নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ উপলব্ধি

২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৩

ভালবাসা চির অমর,
অবিনশ্বর।
এর নেই কোন ক্ষয়,
নেই কোন লয়।
এ যেন সাগরের বুকের জল
গভীর, অতল।

জোয়ারে উত্তাল, ধাবমান,
ভাটিতে অস্থির তার পিছুটান।
সাগরের জলদূষণ সহজ নয়,
প্রকৃত ভালবাসাও অবিকৃত রয়।

যতদিন রয় হৃদয়-স্পন্দন,
ততদিন হৃদয়ে তার অনুধাবন।
যা কিছু এর ব্যত্যয়,
সেতো কোন ভালবাসা নয়।

ঢাকা
১৯ জুলাই ২০২০

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০

ইসিয়াক বলেছেন: সুন্দর।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও প্রাণিত হ'লাম।

২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৮

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
নিখাদ ভালোবাসা অনুভবের কবিতা। সাগরের উত্তাল ঢেউয়ের
মতো অস্থির করে মন এবং স্বচ্ছ জলরাশি কত পরিষ্কার ভালোবাসাএযেনো কখনোই ফুরোবার নয় ,
শুধুই উপলব্ধি । দারুন হয়েছে +++

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: 'উপলব্ধি' কে আপনি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন, এজন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা....

৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



যাঁদের জীবনে ভালো এসেছিলো, তারা কবির ভাষার মাঝে উহার স্বরূপকে বারবার অনুধাবন করতে পারবেন।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: বাহ, খুব চমৎকার একটি কথা বলে গেলেন তো! ভাল লেগেছে আপনার এ মন্তব্যটা।

৪| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:২৬

শায়মা বলেছেন: সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন ওঠে দুলে ....

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি গান থেকে অতি প্রিয় একটি চরণ এখানে তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যে মুগ্ধ! +

৫| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
দশে দশ দিলাম। আমি সাধারণত দশে দশ কাউকে দেই না।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: দশে দশ দেয়ার জন্য অনেক ধন্যবাদ। সর্বোচ্চ নম্বর পেয়ে সর্বাধিক অনুপ্রাণিত হ'লাম।

৬| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১:২৪

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই দশে দশ দিয়ে গেছে আমার তো আর দেয়া হলো না।
দুর্দান্ত কবিতা হয়েছে তাই লাইক দিয়ে গেলাম।

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং লাইক, এ দুটো পেলেই যথেষ্ট; দশে দশ এর আর প্রয়োজন হয় না।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, ও দুটো দেয়ার জন্য।

৭| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: উপলব্ধির কাব্যিক প্রকাশে ভালোলাগা !!

৩০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ। সেটিতেও ভাল লাগা +।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৮| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: আমি যতই কবি এবং কবিতার নিন্দা করি না কেন- কবিতা আসলে মানুষকে আনন্দ দেয়। শান্তি দেয়।

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: "কবিতা আসলে মানুষকে আনন্দ দেয়। শান্তি দেয়" - জ্বী, আপনি ঠিক বলেছেন। তা না হলে তো কেউ কবিতা পড়তোই না।
আবার, কবিতা মানুষকে অনেক কিছু ভাবতেও শিখায়।

৯| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

ঢুকিচেপা বলেছেন: আসসালামু আলায়কুম
অনেকদিন আগে বলেছিলেন তাই চেষ্টা করেছি।
একবার পড়ে দেখুন যদি ঠিক থাকে তাহলে পোস্ট করবো।
নভোনীল-১১

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম!
পড়ে দেখেছি এবং মন্তব্যও করেছি। খুব সুন্দর লিখেছেন, মন্তব্যে আরও কিছু কথা রেখে এসেছি।
অনুরোধে সাড়া দেয়ার জন্য ধন্যবাদ। আমার প্রতিমন্তব্যের অপেক্ষা না করে পোস্ট করে ফেলাতে খুশী হয়েছি।

১০| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভালবাসা অরণ্যে নিভৃতে বয়ে যাওয়া ঝর্ণা
ভালবাসা - নিজেকে উজার করে দেয়া প্রকৃতি
ভালবাসা অমূখাপেক্ষি বিনিয়োগ লাভ ক্ষতির শংকাহীন
ভালবাসা বেঁচে রয় শুধু ভালবাসাতেই অমূল্য সে ধন।

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কিছু সংজ্ঞা দিয়ে গেলেন ভালবাসার, সেজন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা....

১১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইয়া

৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১২| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০

ঢুকিচেপা বলেছেন: উপরের লিঙ্কটি কাজ করবে না নতুন লিঙ্ক দিলাম

৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ধন্যবাদ। পড়েছি এবং মন্তব্য করেছি।

১৩| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ এবং পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা....

১৪| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫

ওমেরা বলেছেন: প্রকৃত ভালোবাসা এমনি হয় , ঝড় ঝাপটা যতই আসুক কখনো মলিন হয় না ।

ঈদ মোবারক ভাইয়া।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা....
ভাল থাকুন।

১৫| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর উপলব্ধি ও কাব্যিক অভিব্যক্তিতে ভালোলাগা।
শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

১৬| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:

ভালোবাসার আসলে কোনো মাপকাঠি নেই, যদি থাকতো তাহলে প্রমাণ হতো ভালোবাসার ওজনের কাছে পৃথিবীর ওজন তুচ্ছ মাত্র। আমাদের প্রতিটি মানুষের জীবন ভালোবাসাময় হোক এই প্রত্যাশায়। +++

০৩ রা আগস্ট, ২০২০ রাত ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের প্রতিটি মানুষের জীবন ভালোবাসাময় হোক এই প্রত্যাশায়। +++ - এমন সুন্দর একটি প্রত্যাশা প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ।
ভালোবাসার ওজনের কাছে পৃথিবীর ওজন তুচ্ছ - এটাও একটা চমৎকার কথা বলেছেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা....

১৭| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

দয়িতা সরকার বলেছেন: যতদিন রয় হৃদয় স্পন্দন,
ততদিন হৃদয়ে তার অনুধাবন।
যা কিছু এর ব্যতয় ,
সেতো কোন ভালবাসা নয়।
সত্যই দারুন।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা....

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৭

সোহানী বলেছেন: বুঝলাম ভালোবাসার ক্ষয় নেই কিন্তু একদিকেই যে শুধু ধাবিত হয় তা মানতে নারাজ। এর দিক তো দেখি প্রায় এখানে সেখানে ছুটাছুটি করে............হাহাহাহা

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: আপনি যা কিছু বলেছেন, সেটাও অমূলক নয়। সেটাও হচ্ছে আজকাল অহরহ, তবে তার উত্তর তো কবিতায়ই আছে-
"যা কিছু এর ব্যতয় ,
সেতো কোন ভালবাসা নয়
"।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.