নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রদীপের কাজ আলো জ্বালিয়ে রাখা।
কিন্তু টেকনাফের একটি ‘অমঙ্গল প্রদীপ’
ঘরে ঘরে গিয়ে আলো নিভিয়ে আসতো,
নারী শিশুর কান্না তাকে রুখতে পারতো না।
মাত্র বাইশ মাসে দুইশ চৌদ্দটি প্রাণপ্রদীপ
সে একে একে নিভিয়ে দিয়েছিল নির্দ্বিধায়!
একটা একটা করে প্রাণ নেভাতে নেভাতে
তার দুঃসাহস উঠে গিয়েছিল পর্বত চূড়ায়!
গত চাঁদরাতে সে আঁধারে ঢেকে দিয়েছিল
উজ্জ্বল এক নক্ষত্রের আলো। শেষ রশ্মিটুকু
বিলিয়ে দিয়ে, সেই নক্ষত্র জ্বালিয়ে গেছে
লক্ষ দীপের আলোকশিখা, ঘর থেকে ঘরে।
বাংলার ঘরে ঘরে, পথে প্রান্তরে, সে আলো
আজ ছড়িয়ে দিচ্ছে প্রতিবাদের সৎসাহস,
দুর্নীতি দৌরাত্ম্যের কাহিনী হচ্ছে উচ্চারিত।
ভয়ার্ত মানুষ আজ মুখ খুলছে, কথা বলছে।
সে ‘প্রদীপ’ মৃতদের বক্ষে ঝুলিয়ে দিয়ে যেত
মিথ্যে অপবাদ ও অপরাধের গ্লানিকর পদক।
যেন মৃতের উত্তরসূরীরা আজীবন নত থেকে
সে নিন্দা ও নোংরা গ্লানির ভার বয়ে বেড়ায়!
নিয়তির পরিহাস! সে প্রদীপ নিজেই এখন
কারাপ্রকোষ্ঠে মিটিমিটি জ্বলছে, আর ভাবছে,
কখন আসবে অকস্মাৎ সেই দমকা হাওয়া,
যার ঝাপটা তাকেই চিরতরে নিভিয়ে যাবে!
ঢাকা
০৯ অগাস্ট ২০২০
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
সংখ্যাটাকে যত বড় দেখায়, কাজ তেমন বড় কিছু করতে পারিনি। তবুও, যা কিছুই লিখেছি তাতে পাঠকের ভালবাসা পেয়েছি। এটাই বড় পাওনা।
২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭
আকন বিডি বলেছেন: "প্রদীপ, সেতো আর নয় আলো
সে তো ছিল পরের আলোয় আলোকিত।"
"ভাঙ্গবে যখন এই শিকল
বাঁচবে তখন শত জীবন"
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপাততঃ প্রদীপের অপকর্মের কথা ভেবেই কবিতাটি লিখেছি। আসল সমস্যাটি কোথায়, তা দেশের নাগরিকগণ ভাল বুঝবেন।
৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
দেশটাকে অমানুষেরা গিলে ফেলেছে।
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
মানবের মাঝে আজি দানবের বাস,
এটাই নিয়তির এখন নিত্য পরিহাস!
৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২
ঢুকিচেপা বলেছেন: এই প্রদীপ যে সেই প্রদীপ নয় সেটা বুঝলাম ২য় লাইনে। তবে আপনার প্রদীপের আলো ঠিকই প্রতিফলন করতে পেরেছেন।
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: তবে আপনার প্রদীপের আলো ঠিকই প্রতিফলন করতে পেরেছেন। - অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: 4 বছর 10 মাসের ব্লগিং জীবনে পাঁচশত পোষ্টের মাইলফলক স্পর্শ করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।
সামু ব্লগের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাক। সাথে সামু ব্লগের মাধ্যমে সেই আলোকবর্তিকা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ুক.....
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৬
খায়রুল আহসান বলেছেন: আপনার এতটা উচ্চ প্রশংসার যোগ্য আমি নই জানি, তবুও আপনার এ উদারতাকে সম্মান জানিয়ে আমি আপনার এ প্রশস্তি, শ্রদ্ধা ও শুভেচ্ছা- সবই সর্বান্তঃকরণে গ্রহণ করলাম এবং তা হৃদয়ে ধারণ করে রাখলাম।
চেষ্টা করে যাব সততার সাথে আমার সময়ের কিছু কথা, কিছু অনুভূতি, কিছু পর্যবেক্ষণ, কিছু শুভ্রতা এবং কিছ পঙ্কিলতার কথাও ব্লগে রেখে যেতে।
প্লাসের জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত।
৬| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
পাঁচশততম পোষ্টে অভিনন্দন ।
প্রদীপ নীজে জ্বলেনা, একে যে
বা যারা জ্বালিয়েছিল প্রথমে আর
তাতে যারা ঘৃত কাঞ্চন ডেলেছে
বিবিধ প্রকারে দায়ভার তাদের
সকলকে নিতে হবে সমভাবে ।
শুভেচ্ছা রইল
১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: "প্রদীপ নীজে জ্বলেনা, একে যে
বা যারা জ্বালিয়েছিল প্রথমে আর
তাতে যারা ঘৃত কাঞ্চন ডেলেছে
বিবিধ প্রকারে দায়ভার তাদের
সকলকে নিতে হবে সমভাবে" - আপনার এ কথাগুলোর সাথে কোন দ্বিমত নেই। অপরাধীকে শুরু থেকে বিনা শাস্তিতে প্রশ্রয় দেয়াতে সে এতটা নৃশংস হতে পেরেছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
৭| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:১২
নূর আলম হিরণ বলেছেন: অভিনন্দন আপনাকে।
১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৮| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মঙ্গল প্রদীপ কিভাবে জ্বালানো যায় সেই চেষ্টা সকলে মিলে মিশে করতে হবে।
১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: বিভক্তির রাজনীতি এবন রাজনীতির একায়ত্বকরণের (মনোপোলাইযেশন) প্রতিযোগিতা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে এসেছে।
সকলে মিলে মিশে কাজ করার আশাটাকে এখন দুরাশা বলে মনে হয়।
তবে সবকিছুরই একটা শেষ আছে। পতনের শেষ হলে আশাকরি নতুন উল্থান শুরু হবে এবং তা শুভ হবে।
৯| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪৬
জোবাইর বলেছেন: মাত্র ৪ বছর ১০ মাসে অক্লান্ত পরিশ্রম ও অনেক মূল্যবান সময় ব্যয় করে যে ৫০০টি পোস্ট লিখেছেন সেগুলো আমাদের জন্য একেকটি মঙ্গল ও জ্ঞানের প্রদীপ। এরকম শতশত মঙ্গল প্রদীপের আলোয় ম্লান হয়ে যাবে যতসব অমঙ্গলের প্রদীপ। ৫০০তম পোস্টে ৫০০ গোলাপ মাখানো অভিনন্দন ও শুভেচ্ছা। ব্লগে মঙ্গল ও জ্ঞানের প্রদীপ উত্তরোত্তর বৃদ্ধি পাক–প্রত্যাশা রেখে শুভকামনা।
১১ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: অনেক সময় পাঠকের একটি মন্তব্যই একজন লেখকের প্রেরণা ও সন্তুষ্টির জন্য যথেষ্ট হয়ে থাকে। আপনার এ মন্তব্যটিও তেমনই একটি। এত চমৎকারভাবে কথাগুলো বলেছেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন! সত্যিই অভিভূত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য!!!
১০| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৩
শামছুল ইসলাম বলেছেন: পাঁচশততম পোস্টের জন্য অভিনন্দন।
'অমঙ্গল প্রদীপ' নামের মধ্যেই প্রদীপের কাজ বোঝা যাচ্ছে। সেটা আপনার কবিতায় বিস্তারিত বর্ণিত আছে।
প্রদীপের কাজ সন্ধ্যায় ঘরকে আলোকিত করা। কিন্তু এই প্রদীপ ভর সন্ধ্যায় মানুষের জীবন প্রদীপ নিভিয়ে অসংখ্য ঘরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে।
নির্যাতিত মানুষের জন্য লেখা পাঁচশততম কবিতা কবির প্রতিবাদী মানসিকতারই প্রতিফলন।
১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: প্রদীপের কাজ সন্ধ্যায় ঘরকে আলোকিত করা। কিন্তু এই প্রদীপ ভর সন্ধ্যায় মানুষের জীবন প্রদীপ নিভিয়ে অসংখ্য ঘরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে - আমার কবিতার সারাংশটুকু অতি চমৎকারভাবে এ দুটো বাক্যে আপনি প্রকাশ করে গেলেন, এজন্য ধন্যবাদ।
শেষের বাক্যটিতে অনেক অনুপ্রাণিত হ'লাম, প্লাসেও।
আশাকরি ভাল আছেন। ভাল থাকুন সব সময়, সপরিবারে, সুস্বাস্থ্যে।
১১| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: কবিতাটা তিনবার পাঠ করলাম।
৫ শ' তম পোষ্টের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা।
আশা করি একদিন আপনার ৫ হাজার তম পোস্ট দেখতে পাবো।
১২ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: আশা করি একদিন আপনার ৫ হাজার তম পোস্ট দেখতে পাবো - এটা নিঃসন্দেহে একটি দুরাশা মাত্র, তবুও এটাকে আক্ষরিক অর্থে না ধরে আপনার শুভেচ্ছাকে বরণ করে নিচ্ছি এবং এ শুভকামনাকে সাধুবাদ জানাচ্ছি।
১২| ১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৪
মা.হাসান বলেছেন: পাঁচশত তম পোস্টে অভিনন্দন।
১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১২
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং প্লাসের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৩| ১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৭
মা.হাসান বলেছেন: আমি দু লাইনের একটি কবিতা লিখেছি
ছুড়বো বন্দুক খাবো ইয়াবা
ওরে পাব্লিক সরে দাড়া
১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: হঠাৎ এত বন্দুক ছোঁড়ার আর ইয়াবা খাবার শখ হলো কেন?
যাই করেন না কেন, খেয়াল রাখবেনঃ
পাব্লিক একবার ক্ষেপে গেলে
দৌড়ে পালাবে সবই ফেলে!
বন্দুক ছোঁড়ার আগেই তুমি
ধরা পড়বে আর খাবে পিটুনি!
১৪| ১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫২
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন আপনাকে । সব প্রদীপ আলো দিতে পারে না।
১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেনঃ "সব প্রদীপ আলো দিতে পারে না"!
কিছু কিছু প্রদীপ আছে, আলো নিভিয়ে দিতে পারঙ্গম!
১৫| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঁচশততম পোষ্টে অভিনন্দন
প্রদীপের নীচেই ছিল অন্ধকার! বীর সিনহার আত্মত্যাগে সেই অন্ধকারে পড়েছে আলোর দিশা
কবিতায় সময় বেঁচে রইলো ইতিহাসের পাতায়।
১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতায় সময় বেঁচে রইলো ইতিহাসের পাতায় - অনেক ধন্যবাদ, এমন চমৎকার মন্তব্যের জন্য!
মন্তব্যটি ছাড়াও, অভিনন্দনে এবং কবিতায় প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, সুস্বাস্থ্যে থাকুন সপরিবারে....
১৬| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২১
ইসিয়াক বলেছেন: অভিনন্দন ৫০০ তম পোস্টের জন্য।
অনেক অনেক শুভকামনা রইলো।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনার অভিনন্দন এবং শুভকামনা আমাকে অনুপ্রাণিত করে গেল। আপনিও আমার কিছুদিন পরে ব্লগে যোগ দিয়ে সম্প্রতি ৫০০ তম পোস্ট দিয়েছিলেন, সেটাও আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা!
১৭| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: অহ, নো! এমন চিন্তা করা যাচ্ছে না আপাতত!
জীবন চলুক অনাবিল আনন্দে ও উপভোগে!
৫০০০তম পোষ্টের আশা করি! হাপিয়ে উঠলে চলবে না!
ভালবাসায় থাকবেন। শুভেচ্ছা।
১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: ৫০০০তম পোষ্টের আশা করি! হাপিয়ে উঠলে চলবে না! - অবাস্তব আশা, তবুও ধন্যবাদ। শুনতে তো ভালই লাগে, যদিও তা কর্মে রূপান্তর অসম্ভব বলেই মনে করি।
জীবন চলুক অনাবিল আনন্দে ও উপভোগে! - তাই হোক, আপনার, ব্লগের সবার এবং আমার জন্যেও।
শুভকামনা---
১৮| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মান্যবর আপনার ৫০০ তম পোস্টে অভিনন্দন।
ওরা নামেই প্রদীপ হয় কর্মে অন্ধকারের জগন্য কীট। ওদের বিচার হওয়া চাই।
১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: ওরা নামেই প্রদীপ হয় কর্মে অন্ধকারের জগন্য কীট। ওদের বিচার হওয়া চাই - সময়মত সুবিচার না হবার কারণে এবং আমরা দ্ব্যর্থকন্ঠে এদের কুকর্মের প্রতিবাদ না করাতে এদের এতটা অধঃপতন হতে পেরেছে। এবারে মানুষ সুবিচার দাবী করছে, এবারে হয়তো কিছুটা প্রতিকার হতে পারে।
অভিনন্দনে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৯| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৩
খায়রুল আহসান বলেছেন: এত্তো এত্তো সুন্দর একটি ছবির উপরে উৎকীর্ণ আপনার শুভকামনার বাণী আমাকে অত্যন্ত অভিভূত করে গেল, ঠাকুর মাহমুদ! এ শৈল্পিক শুভেচ্ছাবাণী আমার এই মাইলফলক ব্লগপাতায় চিরদিন আপনার কথা মনে করিয়ে দেবে।
শুধু আমিই নই, আরও তিনজন পাঠক আপনার এই চমৎকার মন্তব্যে তাদের ভাল লাগা জানিয়ে গেছেন।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
২০| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯
দয়িতা সরকার বলেছেন: অভিনন্দন ৫০০ তম পোস্টের জন্য । আগামী দিনগুলোতে সুন্দর সুন্দর আরও লেখা পাব আশা করি।
১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এই শুভেচ্ছাবাণীর জন্য। লিখে যাবার ইচ্ছে আছে যতদিন পারি, পাঠকের শুভেচ্ছা আমার কাব্যপথের পাথেয়।
২১| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: পাঁচশততম পোস্টের জন্য আপনাকে অভিনন্দন। আশা করি আরো অনেক ভাল ভাল লিখা আমাদের উপহার দিবেন।
আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
ভাল থাকবেন।
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। অভিনন্দনে এবং শুভকামনায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২২| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩
অন্তরা রহমান বলেছেন: ওরেব্বাস, ৫০০ কবিতা। আমি তো ৫০ টা লিখতে পারলেই বই বের করে কবি কবি ভাব ধরে ঘুরে বেড়াতাম। কংগ্রাটস।
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭
খায়রুল আহসান বলেছেন: আমি তো ৫০ টা লিখতে পারলেই বই বের করে কবি কবি ভাব ধরে ঘুরে বেড়াতাম। কংগ্রাটস। - বাহ, চমৎকার বলেছেন তো! তা'হলে দেখছি এখন একটু 'ভাব ধরা'ই যায়!
২৩| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫০০ তম পোস্টে সাম্প্রতিক বিষয় নিয়ে কবিতায়++++++++
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
এতগুলো প্লাস দিয়ে গেলেন, তবুও 'লাইক' এর তালিকায় নাম উঠলো না!
২৪| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫১
শায়মা বলেছেন: ভাইয়া ৫০০ তম পোস্টে অমঙ্গল প্রদীপ না জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালালেই তো ভালো ছিলো।
৫০০ তম পোস্টের শুভেচ্ছা আরও ৫০০ দিয়ে তাড়াতাড়ি ১০০০ হয়ে যাক!
১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৮
খায়রুল আহসান বলেছেন: ইচ্ছে ছিল একটা ভাল কিছু লেখা দিয়ে ৫০০তম পোস্ট লিখবো। কিন্তু ঠিক এমন সময়টাতেই সেই 'অমঙ্গল প্রদীপ' এমন একটা অঘটন ঘটিয়ে ফেললো, এবং তার আরও অনেক অপকীর্তির কাহিনী জনসমক্ষে আসা শুরু করলো যে সেটাকে আর এড়ানোর উপায় ছিল না।
কবিতা পাঠ এবং শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।
"আরও ৫০০ দিয়ে তাড়াতাড়ি ১০০০ হয়ে যাক!"
সংখ্যা তেমন মুখ্য নয়, কবিতার মান বৃদ্ধি পাক!
- তাই নয় কি? হলো কিছু?
২৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: ৫ শ' তম পোষ্ট দিয়ে কোথায় গেলেন?
১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২
খায়রুল আহসান বলেছেন: যাইনি কোথাও, আছি তো এখানেই! প্রতিমন্তব্য করতে খানিকটা সময় নিলাম, এই আর কি!
২৬| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮
আমি সাজিদ বলেছেন: অভিনন্দন ৫০০ তম পোস্টের জন্য। কবিতায় ভালো লাগা। আপনার লেখা আত্ন জীবনীগ্রন্থটি আমার পড়ার খুব ইচ্ছা।
১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দনে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
আপনার লেখা আত্ন জীবনীগ্রন্থটি আমার পড়ার খুব ইচ্ছা - আমার বইটিকে আমি আত্মজীবনী না বলে আমার আত্মজৈবনিক স্মৃতিকথা নামেই আখ্যায়িত করতে চাই। সেটা মূলতঃ আমার কিশোর কালের স্মৃতি নিয়ে রচিত। আত্মজীবনী লেখার মত আমার জীবনে এমন কোন বড় অর্জন নেই। ছোট ছোট কিছু স্মৃতিকথা, যার বেশীরভাগই শুধু একজন দর্শক হিসেবে দেখার উপর ভিত্তি করে রচিত, বইটিতে স্থান পেয়েছে। প্রকাশকের কাছে আমার বইটির এখন আর কোন কপি থাকার কথা নয়। তবুও দেখছি, কি করে বইটির একটি কপি আপনার কাছে পাঠানো যায়। বইটির প্রতি আগ্রহ প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ।
২৭| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩১
সোহানাজোহা বলেছেন:
আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে--
আজি হতে শতবর্ষ পরে।
আজি নববসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ--
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
আজিকার কোনো রক্তরাগ
অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
তোমাদের করে
আজি হতে শতবর্ষ পরে।
- বিশ্ব বিখ্যাত কবিতা “১৪০০ সাল”
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
৫০০তম পোস্টের শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার ৫০০তম পোস্টের জন্য ভাষা খুঁজে না পেয়ে কবিগুরুর দ্বারস্থ হয়েছি এবং আমাকে নিরাশ হতে হয়নি। আশা করি কবিগুরুর এই কবিতায় আপনার ৫০০তম পোস্টের আনন্দ খোঁজে পাবেন। হয়তো ১০০ বছর পর আপনার কবিতাও কেউ না কেউ পড়বেন তারা আমাদের সকলের মন্তব্যগুলোও পড়বেন। হয়তো তারা ভাববেন, বলাবলিও করবেন - “১০০ বছর আগেকার মানুষগুলো ভালোই ছিলেন”
৫০০তম পোস্টের জন্য আবারও শুভ কামনা রইলো।
১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: ওরেব্বাবা! আমার ৫০০তম পোস্টের জন্য ভাষা খুঁজতে গিয়ে একেবারে কবিগুরু'র দুয়ারে হানা? সত্যিই আপনার এমন একনিষ্ঠ অনুশীলনের পরিচয় পেয়ে অভিভূত হ'লাম!
"হয়তো তারা ভাববেন, বলাবলিও করবেন - ১০০ বছর আগেকার মানুষগুলো ভালোই ছিলেন” - হয়তো তাই, কিন্তু আমার মনে হয়, এই 'অমঙ্গল প্রদীপ" এর কুকর্মের কথা জেনে তারা হয়তো বলে উঠবে, 'ওদের চেয়ে আজ আমরা কত ভাল আছি'!
ব্যতিক্রমী একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৮| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: ৫০০তম পোস্টে শুভকামনা।
১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনি মনে হয় এখন অনেক ব্যস্ত দিন কাটাচ্ছেন?
২৯| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৯
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
৫০০ তম পোষ্টে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন।
আপনার অনেক লেখা ব্লগকে সমৃদ্ধশালী করছে এবং পাঠে
অনেক কিছুই জানতে শিখতে ও বুঝতে পেরেছি ।
আপনার দীর্ঘায়ু ্ এবং শুভেচ্ছা কামনা করছি।
১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার অনেক লেখা ব্লগকে সমৃদ্ধশালী করছে - আপনার এ উদার প্রশংসায় সত্যিই অনেক অনুপ্রাণিত হ'লাম। আসলে আমরা যারা ব্লগে লিখি নিজের অভিজ্ঞতা থেকে, তাদের প্রত্যেকের অভিজ্ঞতা একে অপরকে সমৃদ্ধ করতে পারে। কেননা, অভিজ্ঞতাগুলো মৌলিক, তাই ভাবনা ও তার প্রকাশও কিছু ব্যতিক্রম বাদে মৌলিক হবার কথা।
অনেক, অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য।
৩০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:১১
মনিরা সুলতানা বলেছেন: দৃষ্টান্ত মূলক কিছু হবে আশা করি না আর এখন ! এ প্রদীপ কে জীবন প্রদীপ নেভানোর কাজেই আবার হয়ত দেখা যাবে কিছু সময় পর। রয়ে যাবে কিছু প্রতিবাদ আর আপনাদের লেখাগুলো।
৫০০ তম পোষ্ট !!! দারুণ ব্যাপার নিঃসন্দেহে। অভিনন্দন ভাইয়া ! আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।
আশা করছি আপনার লেখায় ব্লগ এবং বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে দিনে দিনে। আপনার Wandering Thoughts বইটি আমার প্রিয় খুব। আপনাকে সেভাবে কখনো জানানো হয় নি যদিও। আপনি সত্যিই লিখে অনেকেই অনুপ্রাণিত করতে পেরেছেন।
শুভ কামনা সতত।
১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: দৃষ্টান্ত মূলক কিছু হবে আশা করি না আর এখন - আপনার আমার মত, আমার মনে হয়, দেশবাসীও এখন এ বিচার কার্য এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে হতাশ। কেন, আশাকরি তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সবাই তা বোঝে ও জানে।
এ প্রদীপ কে জীবন প্রদীপ নেভানোর কাজেই আবার হয়ত দেখা যাবে কিছু সময় পর - এটাই এখন এ সময়ের সবচেয়ে বড় আশঙ্কা। এবং তা যদি হয়, সে হয়ে উঠবে অপ্রতিরোধ্য। তাকে আর কেউ ঠেকাতে পারবে না।
আমার লেখা নিয়ে এতটা উচ্চ ধারণা পোষণ করাতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর Wandering Thoughts নিয়ে যা বললেন, একজন কবিতা লেখক (কবি নই) হিসেবে এর চেয়ে বড় সন্তুষ্টির আর কিছু হতে পারেনা। অনেক অনেক ধন্যবাদ!
৩১| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
মিরোরডডল বলেছেন:
আপনাকে অনেক অভিনন্দন !
মাহার কবিতা পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা ।
মাহার উপস্থিতি সবসময় খুব আনন্দের, কমেন্ট গুলো দারুণ মজার হয়
আপনার কবিতাটা অনেক সুন্দর ।
১৪ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: মা.হাসান এর দু'লাইনের কবিতাটি পড়ে আমিও হেসেছি। ব্যাপক বিনোদন ছিল তার এ প্রয়াসটি (আমি নিশ্চিত, তিনি ইচ্ছে করেই, আমাদেরকে হাসাবার জন্যই এমন "কবিতা" লিখেছেন। চেষ্টা করলে তিনি এ ব্লগের অনেক বড় বড় কবিদের চেয়েও ভাল কবিতা লিখতে পারবেন)।
আপনার কবিতাটা অনেক সুন্দর - আপনার এ মন্তব্যটিও সুন্দর। অনেক ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য রেখে যাবার জন্য।
৩২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৭
জুন বলেছেন: পাঁচশতম পোষ্টের জন্য অভিনন্দন
আমিতো ৩০০ই ক্রস করতে পারলাম না
প্রদীপের নীচেই যে অন্ধকার থাকে সেই দ্রুব সত্যটি আবার প্রতিষ্ঠিত হলো । তবে এই রকম ঘটনা শুনে শুনে ক্লান্ত আমরা। বিচার হয় না কিছুরই। দু এক দিন পরেই কালের গর্ভে হারিয়ে যায় সব কিছু ।
কবিতায় ভালোলাগা রইলো ।
+
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২
খায়রুল আহসান বলেছেন: আমিতো ৩০০ই ক্রস করতে পারলাম না - আপনার অনধিক ৩০০ এর মূল্য আমার ৫০১ এর চেয়ে অনেক বেশী, জুন! ইতিহাসের মিশ্রণে রচিত ভ্রমণ কাহিনী যা আপনার ট্রেডমার্ক, ছাড়াও আপনি কয়েকটি খুব সুন্দর গল্প লিখেছেন, চমৎকার কবিতা লিখেছেন, পশু পাখিদের প্রতি মায়া ভালবাসা নিয়ে প্রেরণাদায়ক পোস্ট লিখেছেন, আপনার দু'চোখে দেখা জাগতিক দর্শন নিয়েও দু'চারটি পোস্ট লিখেছেন। কি নেই আপনার ঝুলিতে? আপনি একজন সমৃদ্ধশালী ব্লগার। আপনার সাথে আমার তুলনাটা নিতান্তই অসম। যাক, তবুও এত সুন্দর করে একটা ফুল দিয়ে অভিনন্দন জানানোতে সত্যিই খুব খুশি হ'লাম।
"বিচার হয় না কিছুরই। দু এক দিন পরেই কালের গর্ভে হারিয়ে যায় সব কিছু" - এজন্য আমাদের দোষটাও নেহায়েত কম নয়। এতগুলো তথাকথিত ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ ইত্যাদি হয়ে গেল, আমরা টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করিনি। পিপল গেট এ গভার্ণমেন্ট দ্যাট দে ডিজার্ভ।
অন্যের ঘটে ঘটেছে বলে আমরা বিনা প্রতিবাদে এসব অপরাধ মেনে নিয়েছি। তার ফলেই অপরাধের মাত্রাটা এত বেশি বেড়ে গিয়েছে। এখন যেভাবে সব ঝোলার বেড়াল বেরিয়ে আসছে, তাতে মনে হয়, এবারে সুবিচার না হলে খবর আছে।
৩৩| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪১
করুণাধারা বলেছেন: পাঁচশ তম পোস্টে অভিনন্দন এবং শুভকামনা।
আমার একজন নিকটাত্মীয় করোনাক্রান্ত হঠাৎ বেশি অসুস্থ হয়ে যাওয়ায় আর কিছু লিখতে পারছি না। দয়া করে আগের মন্তব্য মুছে দেবেন।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: পাঁচশ তম পোস্টে অভিনন্দন এবং শুভকামনা - অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এ অভিনন্দন এবং শুভকামনার জন্য।
করোনাক্রান্ত আপনার নিকটাত্মীয়ের রোগমুক্তির জন্য দোয়া করছি। সম্প্রতি আমিও করোনায় বন্ধু এবং নিকটাত্মীয়দেরকে হারিয়েছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন করোনায় মৃত্যুবরণকারী সকল মরহুম মরহুমাগণকে জান্নাত নসীব করুন!
৩৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
পাঁচশততম পোস্টে চৌত্রিশতম শুভেচ্ছা ।
প্রদীপের তেল যখন তলানীতে এসে ঠেকে তখন সলতে থেকে কালো ধোঁয়াই বের হয়। আমাদের সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার তেল তলানীতে এসে ঠেকেছে বলেই রাষ্ট্রের আলো এখন আর উজ্জ্বল নয়। ধোঁয়া বের হয়ে চারদিক অন্ধকার করে শ্বাসকষ্টই বাড়িয়ে দিচ্ছে শুধু।
দমকা হাওয়ায় এমন সব অশুভ প্রদীপ নিভে যাওয়াই ভালো।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন, কোটেবল কোট! খুবই সত্য এবং বাস্তব আপনার এ উপলব্ধি!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৯
আকন বিডি বলেছেন: ১ম।
অভিন্দন ৫০০ তম পোস্টের জন্য