নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অণুকবিতাঃ অন্তর্দ্বন্দ্ব

২৭ শে জুলাই, ২০২০ সকাল ৯:১৮

দুর্বোধ্য হয়ো না কবি,
তোমার পাঠকের প্রয়োজন আছে।
সবকিছু খোলাসা করোনা কবি,
পাঠককেও কিছু ভেবে নিতে দাও!

ঢাকা
২৭ জুলাই ২০২০

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন টিপস কবি এবং কাব্যের

+++

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



যে কোকিল এখনো উড়তে শিখেনি, সে কি করে গাইবে বসন্তের গান; যে হংস মিথুন হিমালয়ের সুউচ্চ চুড়া অতিক্রম করে উড়ে আসেনি বসন্তের দেশে, সে কি করে অনুভব করবে উচ্চতার স্বাদ!

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: বাহ, খুব চমৎকার করে ভেবেছেন তো!
অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এ সুন্দর কথাগুলো এখানে শেয়ার করার জন্য। কথাগুলো সত্য, তাই এত সুন্দর!

৩| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩০

ফুয়াদের বাপ বলেছেন: ভালো বলেছেন...

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৪| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুবোর্ধ্যও পারি না আবার কিছু ভিতরেও রাখতে পারি না কাউকে বুঝানোর জন্য । কী মুশকিল। আমার জ্ঞান এতটুকুনই :)

সুন্দর হয়েছে কবি

২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: আমার জ্ঞান এতটুকুনই - এই এতটুকুন জ্ঞান নিয়েই তো অনেক ভাল ভাল কবিতা লিখে ফেলেছেন আপনি! :)
অনেক ধন্যবাদ আপনাকে, প্রথম প্লাসটি দিয়ে এই অণুকবিতাটিকে সম্মানিত করার জন্য।

৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: অল্প কথা। কিন্তু অনেক কিছু বলে দিলেন।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও অল্প কথায় অনেক উৎসাহ দিয়ে গেলেন।

৬| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: কবিতার গায়ে আজ জামা নাই।বস্রহীন কবিতা আজ অসহায়

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতায় কবির প্রতি দেয়া প্রথম উপদেশটি আপনার এ মন্তব্যের প্রতিও প্রযোজ্য বলে মনে হচ্ছে! :)

৭| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



ছোট্টর ভেতরে পাঠককেও অন্তর্দ্বন্দ্বে ফেলে দিলেন।

আপনার কবিতার গদ্যরূপ লিখলুম ----
বাক্য যখন কাব্য বলে গন্য হতে চাইবে , তখন তার মধ্যে নিতান্ত শব্দার্থের অতিরিক্ত কোনও অর্থের বা তাৎপর্যের আভাস থাকতে হবে যা পাঠককে ভাবাবে।
তাই কবিতায় দুর্বোধ্য কিম্বা সহজবোধ্য শব্দ ব্যবহার বড় কথা নয় , কবিতাকে অর্থবহ হয়ে মনকে ছুঁয়ে যেতে পারাটাই বড় । শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী ।


শুভেচ্ছান্তে।

২৮ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী - বড় চমৎকার কথা বলে গেলেন ভাই! এর পরে আর কিছু বলার নেই, সকল কবির জন্য অনুসরণীয় কথা! কোটেবল কোট!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।

৮| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:৪২

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
ছোট অনু কবিতা পড়ে কিছু বিশ্লেষণসহ লেখক ও পাঠকের মাঝে যে মিথস্ক্রিয়াগুলো ঘটে তা আমার বেশ কঠিন মনে হয় ।
আজকের ছোট অনুকবিতা বেশ কঠিন লাগছে কিন্তু সারমর্ম ভালো লেগেছে ।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১০

খায়রুল আহসান বলেছেন: আজকের ছোট অনুকবিতা বেশ কঠিন লাগছে কিন্তু সারমর্ম ভালো লেগেছে - যাক, সারমর্মটা ভাল লাগলেই হলো!
আজকাল অনেক দুর্বোধ্য কবিতা পড়ি, কিন্তু সেগুলো পড়ে কিছুই বুঝিনা। আবার অনেক পাঠক সেগুলোই পড়ে এতকিছু বুঝেন, এবং তারা সেগুলো পড়ে মন্তব্যের ঘরে এমন এমন বাঘা বাঘা সব কমেন্ট করেন, যেগুলো পড়ে আমি আরও কিছু বুঝি না! তবে সেসব কবিতা এ ব্লগে নয়, অন্যত্র পড়ি।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।

৯| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত এবং মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১০| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতাটা অনেকবার পড়ে প্রায় আমি মুখস্ত করে ফেললাম। হয়তো আমি যখন কবিতা লিখব তকঝন আমার জন্য সহজ হবে।

২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, চার লাইনের এ কবিতাটি মুখস্ত করতে আপনাকে বেশি বেগ পেতে হয়নি। আপনার কবিতা এমনিতেই ভাল হয়।

১১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৮

ঢুকিচেপা বলেছেন: চার লাইনে তো অনেক কিছু বুঝিয়ে দিলেন।

২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: চার লাইনে তো অনেক কিছু বুঝিয়ে দিলেন - অনেক ধন্যবাদ এ চারটে লাইন পড়ে যাবার জন্য, পড়ে মন্তব্য করে যাবার জন্য।

১২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৬

মা.হাসান বলেছেন: আপনার চার লাইনের চরম পত্র টি বেশি সুন্দর নাকি জনাব চাঁদগাজীর কবিতটি বেশি সুন্দর তা নিয়ে বিতর্ক চলতে পারে। দুটিকেই আমি ১০০/১০০ দেবো।

আজ থেকে একশত বছর আগে লেখক ছিলেন কম; কিন্তু পাঠকরা সংখ্যায় অনেক ছিলেন। এখন সকলেই লেখক। ভন্ড লেখকদের কারণে সত্যিকার লেখকরা কষ্টে আছেন। আহমেদ জী এস ভাইয়ের ভাষা ধার করে বলতে হয় এখন মুখোশ-মুখশ্রী কোনোটাই নেই, সব হলোম্যান এর মত শূন্য হয়ে আছে।

অনেক মুগ্ধতা।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী সাহেবের 'কবিতা'টি আসলেই খুব বেশি সুন্দর হয়েছে, ওনার সচরাচর করা মন্তব্যগুলোকে ধর্তব্যের মধ্যে নিলে।
তবে আপনাকে এখন নিয়মিতভাবে কবিতায় দেখা যাচ্ছে বলে ভাবছি, এটা কি করোনার কারণে, নাকি সত্য সত্যই 'চেঞ্জ অভ মাইন্ড'!
অনেক ধন্যবাদ আপনাকে, প্রথমতঃ 'অণু'টি পড়ার জন্য, এবং তার পরে সুন্দর একটি মন্তব্য এবং 'প্লাস' রেখে যাবার জন্য।

১৩| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

নক্ষত্র নীড় বলেছেন: 'অণু' নয়, আমি আরেকটু 'খর্ব' করব একে—'পরমাণু' !
বোমা ফাটিয়ে দিলেন ! একেবারে মহাবিস্ফোরণ ! কী চাঞ্চল্য !
তার তেজস্ক্রিয়তায় ভুগছি । হিরোশিমা নয়, নাগাসাকি নয়—আমি এখন এক সীমাহীনতায় !

২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: একটা 'অণু' লেখায় এতটা প্রশংসা পেয়ে অভিভূত হ'লাম।
অনেক ধন্যবাদ, প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য।
শুভেচ্ছা রইলো---

১৪| ২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মিরোরডডল বলেছেন:




চার লাইনে খুব সুন্দর একটা মেসেজ আছে যেটা আমি বলবো শুধু কবি বা পাঠকের মধ্যে সীমাবদ্ধ না , জীবনের অনেক ক্ষেত্রেই মনে হয় এই ব্যালান্সের প্রয়োজন আছে । খুব সুন্দর ।
২ নং মন্তব্যটাও আমার খুবই ভালো লেগেছে ।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: জীবনের অনেক ক্ষেত্রেই মনে হয় এই ব্যালান্সের প্রয়োজন আছে - খুবই চমৎকার এ অনুধাবনটা আপনার! এজন্য সাধুবাদ!
২ নং মন্তব্যটাকে আমার মনে হয়েছে অসুরের গলায় সুরের ধ্বনি! আমারও খুবই ভালো লেগেছে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

১৫| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৪

মিরোরডডল বলেছেন:



অসুরের গলায় সুরের ধ্বনি!

হা হা হা ...... আমি বলে দিবো ওনাকে :)

just kidding :)

আমি অলরেডি ওনাকে কমেন্ট দিয়ে আসছি আজকে মন্তব্য দেখার সাথে সাথেই

২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:২১

খায়রুল আহসান বলেছেন: আমি বলে দিবো ওনাকে - উনি সবসময় সবার পোস্টে ঘোরাঘুরি করেন। তাই, আপনাকে বলে দিতে হবেনা, উনি নিশ্চয়ই এতক্ষণে আমার পোস্টে এসে দেখে গেছেন সবার কমেন্ট। তবে এসব ছোট খাট বিষয় নিয়ে তিনি তেমন মাথা ঘামান না বলে হয়তো তিনি এখনো কিছু বলেননি। উনি নিশ্চয়ই এটাকে নিছক 'ফান' হিসেবেই নিয়েছেন।

১৬| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৩০

মিরোরডডল বলেছেন:



এই যে ওনার ঘুরে ঘুরে সব পোষ্ট দেখা, সবার সাথে ইন্টারেক্ট করা, আমি এটা খুবই লাইক করি ।
অবশ্যই উনি ফান হিসেবে নেবেন । উনি প্রকৃত মুক্তমনা । অনেক কিছুই খুব স্বাভাবিকভাবে নেন ।
অনেকেই ওনাকে বুঝতে ভুল করে ।

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিক বলেছেন। পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

স্যার, ফেইসবুকে আগেই আপনার এ ছোট্ট অথচ অর্থবহ কবিতাটা পড়া হয়েছে। সুন্দর লিখেছেন নিঃসন্দেহে।

আমার মতে, কবিতা মাত্রই হলো একটা দুর্বোধ্য বিষয়। ব্লগ ও ফেইসবুকে গত ১০ বছরেরও অধিক সময় ধরে কবিতা/ছড়া ইত্যাদি শেয়ার করেছি। আমার অভিজ্ঞতা হলো, পাঠক খুব কম সময়ই লেখকের মনকে ছুঁতে পারেন। আমি দেখেছি, আমার লেখা স্বচ্ছ পানির মতো সরলরৈখিক একটা কবিতায় পাঠকের এমন মন্তব্য পেয়েছি, তাতে মনে হয়েছে পাঠক কবিতাটার কিছুই বোঝেন নি। আমি 'ক' বোঝাতে চাইলে পাঠক ওটা 'স' বুঝেছেন। এই যে আমি প্রকাশ করতে চাইলাম যা, পাঠক অর্থ করলেন ভিন্ন ভাবে, এটাকেই অনেকে 'কবিতার অনুবাদ' বলেন এবং একটা কবিতা একেক পাঠকের কাছে আলাদা ভাব ও ব্যঞ্জনায় প্রতিভাত হয়, এটাই হলো কবিতার বহুমাত্রিকতা বা বহু-অর্থবোধকতা।

রবীন্দ্রনাথের 'সোনার তরী' একটা বিখ্যাত কবিতা, এবং এটার আলোচনাও হয়েছে প্রচুর। পণ্ডিতগণ একেক জনে একেক ভাবার্থ বের করেছেন, কিন্তু কারো ব্যাখ্যার সাথে রবীন্দ্রনাথের ব্যাখ্যার মিল হয় নি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তার কবিতা পাঠ্য তালিকাভুক্ত হলে অনেক সময় কবিকে অনুরোধ করা হতো কবিতার একটা ভাবার্থ লিখে দেয়ার জন্য, যাতে সব শিক্ষার্থী একই সমতলে থাকে? কেন? কারণ হলো, এটা না করা হলে একেক শিক্ষার্থী একেক ভাবে লিখবে। ব্যক্তিক পছন্দ-অপছন্দের কারণে একজামিনারগণ নম্বর প্রদানে হেরফের করবেন।

কিছু কবিতা আপনি যত সরল করেই লিখুন না কেন, তা জটিল বা দুর্বোধ্য হবে- যেমন, সায়েন্স, এথিক্স, ফিলোজফি, ইত্যাদি কবিতার বিষয় হলে তা সব পাঠকের বোধগম্য হবে না। প্রেমের কবিতা বেশিরভাগ পাঠকের কাছে অপেক্ষাকৃত বেশি বোধগম্য।

আমরা গল্পগুলো একটানে পড়তে পারলেও প্রবন্ধ একটানে পড়তে পারি না। গল্পগুলো মাথায় তাড়াতাড়ি ক্যাচ করে, পরের সিকোয়েন্স কী হবে তা ব্রেইন আগেই বুঝতে পারে বলে মগজ সেটা গ্রহণ করার জন্য রেডি থাকে। কিন্তু, প্রবন্ধের বেলায় সেটা থাকে না বলে ওগুলো অত গতিশীল না। প্রবন্ধ আর কবিতা একই ক্যাটাগরির। দেখবেন, ২০ পাতার গল্প পড়তে আপনি টায়ার্ড হচ্ছেন না, কিন্তু ১২ লাইনের কবিতা পড়তে গিয়ে গলদঘর্ম হচ্ছেন। তবে, ১২ লাইনের কবিতাটা যদি গল্পাকারে হয়, ইউ উইল বি অ্যামেজ্‌ড।

আপনি জীবনে নিশ্চয়ই ভূরি ভূরি দেখেছেন, অ্যাসেস করেছেন- কেউ কেউ কোনো একটা বিষয়কে খুব সহজেই প্রকাশ করতে পারেন, যা সবার কাছে বোধগম্য হয়। কেউ কেউ ঠিকমতো কথাই বলতে পারেন না এবং কী বলেন তা নিজেই বোঝেন না। যারা নিজেরা সহজে ভাবতে পারেন, তারা প্রকাশও করতে পারেন প্রাঞ্জলভাবে। যিনি নিজেই কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার না, তার কবিতা দুর্বোধ্য বা অর্থহীন হবে। রবীন্দ্রনাথ, বঙ্কিম, নজরুল, সুনীলের কবিতা বুঝতে আমার সমস্যা হয় না, কিন্তু অনেক আধুনিক কবির ৪/৫ লাইনের কবিতা আমি বুঝি না। কবি সাযযাদ কাদির একবার বললেন, অনেক কবি আছেন, যারা নিজেরাই জানে না কবিতায় কী বলতে চেয়েছেন। এ নিয়ে আমার বহু পোস্ট আছে এই ব্লগে। এরকম একটা ট্রেন্ড আছে- কবিতা লিখতে বসে মনে যা আসে তাই লিখে ফেলেন কবি। তিনি নিজেও জানেন না কী লিখছেন। ব্লগেও পাবেন এমন কবিতা। আপনি জিজ্ঞাসা করবেন- কবিও সৎ উত্তর দিয়ে দিবেন - ভাই, মনে ভাব ছিল, যা খুশি তাই লিখেছি। আমরা শব্দের ঝনঝনানি দেখে হয়ত ভেবে বসি, না জানি কী উচ্চমার্গীয় কবিতা লিখে ফেলেছেন। আসলে মাকাল ফল।

কবিতা কবিতার জায়গাতেই থাকবে। একটা কবিতাকে কবিতা হয়ে ওঠার জন্য সবার আগে প্রয়োজন, ওটা পাঠকের মনে একটা ধাক্কা দিবে। যখন পাঠক ধাক্কা খাবেন, তখন কবিতার অর্থ কিংবা শব্দ কোনো অন্তরায় হবে না। তখন আমরা কবিতার অর্থ খুঁজবার জন্য ব্যস্ত হবো না। আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে কবিতাটার একটা অর্থ বানিয়ে নিবে। কিন্তু, এই যে মন ঐ কাজটা করবে, তার জন্য কবিতাটাকেই সবার আগে ওরকম হতে হবে। ওটা কীভাবে কবিতা হয়ে উঠবে, কবি নিজেও তা জানেন না।

এই যে মনপুরা ছবির 'সোনার পালঙ্ক' থেকে দুটো লাইন :

মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা


কত সহজ ও সরল না কথা দুটো? আমরা কখনো খুঁজতে গিয়েছি এর অর্থ কী? অর্থ খোঁজার দরকার হয় নি, কারণ, গানটা এমন যা শুনলে মনের ভেতর এমনিতেই একটা ভাব জেগে ওঠে। তখন কোনো নির্দিষ্ট লাইন বা শব্দের অর্থ খোঁজার দরকার পড়ে না। কিন্তু, সত্যিই যদি এ লাইন দুটোর অর্থ খুঁজতে যাই, তখন কোনো অর্থ বের করা যায় না।


আমি ব্যক্তিগতভাবে, কোনো বক্তব্যে স্থির হওয়ার আগ পর্যন্ত কিছু লিখতে পারি না। একটা কনসেপ্ট যখন মাথায় ঢুকে গেছে, ওটা লেখার সময় গলগল করে পাতায় বের হয়ে আসে। মাথায় কোনো প্লট না থাকলে লেখাও আসে না।

আমি নিজে যা বুঝি তাই লিখি। যা বুঝি না, তা লিখতে গেলে তা আর্টিফিশিয়াল হবে, দুর্বোধ্য হবে। আমি লেখার সময় খুব যত্ন করে এবং সতর্কতার সাথে খেয়াল রাখি - এ কথাটা পরিষ্কার হয়েছে তো? পাঠক এটা বুঝবেন তো? যতক্ষণ পর্যন্ত আমি নিজে সেটিস্ফায়েড না হই এ ব্যাপারে ততক্ষণ পর্যন্ত ওটা এডিট করতে থাকি।

সব শেষে আমার একটা কবিতা শেয়ার করে গেলাম স্যার। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।


তোমার জন্য

সব কবিতারই কিছু মানে হবে
এ ভেবে কখনো কবিতা লিখি নি
সব ইশারায় সাড়া দেবে তুমি
এমন করেও কখনো ভাবি নি

যখন যেভাবে শব্দরা আসে
ক্রোধ ও কান্না, প্রেম ও দ্রোহে
ওভাবেই ওরা ঠাঁই করে নেয়
আপন গুণ ও গন্ধ-আবহে

যা কিছু লিখেছি প্রেমের জন্য
হয়ত সবই তা নিরেট বর্জ্য
অশ্রু ফেলো না, যেদিন বুঝবে
তোমার জন্য এসব অর্ঘ্য।

১৬ অক্টোবর ২০১২

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার চার পংক্তির এ কবিতার উপরে আপনার এ দিলখোলা বিশ্লেষণ পড়ে খুবই অভিভূত হ'লাম।
একটা কবিতা একেক পাঠকের কাছে আলাদা ভাব ও ব্যঞ্জনায় প্রতিভাত হয়, এটাই হলো কবিতার বহুমাত্রিকতা বা বহু-অর্থবোধকতা - এর সাথে আমার কোন দ্বিমত নেই। আমিও এই ব্লগেই দেখেছি, আমার নিজেরই অনেক কবিতার মানে একেক পাঠক একেক রকম ভাবে বুঝে মন্তব্য করেছেন। কেউ আমার ভাবনাটাই সঠিকভাবে বুঝেছেন, আবার কেউ একটু অন্য লাইনে গিয়ে নিজের বুঝ মত তার অর্থ করেছেন। যারা অন্যভাবে বুঝেছেন, তারা যে ভুল বুঝেছেন তা বলবো না, কারণ কবিতার অর্থ সেভাবেও করা যায়। এটাকে আমি স্বাভাবিক বলেই মেনে নেই।
তবে আমার সমস্যা হয় যখন দেখি একটা কবিতাকে আমি কিছুতেই বুঝতে পারছিনা, একেবারে মাথামুন্ডু কিছুই না, অথচ তখন সেটাকেই কিছু পাঠক কি বুঝে যেন উচ্চমাত্রায় প্রশংসা করেই চলেছেন, এবং পাঠকেরা যে ঠিক কী বিষয় নিয়ে প্রশংসা করছেন, সেটাও তাদের মন্তব্য থেকে বোঝার উপায় নেই। শুধু এটুকু বোঝা যায়, তারা কবিতা পড়ে খুব খুশি হয়ে কবির প্রশংসা করে চলেছেন।
তোমার জন্য একটি উৎকৃষ্ট কবিতা হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫২

জোবাইর বলেছেন: দৌড়ের ওপর থাকা এখন মানুষের লাইফস্টাইল। মানুষ এখন সবকিছু দ্রুত এবং কম সময়ে পেতে চাই। সবকিছুতে গতির কারণে পৃথিবী এখন ছোট হয়ে আসছে। এর হাওয়া এখন সাহিত্যেও এসে লেগেছে। এখনকার নতুন প্রজন্ম তাই অণুগল্প, অণুকবিতা লেখে এবং পড়ে। ভাইজান, তাই আপনিও অণুগল্প লিখেছেন দেখে প্রথমে ঠাশকি খেলাম!

কিন্তু আপনার অণুকবিতায় যা লিখেছেন তার ভাব ও অর্থ ব্যাপক। আপনার সাথে একমত - কবিতায় সবকিছু খোলাসা করে দিলে এটা আর কবিতা থাকে না। আবার দুর্বোধ্য কবিতা বুঝার জন্য চিন্তা করার সময় ডিজিটাল যুগের পাঠকদের নাই। তাই মধ্যপথই সর্বোত্তম।

"কবিতা সমস্ত শিল্পকলার জৈ্যষ্ঠ ভগিনী এবং সব ভাবধারার জন্মধাত্রী।" –উইলিয়াম কনজার্ভ

বর্তমান যুগের কবিদের কবিতা পড়লে উইলিয়াম কনজার্ভ তার এই উক্তি প্রত্যাহার করবেন :)

০১ লা আগস্ট, ২০২০ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার অণুকবিতায় যা লিখেছেন তার ভাব ও অর্থ ব্যাপক - অনেক ধন্যবাদ, অণুকবিতাটি পড়ে এমন সুন্দর একটি কমপ্লিমেন্ট দেয়ার জন্য।
উইলিয়াম কনজার্ভ এর প্রাসঙ্গিক উক্তিটি উদ্ধৃত করার জন্যেও অশেষ ধন্যবাদ।
চমৎকার মন্তব্যে প্রীত এবং অনুপ্রাণিত। পবিত্র ঈদের শুভেচ্ছা--- ঈদ মুবারক!

১৯| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:১২

পদাতিক চৌধুরি বলেছেন: অল্প কথায় কিন্তু ব্যাপ্তিতে বড়। কবিতায় সহমত।

শুভেচ্ছা আপনাকে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় কিন্তু ব্যাপ্তিতে বড় - আপনার অল্প কথার এ মন্তব্যটাও আমার কাছে অনেক বড়!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

২০| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯

জাহিদ অনিক বলেছেন: চমৎকার -
কবিকে ঠিক সেরকমই হতে হয় যেটা তার সাবলীল। ইচ্ছেপূর্বক কঠিন অথবা সবকিছু মুখে তুলে দিতেও নেই।

কবিতায় অসম্ভব ভালোলাগা জানেবন প্রিয় কবি।

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতায় অসম্ভব ভালোলাগা জানেবন প্রিয় কবি - অনেক ধন্যবাদ, কবিতা পড়ে ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য, সেই সাথে আপনার নিজস্ব ভাবনাটুকুও শেয়ার করার জন্য।
প্লাসে অনুপ্রাণিত।
ব্লগে সময় নিয়ে ফিরে এসেছেন, দেখে ভাল লাগলো। ভাল থাকুন, শুভকামনা....

২১| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

আখেনাটেন বলেছেন: চমৎকার উপলব্ধি।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উপলব্ধি - মাত্র দু'টি শব্দে আপনার এ মন্তব্যটা আমার কাছে অনেক বড় আনন্দের ব্যাপার!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.