নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সাগরের বেলাভূমি হবার চেয়ে বড় আর কোন
আত্ম নিয়োজনের কথা হদয় ভাবতে পারে না।
কেবলমাত্র একটি বাঁকের অবস্থিতি ধারণ করে
দিন দিনান্তে অগণিত (ঊর্মির) পুনরাবৃত্তি গণা!
মূলঃ Robert Frost
অনুবাদঃ খায়রুল আহসান
কবি পরিচিতিঃ আমেরিকার “পল্লীকবি” Robert Lee Frost (২৬ মার্চ ১৮৭৪—২৯ জানুয়ারী ১৯৬৩) তাঁর জীবদ্দশায় চার চারবার কবিতায় পুলিৎজার পুরস্কার অর্জন করেছিলেন। কবিতায় পল্লী জীবনের বাস্তবানুগ চিত্রায়ন এবং আমেরিকান কথ্যভাষার প্রচলনের জন্য তার সুখ্যাতি ছিল। তিনি একজন স্বনামধন্য এবং জনপ্রিয় কবি ছিলেন, যাকে আজও অহরহ উদ্ধৃত করা হয়ে থাকে।
ইংরেজ বংশোদ্ভূত তার সাংবাদিক পিতা উইলিয়াম প্রেসকট ফ্রস্ট এবং স্কটিশ বংশোদ্ভূত মাতা ইসাবেলা মুডি এর ঘরে ক্যালিফর্নিয়ার স্যান ফ্রান্সিস্কো শহরে ১৮৭৪ সালে তার জন্ম হয়। তার প্রপিতামহ নিকোলাস ফ্রস্ট ১৬৩৪ খৃষ্টাব্দে ইংল্যান্ড থেকে সাগর পাড়ি দিয়ে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে বসতি গড়েছিলেন। শহর এলাকায় প্রতিপালিত হলেও এবং তার শিক্ষাজীবন শহরে কাটলেও পরবর্তীকালে তিনি পল্লী জীবনের সাথে সম্পৃক্ত হন। তার পিতামহ তার জীবিকার্জনের জন্য একটি খামার কিনে রেখেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি শিক্ষাজীবন পরিত্যাগ করে খামার জীবনে আত্মনিয়োগ করেন। কিন্তু নয় বৎসর ধরে তিনি খামারের কাজ দেখাশুনা করেও কোন উল্লেখযোগ্য সমৃদ্ধি অর্জন করতে পারেন নি। ফলে খামারি কাজ ছেড়ে তিনি নিউ হ্যাম্পশায়ারে স্কুল শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ১৯১২ সালে তিনি তার স্ত্রী এলিনর মিরিয়াম হোয়াইটকে নিয়ে বৃটেনের গ্লাসগো শহরে পাড়ি জমান। সেখানে তখনকার তিনজন বিখ্যাত কবির সাথে তার সখ্য গড়ে ওঠেঃ Edward Thomas, T.E. Hulme, এবং Ezra Pound। শেষোক্ত কবি তার কবিতা সামগ্রীর উপর কিছু ইতিবাচক রিভিউ লিখার পর তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তার জীবনের উল্লেখযোগ্য কিছু রচনা তিনি ইংল্যান্ডে থাকা অবস্থাতেই সম্পন্ন করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার এক বছর পর ১৯১৫ সালে তিনি পুনরায় আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে ফিরে আসেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১৯৬৫ সালের alumni directory অনুযায়ী তিনি সেখানকার একজন অনারারী গ্রাজুয়েট ছিলেন। ২০ জানুয়ারী ১৯৬১ তারিখে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি’র অভিষেক অনুষ্ঠানে ৮৬ বছর বয়সে তিনি তার একটি স্বরচিত কবিতা পাঠ করেছিলেন। তার দুই বছর পর ১৯৬৩ সালে জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন; তিনিও প্রস্ট্রেট সার্জারী সংক্রান্ত জটিলতায় একই সালে মারা যান। তার এপিটাফে লেখা আছেঃ "I had a lover's quarrel with the world." এ লাইনটি তার "The Lesson for Today" কবিতা থেকে উদ্ধৃত।
মাত্র চার লাইনের কবিতা এবং চার লাইনের অনুবাদের তুলনায় কবি পরিচিতিটা অনেক দীর্ঘ হয়ে গেল। তবে যেটুকু লিখেছি, পাঠকেরা কবি সম্বন্ধে সেটুকু জেনে আনন্দিত বোধ করবেন বলে আশা রাখি।
(তথ্যসূত্রঃ ইংরেজী কবিতার ওয়েবসাইট "পোয়েম হান্টার" এ দেয়া তার জীবনী থেকে। বাংলায় সারাংশ অনুবাদ আমি করেছি।)
মূল কবিতাটি নিম্নে প্রদত্ত হলোঃ
Devotion
The heart can think of no devotion
Greater than being shore to ocean -
Holding the curve of one position,
Counting an endless repetition
ঢাকা
১১ ফেব্রুয়ারী ২০১৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যে এত সুন্দর প্রশংসা পেয়ে অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!!
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট কবিতা ; অথচ পাওয়ারফুল । আপনি অনুবাদ করেছেন অত্যন্ত সুন্দর বা চমৎকার।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২
খায়রুল আহসান বলেছেন: অনুবাদের প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম। প্রথম প্লাসটির জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা-----
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
সুদীপ কুমার বলেছেন: অনেক কিছু জানলাম।ভালো লাগলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্ট "একদিন নির্জনে" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে সেটা দেখে নেবেন।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
কানিজ ফাতেমা বলেছেন: অল্প কথার গভীরতায় মুগ্ধ । এ ধরনের অনুবাদ আরো পেলে ভালো লাগবে ।
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
খায়রুল আহসান বলেছেন: এ ধরনের অনুবাদ আরো পেলে ভালো লাগবে - আচ্ছা, চেষ্টা করবো।
বইমেলায় আপনার বই কেমন চলছে? মেলায় কি সশরীরে উপস্থিত থাকেন? আমি মাত্র একদিনই গিয়েছিলাম, ২/৩ ঘন্টার জন্য।
ভাল থাকুন, শুভকামনা---
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
করুণাধারা বলেছেন: ইংরেজি কবিতা পড়ার তেমন সুযোগ হয় না, পড়ার ইচ্ছা হয় যদিও। এমন চার লাইনের ইংরেজি কবিতা এই প্রথম পড়লাম; পড়ে ভালো লাগলো। রবার্ট ফ্রস্টের কবিতা পড়েছি কিন্তু তার সম্পর্কে এমন বিশদভাবে জানতাম না। ইংরেজি থেকে বাংলায় আপনার অনুবাদ করা কবিতা পড়ার লাভ হচ্ছে এটাই, কবিতা পড়ার সাথে সাথে কবি সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে। আমার মনে আছে, আমরা যখন স্কুল কলেজে ইংরেজি সাহিত্য পড়তাম, তখনো কবি সম্পর্কে এভাবে কিছু তথ্য দেয়া থাকতো। আজকাল পাঠ্যবইতে সেভাবে ইংরেজি কবিতা থাকে না বলে এখন শিক্ষার্থীরা ইংরেজি কবি ও কবিতা সম্পর্কে তেমন কিছু জানতেই পারে না।
বেশ কঠিন একটি কবিতা; অনুবাদ প্রাঞ্জল হয়েছে। আশা করি আগামী দিনেও আপনি এভাবে ইংরেজি কবিতার সাথে আমাদের পরিচয় করাতে থাকবেন!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: রবার্ট ফ্রস্টের কবিতা Stopping By Woods On A Snowy Evening সেই স্কুল জীবনে প্রথম পড়েছিলাম। প্রথম পড়াতেই খুব ভাল লেগেছিল, বিশেষ করে কবিতার শেষ স্তবকটা-
"The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"।
এই চারটে লাইন আমার মনে দাগ কেটেছিল এবং আমি প্রায়ই সুযোগ পেলেই এগুলো কোট করতাম। আরেকটু বড় হয়ে তার "The Road Not Taken" কবিতাটি পড়ি এবং কবিতার ফিলোসফি এবং imagery দেখে ভীষণভাবে মুগ্ধ হই। আর কবির জীবনী পড়েও মুগ্ধ হই। এই কবি তার জীবনে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য ৩১ বার মনোনীত হয়েছিলেন; এমনটা বোধ হয় আর কোন কবি-সাহিত্যিকের জীবনে ঘটে নাই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। বলাবাহুল্য, অনুবাদের প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার অনুবাদ, তার সাথে উপরি পাওয়া রবার্ট ফ্রস্ট এর সংক্ষিপ্ত জীবনী। +++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার মন্তব্য এবং প্লাস পেয়ে সত্যিই অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা জানবেন অনেক, অনেক।
৮| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৪
তারেক সিফাত বলেছেন: আপনার অনুবাদটা ভালো লেগেছে।
"The Road Not Taken" আমার বেশ প্রিয় কবিতা।
'Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
..............................................................
...............................................................
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.'
৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৭
খায়রুল আহসান বলেছেন: আপনার পছন্দের তালিকায় ভ্রমণ কাহিনী প্রথম বলে জানি। তার পরেও, আমার প্রায় দু'মাসের একটি পুরনো অনুবাদকর্মে (ইংরেজী কবিতার) এসে আপনার প্রেরণাদায়ক মন্তব্যটি এবং একটি প্লাস + রেখে গেলেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এই পোস্টটার ঠিক পরের পোস্টেই "The Road Not Taken" কবিতাটিরও একটি অনুবাদ প্রকাশ করেছিলাম। আশাকরি, সময় পেলে সেটাও একবার পড়ে দেখবেন।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট "মালয়েশিয়া থেকে ঘুরে এসে - (পর্ব ১)- কোন এক কসমোপলিটন দেশে" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে দেখে নেবেন।
৯| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪২
তারেক সিফাত বলেছেন: জি, ভ্রমণ কাহিনী তালিকায় প্রথমে থাকে। প্রায় ২ মাস পর সামু ব্লগে আসলাম। এখানে অনেক লেখক আছেন যাদের লিখা ভালো লাগে। পুরনো লিখা পড়তে তাঁদের ব্লগ বাড়িতে যাচ্ছি।
ভ্রমণ কাহিনীর পাশাপাশি কবিতা পড়ি। আপনার একটি বই এবারের বইমেলায় এসেছে; আশা করছি বইটি দ্রুত সংগ্রহ করে ফেলবো।
৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
এবারের বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হয়েছিল; একটা বাংলা কবিতার বই, "বহতা নদীর মত সতত বহমান", অপরটা ইংরেজী কবিতার বই "ওয়ান্ডারিং থটস"। বইমেলা শেষে অবিক্রীত বইগুলো সব আমি নিয়ে এসেছি। আপনার ঠিকানা জানালে আমি কুরিয়ারে করে পাঠিয়ে দিতে পারি, অথবা আপনি ঢাকায় থাকলে হোম ডেলিভারীও দিতে পারি। আমার ই মেইল ঠিকানাঃ [email protected]
বইদুটো সম্পর্কে জানতে পারবেন এখানেঃ পাঠ প্রতিক্রিয়াঃ কবি খায়রুল আহসান এর Wandering Thoughts
পাঠ প্রতিক্রিয়া-০২: "বহতা নদীর মতো সতত বহমান"
১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: আপনার দ্বিতীয় পোস্ট "মালয়েশিয়া থেকে ঘুরে এসে - (পর্ব ২)- কেএল সিটি গ্যালারি আর রাতের পেট্রোনাস টুইন টাওয়ার দেখে এসে" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে দেখে নেবেন।
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯
উম্মে সায়মা বলেছেন: আপনার অনুবাদের পাশাপাশি কবির জীবনি এবং মূল কবিতা দেয়াটা পোস্টকে পূর্ণতা দেয়। রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবিদের মধ্যে একজন। তার 'দ্যা রোড নট টেকেন' কবিতাটি আমার অন্যতম প্রিয় কবিতা।
আপনার চার লাইনের ছোট্ট অনুবাদ ভালো লেগেছে খায়রুল আহসান ভাই। ভালো থাকবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: তার 'দ্যা রোড নট টেকেন' কবিতাটি আমার অন্যতম প্রিয় কবিতা - প্রিয় হবারই কথা, কারণ The Road Not Taken রবার্ট ফ্রস্টের সর্বাধিক পঠিত কবিতগুলোর মধ্যে অন্যতম। এই কবিতাটির পরেই সেই কবিতাটিও আমি অনুবাদ করেছি, পড়ে দেখতে পারেন।
আপনার অনুবাদের পাশাপাশি কবির জীবনি এবং মূল কবিতা দেয়াটা পোস্টকে পূর্ণতা দেয় - আমি যখনই কোন বিদেশী কবিতা অনুবাদ করি, তখন সাথে মূল কবিতাটাও দিয়ে রাখি, যেন বিদগ্ধ পাঠকেরা মিলিয়ে দেখতে পারেন এবং কোন ভুল ভ্রান্তি থাকলে তা উল্লেখ করে আমাকে সংশোধন করে দিতে পারেন। আর মূল কবি সম্পর্কেও কিছুটা জানতে চেষ্টা করি। যতটুকুই জানতে পারি, তা পাঠকদের জ্ঞাতার্থে উল্লেখ করি যেন পাঠকেরা ইচ্ছে করলে সেটুকু জেনে আরো কিছু জানার জন্য উদ্যোগী হতে পারেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
তারেক ফাহিম বলেছেন: চার লাইনের কবিতা,
অনুবাদ ভালো হয়েছে।
কবিতার চেয়ে কবির পরিচিতিটা দীর্ঘ, এটাই এ পোষ্টের স্বার্থকতা