নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সাগরের বুকে ভাসমান সব জাহাজ
কখনো না কখনো পোতাশ্রয় খোঁজে,
রাতের আঁধারে গতিপথ সন্ধানে
সমুদ্রতটে বাতিঘর খোঁজে।
আমি এক স্থলবিমুখ জাহাজ,
আমি না খুঁজি কোন পোতাশ্রয়
না খুঁজি কোন বাতিঘর।
সাগরের প্রশস্ত বুক আমার সাকিন।
সম্মুখের অনন্ত জলরাশি আমায় ডাকে,
কখনো তরঙ্গে তরঙ্গে হয়ে উঠি উদ্বেলিত
কখনো নিস্তরঙ্গ মৌনতায় সাগর আমায়
ধারণ বেদনা নীরবে সহ্য করার মন্ত্র শেখায়।
আমার কোন ‘পোর্ট অব কল’ নেই
আমার বুকে কোন পসরা নেই, যাত্রী নেই
শূন্য বুকে আমি এমনি এমনি ভেসে চলি,
নীল ধ্রুবতারাকে আমার কম্পাস মেনে।
ঢাকা
০৪ নভেম্বর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রশংসা, প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসটি পেয়ে অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
না, কোন হতাশা থেকে কবিতাটি লিখিনি। ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ, আমি একজন সুখী ব্যক্তি। স্রষ্টার অপার করুণায় স্নাত, সেই জন্ম থেকেই।
২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট "পৃথিবী" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে পড়ে দেখবেন।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন কবি
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, আব্দুল্লাহ্ আল মামুন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২
শায়মা বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাইয়া!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, শায়মা। অনেকদিন পরে আমার কোন কবিতায় এলেন।
কবিতার প্রশংসায়, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
ক্লে ডল বলেছেন: সুতোছেড়া ঘুড়ির মত সুন্দর একটি কবিতার আকাশে উড়ে উড়ে হারিয়ে গেলাম!!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: বাাহ, সমুদ্রবক্ষে ভাসমান জাহাজ আর আকাশের উন্মুক্ত নীলিমায় ভাসমান সূতোকাটা ঘুড়ির একটা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি।
সুন্দর এ কাব্যিক মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: Respected sir ,
হ্যাঁ , ঠিকই তো আমরা দিকশুন্য পাড়ের যাত্রী । অনন্ত সমুদ্রে আমরা ভাসমান ,কোথায় যাব তার ঠিক ঠিকানা নেই । আমাদের চিরায়ত যাত্রা সুদূরের ওই নীল ধ্রুবতারা , যেটি আমাদের দিক নির্ণায়ক কম্পাস স্বরূপ । কবিতাটি পড়ে ঠিক নুহু নবীর সেই নৌকাটি র কথাই যেন মনে পড়ল।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: অনন্ত সমুদ্রে আমরা ভাসমান, কোথায় যাব তার ঠিক ঠিকানা নেই .... কবিতাটি পড়ে ঠিক নুহু নবীর সেই নৌকাটি র কথাই যেন মনে পড়ল - কবিতা পড়ে আপনার ভাবনার কথাটি এখানে শেয়ার করে যাবার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আপনার কোমল ও বিনম্র মন্তব্য আমি মনে করি, আমার মত সব লেখকের মনেই একটা শান্তির পরশ বুলিয়ে যায়। এ এক বিরল গুণ আপনি অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন। ঈর্ষণীয়।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও প্রকাশ সুন্দর, পড়ে মুগ্ধ হলাম ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে মুগ্ধতার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
অনুপ্রাণিত হ'লাম।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
নীল আকাশ বলেছেন: নোয়াহ ছবিটার কথা মনে পড়ল আপনার কবিতারটা পড়ে.......মাঝখানের কিছু দৃশ্য আছে আপনার কবিতাটার সাথে হুবহু মিলে যায়।
Ralph Waldo Emerson বলেছেন Life Is a Journey, Not a Destination। উনি এটা ব্যাখ্যা করে বলেছেন: He wanted his friends to realize that life is a journey and not a destination; that the heart must be set upon those matters of character which are eternal and not upon those matters of sensation which pass away.
আরও বিষদ ভাবে বলেছেন: All life is a journey, not a home; and those transient enjoyments which you have in this life, lawful in their way,—those incidental and evanescent pleasures which you may sip,—are not home; they are little inns only upon the road-side of life, where you are refreshed for a moment, that you may take again the pilgrim-staff and journey on, seeking what is still before you—the rest that remaineth for the people of God. But we stupid mortals, or most of us, are always in haste to reach somewhere else, forgetting that the zest is in the journey and not in the destination.
কবিতার অন্তরমূখী ভাব অনেক অনেক গভীর। চমৎকার কবিতা...........
আপনার জন্য শুভ কামনা রইল!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে এমন চমৎকার একটা বিশ্লেষণী মন্তব্য রেখে গেলেন, সেজন্য কৃতজ্ঞ বোধ করছি।
কবিতার প্রশংসায়, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: আপনার মতোন করে যদি কবিতা লিখতে পারতাম। তাহলে কবিদের সাথে ফাইট দিতাম।
অগা বগা মগা ফালতু কবিতা লিখে যে ভাব দেখায়, যে অহংকার দেখায়।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ভাল লিখেছেন । অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে আপনার কবিতা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, নুরুন নাহার লিলিয়ান। বহুদিন পরে আপনাকে আমার কোন কবিতায় পেলাম। অবশ্য এটাও ঠিক যে আমিও বহুদিন ধরে আপনার কোন লেখা পড়িনি, তবে শীঘ্রই পড়বো বলে আশা করি।
কবিতার প্রশংসায় এবং মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
২০ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯
খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা চমৎকার একটি ছোটগল্প পড়ে এলাম- "কুহুকের কান্না"। খুব ভাল লিখেছেন, ভাল লেগেছে।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: দিন শেষে কি সবার বুকের মাঝেই শূন্যতা বাসা বাধে?
কবিতা ভাল লেগেছে ভাইয়া।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০১
খায়রুল আহসান বলেছেন: শুধু দিনশেষে কেন, দিনের শুরুতেও অনেকের বাঁধে!
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
রাকু হাসান বলেছেন:
সাকিন শব্দটা অত্যন্ত বিশ্বাসী অর্থে ব্যহার হয়েছে ??
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
খায়রুল আহসান বলেছেন: রাকু হাসান, যেহেতু আপনার মন্তব্যে একটা প্রশ্ন এসেছে, এবং প্রশ্নটি আরো অনেক পাঠকের মনে আসতে পারে বলে মনে করি, সেহেতু আপনার মন্তব্যটা দিয়েই আমি পাঠকের মন্তব্যের উত্তর দিতে শুরু করছি। আশাকরি, আপনার পূর্ববর্তী দশজন পাঠক বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সাকিন অর্থ বসতবাড়ীর ঠিকানা। খুব বেশীদিন আগের কথা নয়, শব্দটি আমাদের ভাষায় একটি প্রচলিত শব্দ ছিল, বিশেষ করে লেখ্য ভাষায়। এই আমিই যখন ছোট ছিলাম, তখনও দেখেছি, ঠিকানা লেখার সময় "গ্রাম" শব্দটির বদলে সাকিন তথা সংক্ষেপিত সাং লেখা হতো, বিশেষ করে দলিল দস্তাবেজে, কোন সরকারী ফরম পত্রে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
জাহাজ সমুদ্রের পাশের সব মানুষের মাঝে সেতু রচনা করে, সবার মাঝে আদান প্রদানের সুযোগ তৈরি করে, নিজের বাস করে জলে; সুন্দর জীবন
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও সুন্দর। কবিতা পড়ে একটি সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: সমুদ্র আসলেই নিরবে আমাদের ডাকে..........
সুন্দর হয়েছে। +
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
খায়রুল আহসান বলেছেন: সমুদ্র আসলেই নিরবে আমাদের ডাকে.......... - ঠিকই বলেছেন, এ চমৎকার কথাটি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে। কেন তা বিশ্লেষণ করে বলতে পারলাম না।
আমার প্রিয় একটা কবিতা মনে পড়ে গেল এটা পড়তে গিয়ে:
...........................
জগৎ-পারাবারের তীরে
ছেলেরা করে মেলা।
ঝঞ্ঝা ফিরে গগনতলে,
তরণী ডুবে সুদূর জলে,
মরণ-দূত উড়িয়া চলে,
ছেলেরা করে খেলা।
জগৎ-পারাবারের তীরে
শিশুর মহামেলা।
এগারো নং প্রতিমন্তব্য ভালো লেগেছে। সাকিন শব্দটি এই গানে পাওয়া যায়। সাকিন
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: "জগৎ-পারাবারের তীরে শিশুর মহামেলা" - আহা! শেষের এই লাইনটিতেই যেন বিশ্ব চরাচরে মানবজাতির তুচ্ছতা, ক্ষণিকতা, জ্ঞানের অপ্রতুলতা এবং রুদ্র প্রকৃ্তি মাতার কাছে অসহায়তা প্রকাশ পেয়েছে! আমার এ তুচ্ছ কবিতাটি আপনাকে কবিগুরু'র এই আধ্যাত্মিক কবিতাটির ভাবসাগরে অবগাহন করিয়েছে জেনে খুবই কৃতার্থ বোধ করছি। আপনার প্রচুর পড়াশোনা আছে কবিগুরু'র উপর তা বুঝতেই পারি। তবে আমার কবিতা পড়ে আপনি কবিগুরু'র কবিতার কথা ভেবেছেন, এ ভাবনাটাই আমার জন্য অত্যন্ত প্রীতিকর। ধন্যবাদ, উদ্ধৃত কবিতাংশের জন্য এবং সদয় মন্তব্যের জন্য।
আর রাকু হাসান কে সাকিন বোঝাবার জন্য এর চেয়ে ভাল আর কিছু বলা যেত বা শোনানো যেত বলে আমার মনে হয়না। গানটি ছবিসহ খুবই উপভোগ্য। ধন্যবাদ, এটা খুঁজে বের করার জন্য।
প্লাসে অনুপ্রাণিত, এটা বলাই বাহুল্য।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
মলাসইলমুইনা বলেছেন: I must go down to the seas again, to the lonely sea and the sky,
And all I ask is a tall ship and a star to steer her by;
খায়রুল ভাই,
জন ম্যাসফিল্ডের Sea Fever কবিতাটা আমার স্কুল দিন থেকে প্রিয় ।তখন মাত্র পতেঙ্গার সাগর বেলা ফেলে চিটাগাং থেকে ঢাকা এসেছি । আমার সেই স্কুল বন্ধুবান্ধব সব মিস করি। তেমন নিঃসঙ্গ উদাসী একটা দিনে প্রথম এই কবিতাটা পড়েছিলাম তাই মনে হয় এখনো পড়লে অপার্থিব ভালোলাগায় মনটা ভরে ওঠে ।আপনার কবিতার লাইনগুলো :
আমি এক স্থলবিমুখ জাহাজ,
আমি না খুঁজি কোন পোতাশ্রয়
না খুঁজি কোন বাতিঘর।
সাগরের প্রশস্ত বুক আমার সাকিন।
সেই ভালোলাগাটা এনে দিলো । খুব খুব ভালো লাগলো নিঃসঙ্গ নাবিক মনের কবিতাটা ।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: আপনি পতেঙ্গায় থাকতেন? পতেঙ্গা আমার একটি প্রিয় জায়গা। সমুদ্র, সমুদ্রের বুকে ভাসমান জাহাজ, সমুদ্রতটে বাতিঘর, প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা সাম্পানওয়ালাদের সমুদ্রের তরঙ্গে তরঙ্গে হেলে দুলে ওঠা সাম্পান সামলানো, এসব দৃশ্য আমার খুব প্রিয়। আর রাতের আঁধারে উপকূলে বসে সমুদ্রের গর্জন শোনাও একটা প্রিয় অভ্যেসের মত হয়ে গিয়েছিল, যখন আরব উপসাগরের দেশ ওমান সালতানাতে ছিলাম। বাসার খুব কাছেই তখন সাগর ছিল।
John Masefield এর Sea Fever কবিতাটা আগে পড়া ছিলনা, এখন পুরোটা পড়লাম। ধন্যবাদ, এ সুন্দর কবিতাটার কথা উল্লেখ করার জন্য।
আমার এক ঘনিষ্ঠ বন্ধু মেরিন ইঞ্জিনীয়ার ছিল, বছর পাঁচেক আগে সে পরপারে চলে গেছে লিভার সিরোসিসে ভুগে। অথচ সে জীবনে কখনো মদ্যপান তো দূরের কথা, ধুমপানও করেনি। ওর ডাক্তার বাবা ওকে এতটাই মটিভেট করেছিল। নাবিক জীবনের সুখ দুঃখের সাথে আমি ওর মাধ্যমে পরিচিত হয়েছি। ওর সাথে আমারও মেরিন একাডেমীর ভর্তি পরীক্ষা দেয়ার কথা ছিল। যেদিন ভর্তি পরীক্ষা, ঠিক তার আগের দিন আমার এমন সাংঘাতিক চোখ উঠলো যে আমি চোখে কিছু দেখতেই পারছিলাম না, কিছু লেখা তো বহুত দূরের কথা। দয়াময় আল্লাহ আমাকে সেদিন বাঁচিয়েছিলেন। ভর্তি পরীক্ষা দিলে অবশ্যই পাশ করতাম, আর পাশ করলে হয়তো ভাল মন্দ কিছু না বুঝেই ওর মত জয়েন করতাম। পরে বুঝেছি, সাগর যতই ভালবাসিনা কেন, আমার মত লোক ঘর সংসার ফেলে কিছুতেই সাগরে সাগরে ভেসে বেড়াতে পারতা না।
যাক, আলাপে আলাপে অনেক ব্যক্তিগত আলাপ হলো। আপনার লেখায়, মন্তব্যে এতটা ব্যক্তিগত টাচ থাকে যে অবলীলায় ব্যক্তিগত কথাও বলা যায়।
আপনার দেয়া প্লাস মূল্যবান, সহজলভ্য নয়। তাই চমৎকার মন্তব্যের সাথে বিরল প্লাসটি পেয়ে বিশেষভাবে অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন, প্রবাসের বাটে মাঠে ঘাটে, সব সময়।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
শাবা বলেছেন: সত্যি নদীমাতৃক দেশের একজন অধিবাসী হিসেবে অথৈ জলধারাকে সাকিন বানানো খুবই স্বাভাবিক। বিশেষ করে আপনার মত একজন সিনিয়র সিটিজেন সেই অথৈ জলধারার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পেরেছেন। এই অনুপম কবিতাই সেই স্বাক্ষর বহন করে। কিন্তু বর্তমান প্রজন্ম কি সেভাবে নদ-নদী, অথৈ জলরাশি এসব উপভোগ করার সুযোগ পাচ্ছে?
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: কিন্তু বর্তমান প্রজন্ম কি সেভাবে নদ-নদী, অথৈ জলরাশি এসব উপভোগ করার সুযোগ পাচ্ছে? - ইচ্ছে থাকলেই কিন্তু সুযোগ সৃষ্টি করে নেয়া যায়। যারা পাহাড় ভালবাসে, তারা পাহাড়ে যেতে পারে, যারা সাগর ভালবাসে, তারা সাগরতীরে কিংবা সাগরবক্ষে, যারা অরণ্য ভালবাসে, তারা অরণ্যের গভীরে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা...
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
জাহিদ অনিক বলেছেন:
জাহাজের সাথে জীবনের বড্ড মিল---
কবিতায় ভালোলাগা রইলো
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
খায়রুল আহসান বলেছেন: মিল তো অবশ্যই আছে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্তনক্ষত্র বিথীর আহবানের স্নিগ্ধতা ছড়িয়ে গেল মনে!
মুগ্ধতা একরাশ
পরম শুন্যে বিলীন হতে মনকে বুঝি এমন করেই শুন্য হতে হয়।
অনেক অনেক অনেক ভাললাগা প্রিয় সিনিয়র
+++++
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
খায়রুল আহসান বলেছেন: পরম শুন্যে বিলীন হতে মনকে বুঝি এমন করেই শুন্য হতে হয় - খুব ভাল লাগলো আপনার এ কথাটা।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০২
নীলপরি বলেছেন: মায়ায় ভরা শব্দগুলো । কবিতায় ++++
শুভকামনা
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১১
মিথী_মারজান বলেছেন: বাহ্!
অনন্তের পানে পথযাত্রা।
শাশ্বত অথচ মন কেমন করা কবিতা।
কেন যেন গৃহত্যাগী সিদ্ধার্থের কথা মনে হলো আমার।
কবিতার গভীরতা সমুদ্রের মতই অসীম।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার গভীরতা সমুদ্রের মতই অসীম - অনেক ধন্যবাদ, এই অসামান্য মূল্যায়নটুকুর জন্য।
চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা...
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: আপনার দুটো পুরনো পোস্ট - প্রশ্ন এবং আর্তনাদ পড়ে দুটো মন্তব্য রেখে এসেছিলাম।
২১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: আমি যখন ছোট ছিলাম তখন যাতে হারিয়ে গেলেও ঠিকানা বলতে পারি সেই জন্য বাবা আমাকে আমার নাম বাবার নামের পাশাপাশি সাকিন আমার গ্রামের নাম শিখিয়েছিলেন।
এরকম অনেক শব্দ প্রায় ভুলেই গিয়েছি। বহুদিন পড়ে সাকিন শব্দটি আপনার লেখায় পেলাম।
কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, কবিতা পড়ে সাকিন নিয়ে আপনার ব্যক্তিগত জীবনের কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
অনেক দিন পরে আমার কোন লেখায় এলেন, প্রীত হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।
২২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১১
শিখা রহমান বলেছেন: "আমি এক স্থলবিমুখ জাহাজ,
আমি না খুঁজি কোন পোতাশ্রয়
না খুঁজি কোন বাতিঘর।
সাগরের প্রশস্ত বুক আমার সাকিন।" --- কি বিষন্ন আকুল করা কথাগুলো!!
পুরো কবিতায় সমুদ্রের নোনাগন্ধ, গন্তব্যহীন অজানায় ভেসে চলা এক অভিমানী জাহাজের ছবি চোখে ভেসেছে। বুকের মাঝে কেমন করে উঠতেই টের পেলাম ওই জাহাজটা আমি নিজেই। কবিতায় নিজেকে খুঁজে পাওয়ার মতো আশ্চর্য সুন্দর অনুভূতি আর কিছুই নেই। আপনাকে সেই অনুভূতি উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা প্রিয় কবি-লেখক। ভালো থাকুন বুকে সমুদ্রের স্বপ্ন নিয়ে।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: ওই জাহাজটা আমি নিজেই - বাহ, কবিতা পড়ে হঠাৎ করেই আপনার এমনটি মনে হয়েছে জেনে আমারও খুব ভাল লাগলো।
কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, কপি পেস্ট এর সুযোগ না থাকা সত্তেও এই কষ্টটুকু করেছেন বলে।
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবনের সাথে কেমন মিলে যায়।
+++++++
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, জীবনের সাথে কিছুটা মিল তো আছেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
পদ্মপুকুর বলেছেন: কথাগুলো সুন্দর, গভীর একটা সুর সৃষ্টি করে, যেটা গুণগুণ করে গাওয়া যায় সবসময়।। আচ্ছা, এটা কি কোনো ইংরেজি কবিতা বা গল্পের ভাবানুবাদ? কেমন যেনো পরিচিত পরিচিত লাগছে। অবশ্য সেরকম হলে আপনি নোট দিয়েই দিতেন।
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই, জন ম্যাসফিল্ডের Sea Fever কবিতাটা আমার স্কুল দিন থেকে প্রিয় । তখন মাত্র পতেঙ্গার সাগর বেলা ফেলে চিটাগাং থেকে ঢাকা এসেছি ।....
আমি তো মনে করেছিলাম আপনার বাড়ি রাজশাহীর ওইদিকে, আপনার একটা মন্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ এসেছিলো নিবিড়ভাবে @ মলাসইলমুইনা স্যার।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: অবশ্য সেরকম হলে আপনি নোট দিয়েই দিতেন - হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সে রকম হলে আমি নিজেই পাদটীকা লিখে দিতাম। এটা কোন ইংরেজি কবিতা বা গল্পের ভাবানুবাদ নয়, এটা ছিল ক্ষণিকের তরে আমার একটি নিজস্ব ভাবনা।
মলাসইলমুইনা মনে হয় কিছুদিনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। তার একটি মন্তব্যে বাসে করে রাজশাহী যাওয়া আসার স্মৃতির উল্লেখ আমিও স্মরণ করতে পারছি।
চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা...
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
তারেক ফাহিম বলেছেন: একরাশ মুগ্ধতা।
অনেক ভালোলাগা শ্রদ্ধেয়।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
খায়রুল আহসান বলেছেন: আপনার মুগ্ধতা প্রকাশে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা!
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর কবিতা
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
২৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
নেপচুন নেহাল বলেছেন: শ্রদ্ধেয় খাইরুল ভাই আশাকরি ভালো আছেন।
আমার কোন ''পোর্ট অব কল'' নেই-
আমার বুকে পসরা নেই, যাত্রী নেই
শূন্য বুকে আমি এমনি এমনি ভেসে চলি
নীল ধ্রুবতারাকে আমার কম্পাস মেনে।
স্তবক গুলি অসাধারন লেগেছে.....
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, কপি পেস্ট এর সুযোগ না থাকা সত্তেও এই কষ্টটুকু করেছেন বলে।
কুশল জিজ্ঞাসায় প্রীত হ'লাম, কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আখেনাটেন বলেছেন: জীবনের একটা সময় মনে হয় মানুষ সাগরের বুকে ভেসে থাকা স্থলবিমুখ জাহাজের মতোই ভাসতে থাকে।
কী নিপুণভাবে চিত্রপট এঁকেছেন! ভাবনার উদ্রেগ করে।
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
খায়রুল আহসান বলেছেন: আমার এ নগণ্য কবিতাটি আপনার মনে ভাবনার উদ্রেক করেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি।
কবিতার প্রশংসা এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
২৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
কথাকথিকেথিকথন বলেছেন:
স্থলবিমুখ হোক, অন্তরবিমুখ না হোক! হৃদয়ের জাহাজ হোক সমুদ্র থেকেও প্রশস্থ এবং গভীর।
সুন্দর কবিতা। ভাল লেগেছে।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: হৃদয়ের জাহাজ হোক সমুদ্র থেকেও প্রশস্থ এবং গভীর - কবির এ শুভেচ্ছাবাণীতে অভিভূত হ'লাম। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা...
৩০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
ল বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৩১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
ধ্রুবক আলো বলেছেন: শেষ স্তবক টা হৃদয় ছুঁয়ে গেলো....
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য এবং প্লাস দিয়ে যাবার জন্য।
ভাল থাকুন, শুভকামনা...
৩২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১
মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভালোলাগা রাখলাম।
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য এবং কবিতায় ভালোলাগা রেখে যাবার জন্য।
ভাল থাকুন, শুভকামনা...
৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
সাত সাগরের মাঝি ২ বলেছেন: অসাধারন...........
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়ে সেখানে একটি মন্তব্য রেখে এলাম।
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: Life is a challenge
Meet it
Life is a.....
জীবন চলে তার নিজস্ব গতিতে....
কবিতায় ভালো লাগা
একটা পোস্ট দিয়েছি।
একটু দেখবেন।
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
খায়রুল আহসান বলেছেন: আপনার সর্বশেষ পোস্টটা পড়েছি এবং সেখানে একটা মন্তব্যও রেখে এসেছি।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৩৫| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মনে হচ্ছে, সাগরের বুকে নিজ কৃতিত্বে দাঁড়িয়ে লেখা অসাধারণ এক কবিতা।
কবিতায় অনেক মুগ্ধতা আছে ভাই।
বিপুল প্লাস++++
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: কবিতায় অনেক মুগ্ধতা আছে ভাই - অনেক খুশী হ'লাম, আপনার এ মুগ্ধতারও কথাটা জেনে।
চমৎকার মন্তব্যে এবং "বিপুল প্লাস++++" এ অনুপ্রাণিত। তবে আপনি বোধহয় মন্তব্য করার সময় প্লাস চিহ্নটাতে ক্লিক করতে ভুলে গিয়েছিলেন।
৩৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্যস্ততা এবং হাহাকার উভয়ে মাঝে চাওয়া পাওয়ার বিষয় আছে। ব্যস্ততা হলো পূর্ণতার আর হাহাকার হলো অপূর্ণতার। শেষ সময়ে মানুষের কোন চাওয়া থাকেনা, কারো প্রতি কোন অভিযোগ নয়। সব কিছু নিজের মতো করে নিয়ে স্বাভাবিক হয়ে চলতে চায়। এযেন স্রোতের বিপরীত্মুখী।
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
খায়রুল আহসান বলেছেন: ব্যস্ততা হলো পূর্ণতার আর হাহাকার হলো অপূর্ণতার - ভাল বলেছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
আরোগ্য বলেছেন: সুন্দর অর্থবহ কবিতা। আশাকরি হতাশা থেকে লিখেন নি।