নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অনুভব

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

সুতানুটি ঝর্নাদি’কে বলেছিল,
‘টাচ এ থাকুন’!
সেই থেকে ঝর্নাদি’র কি যে হলো!
মনে, মননে, অবয়বে আর অনুভবে
একটি কোমল কথা এসে দাঁড়ায় নীরবে
‘টাচে থাকুন’ - মায়াময় এক পরশ নিয়ে!

ঝর্নাদি’র চোখের ঘুম হাওয়া হয়ে যায়।
সেই ছোট্ট একটি কথায়, যা তাকে-
বারে বারে ক্ষণে ক্ষণে উতলা করে যায়!
ছোট্ট প্রজাপতির মত পাতলা পাখা মেলে
ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায় ঘরময়!
ঝর্নাদি ভাবেন মনে বসে নিরালায়-
কিছু টাচ না করেও একটি ছোট্ট কথা
মানুষকে কি নিবিড়ভাবে ‘টাচ’ করে যায়!


ঢাকা
১৭ পৌষ ১৪২৫
৩১ ডিসেম্বর ২০১৮

মন্তব্য ৪১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

হাবিব বলেছেন: লাইক এবং প্লাস.+++

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: উভয়টির জন্য ধন্যবাদ এবং শুভকামনা!
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

মুক্তা নীল বলেছেন: শুভ অপরাহ্ন। একটি কথা আছে না, যখন তোমায় দেখি, তার চেয়েও বেশি দেখি যখন তোমায় দেখি না ~এর ই নাম হয়তো অনুভব /টাচ। কবিতায় ভালোলাগা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার বিশ্লেষণটি চমৎকার হয়েছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

মনিরা সুলতানা বলেছেন: কখনো কখনো শব্দে' ই সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় অনুরণনে!
সহজ প্রাত্যহিক শব্দে লেখা বেশ কবিতা।



ভালোলাগা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

খায়রুল আহসান বলেছেন: কখনো কখনো শব্দে' ই সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় অনুরণনে! - কথাটা অবশ্যই ঠিক বলেছেন। শব্দের নিঃশব্দ কথন, কখনো ছুঁয়ে যায় অনুক্ষণ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৫ জানুয়ারি নতুন সরকারের শপথ... মমন্ত্রিসভায় থাকছে চমক...

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
নতুন সরকারের জন্য প্রার্থনা রইলো---

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: খায়রুল ভাই, আমরা আপনার কবিতার টাচে আছি...!! ;)

সুন্দর হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতার টাচে থাকার জন্য ধন্যবাদ, সুমন কর
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



কবিতা তো টাচ করে গিয়েছে

থাকুক টাচ
মনের গভীরে অনুভবে থাকুক

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনাকে টাচ করে গিয়েছে জেনে প্রীত হ'লাম।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো...

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কিছু অনুভবের পরশ থেকে যায় আজীবন.....
বাস্তবে বা কল্পনায় ফিরে আসে নস্টালজিয়া....

চমৎকার একখানা কবিতায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে গেলাম....

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: কিছু অনুভবের পরশ থেকে যায় আজীবন.....বাস্তবে বা কল্পনায় ফিরে আসে নস্টালজিয়া.... - মন্তব্যটাও খুব চমৎকার করেছেন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৮

অন্তরন্তর বলেছেন: কবিতা ভাল লাগল। আসলেই কবিতা বুঝি কম।
নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা কম বোঝা সত্তেও আমার এ কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
আপনাকেও জানাচ্ছি ২০১৯ নববর্ষের শুভেচ্ছা!

৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনাকেও জানাচ্ছি ২০১৯ নববর্ষের শুভেচ্ছা!

২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "মেয়েদের মুখ আর ছেলেদের কলিজা ফাটে কেন?", "সুখের দিনে বন্ধু তুমি অন্ধ চোখে দেখেছিলে, দুঃখের দিনে বন্ধু তুমি চোখ মেলে অন্ধ ছিলে!" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে দেখে নেবেন।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

চাঙ্কু বলেছেন: কিছু টাচ না করেও একটি ছোট্ট কথা
মানুষকে কি নিবিড়ভাবে ‘টাচ’ করে যায়!
- কি চমৎকার একটা কথা বললেন!!

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ইংরেজী ২০১৯ নববর্ষের শুভেচ্ছা!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,





ওয়াও...শুরুটাই টাচিং!
বিশেষ কারো স্পর্শ, সারাক্ষন মনের অলিন্দে অলিন্দে জোনাক জ্বালিয়ে রাখে হয়তো!

শুভেচ্ছা নবনর্ষের। রঙিন হোক নতুন বছর...।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ শুভেচ্ছাচিত্রটির জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

জাহিদ অনিক বলেছেন:
সত্যিই "টাচে থাকুন" স্পর্শ করা ও স্পর্শে থাকা দুটাই বেশ জরুরী জীবনে।
আপনার কবিতা ভালো না লেগে উপায় নেই।

১১ নম্বর মন্তব্যে
আহমেদ জী এস সাহেবের আঁকা ছবিটাও বেশ চমৎকার লাগলো।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। নতুন বছর আনন্দে কাটুক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা ভালো না লেগে উপায় নেই - অনেক ধন্যবাদ, অনেক অনুপ্রাণিত হ'লাম।
আহমেদ জী এস সাহেবের আঁকা ছবিটা সত্যিই খুব চমৎকার!
আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা নবনর্ষের। ভাল থাকুন সারাটি বছর।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন কবিতা।
খুব ভাল লাগল ভাইয়া।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

রাকু হাসান বলেছেন:

কবিতার ভাবার্থ টা ভালো লাগছে । নতুন বছরের শুভেচ্ছা রইলো ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার ভাবার্থ টা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনাকেও জানাচ্ছি নতুন বছরের শুভকামনা...

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ নববর্ষ, স্যার। নতুন বছরটি আরো রঙিন হোক। সুস্থ থাকুন এই আশীর্বাদ রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।
আপনাকেও জানাচ্ছি নতুন বছরের শুভকামনা...

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ নববর্ষ ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনাকেও জানাচ্ছি ২০১৯ নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা!

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

সোহানী বলেছেন: সত্যিই তো এরকম কত ছোট্ট ছোট্ট শব্দ কতটা গভীরভাবে টাচ করতে পারে!!!!!!!!!!!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: এরকম কত ছোট্ট ছোট্ট শব্দ কতটা গভীরভাবে টাচ করতে পারে!!!!!!!!!!!!!! - জ্বী, তা তো পারেই এবং করেও।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

কাবিল বলেছেন: ‘টাচ’ করে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: ‘টাচ’ করে যাওয়ার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: একাধিকবার পাঠ করার মতো কবিতা ।

+++++

শুভকামনা

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি পড়ে গেলেন বলে। মন্তব্যে এবং প্লাসে ভীষণ উৎসাহিত বোধ করছি।
ভাল থাকুন, শুভকামনা নিরন্তর---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.