অনেক ধন্যবাদ, আপনার এ মতামতটা জানাবার জন্য।
ছবির প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন: পৃথীবিতে যদি চিরন্তন বলে কিছু থেকে থাকে তবে সেটা নিশ্চয়ই মৃত্যু, মানে প্রস্থান।
সকালে সূর্য উদিত হলে সন্ধ্যায় যে ডুবে যায়। আবার সকালে ফেরে। সূর্যেরও একদিন মরে যেতে হবে। সেও একদিন প্রস্থান নিবে।

আপনার ইদানীংকালের কবিতাগুলো বেশ পড়তে ভালো লাগছে। কবিতার ভাষা সহজ সরল কিন্তু গভীরতা বেশী।
চমৎকার কবিতা, শুভেচ্ছা প্রিয় কবি।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতার ভাষা সহজ সরল কিন্তু গভীরতা বেশী - আমার এ কবিতাটি নিয়ে আপনার এ উদার মূল্যায়ন আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
মিথী_মারজান এর হারিয়ে যাওয়া প্রাণের কাবুলিওয়ালা গল্পে আপনার মন্তব্যটা খুব ভাল লেগেছে।

৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭

করুণাধারা বলেছেন: গভীর ভাবনার চমৎকার প্রকাশ কবিতাটি। সূর্যের উদয়, পথচলা আর অস্ত যাওয়ার সাথে মানুষের জীবনের কি দারুন সাদৃশ্য! ভাবছি.....জীবনের সূর্য কি হেলে গেলো!

জানবার কোন উপায় নেই।

কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: ভাবছি.....জীবনের সূর্য কি হেলে গেলো! - আশাকরি, জীবন সূর্যটা এখনো আপনার মধ্যগগনেই রয়েছে, এখনো হেলে যায়নি। আর গেলেই বা কি! আপনি স্রষ্টার করুণাধারার প্রত্যাশী, এবং আশাকরি আপনি সে করুণাধারায় সিক্তও। তাই আপনার ভয়ের কিছু নেই।
কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

জাহিদ অনিক বলেছেন: মিথী_মারজান এর হারিয়ে যাওয়া প্রাণের কাবুলিওয়ালা গল্পে আপনার মন্তব্যটা খুব ভাল লেগেছে। মন্তব্যটা বেশ আবেগে পড়ে লিখেছিলাম। আপনার নজরে এসেছে দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ও শুভেচ্ছা। শুভ সকাল কবি

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: মিথী_মারজান এর হারিয়ে যাওয়া প্রাণের কাবুলিওয়ালা গল্পে আপনার মন্তব্যটা আমার এ লেখায় প্রতিমন্তব্যে কথাচ্ছলে সবার শেষে উল্লেখ করেছিলাম। সেটা আপনার নজরে এসেছে এবং ভালো লেগেছে জেনে আমিও খুশী হ'লাম এবং মনে হচ্ছে আমার ঐ প্রসঙ্গটা এখানে উল্লেখ করাটা বুঝি সার্থক হলো।
ফিরে এসে পুনরায় মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকুন, শুভেচ্ছা অশেষ ....

৩৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

নজসু বলেছেন: জীবনটা বড়ই নিরস ।
বেঁচে থাকাটা একঘেঁয়ে ...
কিন্তু মানুষ আসে একবারই, যখন যায় চিরকালের জন্যই যায়;
কেউ শুকনো পাতার মতো ঝরে বিলীন হয়ে যায়, কেউ রেখে যায় অবিনাশী স্মৃতি ।


(ছবিটা দেখতে পাচ্ছিনা কেন? )

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে এমন সুন্দর একটা মন্তব্য এখানে রেখে যাওয়ার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।
ছবিটা তো সবার উপরেই দেওয়া আছে। ছবির নীচ থেকে কবিতা শুরু হয়েছে। :)

২৪ শে জুন, ২০১৯ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম তিনটে পোস্ট- "শোক, স্বাধীনতা এবং পৃথিবীতে আগমন", "অবসাদে বিদ্বেষ" এবং "মেয়েদের মুখ আর ছেলেদের কলিজা ফাটে কেন?" পড়ে তিনটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে পড়ে দেখবেন।

৩৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

নজসু বলেছেন: এখন দেখা যাচ্ছে।
ব্রাউজারের সমস্যা ছিল মনে হয়।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: যাক, জেনে ভাল লাগলো যে আপনি এখন ছবিটা দেখতে পাচ্ছেন।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, আপনাকে সুস্বাগতম!
ভাল থাকুন, শুভেচ্ছা....

৩৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
"মুক্তি লভে বন্দী আত্মা সুন্দরের স্বপ্নে আয়োজনে
নিঃশ্বাস নিঃশ্বেস হোক পুস্প বিকাশের প্রয়োজনে "

আপনার কবিতা পড়ে সুফিয়া কামালের সাঁঝের মায়া কবিতার শেষ দুটো লাইন কেন যেন মনে হলো I হ্যা জীবনের পর্যন্ত বেলায় চলে যাবার সময় ঢাক ঢোল না পিটিয়ে শান্ত কমনীয়তার মাঝে ডুবে যাওয়া সূর্যের মতো নিঃশব্দ বিদায়ের চাওয়াটা খুব ভালো লাগলো I আমিও যেন তেমন করে হথাৎ চলে যেতে পারি কোনো কোলাহল শুরুর আগেই I আপনার তোলা ফটোটাতে সন্ধ্যার সব সৌন্দর্য যেন অসীম নিস্তব্ধতা নিয়ে এসে জমা হয়েছে I খুব সুন্দর Iকবিতায় ভালোলাগা অনেক অনেক |

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এবং উপযুক্ত একটি উদ্ধৃতি দিয়ে আপনি আমার এ প্রয়াসকে যেন অনেকটা পূর্ণতা দিয়ে গেলেন, এজন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, মলাসইলমুইনা। কবি বেগম সুফিয়া কামালের সাঁঝের মায়া কবিতার এই শেষ দুটো লাইনে আমার ভাবনাগুলোই প্রতিফলিত হয়েছে যেন, আর সেজন্যেই হয়তো একজন ভাল ছাত্রের মনে বিদ্যালয়ে পাঠ করা এই লাইনগুলো ভেসে উঠেছে।
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!
আপনার ছেলের শিক্ষকের কাছে লিঙ্কনের চিঠি শীর্ষক সম্পূর্ণ অরাজনৈতিক ও মনোকষ্টমূলক পোস্ট টা পড়ে আপনার মনোকষ্টের ভাগীদার হ'লাম এবং একটি মন্তব্যও রেখে এলাম।

৩৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

নজসু বলেছেন: কবিতাটা ২য় বারের মতো পড়তে আসা ছিল তখন।
প্রথমবারের কমেন্ট আছে।
দ্বিতীয়বার এসেও কমেন্ট করেছি।
এখন আবারও পাঠ করলাম।

আসলে আপনার তোলা এই ছবিটা বারবার দেখতে ইচ্ছে করে।
কি যেন আছে।
ছবিটা দেখি আর ভাবি-
আমিও টুপ করে একদিন ডুবে যাবো ঐ সূর্যের মতো।

ছবি আর লেখা দুটোই হৃদয়াস্পর্শী।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় তৃতীয়ব্রের মত এসে মন্তব্য করে গেলেন, ভাল লাগার কথা জানিয়ে গেলেন, ছবি ও কবিতার প্রশংসা করে গেলেন- এতে আমি অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা---

৪০| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব চমৎকার মনোমুগ্ধকর একটি কবিতা স্যার। শুভ কামনা রইলো।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়েছেন, সেজন্য খুশী হ'লাম। কবিতার প্রশংসায় হ'লাম অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

৪১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

মহসিন ৩১ বলেছেন: জীবনের সময় যাচ্ছে তো যাচ্ছেই; বুঝতেই পারি না, সময়কে ফাঁকি দিচ্ছি তো দিচ্ছিই-- জানাই তো যায় না। মনটা যখন শুধুই ঘুরে ঘুরে আর ফিরে ফিরে---- পিছনেই চায়, নিজকে সুধাই তখন ---আমার জীবনেই আমি কি চলেছি ? তবে তো পথ চলারও শেষটা ধরতে পারবো। সব বিশালতায় মানুষ ------তার ক্ষুদ্র মনটাকেই যে শুধু হারিয়ে ফেলে পিছনে। শিশু কাল ছিল-- সেটা তো হারাবেই হারাবে।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এমন একটা দার্শনিক মন্তব্য এখানে রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.