নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বহে সমান্তরাল

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৬



কখনো বলি সমান্তরাল,
কখনো প্যারালাল;
যাই বলি না কেন,
যে নামেই ডাকি-
একটাই অর্থ বুঝে থাকি,
পথটা তাদের শৃঙ্খ্লায় বাঁধা,
অনন্ত সে পথে নেই কোন ধাঁধা।
সোজা কিংবা বাঁকা যেভাবেই চলুক,
ডানে কিংবা বাঁয়ে যেদিকেই হেলুক,
সে শৃঙ্খ্লায় নেই সামান্যতম ফাঁকি!

সমান্তরাল বা প্যারালাল
চলে দিনে রাতে সকাল বিকাল,
একে অপরের সাথী হয়ে চিরন্তন,
সংস্পর্শহীন বয়ে যায় তাদের জীবন।

ঢাকা
২৬ অগাস্ট ২০২০

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: অন্তমিল ছাড়া আরও সুন্দর করা যায় না কবি দা

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: একবার একটা কিছু লিখে ফেললে সেটা বদলাতে ইচ্ছে করে না, কেবল বানান ভুল, ব্যাকরণগত ভুল কিংবা তথ্যগত কোন ভুল থাকলে সেটা সম্পাদনা করে নেই। কবিতা লেখার সময় লাইনগুলো যেভাবে মনে আসে, আমি সাধারণতঃ সেভাবেই লিখে ফেলি। এটাও সেভাবেই লিখেছি। ভবিষ্যতে যদি আরও সুন্দর করার প্রয়োজন বোধ করি, তবে তা যথাসময়ে করবো ইন শা আল্লাহ।
পরামর্শের জন্য ধন্যবাদ।

২| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

৪| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা। কবিতার ভাষা অতি মনোরম।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২২

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও অতি মনোমুগ্ধকর। অনেক ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্য ভালো লেগেছে।
শেষ লাইনে সংস্পর্শ হীনটা যদি না থাকতো তাহলে হয়তো আমার ভাবনায় এরকম হত, দুটি প্রাণ যখন সমান্তরালভাবে জীবন নৌকার সারথি হয় অভিন্ন হৃদয়ে ...
শুভেচ্ছা স্যার আপনাকে।

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: শেষ লাইনটাতে যাই থাক, আপনার অসম্পূর্ণ ভাবনাটা সম্পূর্ণ করলেই পারতেন। কিংবা এটা নিয়ে হয়তো একটা আলাদা গল্পই লিখে ফেলতে পারেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা....

৬| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: ভাইয়া
এটা কি রেইললাইন দেখে দেখেই লিখেছিলে!!!

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: একেবারে ঠিক ধরেছেন আপনি। তাই তো আপনার মন্তব্যে মুগ্ধ হয়ে রেল লাইনের ছবিটি জুড়েই দিলাম কবিতার সাথে। :)
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....

৭| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


পথ রয়ে যায় সমান্তরাল, পথচারীরা মিশে যায় জনস্রোতে।

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

খায়রুল আহসান বলেছেন: পথ রয়ে যায় সমান্তরাল, পথচারীরা মিশে যায় জনস্রোতে -- সুন্দর কথা বলেছেন। ভাল লেগেছে।

৮| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

জোবাইর বলেছেন: ভাইজান, কবিতা কম বুঝি। তারপরেও আপনার সহজ-সরল ভাষায় লেখা কবিতাটি পড়ে যা বুঝলাম:
খুব কাছেও নয় আবার খুব দূরেও নয় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাটা নেতিবাচক কিছু নয়। সংস্পর্শ ছাড়াও একজন আরেকজনের চিরন্তন সাথী হতে পারে।

গানের ভাষায় যদি বলি:
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল

কন্ঠ : দিলরুবা খান কথা : নজরুল ইসলাম বাবু

প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাক না
মিললেই যে ফুরিয়ে যাবে,

কথা ও কন্ঠ: আজম খান

চমৎকার কবিতায় আমার পক্ষ থেকে চার নম্বর প্লাস!

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: গানের কথাগুলো উদ্ধৃত করার জন্য ধন্যবাদ। মন্তব্যের কথাগুলোও ভারি সুন্দর বলেছেন, মন্তব্যে প্লাস +।
আর চার নম্বর প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

৯| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: পড়লাম স্যার। অনন্তকাল সমান্তরাল পথ চলতে থাকাটা কি কেবল সেই রেললাইন দুটির ব্যাপারেই সীমাবদ্ধ, নাকি অনেক মানবীয় সম্পর্কের ক্ষেত্রেও এমনটাই ঘটে - এ ব্যাপারে চিন্তার দরোজা খোলা ছেড়ে দেয়াকেই এই কবিতার মূল মুন্সিয়ানার জায়গা বলে মনে হল। শুভকামনা আপনার জন্যে!

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৫

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত প্রখর আপনার পর্যবেক্ষণ শক্তি, খুব সহজেই আপনি একটা বক্তব্য গ্র্যাস্প করতে পারেন।
মন্তব্যে বিমুগ্ধ, এবং কবিতায় দেয়া প্লাসে অনুপ্রাণিত।

১০| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
নিরন্তর শুভকামনা রইলো।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....

১১| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কবিতা প্রথমে পড়ে আমার কাছে মানবীয় সম্পর্কের কথাই মনে হয়েছে, এখন মন্তব্য পড়ে রেললাইন এর কথা জানতে পারলাম। যাইহোক, ভালো লেগেছে।
প্রাঞ্জল ভাষা।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: প্রাঞ্জল ভাষা - ধন্যবাদ, প্রীত হ'লাম।
কবিতা পাঠ করে পাঠক নিজ বিবেচনায় এর অর্থ করে নেবেন, এটাই প্রত্যাশা।
প্লাসে অনুপ্রাণিত, ধন্যবাদ ও শুভেচ্ছা....

১২| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

সোহানাজোহা বলেছেন: আফসোস! মানুষের জীবন চলার পথ কখনো সমান্তরাল নয়। এই বন্ধুর পথ মানুষকে পাড়ি দিতে হচ্ছে হাজার হাজার বছর ধরে। কবিতা খুব ভালো হয়েছে। অভিনন্দন।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৩| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

সোহানাজোহা বলেছেন: মানুষের জীবনটা যদি আপনার কবিতার কথার মতো সমান্তরাল হতো তাহলে হয়তো মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। পৃথিবীতে এতো কষ্ট থাকতো না। ব্যাখ্যা করার মতো অনেক কিছু আছে আপনার কবিতাতে। ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: ব্যাখ্যা করার মতো অনেক কিছু আছে আপনার কবিতাতে - পুনঃমন্তব্যের জন্য আবারো অনেক ধন্যবাদ।

১৪| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪০

করুণাধারা বলেছেন: শেষ স্তবক বেশি ভালো লেগেছে!

সমান্তরালে চলতে চলতে কখনোই একবিন্দুতে মিলন হয়না... তবু আপনার কবিতা পড়তে পড়তে প্রিয় কবি আবুল হাসানের কবিতা মনে পড়ল:

যতদূরে থাকো ফের দেখা হবে। কেননা মানুষ
যদিও বিরহকামী, কিন্তু তার মিলনই মৌলিক।
মিলে যায় – পৃথিবী আকাশ আলো একদিন মেলে!

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৫| ২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩

রামিসা রোজা বলেছেন:
সমান্তরাল শব্দটা এখন অনেকটা আপেক্ষিক মনে হয়।
আপনার কবিতা সুন্দর এবং বহিঃপ্রকাশ দুটোর ব্যালেন্স সমানতরাল কিন্তু মানুষের মন বুঝি আর এমন হলো না।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কবিতা পাঠান্তে আপনার উপলব্ধি প্রকাশ করায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৬| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:

আমাদের কলেজ ছিলো জেলা শহরের রেল স্টেশন ও রেল লাইন ঘেষে। জীবনের বড় স্মৃতিময় একটি সময় রেল লাইন ধরে হেটেছি সমান্তরাল! অনেক স্বপ্ন দেখেছি এই সমান্তরাল পথ ধরে। কিছু স্বপ্ন পূরণ হয়েছে কিছু স্বপ্ন পূরণ হয়নি। যা পূরণ হয়নি তা কখনো হবার ছিলো না।

কবিতা ভালো লেগেছে, বলতে হবে বেশ ভালো লেগেছে। পথ চলার কবিতা গল্প উপন্যাস বরাবর আমার ভালো লাগে।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে, বলতে হবে বেশ ভালো লেগেছে - অনেক ধন্যবাদ আপনাকে, কবিতার প্রশংসার জন্য।
আপনার রেল লাইনের ছবিটা বেশী সুন্দর হয়েছে। এটা কি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছেন, নাকি আপনি তুলেছেন?
জীবনের বড় স্মৃতিময় একটি সময় রেল লাইন ধরে হেটেছি সমান্তরাল! অনেক স্বপ্ন দেখেছি এই সমান্তরাল পথ ধরে - আমাদের এই ব্লগেরই একজন ব্লগার, সাদা মনের মানুষ, এক সময় একটা সিরিজ লিখতেন রেললাইন ধরে পায়ে হেঁটে তার ভ্রমণের কাহিনী বর্ণনা করে। আপনিও হয়তো পড়ে থাকবেন তার এ সিরিজের দুই একটা লেখা।
কবিতায় দেয়া প্লাসে অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ।

১৭| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫২

রাকু হাসান বলেছেন:

কবিতা লেখার সময় লাইনগুলো যেভাবে মনে আসে, আমি সাধারণতঃ সেভাবেই লিখে ফেলি। --সুন্দর বলছেন । বেশি নিয়ম-নীতি হয়ত কবিতার পরিপুষ্টতায় সমস্যায় হয়।
কবিতা ভাল লেগেছে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা স্বতঃস্ফূর্তভাবে 'আসে'। বেশি নিয়ম-নীতি মেনে কবিতা লেখা যায় না।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৮| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




রেল লাইনের ছবিটি নেট থেকে নেওয়া। আমি ব্লগার সাদা মনের মানুষ এর লেখা পড়েছি - বেশ ভালো লিখেন তিনি। আরেকটি ব্যাপার জানার ছিলো - আপনি কি নতুন কোনো ভ্রমণ কাহিনী লিখছেন? আমি নিজেও অল্প বিস্তর ভ্রমণ কাহিনী লিখবো বলে ভাবছি। দেখা যাক আল্লাহ ভরসা। শুভ কামনা রইলো।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০০

খায়রুল আহসান বলেছেন: আপনি কি নতুন কোনো ভ্রমণ কাহিনী লিখছেন? - নতুন কোন ভ্রমণ কাহিনী লিখছি না। মেলবোর্ন ও নিউ যীল্যান্ড সফর নিয়ে একটা সিরিজ শুরু করেছিলাম, ওটাতেই থমকে আছি। পুনরায় শুরু করবো শীঘই, ইন শা আল্লাহ!

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:



কি অদ্ভুত ! পাশাপাশি চলা সমান্তরাল অনন্তকাল ।
কিন্তু কেউ কারো স্পর্শ পায়না ।

খুব সুন্দর কবিতাটা । মনের ভেতর নাড়া দিয়ে যায় ।

এই কবিতার পর এই গানটাই শুনতে ভালো লাগে ।





০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে এ্যাপ্রিশিয়েট করার জন্য ধন্যবাদ। সুন্দর গানটির জন্যেও।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা....

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

এ.এস বাশার বলেছেন: বাঃহ সুন্দর.....মানুষরা যদি এমন হত...........

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.