নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত পথিক

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

বহু পথ হেঁটে এসে ক্লান্ত পথিক,
যখন এতটুকু ফুরসৎ পায়,
বারে বারে পেছনে তাকায়,
আর ভাবে, সেই সব দিন আজ সোনালী অতীত,
যে দিনে শোনা যেত, গাওয়া যেত, বিশুদ্ধ সঙ্গীত।

পথের শুরুটা আঁকা ছিল আলপনার আঁচড়ে,
কত স্বপ্ন মাখা ছিল দু'চোখের গভীরে!
ঘাটে বাটে যত ছিল বিপত্তি হিমালয়সম,
একে একে সব পার হয়ে পথিক অদম্য
দিন শেষে ক্লান্ত হয়ে পড়ে রয় অচেনা প্রান্তরে!


(ঢাকা, ৩০ নভেম্বর ২০১৪)

মন্তব্য ৪৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: পথচারীই তৈরী করে রাস্তা.....
সেই রাস্তায় প্রতিটি পদচ্ছাপ নির্দেশ করে অতীত.... যাপিত দিনলিপি.....
দিন শেষে পথিক কেবলই পথিক...
কিন্তু প্রাপ্তির ভান্ডার থাকে অভিজ্ঞতায় ভর্তি...

ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ কবিতায় একরাশ চায়ের কাপের ধোঁয়া ওঠা মুগ্ধতা....

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: দিন শেষে পথিক কেবলই পথিক...
কিন্তু প্রাপ্তির ভান্ডার থাকে অভিজ্ঞতায় ভর্তি...
- কবিতা পড়ে আপনিও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ কথাই বলে গেলেন এখানে।
প্রথম মন্তব্য এবং প্রথম লাইকের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

রাকু হাসান বলেছেন:

এটাই হয়তো প্রকৃতির নিয়ম । পথিক পারলে নিশ্চয় ফিরে যেত সেই সব সোনালী দিনে । আমিও ফিরতে চাইতাম । বিশুদ্ধ সংগীতের কথা বলে চিরায়িত সমৃদ্ধ বাঙালির সমৃদ্ধ সংগীতের কথা মনে গেল স্যার । আশা রাখছি আপনি ভালো আছেন । আমার সালাম রইলো আপনার প্রতি ।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: এটাই হয়তো প্রকৃতির নিয়ম - হ্যাঁ, প্রকৃতির নিয়মে বাঁধা আছি আমরা সবাই।
আমি ভাল আছি। কুশল জিজ্ঞাসার জন্য অনেক ধন্যবাদ।
কবিতা পাঠ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: পথের শুরুটা আঁকা ছিল আলপনার আঁচড়ে।...........................।অসাধারণ,অসাধারণ।
মনোমুগ্ধকর কবিতা।আমার সর্বশেষ পোস্ট করা কবিতায় আপনাকে আমন্ত্রণ।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: এমন উদারভাবে কবিতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ পোস্ট করা আপনার কবিতাটি পড়ে এইমাত্র একটা মন্তব্য রেখে এলাম।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট লেখায় অনেক গভীর ভাবনা!
ভালোলাগা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মনিরা সুলতানা। ছোট্ট মন্তব্যে আপনিও অনেক প্রেরণা যুগিয়ে গেলেন। মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা...

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

হাবিব বলেছেন:




আবার আসুক ফিরে
ক্লান্ত পথিকের নীরে
শত অশুদ্ধের ভীরে বিশুদ্ধ সঙ্গীত!

হৃদয়ের মন্দিরে
সুবাতাস থাক ঘিরে
শক্ত হয়ে উঠুক মানবতা ভিত্!!

২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:





পূরণ হওয়া এবং না হওয়া এর মাঝেরটাই জীবন...


২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

শাহিন বিন রফিক বলেছেন:



আমরা সবাই এই পৃথিবীতে পথিক হিসাবে আছি।
ক্লান্ত দেহের সবেচেয়ে বড় গুন হল তখন পিছনের স্মৃতির ভান্ডারগুলো খুবই সচ্ছ হয়ে চোখের সামনে ভেসে উঠে।
++

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই এই পৃথিবীতে পথিক হিসাবে আছি - হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। আর চলার নামই জীবন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কথামালা

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতারপ প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, ধন্যবাদ ও শুভেচ্ছা...

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:





হিরোজ নেভার ডাইজ!

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: বীরেরা মৃত্যুবরণ করে না, তারা প্রকৃতি মায়ের কোলে বিলীন হয়ে যায়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



@ শাহীন বিন রফিক ভাই চমৎকার মন্তব্য করেছে। আমার মনের কথাগুলোও তাই। +++

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: আপনাদের উভয়কে ধন্যবাদ ও শুভেচ্ছা----

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৪

সোহানী বলেছেন: একটু দ্বিমত আছে। পথের শুরুতে যে আলপনা আকাঁ হয় তা চলতে চলতে চেইন্জ হতে থাকে সময়ের সাথে। এবং সেই সাথে বদলাতে থাকে এর এ্যাচিভিং ওয়ে। (সরি কারেক্ট বাংলা শব্দ পাচ্ছি না)। তবে সত্য মানছি অতীত সবসময়ই সোনালী হয়।

কবিতার ছন্দে মনের স্বগক্তিতে ভালোলাগা।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: দ্বিমত পোষণ করে এখানে তা উল্লেখ করে যাওয়ার জন্য ধন্যবাদ। আপনার চিন্তাটাও ঠিকই আছে।
কবিতার ছন্দে মনের স্বগক্তিতে ভালোলাগা - আবারো ধন্যবাদু, এত সুন্দর করে কথাটা বলার জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিনই নতুন দিন: সামনের পথ দিগন্তের সাথে মিশে আছে

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটা কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
সামনের পথ দিগন্তের সাথে মিশে আছে - পথিক যতটা সে পথে এগোয়, দিগন্তও সাথে সাথে ততটা এগোয়। একটা সময় আসে, যখন পথিক দিগন্তের দিকে তাকিয়ে থেকে থিতু হয়ে যায়, যখন সে বুঝতে পারে যে দিগন্ত অসীম।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৯

জনৈক অচম ভুত বলেছেন: পরদিন কিন্তু আবার সেই অচেনা প্রান্তর ধরেই পথিককে এগিয়ে যেতে হয়। এ পথ একমুখী, তাই চাইলেও আর তার পথের শুরুতে ফিরে যাবার সুযোগ নেই।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: এ পথ একমুখী, তাই চাইলেও আর তার পথের শুরুতে ফিরে যাবার সুযোগ নেই - কথাটা খুবই সত্য, এবং সেজন্যেই বোধ হয় আমাদের অতীতটাকে এতটা সোনালী মনে হয়।
কবিতা পড়ে নিজস্ব ভাবনাটুকু এখানে শেয়ার করে যাবার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬

নতুন নকিব বলেছেন:



গভীর অর্থবোধক কিছু কথায় বুনানো চমৎকার একটি কবিতা।

শুভকামনা নিরন্তর।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য, এবং পড়ে প্রেরণাদায়ক মন্তব্য এখানে রেখে যাওয়ার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পথিক ! তুমি পথ হারাইয়াছো?

অচেনা প্রান্তরে?

সবার সব পূর্ন হলে পরে - - -
জীবন আবার শুন্যতায় ভরে!

++++

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হলে, জীবন আবার শুন্যতায় ভরে! আপনার এ কথাটির ভেতরে যে দর্শন লুকিয়ে আছে, তা অনেকেই আপনার মত দেখতে পায় না।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা ++++++

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রশংসা পেয়ে অনুপ্রানিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

মুক্তা নীল বলেছেন: ভাই, সালাম নিবেন। সোনালী অতীত সবসময়ই মধুর। আজ গানের ভাষায় একটি মন্তব্য করি,
পথের বাঁকে এসে মনে হলো অতীতটা হয়ে যাক দূর
চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে বাধবো নতুন এক সুর..

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম!
কবিতা পড়ে গানের ভাষায় একটি সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
+++++++

শুভকামনা

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: খুব খুশী হ'লাম, আপনার ভাল লাগার কথাটি জেনে।
প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা----

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০১

অর্থনীতিবিদ বলেছেন: মানুষের জীবন। একজন মানুষ যখন জীবন চলা শুরু করে তখন কত স্বপ্ন, আশা, প্রত্যাশা থাকে। এরপর বহু চড়াই উৎরাই অতিক্রম করে এসে একসময় শেষ বেলায় উপস্থিত হয়। তারপর যখন পিছন ফিরে সমগ্র জীবনের দিকে তাকায়, তখন দেখে প্রাপ্তির পাশাপাশি আছে পাহাড়সম অতৃপ্তি, ভুল, ভ্রান্তি, স্বপ্নভগ্ন। তখন মানুষ ভাবে, হায়! আবার যদি ফিরে যাওয়া যেত সেই সোনালী দিনগুলোতে। কিন্তু এতো একমুখী যাত্রা। বিশুদ্ধ সংগীত গাওয়ার দিন শেষ হয়ে গেছে। দিন শেষে ক্লান্ত পথিককে এখন সেই সোনালী অতীতের স্মৃতিচারন করেই কাটাতে হবে জীবনের অবশিষ্ট দিনগুলো।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অর্থনীতিবিদ আপনাকে, আমার এ কবিতাটি পড়ে আপনার এ চমৎকার ভাবনাগুলো এত সুন্দর করে এখানে রেখে যাবার জন্য। শেষের দিকে হলেও, আপনার এ মন্তব্যটি একটি উজ্জ্বল মন্তব্য হিসেবে এখানে চিরদিন শোভা পাবে, পথিক ও পাঠকেরা গতায়ু হবার পরেও।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "মুভি ডাউনলোড এবং একজন বাংলাদেশীর গল্প" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.