|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রিয় নি---,
কেমন আছো?
জানি তুমি আছো, ভালই আছো, অন্তরেই আছো। 
তবু মাঝে মাঝে পরখ করে দেখতে ইচ্ছে হয়। 
চোখে দেখার উপায় তো নেই, শুধু---
পঞ্চেন্দ্রিয়ের পঞ্চমটি দিয়ে অনুভব করতে পারি। 
যখন তুমি আলতো করে আমার হাত ছুঁয়ে যাও,    
পরখ করতে পারি শুধু তখনই, অনুভবে।  
অথবা পিন পতন নিস্তব্ধতায়, 
শীতল আড়ষ্টতায়, কিংবা আতঙ্কে, আশংকায়, 
তোমার অনুচ্চারিত উপস্থিতি টের পাওয়া যায়। 
 
প্রিয় নি---, 
তোমার এ অন্তঃস্থ উপস্থিতি আমায় আশ্বস্ত করে,   
নিরন্তর তুমি আছো, থাকবে- 
এই বিশ্বাসে আমি ঘুমিয়ে পড়ি।
তারপরেও জানি,
একদিন তুমি চলে যাবে এক অদৃশ্যের ইশারায়।  
আমায় ছেড়ে চলে যাবে চিরতরে,  
আমি চাইবো তোমায় আঁকড়ে ধরে থাকতে,
সর্বস্ব শক্তি দিয়ে তোমায় আটকে রাখতে। 
কিন্তু জানি, সে যুদ্ধে আমায় 
মেনে নিতে হবে নির্বাক, নীরব আত্ম-পরাজয়। 
       
 প্রিয় নি---,
তুমি চলে যাবার পর, আমি হয়ে যাবো নিথর,   
পরিচয়হীন, স্তব্ধ হয়ে যাবে আমার এ কন্ঠস্বর।  
ঘোর নিদ্রা সেদিন থেকে নিয়ে নেবে আমায়
তার চির অধিকারে- রাখবে অনন্তকাল ধরে।   
তারপর—
যেদিন আমার ঘুম ভাঙবে, জানিনা-    
সেদিন তোমাকেই আবার ফিরে পাব কিনা।  
সে জীবনে চাওয়া পাওয়া বলে কিছু থাকবে না।  
তবুও সেদিন আমি খুঁজে বেড়াবো তোমাকেই,
যে ছিল ‘আমার ভেতরে বাহিরে, অন্তরে অন্তরে’।     
ঢাকা 
০৯ সেপ্টেম্বর ২০১৯
 ২২ টি
    	২২ টি    	 +১১/-০
    	+১১/-০  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৮
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে, এক কথায় অভিভূত!
২|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৬
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৬
শায়মা বলেছেন: অনেক সুন্দর ভাইয়া!
  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:০০
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। বলুন তো দেখি, এই 'নি---' টা কে?
৩|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৮
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: 
যেদিন আমার ঘুম ভাঙবে, জানিনা-
সেদিন তোমাকেই আবার ফিরে পাব কিনা। 
সে জীবনে চাওয়া-পাওয়া বলে কিছু থাকবে না।
তবুও সেদিন আমি খুঁজে বেড়াবো তোমাকেই,
যে ছিল 'আমার ভেতরও বাহিরে, অন্তরে অন্তরে'। 
এমন নি-কে ভিতরে ধারণ করে অন্বেষণ নিরন্তর চলতে থাকুক....
++কাব্যে ভালোলাগা রেখে গেলাম। 
শুভেচ্ছা নিয়েন স্যার।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:০২
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: যতদিন তার যাওয়া আসা আছে এবং থাকবে, ততদিন পর্যন্তই এই 'নিরন্তর অন্বেষণ' চলতে পারে, চলতে থাকবে বলে আশা করি। 
মন্তব্য, কবিতায় 'ভাল লাগা' আর শুভেচ্ছা... সবকিছুর জন্যই অশেষ ধন্যবাদ।
৪|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৪:৪৪
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৪:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে শ্রদ্ধেয় কবি।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:০০
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:০০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, জুনায়েদ বি রাহমান। কথায় এবং প্লাসে ভাল লাগার কথাটুকু জানিয়ে যাওয়াতে অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা--- 
৫|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:০৪
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:০৪
সোহানী বলেছেন: একদিকে কঠিন ভালোবাসা অন্যদিকে কঠিন ডিপেন্ডেন্ট এর দ্বিমুখী লড়াই...।   কবিতায় ভালোলাগা! 
হাঁ, এই নি..... হলো নি:শ্বাস। কি ঠিক বলেছি????
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৮
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: হাঁ, এই নি..... হলো নি:শ্বাস। কি ঠিক বলেছি???? - অবশ্যই, একদম ঠিক বলেছেন!   একেবারে দশে দশ!
 একেবারে দশে দশ! 
৬|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৪১
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,
দুই নম্বর কমেন্টে শায়মা আপুর প্রতিমন্তব্য আপনি জানতে চেয়েছেন নি-টা কে? চমৎকার কোশ্চেনটা দেখে একটু অনধিকারচর্চা করছি।
"আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে চলে।"অনেকদিন আগের শোনা, প্রানপ্রিয় পুত্র রথীন্দ্রনাথের মৃত্যুর পর কবিগুরু এই গানটি রচনা করেছিলেন। আপনার কবিতায় এই 'নি'-টি  আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হলো 'নিরাকার ঈশ্বর'কে উদ্দিষ্ট করেছেন।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৪৩
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: 'নি'-টা কে? 
এ সম্বন্ধে এর ঠিক আগের মন্তব্যে ব্লগার সোহানী সঠিক উত্তর দিয়েছেন- এটা "নিঃশ্বাস"!   
শব্দটা 'নিঃশ্বাস', যা রূহ এর প্রতীক হিসেবে প্রতিনিয়ত আমাদের শ্বাসতন্ত্রে চুপিচুপি যাওয়া আশা করে, কিন্তু আমরা তা টের পাই না। যেদিন টের পাই, সেদিন কষ্ট সহ্য করতে হয়। নিঃশ্বাসের কষ্ট বড় কষ্ট। 
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
৭|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৫৯
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয়জন। চিরন্তন সত্য আমাদেরকে মেনে নিতেই হবে। এটাই চরম সত্য।
  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:১৩
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:১৩
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
৮|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:০৯
১০ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: সোহানী আমাদেরকে বাঁচাল , আমার মাথায় কিছুই আসছিল না । প্রিয় ব্লগার ভাল থাকুন সব সময় এবং আমাদের জন্য নতুন নতুন পোষ্ট দিবেন যা আমাদেরকে সব সময় অনুপ্রানিত করে । ভাল থাকুন সারাক্ষন সারাবেলা ।  
  ১১ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:১৯
১১ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: আপনি মাঝে মাঝেই এসে আমার লেখাগুলো পড়ে যান, সুন্দর মন্তব্য করে যান- এতে আমি উৎসাহিত বোধ করি। 
অনেক, অনেক ধন্যবাদ আপনার এ মন্তব্যের জন্য।
৯|  ১১ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:১২
১১ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
  ১১ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১২
১১ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১২
খায়রুল আহসান বলেছেন: অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা ...
১০|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:০২
১২ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:০২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
রূপক। 
আমি ভেবে নিয়েছিলুম "আত্মা" কে রুপক অর্থে তুলে ধরেছেন । কারন " ঘুমের পরে যেদিন আবার ঘুম ভাঙবে..." কথাটি শুনলে মরার পরে আবার জীবন ফিরে পাবার কথাই মনে আসে অর্থাৎ পুনরুত্থানকেই মনে করায় । তারপরেই লেখা - " সেদিন তোমাকেই আবার ফিরে পাবো কিনা..." ।  আসলে যে আত্মাকে ফেলে এসেছি পুনরুত্থান হলে সেই আত্মাকেই আবার  ফিরে পাবো কিনা এমন প্রশ্ন আসতেই পারে। 
কিন্তু "নি..." টাকে মেলাতে পারছিলুম না এর সাথে। এবারে পরিষ্কার হলো। 
অন্তরের ভেতরে চিরজাগ্রত এক প্রশ্ন নিয়ে ভালো কবিতা হয়েছে।
  ১২ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৮
১২ ই সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: আমি ভেবে নিয়েছিলুম "আত্মা" কে রুপক অর্থে তুলে ধরেছেন - আপনার ভাবনাটি ঠিকই আছে। মূল ভাবনাটি সেরকমই ছিল। "নিঃশ্বাস" কে দেহাভ্যন্তরে আত্মার উপস্থিতির প্রতীক হিসেবে ভেবেছি। 
কবিতাটি নিয়ে মৌলিক ভাবনার জন্য অনেক ধন্যবাদ।
১১|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ২:৩৩
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ২:৩৩
জাহিদ অনিক বলেছেন: হাঁ, এই নি..... হলো নি:শ্বাস। কি ঠিক বলেছি????  [৫ নাম্বার মন্তব্য]
গ্রেট সোহানী আপু। ইউ গট ইট--- 
কবিতার শেষ লাইনে এসে আমি বুঝতে পেরেছি 'নি'কে।
কবিতায় ভালোলাগা জানবেন প্রিয় কবি।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫৫
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: সোহানীই সর্বপ্রথমে 'বুলস আই' এ হিট করতে পেরেছেন। এজন্য অবশ্যই তিনি অভিনন্দন প্রাপ্য। 
কবিতার শেষ লাইনে এসে আমি বুঝতে পেরেছি 'নি'কে - এই বুঝতে পারার জন্য আপনাকেও অভিনন্দন! 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা----
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩৫
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক সুন্দর। এক কথায় চমৎকার।
ধন্যবাদ