নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ গোধূলির গান

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫১

সকল গোধূলিই কি বিষণ্ণতার প্রতিচ্ছবি?
সকল গোধূলিতেই কি মূক হয়ে যান কবি?
ক্লান্ত সূর্য অস্ত যায় আবির ছড়িয়ে চারিদিকে
সেখানেও কি বিষণ্ণতার বর্ণ ছড়িয়ে থাকে?

পাখিরা ফিরে এসে গান করে আপন নীড়ে
সে গানও কি হারিয়ে যায় দুঃখের সায়রে?
গাছের কিছু পাতা নত হয়ে আসে ভূমিমুখে,
কিছু পাতা বুঁজে আসে, সে কি কেবল দুখে?

গোধূলিও মিলনের গান গায়, বিদায়ের নয়।
গোধূলি রজনীর অগ্রদূত, রজনী প্রশান্তময়।
কবি রজনীর প্রত্যাশায় থাকেন অপেক্ষমান,
হ্রস্ব রজনীতে কবি নিঃশব্দে শব্দ লিখে যান।


ঢাকা
১৩ অগাস্ট ২০২০

মন্তব্য ৫০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


কৈশোরে ও যৌবনে গোধুলী রংগীন সময়; কবি যদি চির-সবুজ হয়ে থাকেন গোধুলী চিরদিন রংগীন

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি বাংলার অষ্টাদশী নারীর মত। যখন যে রঙেই সাজুক না কেন, তাকে অনিন্দ্যসুন্দর লাগে। গোধূলিবেলা এবং প্রত্যুষের সময়টা প্রকৃতির সাজার সময়। কবিরা এ দুটো সময়ে প্রকৃ্তিকে দু'চোখ ভরে দেখতে ভালবাসেন।
কবি যদি চির-সবুজ হয়ে থাকেন গোধুলী চিরদিন রংগীন - কবিরা কখনো বুড়ো হয় না! চিরকাল চিরসবুজ থাকেন। :)

২| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৮

ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্রথম প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...

৩| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

মুক্তা নীল বলেছেন:
গোধূলি লগ্নের কবিতা পড়ে ভালো লাগলো । গোধূলি লগ্ন
দিন ও রাতে দুটোর মাঝে পাওয়া যায় । যেখানে দিনের শেষ সেখান থেকে রাতের শুরু , ঠিক গোধূলি বেলার মত আমাদের জীবনটা খানিকটা মিল খুজে পাই ।
অর্থবহ ও চমৎকার কবিতা ।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: গোধূলি লগ্ন নিয়ে আপনার সুন্দর ভাবনাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ভাল লেগেছে আপনার ভাবনাগুলো।
কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।
শুভকামনা...

৪| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১

ঢুকিচেপা বলেছেন: ইমনের সুরের রেশ রয়ে গেল আপনার গোধূলীর গানে।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটি বাক্যে ইমন রাগাশ্রয়ী গানের মতই সুন্দর একটি মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোস্তফা সোহেল বলেছেন: কবির মনে কি আজকাল বিষণ্নতা বেশি খেলা করছে!
কেমন আছেন ভাইয়া?করনার এই সময়ে আশা করি ভাল আছেন?
কবিতা ভাল লেগেছে।

১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: এ পর্যন্ত আপাততঃ করোনা ভাইরাস থেকে মুক্ত রয়েছি, কিন্তু কখন সে চুপিসারে এসে দেহে বাসা বাঁধবে, তার কি কোন নিশ্চয়তা আছে? তবে করোনার কারণে নয়, কি স্বাস্থ্য বিভাগ, কি বিচার বিভাগ, কি আইন শৃঙ্খলা, কি অর্থনীতি- সব ক্ষেত্রে দেশের বেহাল অবস্থার কারণেই বিষণ্ণতা এসে ঘিরে ধরে!

৬| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




গোধূলি বিষণ্ণ নয়, পায়ে পায়ে ধুলো উড়িয়ে নিজ ঘরে ফেরার কলতান। আবির ছড়িয়ে সূর্য্য সে কলতানে খঞ্জনীর সঙ্গত দিয়ে যায়।
গোধূলি, কাল আবার আসবে ফিরে এমোন অঙ্গীকারে - নিলাদ্রীর শিখরচূড়ায় শেষ অস্তরাগে রেখে যায় এক ভ্রমর কুয়াশার রাত ।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা পাঠ করে মন্তব্যের ঘরে এসে এমন চমৎকার একটি কাব্যিক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৭| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩১

মনিরা সুলতানা বলেছেন: গোধূলি' র সাথে বিষণ্ণতা মিশে থাকে বলেই মনে হয় এত সুন্দর !
অস্তাচলের বিষণ্ণতা ঝড়ে উড়ে আসা জারুল কৃষ্ণচূড়ার মত ভালোবাসা।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: গোধূলি' র সাথে বিষণ্ণতা মিশে থাকে বলেই মনে হয় এত সুন্দর - হতে পারে তাই! আবার গোধূলি রাতের প্রশান্তি এবং
প্রসন্নতারও বার্তাবাহক। নীরব, নিরিবিলি নিশীথে কবি লেখকগণ কিছু একটা লিখতে পেরে প্রসন্নতা লাভ করেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৮| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৬

নেওয়াজ আলি বলেছেন: গোধূলি প্রত্যাশার গান গায় হতাশার নয়। জীবনের প্রতিমুহূর্ত হোক রঙ্গীন গোধূলিবেলা

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: জীবনের প্রতিমুহূর্ত হোক রঙ্গীন গোধূলিবেলা - সুন্দর একটি শুভকামনা রেখে গেছেন কবিতায় মন্তব্য প্রসঙ্গে, এজন্য ধন্যবাদ। সবসময় পোস্টে এসে মন্তব্য করে যান, এজন্য কৃতজ্ঞতা।

৯| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৮

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: অসাধারণ কবিতাটা আবারো পড়লাম। খুব ভালো লেগেছে।

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ব্লগে এসে কবিতাটি পুনঃপাঠ করে এখানে একটি প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো....

১১| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:০৯

ANIKAT KAMAL বলেছেন: জীবন না‌ট্যের প্লাটফ‌র্মে কোথাও য‌দি ভা‌লোলাগা ভা‌লোবাসা থা‌কে সেখান থে‌কে মুগ্ধতার উপহার স্যার অাপনার জন্য ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: মনোমুগ্ধকর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা---

১২| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালোলাগলো

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৩| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কারো অপেক্ষার কারো বিদায়ের
কারো স্বপ্নের তো কারো বেদনার
কারো শুরু তো কারো শেষ
উদয়াস্তের অনুভবের নেই কোন শেষ :)

ভাল লাগলো প্রিয় সিনিয়র :)

+++

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: কারো শুরু তো কারো শেষ
উদয়াস্তের অনুভবের নেই কোন শেষ
- খুবই চমৎকার আপনার উপলব্ধি। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১৪| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর গোধূলিময় কবিতা।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর গোধূলিময় কবিতা - আপনার মন্তব্যটাও সুন্দর। প্রীত হ'লাম, ধন্যবাদ।

১৫| ১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন বড় ভাই, গোধূলী মিলনের গান গায়, বিরহের নয়। ইচ্ছে করছে সুন্দর কোন গোধূলী বেলায় হারিয়ে যেতে......শুভ কামনা জানিয়ে গেলাম।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: শুভ কামনা জানিয়ে গেলাম - খুব খুশি হ'লাম আপনার এ শুভকামনা পেয়ে।
সুন্দর কোন গোধূলি বেলায় হারিয়ে যেতে চেয়েছেন, আশাকরি এ হারিয়ে যাওয়া বলতে আপনি রুটিন জীবন থেকে কিছুদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাবার কথা বুঝিয়েছেন, অন্য কিছু নয়।

আপনার ভুল পথে রেমাক্রির জলে পোস্টে একটি মন্তব্য করেছিলাম সপ্তাহ তিনেক আগে। পোস্টটি পড়ে খুবই মুগ্ধ হয়েছিলাম, মন্তব্যও করেছিলাম আন্তরিকতার সাথেই। আশাকরি, একবার সময় করে এসে কিছু বলে যাবেন সে মন্তব্যের উত্তরে।

১৬| ১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৪

নীল আকাশ বলেছেন: চমৎকার শব্দ বিন্যাস। মুগ্ধ হয়ে আবারো পড়লাম। ধন্যবাদ আপনাকে।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শব্দ বিন্যাস। মুগ্ধ হয়ে আবারো পড়লাম - প্রেরণাদায়ক এমন চমৎকার মন্তব্যে উজ্জীবিত বোধ করছি। প্লাসেও অনুপ্রাণিত। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: শুভেচ্ছা

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

১৮| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩০

ওমেরা বলেছেন: সুর্যের আলো গোধূলি লগ্নে হারিয়ে যায় , তেমনি মানুষও গোধুলি লগ্ন পেরিয়ে যাত্রা করে অন্তত পথে ।
রাত্রি শেষে সূর্য আবার উদয় হবে । কিন্ত মানুষের জীবন আর দ্বিতীয় বার হয় না ।

অনেক ভালো লাগলো কবিতা । ধন্যবাদ ভাইয়া।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: রাত্রি শেষে সূর্য আবার উদয় হবে। কিন্ত মানুষের জীবন আর দ্বিতীয় বার হয় না - চমৎকার বলেছেন এ কথাগুলো। ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৯| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

২০| ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

গতকাল কবিতাটি পড়ার পর দুটি কবিতার চিত্র সামনে ভেসে উঠলো।
রে দুটি কবিতার কিছু অংশ তুলে ধরছি।

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 'মৌলিক নিষাদ'-
পিতামহ আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে
দাঁড়িয়ে রয়েছি। পিতামহ,
দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি,
রাত্রির আকাশে উঠেনি একটাও তারা আজ।
পিতামহ আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি
নিয়েছি আশ্রয়।আমি ভেতরে বাইরে
যেদিকে তাকাই,আমি স্বদেশে বিদেশে
যেখানে তাকাই-শুধু অন্ধকার, শুধু অন্ধকার।

এই এক আশ্চর্য সময়।
যখন আশ্চর্য বলে কোন কিছু নেই।
যখন নদীতে জল আছে কি-না আছে
কেউ তো জানেনা।
যখন পাহাড়ে মেঘ আছে কি-না আছে
কেউ তো জানেনা।
পিতামহ আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি।
যখন আকাশে আলো নেই,
যখন মাটিতে আলো নেই,
যখন সন্দেহ জাগে, জীবনের আলোকিত ইচ্ছার উপরে
রেখেছি নিষ্ঠুর হাত পৃথিবী মৌলিক নিষাদ -এই ভয়।


অন্য একটি কবিতায় আবার প্রাণের জয়গান পেলাম-
গোধূলির সাঁওতাল-বীরেন্দ্র চট্টোপাধ্যায়
পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ
দিনশেষে বৈকালী মিষ্টি শপথ।
মোহনিয়া বন্ধুরে আমি বালিকা
তোর লাগি গান গাই গাঁথি মালিকা।

আজো সন্ধ্যার শেষে খালি বিছানা
আমি শোবো পাশে মোর কেউ শোবেনা।
তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না।
সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়
সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়।
দিন শেষ ধু ধু মাঠ ধুধু মেঠো পথ
সাঁওতাল মেয়ে কটি ছাড়ালো শপথ
হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ।

আয় মিতেনি আজ রাতে
চাঁদকুড়ানো মাঝরাতে
আবছা আলোর কান্নাতে
মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়।
আয় জোয়ানের মন জ্বালা
নাচ দিয়ে সই গাঁথ মালা-
চুমুর গ্লাস মদ ঢালা
দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়।(সংক্ষেপিত)


আপনার গোধূলির গান সুন্দর হয়েছে। এখানে বিষণ্ণতার সাথে মিলনের বা প্রাণ সঞ্চারের জয়গান পেলাম।
শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।





১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার গোধূলির গান সুন্দর হয়েছে। এখানে বিষণ্ণতার সাথে মিলনের বা প্রাণ সঞ্চারের জয়গান পেলাম - আপনার এ চমৎকার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম, পদাতিক চৌধুরি
আমার কবিতা আপনাকে ভাবিয়েছে, এবং দু'জন প্রখ্যাত কবির কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে তা প্রকাশ করেছেন, এতেও প্রীত ও প্রাণিত হ'লাম। মন্তব্যের ঘরে তাদের কবিতাংশ এবং আপনার মন্তব্য আমার এ সাদামাটা কবিতাটিকে উজ্জ্বল করে রাখবে। অনেক অনেক ধন্যবাদ এমন প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
প্লাসেও অনুপ্রাণিত।

২১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৯

পদাতিক চৌধুরি বলেছেন:

মরিচীকার একটি পর্বে আপনার কমেন্টের উত্তর দিতে সেই বিকাল থেকে চেষ্টা করছি। কিন্তু কিছুতেই প্রতিমন্তব্য দেওয়াতে সবুজ রঙের বাটন আসছে না। স্ক্রীনশটে সেটাই তুলে ধরলাম। জানিনা কখন ঠিক হবে।
সে কারণেই আপনাকে জানাতে এলাম।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনার এ আন্তরিক প্রচেষ্টার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য।
কোন সমস্যা নেই, সবুজ তির ঠিক হয়ে গেলে একসময় এসে প্রতিমন্তব্য করে যাবেন, আমি সময় সুযোগ মত দেখে নেব।

২২| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর হয়েছে কবিতার কথা
পাঠে মুগ্ধতার আবেশ ছড়ায়
কবিতাটি পাঠে মনে বাজে
কবিতার বিষয়ে কি যায় বলা ।

মনে হল বলি-

গোধূলির আলো আঁধারে
কেও হয়ত এসে দাঁড়াবে
দিবসের শ্রান্তি নাশের তরে ,
সন্ধা পুজার মালা
দেয়া যাবে যাকে
আঁখি দুটো মেলে
চিনে নিও তাকে।

পথে যে চলেছিলে একা
ভুলেই তা যাবে
মনে হবে গোধূলিতে পুণ
দেখা হয়ে গেল এই
আধো আলো আঁধারে ।

কেবলি বাজবে মনে
হবে না আর
পথ চলা একা ।

গোধূলি কেটে গেলে
আকাশে ফুটবে তারা
আসনখানি হবে পাকা
তারা ভরা আকাশ
যায়না মেঘে ঢাকা ।

মেঘহীন চাদের আলোয়
হবে তা কেবলি মিষ্টি
মধুর জোছনা মাখা ।

কথা যা বলার ছিল
হবে না তা সারা
তরু শাথা ফাক দিয়ে
জোছনা মাখা বাতাশ
যাবে বয়ে হবেনা
শ্রান্ত চোখের পাতা ।

হবে না মনে কেহ নাই
নও আর তুমি একা
গোধূলি লগন পেরিয়ে
মিশে যাবে স্মৃতির
শেষ সীমানায় ।

নিষ্ফল দিবসের হবে অবসান
মনে বাজবে আশার গীতগান
জীবনের এই তটবালুকায়
থাকবেনা সঙ্গিহীন প্রাণ ।

শান্ত প্রাণে সকল
অশান্তি হবে নির্বাণ
অবিরাম বাজবে মনে
চিরায়ত প্রেয়সির গান
দুজনে সমস্বরে বলবে
জয়তো গোধুলি লগন।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা পড়ে একটি চমৎকার মন্তব্যে খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়ে গেলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। কবিতাটি একটি আলাদা পোস্ট হিসেবে আপনার পাতায় প্রকাশ করে ফেলুন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

২৩| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ সুন্দর ইচ্ছাটি প্রকাশের জন্য
তবে কথা হলো -

কবিতাটি লেখা আপনার লেখার তরে
তাই একে ফিরিয়ে নিবনা আমার ঘরে ।

শুভেচ্ছা রইল

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০২

খায়রুল আহসান বলেছেন: "কবিতাটি লেখা আপনার লেখার তরে
তাই একে ফিরিয়ে নিবনা আমার ঘরে" ...

পাহাড়সম এ উদারতায় হলেম অভিভূত,
সালাম শুভেচ্ছা ও শ্রদ্ধা, জানাই অবিরত!


২৪| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনার এই কবিতাটি পাঠের আগ পর্যন্ত নিরুত্তাপ নরম রোদের গোধূলিকে কেবল দিবালোকের অবসানে সাঁঝের আঁধারের আগমনী বলেই মনে হতো। হারানোর কি এক বেদনা যেন হয়ে মূর্ত হয়ে উঠতো গোধূলিকে ভেবে। কবির ভাবনায় বিপরীতপ্রাপ্তিগুলো স্মরণ করার সুযোগ হয়ে উঠলো।

চমৎকার ভাবনা, চমৎকার কবিতা। +

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবির ভাবনায় বিপরীতপ্রাপ্তিগুলো স্মরণ করার সুযোগ হয়ে উঠলো - অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এভাবে কবিতাটি এ্যাপ্রিশিয়েট করার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

২৫| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

জাহিদ অনিক বলেছেন: গোধূলি আর সন্ধ্যার সময়টা একটু মন খারাপ করাই হয়ে থাকে। একটা দিনের শেষ হয়ে যায়, আবার রাত্রির শুরু হয়। দিনের শেষ হয়ে যাওয়াতে একটা রেশ রয়ে যায়। সেটার কিছুটা গম্ভীরতা থেকে যায়।

কবিতায় ভালো লাগা।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: "দিনের শেষ হয়ে যাওয়াতে একটা রেশ রয়ে যায়। সেটার কিছুটা গম্ভীরতা থেকে যায়" - জ্বী, সান্ধ্য গোধূলি বিষণ্ণতার সময় বলেই আমার কাছে অধিকাংশ সময় প্রতিভাত হয়।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.