নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অনুকবিতাঃ সময়

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

শূন্যের মাঝে অনন্ত ঘূর্ণন,
উড়ন্ত পথের তীব্র আকর্ষণ,
বিকর্ষণের পর দ্রুত অবরোহণ,
এরপর বিলুপ্ত, সময়-ক্ষণ!

ঢাকা
২৬ নভেম্বর ২০১৯

মন্তব্য ৫০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: অসাধারণ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্লাসে প্রীত ও প্রাণিত হলাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন রুবাই :)

শুন্যতার অনুধাবনেই বস্থুময়তা!
তবু বুজছি কই?
বস্তু মোহে বুদ
অসীম শুন্যানুভ- শুন্যই বহতা।।

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: বস্তু মোহে বুদ - এই আকর্ষণ মানুষকে আর অন্য কিছু নিয়ে ভাবার সময় দেয় না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!!

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

হাবিব বলেছেন: অনুতেই মুগ্ধ করলেন খায়রুল ভাই..........

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মুগ্ধতা এবং প্লাসটা আমাকে অনেক অনুপ্রাণিত করে গেল, হাবিব স্যার!
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

সাইন বোর্ড বলেছেন: অফুরন্ত ভাল লাগা...

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা...

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা অনু কিন্তু ব্যাপ্তিতে সুদূর প্রসারী। অনুভবে মুগ্ধতা।
শুভেচ্ছা স্যার আপনাকে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: "উদ্ভব, গতি, অতঃপর সমাপ্তি ..." - এটাই সংক্ষিপ্ত জাগতিক নীতি!!! :)
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: এক টুকরো আবেগ!

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: এক টুকরো আবেগ এর সাথে এক টুকরো দর্শনও মিশ্রিত আছে। :)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
ভালো লাগলো শ্রদ্ধেয়

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটি কবিতা, চার লাইনের মাত্র- তাতেও আপনার ভাল লাগার কথা এবং একটি প্লাস রেখে গেলেন, এজন্য অনেক, অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা---

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন- আমার ব্লগে আপনাকে সুস্বাগতম!
ছোট্ট মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

আপনার প্রথম পোস্ট - "শিরোনাম নেই" পড়ে একটা মন্তব্য রেখে এলাম।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবই শেষ হবে একদিন
সময়, শূণ্যতা, লেনদেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কথা বলেছেন। সবই সত্য কথা।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


মহাবিশ্বে সব বস্তু, সব জীবের জন্য একই নিয়ম: শুরু, আহোরণ, অবতরণ

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ ভাবনাটা সঠিকঃ "মহাবিশ্বে সব বস্তু, সব জীবের জন্য একই নিয়ম: শুরু, আরোহণ, অবতরণ"।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩১

সোহানী বলেছেন: এটা বুঝতে আমাকে বেশ কয়েকবার পড়তে হয়েছে। এতো দাতঁভাঙ্গা বাংলা আমার জন্য সত্যিই কঠিন B:-)

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: এটা আসলে তেমন কঠিন কিছু নয়। চারটেই তো মাত্র লাইন!
যাক তবুও যে বুঝার চেষ্টায় এ লাইন ক'টি বেশ কয়েকবার পড়েছেন, এজন্য অনেক ধন্যবাদ।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪০

সূচরিতা সেন বলেছেন: অনেক ভালো লাগলো শ্রদ্ধেয় স্যার।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: ভালো লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য আপনাকেও ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আরেকবার পাঠ করলাম।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

খায়রুল আহসান বলেছেন: লেখাটি আরেকবার পাঠ করে যাবার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা---

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব অণুকবিতা।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

খায়রুল আহসান বলেছেন: আসলেই তাই। তার পরেও এ অনুকবিতাটি পড়ে প্লাস দিয়ে গেছেন, এজন্য অনেক ধন্যবাদ।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

সাইফ নাদির বলেছেন: অসাধারণ

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

জাহিদ হাসান বলেছেন: কি যে বুঝলাম না, সেটাও বুঝলাম না :|

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: অসুবিধে নেই। চেষ্টা চালিয়ে যান, একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন। আর তা ছাড়া, কবিতা বোঝাটা ততটা জরুরীও নয়।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

ডঃ এম এ আলী বলেছেন:
ইদানিং অনুকবিতা পাঠ আমার কাছে ভাল লাগে, ভাবার্থ বুঝতেএকটু সময় লাগলেও পাঠে সময় কম লাগে, এটাও অনেক বড় প্রাপ্তি ঠেকে। অবরোহনের পর বিলুপ্ত সময়-ক্ষন নিয়ে দারুন ভাবালুতাপুর্ণ কবিতা।

কবিতাটি পাঠে উপলব্দি আসে সময়ের আবর্তে সত্যের মানদন্ড কেবলই ঐন্দ্রিক নয়, বরং বৌদ্ধিক এবং অবরোহী । সময়ের নিরিখে অবরোহন পদ্ধতি দ্বারা সব প্রকার সম্ভাব্য জ্ঞান অর্জন করা সম্ভব ।যদিও স্বপ্নগুলোকে বাস্তব মনে হয়, তবু স্বপ্ন কখনও মানুষকে জ্ঞান দিতে পারে না। তাছাড়া ইন্দ্রিয় যেহেতু প্রপঞ্চের দ্বারা বিভ্রান্ত হতে পারে, তাই মানুষের ইন্দ্রিয়ও সন্দেহের ঊর্ধ্বে নয়। যুক্তি দিয়ে সত্যান্বেষণ করতে চাইলে বাস্তবতা সম্পর্কে যে কোন বিশ্বাসই সন্দেহাতীত হতে পারেনা। যুক্তিবহির্ভুত কোন ধারণাকেই জ্ঞান হিসেবে স্বীকৃতিও দেয়া যায় না। সত্য অনেকসময় "ইন্দ্রিগত অভিজ্ঞতা ছাড়াই” প্রাপ্ত হয়। যুক্তির মাধ্যমে প্রাপ্ত সত্যগুলোকে এমন সব উপাদানে বিভক্ত করা যায় যা অন্তঃর্জ্ঞান দ্বারা বোধগম্য হয়, এবং এই উপাদানগুলোকে অবরোহন পদ্ধতির ভেতর দিয়ে সময়ের আবর্তে পরিচালিত করে অবশেষে বাস্তবতা সম্পর্কে পরিষ্কার সত্যতে রুপান্তরিত হয়। তাই সময়ের আবর্তে আবরোহন পদ্ধতিতে যুক্তি একাই ইন্দ্রিয়ের কোন প্রকার সাহায্য ছাড়াই, সত্যকে জানতে পারে।

মুল্যবান ভাবসমৃদ্ধ একটি অনুকবিতা আমাদের সন্মুখে উপস্থাপনের জন্যধন্যবাদ ।

নিরন্তর শুভেচ্ছা রইল

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে আপনি ভেবেছেন, এ আমার কবিতাটি লেখার এক বড় সার্থকতা। আর কবিতাটি নিয়ে ভেবে আপনি যে বক্তব্য রেখে গেলেন, সেটা এ কবিতার অলঙ্কার। অনেক ধন্যবাদ, আপনার এ সুচিন্তিত ভাবনাগুলো এখানে রেখে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো---

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৪

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় স্যার ,
জীবনের চক্রাকার ধারায় আলো আঁধারের পথ অতিক্রম করার ফলাফল সময় আমাদের নির্ধারণ করে দেয় এবং সময়েই সবকিছুর সমাধানের পথ দেখায়।

অনুকবিতার পর্যবেক্ষণ খুবই ভালো লেগেছে।
পোস্টে লাইক।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: "জীবনের চক্রাকার ধারায় আলো আঁধারের পথ অতিক্রম করার ফলাফল সময় আমাদের নির্ধারণ করে দেয় এবং সময়েই সবকিছুর সমাধানের পথ দেখায়" - চমৎকার অনুধাবন করেছেন। ভাবনাটুকু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
অন্তহীন শুভকামনা....

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব অণুকবিতা।
২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০ ০

লেখক বলেছেন: আসলেই তাই। তার পরেও এ অনুকবিতাটি পড়ে প্লাস দিয়ে গেছেন, এজন্য অনেক ধন্যবাদ।

দুঃখিত, বাক্যটা হবে: খুব সুন্দর অণুকবিতা।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: দুঃখিত, বাক্যটা হবে: খুব সুন্দর অণুকবিতা - বাহ, এটা তো দারুণ প্রেরণাদায়ক প্রশংসা।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা....

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার এই অনুকবিতা বিস্নতা হয়ে আমাদেরকেও নক করছে , আপনার ভ্রমণ কাহিনী , গল্প , কবিতা সবই অনেক উচ্চ মানের । সব লেখাগুলই অনেক
অনেক উচ্চমানের তাই আপনার ব্লগের মন্তব্য অনেক হয় যা-আমাদেরকে অনুপ্রানিত করে যদিও আমি ভাল লিখেতে পারিনা তবুও ব্লগে থাকি সময়টা ভাল কাটে । আমার সাথী সব সিরিয়াল গুল দেখে , নামাজ পড়ে আমাদের ছাদে নামাজের ব্যাবস্থা আছে সেখানে গিয়ে
পাঁচওয়াক্ত নামাজ পড়ে অধিকাংশ সময়। আমারদের এই জীবনের গল্প ষড়ঋতুর মত । ভাল থাকুন সারাক্ষন সারাবেলা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা, আপনার এ প্রেরণাদায়ক মন্তব্যটির জন্য। লেখার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
আপনি এ ব্লগে অনেক সুস্বাদু খাদ্যের প্রস্তুত প্রণালী বর্ণনা করে অনেকের উপকার করেছেন বলে আমি মনে করি। বিশেষ করে প্রবাসী ব্লগারগণ, যারা পরিবার পরিজন দেশে রেখে বিদেশে একা থাকেন, তাদের কখনো এসব মুখরোচক খাবার খেতে ইচ্ছে করলে আপনার ব্লগে ঢুকে খুব সহজেই সেসবের রন্ধণ প্রণালী জেনে নিতে পারেন। এটা আমি মনে করি মানুষের জন্য, বিশেষ করে যেসব পুরুষ মানুষ রন্ধনে আগ্রহী, তাদের জন্য একটা বিরাট উপকার।
আমাদের এই জীবনের গল্প ষড়ঋতুর মত - কথাটা কি আরেকটু ব্যাখ্যা করতে পারেন?

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

জুন বলেছেন: প্রিয় ব্লগার খায়রুল আহসান আপনার অনু কবিতায় বিশাল মুগ্ধতা রইলো।
এমন করে আরো লিখবেন আশাকরি।
ভালোলাগা রইলো।
+

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম, জুন। অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা---

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: শুধুমাত্র চারটি লাইনে সমগ্র সময়কে তুলে ধরেছেন। এরূপ প্রকাশ কবির মুন্সিয়ানাকেই নির্দেশ করে !


সুন্দর এই কবিতায় লেপের ওম জড়ানো ভালোলাগা......

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর এই কবিতায় লেপের ওম জড়ানো ভালোলাগা - আপনি কি প্রবাসী, নাকি বাংলাদেশেই থাকেন? কথাটা এজন্য জিজ্ঞেস করলাম কারণ আমি বাংলাদেশেই থাকি এবং মাত্র গতকালই অনুভব করলাম যে দেশে শীত এসে গেছে। এর আগের দিন পর্যন্ত রাতে ফ্যান ছেড়ে ঘুমোতে হয়েছে। যাহোক, ব্যতিক্রমী এ ভাল লাগা প্রকাশের জন্য ধন্যবাদ।
শুধুমাত্র চারটি লাইনে সমগ্র সময়কে তুলে ধরেছেন। এরূপ প্রকাশ কবির মুন্সিয়ানাকেই নির্দেশ করে! - এ উদার মন্তব্যটুকুর জন্যেও অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রবাসী। তবে দেশের মায়ার জালে আবদ্ধ এক মানুষ !

আমি দেশের সব খবরই রাখি। শীত থেকে শুরু করে সবকিছু। তাই লেপের কথা বললাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমি দেশের সব খবরই রাখি। শীত থেকে শুরু করে সবকিছু। তাই লেপের কথা বললাম - বুঝতে পারলাম। আবারো অনেক ধন্যবাদ।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




চার লাইনে বিপুল এক দর্শনকে বন্দী করে গেলেন।

মানুষের উর্দ্ধারোহণই কিন্তু তার পতন শুরুর সংকেত। পতনের পরে সময়-ক্ষন থেমে যায় যে যার মতো। থাকে শুধু শূন্যতা, সুবিপুল...................

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: পতনের পরে সময়-ক্ষন থেমে যায় যে যার মতো। থাকে শুধু শূন্যতা, সুবিপুল................... - চমৎকার বলেছেন। সময় ও শূন্যতার যেন একটি গোপন যোগসূত্র রয়েছে।

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
অনুকাব্যেইতো মহাকাব্যের বিশাল অনুভব ছড়িয়ে দিয়েছেন !
বিউটিফুল ! ভেরি বিউটিফুল ।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: অনুকাব্যেইতো মহাকাব্যের বিশাল অনুভব ছড়িয়ে দিয়েছেন - অনেক ধন্যবাদ, এতটা উদার প্রশংসার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.