নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মেলবোর্নের দিনলিপি-৭ঃ পথ চলার আনন্দ (ছবি ব্লগ)

০১ লা মে, ২০২০ রাত ১১:১৭

এর আগের পর্বটি পড়তে পারবেন এখানেঃ মেলবোর্নের দিনলিপি - ৬ঃ মাউন্ট ড্যান্ডিনং রেঞ্জে এক পড়ন্ত বিকেলে (রিপোস্ট)

আমি পথ চলতে ভালবাসি। সোজা পথ, বাঁকা পথ, উঁচু পথ, নীচু পথ, রেল, সড়ক কিংবা নৌ পথ- সব পথই আমাকে আকর্ষণ করে। গতি জীবনের নিত্য অনুষঙ্গ। গতিময় জীবনের পথ চলতে চলতে আমি পথ ও পথপার্শ্বের সৌন্দর্য খুঁজে বেড়াই। কবিগুরুর সেই বিখ্যাত গানের একটি শব্দ বদলে দিয়ে আমি বলতে চাই, আমার এ পথ চলাতেই আনন্দ!


(১) ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি....


(২) পথের আঁধার পথে রেখে,
এলেম ফিরে.......
(দৌড়ে পালিয়া যাওয়া একটা ক্যাঙ্গারুকে দেখা যাচ্ছে কি?)


(৩) ছায়া বিলায় পথের পাশের তরু ......


(৪) সুখের বেদনা, সোহাগ যাতনা, বুঝিতে পারি না ভাষা.....


(৫) বাতাস বহে সুমন্দ .....


(৬) আঁধার পথের পথযাত্রী


(৭) মর্মরিত তরুপল্লব, মায়াবী মেঘ আর জলের কম্পন মিলে কি এক অপূর্ব সম্মিলন!


(৮) "পথেই পাবে পথের দিশা পথেই যাবে কেটে অমানিশা"....


(৯) কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে


(১০) গ্রাম ছাড়া ঐ কালো পীচের পথ ....


(১১) খেলে যায় রৌদ্র ছায়া....


নিশ্চুপ নিরিবিলি ....নিঝুম সন্ধ্যার প্রাক্ক্বালে।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি শহরের বাহিরে গিয়ে হাঁটেন?

০১ লা মে, ২০২০ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো হাঁটা পথের নয়, চলন্ত গাড়ীতে বসে তোলা।
হাঁটার সময় সেখানে বাসার আশে পাশের পথ ধরে একেকদিন একেক পথে ২/৩ কিমি পর্যন্ত হাঁটতাম, যেন যাওয়া আসা মিলে অন্ততঃ ৫ কিমি হাঁটা হয়। এখন অবশ্য হাঁটাহাটি বাদ!
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০২ রা মে, ২০২০ রাত ১২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর সবগুলো ছবি।

০২ রা মে, ২০২০ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: ছবির প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা---।

৩| ০২ রা মে, ২০২০ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: একটা গান আছে না- আমার এই পথ চলাতেই আনন্দ!

০২ রা মে, ২০২০ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: আাছে, তবে গানটির কথাগুলো হচ্ছেঃ আমার এই পথ চাওয়াতেই আনন্দ!

৪| ০২ রা মে, ২০২০ রাত ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি । আপনার অস্ট্রেলিয়া সফরের।

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। জ্বী, ছবিগুলো আমার অস্ট্রেলিয়া সফরের অংশ। মেলবোর্ন শহর থেকে ১৫০-২০০ কিলোমিটারের মধ্যে এগুলো তোলা হয়েছে, শুধু একটি ছবি শহরের মধ্য থেকে তোলা।

৫| ০২ রা মে, ২০২০ রাত ৩:৪৯

সোহানী বলেছেন: আমার খুব ভালোলাগে পাহাড়ের বাকে গাড়ি চালাতে। এ কাজটা আমরা প্রায় করি সামারে। এখানে শহরের একটু বাইরে গেলেই গাছপালায় ঘেরা সবুজের মাঝে রাস্তা। সেখানে গান চালাতে চালাতে ড্রাইভ করার মজাই আলাদা।

আপনার পথের ছবিগুলো দেখে এখুনি ছুটে যেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু সম্ভব নয়। ছবিতে ভালোলাগা।

০২ রা মে, ২০২০ দুপুর ২:০০

খায়রুল আহসান বলেছেন: পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সাথে প্রকৃতির শ্যামলিমা আর নৈসর্গিক শোভা- এর মাঝ দিয়ে এ শোভা দেখতে দেখতে পথের উঁচুনীচু বাঁক পেরিয়ে সবাই মিলে কোথাও যাবার আনন্দটাই আলাদা। আর সাথে পছন্দসই গান থাকলে তো সোনায় সোহাগা!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ০২ রা মে, ২০২০ ভোর ৬:০৯

জাফরুল মবীন বলেছেন: আপনার ছবিগুলো দেখে এখনই লং ড্রাইভে চলে যেতে ইচ্ছে করছে (অবশ্য এ কাজটা আমি সুযোগ পেলেই করে থাকি)। লকডাউন ভাঙ্গার কারণ পুলিশ জানতে চাইলে বলব "খায়রুল ভাইয়ের ছবিতে ঠেলা দিয়েছে মোর হবিতে" =p~

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: লং ড্রাইভে চলে গেলে পুলিশ ধরার ভয় নেই, ভয় যত এই শহরাঞ্চলে! সুতরাং, বেড়িয়ে পড়ুন!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০২ রা মে, ২০২০ সকাল ১১:৫১

করুণাধারা বলেছেন: ঘরবন্দি জীবনে আপনার এই ছবিগুলো কিছুক্ষণের জন্য পথচলার আনন্দ এনে দিল!

রাস্তার ডানদিকে ক্যাঙারুটিকেও ভালোই দেখা যাচ্ছে। ছবি দেখতে দেখতে গানের কলির ক্যাপশন বাড়তি পাওয়া।

+++++

০২ রা মে, ২০২০ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: যাক, তাহলে আমার এই ছবিগুলো অন্ততঃ একজনকে হলেও কিছুক্ষণের জন্য পথচলার আনন্দ এনে দিল, এটা জেনে প্রীত হ'লাম। ভীত, পলায়নরত ক্যাঙারুটিকেও খুঁজে পেয়েছেন জেনে আনন্দিত হ'লাম।
গানের কলির ক্যাপশন বাড়তি পাওয়া - ধন্যবাদ। কয়েকটা সুন্দর ভিডিওও ছিল, কিন্তু যথেষ্ট কারিগরি জ্ঞান না থাকায় আপলোড করতে পারিনি।
মন্তব্যে এবং প্লাসে যথারীতি অনুপ্রাণিত। মাহে রমজানের শুভেচ্ছা---

৮| ০২ রা মে, ২০২০ বিকাল ৫:২৫

রানা আমান বলেছেন: সুন্দর সব ছবি ।

০২ রা মে, ২০২০ রাত ১০:০১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর সব ছবি - অনেক ধন্যবাদ, ছবির প্রশংসা এবং প্লাসের জন্য।
শুভকামনা....

৯| ০২ রা মে, ২০২০ রাত ৯:০২

মিরোরডডল বলেছেন: ছবিগুলো দেখে কি ভীষণ মিস করছি ! মোর দেন টু মান্থস । অপেক্ষায় আছি কবে সব স্বাভাবিক হবে আর কবে আবার ফ্রেন্ডস নিয়ে এরকম বের হয়ে যাবো । আমার সবচেয়ে ভালোলাগা হচ্ছে লং ড্রাইভ উইথ মিউজিক । বিশাল নীলাকাশ, সবুজ অরণ্য , পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা পথ ।

এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো......

০২ রা মে, ২০২০ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: অস্ট্রেলিয়ায় মনে হয় শীঘ্রই স্বাভাবিকতা ফিরে আসবে, কারণ সে দেশের সরকার মোটামুটি দক্ষ হাতেই পরিস্থিতি সামাল দিয়েছে (আনলাইক দাবানল)। তাই আপনার কাঙ্খিত "লং ড্রাইভ উইথ মিউজিক"ও হয়তো আর বেশী দূরে নয়, এটাই আশা করি।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা---

১০| ০২ রা মে, ২০২০ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: অসাধারণ !!!
প্রকৃতি সব সময় ই দু বাহু মেলে ডাকে; আবারিত তার দ্বার সবার জন্য।
অনেক অনেক সুন্দর।

০৩ রা মে, ২০২০ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: নানারকমের জাগতিক ব্যস্ততার কারণে আমরা প্রকৃতির এ আহবান শোনার সময় পাই না, পেলেও তা উপেক্ষা করে থাকি। এর মধ্যেও যদি সময় করে বের হওয়া যায়, দু'চোখ ভরে যায় প্রকৃতির অপার সৌন্দর্যে।
প্রশংসা এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা....

১১| ০২ রা মে, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আাছে, তবে গানটির কথাগুলো হচ্ছেঃ আমার এই পথ চাওয়াতেই আনন্দ!

দুঃখিত জনাব। আমি ভুল করেছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এই যে গানটা

০৩ রা মে, ২০২০ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: কোন ব্যাপার না। ভুল সবারই হয়, ম্যান ইজ মর্টাল!! :)

১২| ০২ রা মে, ২০২০ রাত ১১:৪২

আখেনাটেন বলেছেন: এমন ফাঁকা রাস্তায় গাড়ি চালানোতেও আরাম আছে। কিন্তু বাংলাদেশে তো... :(

ভালও লাগল ছবি ব্লগ।

০৩ রা মে, ২০২০ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশে এমন ফাঁকা রাস্তা পেতে হলে আপনাকে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে।
পোস্টে আসার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
মাহে রমজানের শুভেচ্ছা---

১৩| ০২ রা মে, ২০২০ রাত ১১:৪৪

কাছের-মানুষ বলেছেন: চমৎকার ছবি। আবার কবে স্বাভাবিক বাহিরে বের হতে পারব কবে জানিনা! আশা করি শ্রীঘরই সব ঠিক হয়ে যাবে।

ছবিতে আমার ভাল লাগা রইল।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৪৫

খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন, আমার ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি!
ছবির প্রশংসায় এবং মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা---।

১৪| ০৫ ই মে, ২০২০ সকাল ১১:৫৭

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
আপনার ফটো ব্লগ দেখেতো মানুষ 'শিকল পড়া ছল মোদের এ শিকল পড়া ছল' গেয়ে বলে লক ডাউন ভেঙে বেরিয়ে আসতে
চাইবে ! মেলবোর্নের আসে পাশেই নিশ্চই ফটোগুলো তোলা। মেলবোর্নের অল্প দিনের ভ্রমণ খুব মজার হয়েছে বলেই মনে হচ্ছে । ভালো আছেন আশাকরি।

০৫ ই মে, ২০২০ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ছবিগুলো আমার অস্ট্রেলিয়া সফরের অংশ। মেলবোর্ন শহর থেকে ১৫০-২০০ কিলোমিটারের মধ্যে এগুলো তোলা হয়েছে, শুধু একটি ছবি শহরের মধ্য থেকে তোলা।
মেলবোর্নের অল্প দিনের ভ্রমণ খুব মজার হয়েছে বলেই মনে হচ্ছে - জ্বী, খুবই মায়াময়, স্মৃতিময়, উপভোগ্য ছিল এ সফর। ছেলের বাসায় ছিলাম। ছেলে ও বৌমার তিন মাসব্যাপী আদর আপ্যায়নে অভিভূত ছিলাম। তবে করোনার কারণে শেষের তিনটি সপ্তাহ (মার্চ'২০ থেকে) মোটামুটি ঘরেই আবদ্ধ রেখেছিলাম নিজেদেরকে। আল্লাহ'র অশেষ রহমতে ভালভাবে দেশে ফিরে আসতে পেরেছি। বিদায়ের দিনটা খুব বেদনাবিধূর ছিল। সেই বেদনা নিয়ে শুরু করা যাত্রাটা আবার খুব বিচিত্রও ছিল। মোট ছয়টি পর্বে মেলবোর্নের দিনলিপিঃ ঘরে ফেরা, অনিশ্চিত পথে... শিরোনামে আমার মার্চ-এপ্রিল মাসের পোস্টগুলোতে সে কাহিনী লিখেছি। হাতে যদি কখনো অখন্ড অবসর আসে, দুই একটা পড়ে দেখতে পারেন।
আমি ভাল আছি। আশাকরি, আপনিও প্রবাসে যতটুকু ভাল থাকা যায়, ভালই আছেন নিজস্ব পরিমণ্ডলে।

১৫| ০৭ ই মে, ২০২০ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




সুন্দর ক্যাপশান গায়ে মেখে নিরব নিথর পথ।
এ যেন, পথ হারাবো বলেই এবার পথে নামা।

তবে সোজা পথের আকর্ষন ভালো কিন্তু "বাঁকা পথ" এর আকর্ষন ..... :( #:-S :|

০৭ ই মে, ২০২০ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: "বাঁকা পথ" এর আকর্ষণও কিন্তু কম নয়। বাঁকের ওপারে কী আছে, তা জানার কৌতুহল মানুষের চিরন্তন প্রবৃত্তি।
মন্তব্যের জন্য ধন্যবাদ, আহমেদ জী এস

১৬| ২৬ শে মে, ২০২০ দুপুর ১:৫৮

রাকু হাসান বলেছেন:

অস্ট্রেলিয়া যাবেন ক্যাঙ্গারো দেখবেন না ,এটা কি করে হয় ? গোধূলি লগ্নের ছবি ব্লগে স্বাগতম স্যার।আশা করছি আপনি ভালো আছেন।

২৬ শে মে, ২০২০ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: আমি আলহামদুলিল্লাহ, ভাল আছি। ধন্যবাদ।
দীর্ঘদিন পর বোধকরি আপনি ব্লগে এলেন। আশাকরি কুশলেই ছিলেন এতদিন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.