নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
(কৈফিয়ৎঃ পরিসংখ্যান নিয়ে একটু খেলা করতে ভালবাসি, সেজন্যই এ পোস্ট। তেমন কিছু না!)
আজ আরেকটু পরেই, আপনি যদি আমার ব্লগে আসেন, তবে আপনিই হতে পারেন আমার ব্লগের দুই লক্ষতম পাঠক! আপনি যেই হোন, দুই লক্ষতম পাঠক হিসেবে আপনাকে সুস্বাগতম আমার এ ব্লগপাতায়!
আজ থেকে ১৮৪৩ দিন আগে এই ব্লগে আমার প্রথম কবিতাটি পোস্ট করে আমার ব্লগিং যাত্রা শুরু করেছিলাম। এরই মধ্যে দুই লক্ষ বার আমার এ পাতাটি ক্লিক করা হয়েছে, বা হতে যাচ্ছে, সেটা ভাবতেই ভাল লাগছে। গড়ে প্রতিদিন ক্লিক হয়েছে প্রায় ১০৯ বার। আর এক লক্ষ থেকে দুই লক্ষে উন্নীত হতে সময় লেগেছে দুই বছর তিন মাস তিন দিন, গড়ে প্রতিদিন প্রায় ২২৫টি করে ক্লিক।
এখানে এমনও গুণী এবং জনপ্রিয় ব্লগার আছেন, যার ব্লগ পাতাটি সাড়ে সাত লক্ষাধিক বার দেখা হয়েছে। তিন চার লক্ষাধিক বার দেখা হয়েছে এমন ব্লগারের সংখ্যাও নেহায়েৎ কম নয়। সে তুলনায় আমার এ অর্জন অকিঞ্চিৎকর, এটাকে হয়তো শুধুমাত্র একটা প্রাথমিক মাইলফলক বলা যেতে পারে, ব্লগে সক্রিয়তার একটা নির্দেশক মাত্র।
আমার ব্লগের পাঠসংখ্যা একলক্ষের মাইলফলকটি স্পর্শ করেছিল ২০১৮ সালের ২৮ জুন তারিখে। এর মাঝে কখনো কখনো আমার লেখা থেমে গিয়েছিল, কখনো কখনো অবস্থানগত কারণে ব্লগে ঢোকাই হয় নাই। কিন্তু আবার লেখার ধারায় ফিরে এসেছি, আবার এখানকার কবি, লেখক, বিশ্লেষকদের লেখা পড়ে আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি। চেষ্টা করেছি যেসব লেখা পড়েছি, সেগুলোতে নিজেরও কিছু কথা রেখে আসার জন্য। যারা এখানে অনেক পুরনো, তাদের অনেকের অনেক ভাল ভাল পুরনো পোস্ট খুঁজে বের করে পড়েছি। নোটিফিকেশন বিভ্রাটের কারণে তাদের অনেকে এ কথা হয়তো জানতেও পারেন নি, হয়তো আমার মন্তব্যগুলো আর কোনদিনও তাদের চোখে পড়বে না, তবুও আমি সন্তুষ্ট যে আমি তাদের ভাল লেখাগুলো পড়ে আমার ভাবনাগুলো তাদের লেখায় রেখে আসতে পেরেছি। পুরনোদের মধ্যে যারা এখনও এ ব্লগে সক্রিয় আছেন, আমি মাঝে মাঝে তাদের চলতি লেখায় গিয়ে তাদেরকে জানিয়ে এসেছি তাদের পুরনো লেখায় আমার মন্তব্যের কথা। কেউ কেউ সেগুলো পড়েছেন এবং ফিরতি প্রতিমন্তব্য করেছেন, কেউ কেউ করেন নি। আবার তারা যে ফিরতি প্রতিমন্তব্য করেছেন, সে কথাটাও আমি সময়মত হয়তো জানতে পারিনি ঐ নোটিফিকেশন বিভ্রাটের কারণেই, নিজে তাদের লেখায় গিয়ে চেক না করা পর্যন্ত।
যাহোক, এই সুযোগে যারা এ যাবত আমার ব্লগ পাতাটি অন্ততঃ একবারের জন্য হলেও দেখে গেছেন- কোন লেখা না পড়েও বা কোন লেখা পড়ে মন্তব্য না করে হলেও, তাদেরকে আমার এ ব্লগপাতায় পদার্পণের জন্য আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার এ ব্লগের লেখা পড়ে এবং মন্তব্য করে আমাকে নিরন্তর উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে গেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি।
সবাই ভাল থাকুন, সুস্বাস্থ্যে, সপরিবারে, সব সময়ে---
(স্বীকারোক্তিঃ এ পোস্টের অনেকাংশই আমার ব্লগের ক্লিকসংখ্যা ‘লক্ষতম’ মাইলফলক স্পর্শ করার সময় লিখিত পোস্টটি ঈষৎ সম্পাদনা করে নেয়া হয়েছে। যারা সে সময় আমার সে পোস্টটি পড়েছিলেন, তাদের কাছে এটা দ্বিরুক্তি মনে হলে ক্ষমাপ্রার্থী)
ঢাকা
০১ অক্টোবর ২০২০
শব্দসংখ্যাঃ ৪৪১
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: এখনও স্ক্রীনে ১৯৯৯৯৪ বার দেখাচ্ছে।
"ব্লগটি ২০০০০০ বার দেখা হয়েছে", এই মর্মে যিনি একটি স্ক্রীনশট দিতে পারবেন, কিংবা এর পরের নিকটতম সংখ্যাটির, তাকেই আমি দুই লক্ষতম পাঠক হিসেবে ধরে নেব।
২| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি এক জন রুচিশীল ভদ্রলোক।
আপনার লেখাও সুন্দর।
আপনার লেখা পড়ে বই এর মজা পাওয়া যায়।
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এমন উদার এবং মার্জিত প্রশংসার জন্য।
শুভকামনা....
৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫
মনিরা সুলতানা বলেছেন: কততম হয়েছি বুঝতে পারছি না, তবে ব্লগের হিট বা ক্লিক সংখ্যা দুই লক্ষতম মাইলফলক স্পর্শ করার জন্য অভিনন্দন !
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: অপেক্ষা করুন, একটু পরেই ঠিক বুঝতে না পারলেও অন্ততঃ আন্দাজ করতে পারবেন।
৪| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
দুই লক্ষতম অতিক্রম করার জন্য অভিনন্দন !
আমার টা - ২,৬,৩৪৯
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: আপনারটা ২৬৭৩৪৯ বার দেখা হয়েছে।
আমার বহু বহু আগেই এ মাইলফলক অতিক্রম করে যাবার জন্য আপনাকেও অভিনন্দন!
৫| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ব্লগটি ৫৬৫৬৩৬ বার দেখা হয়েছে !
ম্যাথমেটিক্যল ইরর নয়তো!!
আপনাকে অভিনন্দন
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: "ম্যাথমেটিক্যল ইরর" হতে যাবে কেন? আপনি এ ব্লগের একজন অন্যতম সক্রিয় ব্লগার। আপনারটা সঠিক ভাবেই ৫৬৫৬৩৬ দেখা হয়েছে।
৬| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৫১
ঢুকিচেপা বলেছেন: নাহ্ অনেক চেষ্টা করেও বাড়ানো গেল না। মনে হয় জট লেগে গেছে।
৪৪ বার পঠিত এবং ৫টি মন্তব্য এবং ৪টি উত্তরের পরেও একি অবস্থা।
তবে প্রথম স্ক্রীন সট বোধহয় আমার
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: "তবে প্রথম স্ক্রীন সট বোধহয় আমার" - তা ঠিক, তবে বিবেচনার জন্য ২০০০০০তম বা এর পরের নিকটতম নম্বরটি গ্রহণযোগ্য।
৭| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৫৪
আনমোনা বলেছেন: ২০০০৬৫ তম
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: যাক, পাওয়া গেল তবে এবারে!
এই ৬৫ জনের সবাই আপনারা আমার কাছে "দুই লক্ষতম" পাঠক হিসেবে বিবেচ্য।
৮| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৩
আনমোনা বলেছেন:
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ঠিক আছে। ২০০০০০ এর পরবর্তী নিকটতম সংখ্যার স্ক্রীনশটটি আপনার কাছ থেকেই প্রথম পাওয়া গেল।
৯| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৩
দয়িতা সরকার বলেছেন: অভিনন্দন !!!! আমি ২০০০৬৬ তম । অনেক বার ট্রাই করেও হতে পারলাম না।
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:২০
খায়রুল আহসান বলেছেন: অনেক বার ট্রাই করেও হতে পারলাম না - কোন ব্যাপার না। পরিসংখ্যানটি একটি নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হয়। সে কারণেই সংখ্যাটি ১৯৯৯৯৪এ অনেকক্ষণ ধরে আটকে ছিল। পরবর্তী চেঞ্জের আগেই ৭১ বার ক্লিক হয়েছিল।
১০| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
অভিনন্দন।
তবে মিষ্টি কই?
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এর জন্য ধন্যবাদ।
তবে মিষ্টি কই? - ওসবের পদ্ধতিটা এখনো শিখিনি যে!
১১| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:২৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনাকে আন্তরিক অভিনন্দন।আরো অসংখ্য দিন ব্লগে আপনার পদচারণা থাকুক। আপনার জন্য শুভকামনা রইলো।
০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এ শুভকামনার জন্য। আপনার পদচারণাও অব্যাহত থাকুক, মুখরিত রাখুক এ ব্লগকে অনেক বছর পর্যন্ত।
১২| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:৩৯
মা.হাসান বলেছেন: ব্লগের ভিউ সংখ্যা রিয়েল টাইমে আপডেট হয় না, কিছুক্ষন পর পর হয় (কতক্ষন পর মডারেটরই বলতে পারবেন। আমার ধারণা ৩০ মিনিট পর পর)। এজন্য ঠিক ২০০০০০ বার দেখতে পাওয়াটা কাকতাল না হলে হবে না।
একজন ব্যবসায়ী বিষন্ন মুখে বসে আছে দেখে তার বন্ধু জিজ্ঞাসা করলো মন খারাপের কারন কি। ব্যবসায়ী বললো -ব্যবসার অবস্থা ভালো না।
-কেমন ভালো না?
-পরশু সারা দিন এক জোড়া জুতা বেচছিলাম। কালকে সারাদিন কোনো বিক্রি হয় নাই। আজকের অবস্থা আরো খারাপ।
-আরো খারাপ কেমনে হয়?
-পরশু যেটা বেচছিলাম আজ সেটা ফেরৎ আসছে।
ইউটিউবে লাইক ফেরৎ দেবার মতো ব্লগে ভিউ ফেরৎ দেবার ব্যবস্থা থাকলে আমার মতো গ্যাঞ্জামবাজের পোস্টে অনেক আগেই নেগেটিভ ভিউ থাকতো মনে করি।
দু লক্ষের মাইল ফলক পার হওয়ায় অনেক অভিনন্দন।
০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: এজন্য ঠিক ২০০০০০ বার দেখতে পাওয়াটা কাকতাল না হলে হবে না - ঠিক বলেছেন। তাল গাছে কোন কাক বসেনি, তাই কেউ দেখতেও পারেনি সে সংখ্যাটা। সবার চেষ্টার ফলে ব্যবধানটা শুধু বেড়েই গেছে!
আগে এ ব্লগেও 'লাইক ফেরৎ দেবার' অর্থাৎ নেগেটিভ লাইক (ডিসলাইক) দেবার ব্যবস্থা ছিল বলে শুনেছি। পরে তা প্রত্যাহার করা হয়েছে, নিশ্চয়ই কোন কারণে ( পড়ুন 'আমার মতো গ্যাঞ্জামবাজদের কারণে'! তবে ভিউ ফেরৎ দেবার ব্যবস্থা কোন কালেই ছিলনা বলে মনে হয়।
গল্পটা বেশ মজার ছিল! +
অভিনন্দনে অনুপ্রাণিত।
১৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:৫১
কবিতা পড়ার প্রহর বলেছেন: খুবই মজার খেলা। কিন্তু অংক দেখলেই আমার ভয় লাগে।
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১২
খায়রুল আহসান বলেছেন: হায় হায়, এখানে অংক কোথায় দেখতে পেলেন? সবই তো খেলাচ্ছলে কিছু সংখ্যা নিয়ে খেলা!
আচ্ছা, অংকের কথা যখন বললেনই, তখন একটা অতি সহজ অংকই করতে দেইঃ
৬ এবং ৮ নম্বরের স্ক্রীনশট দু'টিতে যে সংখ্যা দুটোকে দেখাচ্ছে, অর্থাৎ ১৯৯৯৯৪ এবং ২০০০৬৫, এ সংখ্যা দুটোকে কথায় লিখুন! পারবেন?
১৪| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:৪৩
নেওয়াজ আলি বলেছেন: আপনি একজন ভদ্র নম্র ও রুচিবান মানুষ । আপনার সুস্থতা কামনা করি
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১
খায়রুল আহসান বলেছেন: আপনার শিক্ষা দীক্ষা, দৃষ্টি বোধশক্তি পরিচ্ছন্ন বলেই আপনি মানুষের ভালটা দেখতে পান। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
১৫| ০২ রা অক্টোবর, ২০২০ ভোর ৬:৪৩
অধীতি বলেছেন: আরো দীর্ঘায়িত হোক আপনার ব্লগ যাত্রা। শুভ কামনা।
০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ শুভকামনার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা---
১৬| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: আপনার ব্লগটি ২০০২২২ বার দেখা হয়েছে
যাহোক অভিনন্দন প্রিয় ব্লগার।শুভকামনা রইলো।
০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এর জন্য ধন্যবাদ। পোস্টে আসায় প্রীত হয়েছি।
১৭| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি ২০০২৪০ তম ভিউয়ার
মাইলফলক ছোঁয়া ব্লগার হতে না পারার দু:খটা রয়েই গেল
অভিনন্দন মাইলফলক ছোঁয়ায়
আপনার পুরানো পোষ্ট খূঁজে খুঁজে পড়ার বিষয়টা আমার দারুন লাগে।
যদিও নোটিফিকেশন সমস্যায় অনেকেই হয়তো জানতেই পারেননা বিষয়টি, এটাও দু:খজনক।
একটা দারুন মন্তব্য অনেক বেশি অনুপ্রেরনার উৎস
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
শুভেচ্ছা অন্তহীন
০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: যদিও নোটিফিকেশন সমস্যায় অনেকেই হয়তো জানতেই পারেননা বিষয়টি - আমি অবশ্য এটা নিয়ে ভাবি না। আমি একটা লেখা পড়ে আমার মনের কথাগুলো লিখে দিয়ে আসি, ভাল লাগলে প্রশংসা করি। আমার সে কথা যদি লেখক কোনদিন দেখেন, এবং তা দেখে আমাকে জানার ইচ্ছে হয়, তবে তিনিও আমার লেখা খুঁজে বের করবেন, যেমন আমি তারটা করেছি। আমার এখানে পাঁচ শতাধিক পোস্ট আছে, তার মধ্যে অন্ততঃ কয়েকটা কোন পাঠকের ভাল লাগলেও লাগতে পারে। আমার লেখা কারো ভাল লেগেছে, এ কথা জানতে পারলে আর সবার মতই আমিও খুশি হই।
মাইলফলক কোন ব্যাপার নয়। আপনি এখানে এসেছেন, যেমন সবসময় আসেন-এতেই আমি খুশি হয়েছি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
১৮| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩২
জাহিদ হাসান বলেছেন: ৩০০ টাকার এনার্জি বাল্ব পাচ্ছেন মাত্র ১০০ টাকায়
এই মার্কা শিরোনামের পোস্ট
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১
খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
২০| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন রইলো, স্যার। আপনি "সামহোয়ারইন" ব্লগের একজন সম্মানিত লেখক। আপনার লেখাগুলো সব সময় মনোযোগ দিয়ে পড়ি। ভালো লাগে। শিক্ষনীয়। আপনার সুচিন্তিত কমেন্টগুলো আমাকে অনুপ্রেরণা যোগায়। আমার পোস্টে এসে চমৎকার সব কমেন্ট করে সবসময় অনুপ্রেরণা দেন। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর, প্রেরণাদায়ক মন্তব্য এখানে রেখে যাবার জন্য, এবং সেই সাথে পোস্টে 'লাইক' দিয়ে উৎসাহিত করার জন্য।
ভাল থাকুন, শুভকামনা....
২১| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩১
সাহাদাত উদরাজী বলেছেন: অভিনন্দন। আনন্দে কাটুক সময়।
লিখে মানুষের ভালবাসা পাওয়া আমার কাছেও সেরা আনন্দ মনে হয়।
০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এর জন্য ধন্যবাদ। পোস্টে আসায় প্রীত হয়েছি।
লিখে মানুষের ভালবাসা পাওয়া আমার কাছেও সেরা আনন্দ মনে হয় - নিসন্দেহে এটা অন্যতম সেরা আনন্দ।
ভাল থাকুন, শুভকামনা....
২২| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: বলতে ভুলে গেছি আমি আপনার এই সময়ে ২০০২৮২তম পাঠক ছিলাম!
০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: ২০০২৮২তম পাঠক হিসেবে আপনাকে স্বাগতম! আশাকরি, আপনাকে নিয়মিত সাথে পাবো।
২৩| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: সম্ভবত আমার সিরিয়াল 2 লক্ষ 312।
অভিনন্দন ও শুভেচ্ছা স্যার আপনাকে। আপনার বর্ণময় ব্লগিং জীবন হয়ে উঠুক আমাদের আগামীর অনুপ্রেরণা।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: সিরিয়াল নম্বরের 'রাউন্ড ফিগার'টাকে কেউ ধরতে পারেন নি, তাই আপনিও কোন কিছুই মিস করেন নি। এখন আর সিরিয়াল নম্বর টা মোটেই কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়।
"আপনার বর্ণময় ব্লগিং জীবন হয়ে উঠুক আমাদের আগামীর অনুপ্রেরণা" - অনেক ধন্যবাদ, আপনার এ উষ্ণ শুভকামনার জন্য। আপনার সৌজন্য ও বিনয়কে অনুকরণীয় মনে করি।
ভাল থাকুন, শুভকামনা....
২৪| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯
সাজিদ উল হক আবির বলেছেন: অভিনন্দন স্যার। পরিসংখ্যান প্রমাণ করে যে মানুষ ভালোবেসে আপনার ব্লগে ফিরে এসেছে বারবার, এটা কোন ছোটখাটো প্রাপ্তি নয়। আন্তরিক শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: পরিসংখ্যান প্রমাণ করে যে মানুষ ভালোবেসে আপনার ব্লগে ফিরে এসেছে বারবার, এটা কোন ছোটখাটো প্রাপ্তি নয় - অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এ উদার মূল্যায়নে। আপনার জন্যেও আন্তরিক শুভকামনা...
২৫| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬
রামিসা রোজা বলেছেন:
অভিনন্দন আপনাকে ।
আমি মনে হয় এই কুইজে একটু দেরি করে ফেললাম।
আপনার এই কুইজে একটি কথা না বললেই নয় তা হলো
ব্লগীয় লেখালেখির উপর মনোযোগ এবং আমাদের প্রতি
ভালোবাসা । শুভ কামনা সহ ধন্যবাদ ।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: আমি মনে হয় এই কুইজে একটু দেরি করে ফেললাম - না, তেমন কোন দেরি হয় নাই, আর সঠিক ২০০০০০ সংখ্যাটিকে কেউ দেখতে বা দেখাতেও পারে নাই। সুতরাং, এটা কোন ব্যাপার না।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
২৬| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৩৭
নতুন নকিব বলেছেন:
এই সংখ্যা লক্ষ পেরিয়ে কোটির ঘরে পৌঁছে যাক আপনার ছায়া সুনিবিড় বৈচিত্র্যময় ব্লগ কুটিরে ঘুরতে আসা অগণন মানুষের ভালোবাসা আর গভীর হৃদ্যতায়। আপনাকে দীর্ঘজীবী করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আপনার এই 'খেলা' আমার ভীষণ পছন্দের।
শুভকামনা এবং কল্যাণের দুআ নিরন্তর।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: আপনার এই 'খেলা' আমার ভীষণ পছন্দের - ধন্যবাদ, জেনে প্রীত হ'লাম।
দুআ, শুভকামনা এবং প্লাসেও প্রীত এবং অনুপ্রাণিত।
২৭| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৪৯
রাকু হাসান বলেছেন:
অনেক স্যার,অভিনন্দনস্যার।ব্লগের ভদ্রলোক আপনি।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: পোস্টে আসায় প্রীত হয়েছি, মন্তব্যে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা....।
২৮| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৩
সোহানী বলেছেন: অভিনন্দন!
আমি এ লিখার ৪০১ তম পাঠক হিসেবে প্রবেশ করেছি । সংখ্যাটা খেয়াল করলাম।
১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: সংখ্যাটা খেয়াল করলাম - ৪০১ তম পাঠক হিসেবে আপনাকেও স্বাগতম, অভিনন্দন এবং ধন্যবাদ!
আসলে এটা ছিল নিছক একটা পরিসংখ্যানের খেলা। এসেছেন, খুশি হয়েছি- যততম পাঠকই হোন না কেন!
ভাল থাকুন সপরিবারে সুস্বাস্থ্যে। টরন্টোতে করোনার দ্বিতীয় তরঙ্গ কি আঘাত হেনেছে?
২৯| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪১
জাফরুল মবীন বলেছেন: আফসোস! ৭৫৪ জনের পিছনে পড়ে গেলাম!
অভিনন্দন ২০০০০০+ ব্লগ ভিউড হওয়ার জন্য।
মিষ্টি খাওয়ান :-)
১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: আফসোস! ৭৫৪ জনের পিছনে পড়ে গেলাম! - ওটা কিছু নয়। আপনার অমূল্য এবং জনহিতকর পোস্ট, ব্লগারদের সাথে অত্যন্ত সৌহার্দ ও সৌজন্যমূলক মিথষ্ক্রিয়া এবং সহৃদয়তার কারণে আপনি কখনোই পেছনে পড়বেন না। ব্লগে যতদিন থাকবেন, সামনের কাতারেই থাকবেন।
ভার্চুয়াল খাওয়া দাওয়ায় বিশ্বাসী নই। যদি কোনদিন সাক্ষাৎ ঘটে, তবে ইন শা আল্লাহ অবশ্যই মিষ্টি খাওয়া হবে।
ভাল থাকুন, শুভকামনা!
৩০| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: অভিনন্দন জানাই।
১২ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই, পোস্টে এসে মন্তব্য করে যাবার জন্য।
ভাল থাকুন, শুভকামনা....
৩১| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
জাহিদ অনিক বলেছেন: দুই লক্ষতম পাঠক নিশ্চয়ই হতে পারি নি। তবে আমি আপনার লেখা গল্প, কবিতার পাঠক।
অনেকদিন পরে ব্লগে এসে আপনার বেশ কিছু মন্তব্য দেখতে পেয়ে বেশ আপ্লুত হয়েছি প্রিয় কবি। তাই সরাসরি আপনার ব্লগেই চলে এসেছি।
আপনি ঠিকই ধরেছেন, পেশাগত জীবনে স্থিতি পেতেই ব্লগ থেকে একটু দূরে আছি। এমনিতে সবকিছু মিলিয়ে ভালো আছি। আশাকরি আপনিও বেশ ভালো আছেন।
শুভ সন্ধ্যা শ্রদ্ধেয় কবি।
২৭ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: "আপনি ঠিকই ধরেছেন, পেশাগত জীবনে স্থিতি পেতেই ব্লগ থেকে একটু দূরে আছি। এমনিতে সবকিছু মিলিয়ে ভালো আছি" - যাক অনেকটা স্বস্তি পেলাম একথা জেনে। বয়স নির্বিশেষে বহু প্রিয়জন এবং তাদের ছেলে/মেয়ে/স্পাউসদের চিরপ্রস্থানের বার্তা এখন প্রায় নিত্যদিন পাচ্ছি, রোগ-ব্যাধি, মহামারী, অপঘাত, দুর্ঘটনা, ইত্যাদিতে।
দুই লক্ষতম পাঠক নিশ্চয়ই হতে পারি নি - যততমই হন না কেন, আপনি আমার ব্লগে সবসময় একজন কাঙ্খিত পাঠক।
মন্তব্যে এবং প্লাসে অনেক আশ্বস্ত এবং অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা----
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি !
ভালো তো।