নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৩



ফাগুন আসার ক’দিন আগে থেকেই
অহর্নিশি কোকিলের কুহুতান শুনি,
উদাসী ঘুঘুর নিরন্তর ডাক, আর শুনি-
প্রফুল্ল পায়রা দলের বাকবাকুম ধ্বনি।

ব্যালকনিতে দাঁড়ালেই দেখি বর্ণিল গাঁদা,
সূর্যমুখি, চন্দ্রমল্লিকা আর সিলভিয়া,
পুষ্পিত ডালিয়া জিনিয়ার সুস্মিত হাসি,
প্রজাপতিদের উড়ে আসা হাওয়ায় ভাসি’।

তবুও বসন্ত নিয়ে আমার বাড়াবাড়ি নেই।
ষড়ঋতুর ছবি আছে হৃদয়পটে আঁকা।
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আর শীত বসন্ত,
প্রতিটি ঋতুর ভিন্ন সুষমা অনিন্দ্য, অনন্ত।

ঢাকা
০২ ফাল্গুন ১৪২৭
১৫ ফেব্রুয়ারী ২০২১

(কৃতজ্ঞতা স্বীকারঃ শিরোনামের স্নিগ্ধ গোলাপের ছবিটি ঢুকিচেপা এর সৌজন্যে পাওয়া, তার মন্তব্য থেকে কপি-পেস্ট করে শিরোনামে বসিয়েছি। ছবিটি ব্লগার ঢুকিচেপা গত ১৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখে তুলেছেন বলে ৩৬ নং মন্তব্যে জানিয়েছেন)


অনন্যা/অপরাহ্ন ৪ঃ৫২, পহেলা ফাল্গুন ১৪২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২১

সুস্মিতা পুষ্পিতা/ অপরাহ্ন ৪ঃ৫৩, পহেলা ফাল্গুন ১৪২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২১


ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো..... সকাল ১০ঃ৪৩, ০২ ফাল্গুন ১৪২৭, ১৫ ফেব্রুয়ারী ২০২১


মন প্রফুল্ল করে দেয়া পুষ্পের হাসি/সকাল ১০ঃ৪৪, ০২ ফাল্গুন ১৪২৭, ১৫ ফেব্রুয়ারী ২০২১

মন্তব্য ৭৯ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছন্দে বসন্তের আগমনীতে আনন্দ পেলাম।
প্রথম স্তবকে "উদাসী ঘুঘুর নিরন্তর ডাক" নিরন্তর শব্দটি চেক করার অনুরোধ রইলো।

বাসন্তিক শুভেচ্ছা স্যার আপনাকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: 'নিরন্তর' শব্দটির বানান ঠিক করে দিয়েছি। ভুল ধরিয়ে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
বসন্তের শুভেচ্ছা!!!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: অনেক সুন্দর প্রকাশ, শুভ কামনা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার শুভকামনা এবং প্রেরণাদায়ক প্লাসের জন্য।
আপনার কয়েকটি পোস্টে কিছু মন্তব্য রেখে এসেছিলাম।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫

রোকনুজ্জামান খান বলেছেন: মনের আকাশে জমেছিল নীল মেঘ, চমৎকার লেখনি আর ফুলেদের হাসি দেখে সাদা হয়ে গেল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: "মনের আকাশে জমেছিল নীল মেঘ, চমৎকার লেখনি আর ফুলেদের হাসি দেখে সাদা হয়ে গেল" - খুবই চমৎকার বলেছেন, আমার জন্য অনেক প্রেরণাদায়ক আপনার এ কথাটা।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯

ফয়সাল রকি বলেছেন: ছবি আর ছন্দ মিলে মিশে একাকার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: "ছবি আর ছন্দ মিলে মিশে একাকার" - অনেক ধন্যবাদ, ছবি আর ছন্দ এর এমন উদার প্রশংসার জন্য।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

নজসু বলেছেন:


ফাগুনের শুভেচ্ছা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি ফাগুনের উষ্ণ শুভেচ্ছা।
ভাল থাকুন, শুভকামনা....

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

জুন বলেছেন: একটি বিশেষ দিনকে ভেবে ভালোলাগার ধাত আমারও নেই খায়রুল আহসান । আমার কাছে প্রতিটি দিনই সুন্দর, প্রতিটি ক্ষনই সুন্দর , প্রতিটি চলে যাওয়া মুহুর্তই সুন্দর , প্রতিটি আগমনী দিনও যেন তেমনি সুন্দর হোক সেই প্রত্যাশা করি । রাস্তার পাশের একটা বুনো ফুল আমাকে আকৃষ্ট করে, যেমন করে একটি নদী, তেমনি নীল সাগর ।
ভালোলাগা রইলো অনেক ।
+

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: শুধুমাত্র বিশেষ কোন দিনই নয়, বিশেষ একটি ঋতুকে নিয়েও মাতামাতি করার পক্ষপাতি আমি নই। বাংলার প্রতিটি ঋতু অপার বৈচিত্র ও স্বতন্ত্র সুষমা নিয়ে আবির্ভূত হয়। আমাদের উচিত, সেসব ঋতুবৈচিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রতিটির সৌন্দর্য পৃথকভাবে অবলোকন ও উপভোগ করা। যদিও বাংলার প্রকৃ্তি বসন্তে বর্ণিল হয়ে থাকে, অন্যান্য ঋতুর শোভা ও লাবণ্যও কম অপরূপ নয়।
ডঃ এম এ আলী ১৬ নং মন্তব্যে এসব ঋতুর কিছুটা বর্ণনা দিয়েছেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি। অশেষ ধন্যবাদ এবং বাসন্তী শুভেচ্ছা!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২২

ওমেরা বলেছেন: ছয় ঋতুরই আলাদা আলাদা সৌন্দর্য আছে , আছে আলাদা মুগ্ধতা। কোনটা নিয়েই বাড়াবাড়ি আমারও নেই ।
কবিতা ভালোলাগা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: "ছয় ঋতুরই আলাদা আলাদা সৌন্দর্য আছে , আছে আলাদা মুগ্ধতা। কোনটা নিয়েই বাড়াবাড়ি আমারও নেই" - বাহ, চমৎকার! আমার কথাটাই আপনিও স্পষ্ট করে বললেন, এজন্য ধন্যবাদ।
আগের প্রতিমন্তব্যটাতেই বলেছি, বাংলার প্রতিটি ঋতু অপার বৈচিত্র ও স্বতন্ত্র সুষমা নিয়ে আবির্ভূত হয়। আমাদের উচিত, সেসব ঋতুবৈচিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রতিটির সৌন্দর্য পৃথকভাবে অবলোকন ও উপভোগ করা। যদিও বাংলার প্রকৃতি বসন্তে বর্ণিল হয়ে থাকে, অন্যান্য ঋতুর শোভা ও লাবণ্যও কম অপরূপ নয়
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২

জহিরুল সরকার বলেছেন: "বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা।"

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: "দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি--
দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা"
- আপনি গানটার শুরুটা ধরিয়ে দিয়েছেন, আমি শেষটা।

মন্তব্য, 'লাইক' এবং অনুসরণ করার জন্য ধন্যবাদ।

আপনার প্রোফাইল পেইজ ভিজিট করে জানতে পারলাম, আপনি মাত্র ৩৯ মিনিট আগে এ ব্লগে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এ যাবত একটিমাত্র মন্তব্য করেছেন। তাই সহজেই অনুমেয়, আমার কবিতায় আপনার এ মন্তব্যটিই আপনার এ নিকের এ ব্লগে প্রথম মন্তব্য। সেদিক থেকে আপনার ছোট্ট এ মন্তব্যটি একটা মাইলফলক হয়ে রইলো।

ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। শুভ ও আনন্দদায়ক হোক আপনার এ ব্লগযাত্রা!

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২০

আখেনাটেন বলেছেন: গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আর শীত বসন্ত,
প্রতিটি ঋতুর ভিন্ন সুষমা অনিন্দ্য, অনন্ত।
-- দেশের প্রতিটি ঋতুই তার অপার মহিমা নিয়ে রূপ-রসে দেশবাসীকে মোহিত করে রেখেছে। এমন দেশটি আর কোথাও পাবো না.........নাকো..........কবি যথার্থই বলেছেন।

চমৎকার কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: দেশের প্রতিটি ঋতুই তার অপার মহিমা নিয়ে রূপ-রসে দেশবাসীকে মোহিত করে রেখেছে - জ্বী, আপনি ঠিকই বলেছেন। এটাই আমিও বলতে চেয়েছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। অনেক ধন্যবাদ এবং শুভকামনা---

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৮

জহিরুল সরকার বলেছেন: রেজওয়ানা চৌধুরী বন্যা'র কন্ঠে আমি গানটি প্রথম শুনেছি। রবি ঠাকুরের লিরিক্স মানেই অসাধারণ কিছু। সুন্দর প্রতিউত্তর দেবার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ; সেই সাথে রইল শুভকামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: রবি ঠাকুরের লিরিক্স মানেই অসাধারণ কিছু - যে সঙ্গীত শ্রোতাকে ভাবায়, সে সঙ্গীত শ্রোতার মনে ও স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়।
পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্যেও রইলো ফাগুনের শুভেচ্ছা।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,





আমার মতো বসন্ত নিয়ে আপনারও কোন বাড়াবাড়ি নেই দেখে আগেই কবিতাটিতে লাইক দিয়ে রেখেছি।
পরে মনে হলো, আরো কিছু থেকে গেলো বসন্তের সাথে সাথে ষড়ঋতু নিয়ে বলার। তাই নীচের ছড়াটির জন্ম ----

বসন্ত নিয়ে কেন শুধু বাড়াবাড়ি
কেবল ফোঁটে ফুল , দোলে নরনারী
অথচ সে তো ফুরোয় তাড়াতাড়ি।

গ্রীষ্ণকে নিয়ে কেন অহেতুক হেলা ফেলা
আর বর্ষার জলে যারা ভাসায় কাগজের ভেলা
তারা কি দেখেনা শরতের মেঘের মেলা !

হেমন্তের মাঠে ধানের সোনালী ছোঁয়া
শীতের ভাপা পিঠের গরম ধোঁয়া
এসব তবে কি যাবে কালের গর্ভে খোয়া .....................

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: বসন্ত ব্যতীত বাকি পাঁচটি ঋতু নিয়ে চমৎকার তিনটে ত্রিপদী স্তবক লিখেছেন। অনেক ধন্যবাদ। + +
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
কিন্তু ছবি গুলো আরো সুন্দর হতে পারতো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অবশ্যই ছবি গুলো আরো সুন্দর হতে পারতো, আর কবিতাটাও আরো ভাল হতে পারতো। কিন্তু কী করবো, ছবিগুলো যে আনাড়ি হাতে তোলা, আর কবিতাটাও একজন অকবি'র লেখা!
যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রতিটি মন্তব্য থেকেই তো উন্নতি সাধনের জন্য একজন কবি/লেখক কত কিছু জানতে পারেন!

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৪

কালো যাদুকর বলেছেন: ফুলের বাগানটি অনেক সুন্দর। বসন্তের একটা আলাদা ব্যাপার আছে না? এজন্যই মনে হয় ঋতুর "রাজা" বলা হয়। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: মনোহর ফুলেল ঋতু বসন্ত, আবহাওয়া আরামদায়ক, তাই হয়তো 'ঋতুরাজ'। তা হোক, এতে আমার আপত্তি নেই। সুন্দরকে সুন্দর বলতেই হবে। তবে শুধু এই একটি ঋতুতেই আমাদের যত প্রেম প্রীতি ভালবাসা, আনন্দ উচ্ছ্বাস সবকিছু উজাড় করে প্রকাশ করতে হবে, তা কিন্তু নয়। অন্যান্য ঋতুর অনন্য সৌন্দর্যও আমাদের মনকে প্রভাবিত করে সুন্দর কিছু সৃষ্টি করাক, এটাই চাওয়া। এক 'বর্ষা' নিয়েই তো কত কিছু লিখা যায়, ভাবা যায়, করা যায়!

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২০

কাছের-মানুষ বলেছেন: সুন্দর এবং সাবলীল কবিতা। আমার ভাল লাগা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ ছোট্ট বিশেষণদুটো আমাকে অনেক বড় প্রেরণা দিয়ে গেল! অনেক ধন্যবাদ। +

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রতিটি ঋতুর ভিন্ন সুষমা অনিন্দ্য, অনন্ত।
বাড়াবাড়ির কোনো সুযোগ আছে কি ?

কবিতায় ভালো লাগা। ++

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪০

খায়রুল আহসান বলেছেন: "বাড়াবাড়ির কোনো সুযোগ আছে কি ?" - না, নেই! :)
মন্তব্যে এবং প্লাসে দারুণ অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতায় মুগ্ধ। শেষ স্তবকে বলেছেন সঠিক কথা। আপনার মত আমিউ ষড়ঋতুকে নিয়ে ভাবলে খুঁজে পাই
মানব হৃদয়সহ পকৃতি ও প্রাণী জগতে ঋতু পরিবর্তনের আলাদা আলাদা প্রেমময়ী বৈশিষ্ট্য।

গ্রীষ্মে চারপাশ যখন খা খা করে, জলতেষ্টায় হৃদয় যখন ছটফট করে, গ্রীষ্মের খরতাপ যখন
আগুনের বান ছুড়ে দেয় প্রানীকূল এবং জীবকূলের প্রতি। তখনো বিরহী অনেকই বলে উঠে
চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, বৃষ্টিহীন এই দিনে তোমার বিরহে প্রান যায় যে পুড়ে।
বৃষ্টিহীনতাকে যদি স্নেহহীনতা বা প্রেমহীনতাকে বুঝি, তাহলে গ্রীষ্মের খড়তাপও হতে পারে
বিরহ উদযাপনের বা হৃদয়ের ব্যথাকে ব্যক্ত করার মাধ্যম।

গ্রীষ্মের পরে বর্ষা। প্রচন্ড রোদ খরা, শুষ্কতার পরেই প্রাণ জুড়ানো জলের ধারা। চারিদিকে সবুজ,
ভেজা বারিধারা। রুষ্ঠ, শুকিয়ে থাকা প্রকৃতি স্নান করে সেজে ওঠে নতুন রঙে। প্রথম বৃষ্টি
পেয়েই ময়ূর পেখম মেলে নাচতে শুরু করে।
ঠিক যেমন বিরহের পর এক চিলতে আশার বানী, প্রথম প্রেমের লক্ষণ।
প্রেমহীন দগ্ধ হৃদয়ে প্রাণেরর সঞ্চার। ভেলেন্টাইন ডে কি এর থেকেও বড় !
বর্ষার আগমনে কবি গুরুও বলেন পাগলা হাওয়ার বাদল দিনে,/ পাগল আমার মন জেগে ওঠে।

বর্ষা শেষে শরতের আগমনেও তিনি বলেন
“এসো শরতের অমল মহিমা/,এসো হে ধীরে।/ চিত্ত বিকশিবে চরণ ভীড়ে।” তারপর আসে হেমন্ত।
প্রকৃতির ভরা যৌবন। প্রকৃতি তখন রুপের মহিমায় প্রানবন্ত। ভরা পুর্নিমার রুপালী আলোয় স্নান
করে নেয়া ধরনী, ঠিক যেমন পূর্ণ যৌবনা নারী।

হেমন্তের পরেই শীত। প্রকৃতির আড়ষ্ঠতা আর পাতা ঝরার বেলা। তবে তারও আছে আলাদা
রং এবং রস। আলাদা রুপ। শীতের শেষে পাতা ঝরার ছন্দ, সে যেন নারী মনের এক আলাদা মেজাজ।

শীতকে নিয়েও কবিগুরু লেখেন দেহমনে শিহরন জাগানিয়া কবিতা -
“শীতের হাওয়ায় লাগল নাচন লাগল নাচন/আমলকির ঐ ডালে ডালে।/
পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে/ঝরিয়ে দিল তালে তালে।”


সবার শেষে আসে বসন্ত। বসন্ত মানে প্রেমের ভরা ঋতু । প্রকৃতি এবং নারীমন দুটোই যদি একই সত্বা হয়,
তাহলে সে প্রেমে মত্ত ওঠে এসময়। এ সময় নিজের অজান্তেই গুনগুনিয়ে গান গেয়ে ওঠে মন।
আর বিলক্ষন তখনও আনমনে ঠোঁটে চলে আসে রবী ঠাকুরের প্রকৃতি প্রেমের গান-
” আহা আজি এ বসন্তে/এতো ফুল ফোটে, এতো বাঁশি বাজে, এতে পাখি গায়।”
তাই ষড়ঋতুতে ঘেরা আমাদের প্রাত্যহিক জীবন আর প্রেম সর্বদাই অবিচ্ছেদ্য ,
সারা বছরই আমাদের কাছে সমান ।

কবিতাটি প্রিয়তে গেল

শুভেচ্ছা রইল

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: ষড়ঋতুর প্রত্যেকটিকে নিয়ে আলাদা আলাদা ভাবে কাব্যিক বর্ণনা দিয়েছেন, আপনার এ মন্তব্য তাই আমার এ কবিতাকেই সমৃদ্ধ করলো।
কবিতাটিকে "প্রিয়" তে তুলে নিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন, অশেষ ধন্যবাদ।
"তাই ষড়ঋতুতে ঘেরা আমাদের প্রাত্যহিক জীবন আর প্রেম সর্বদাই অবিচ্ছেদ্য , সারা বছরই আমাদের কাছে সমান" - আপনার মন্তব্যের শেষের এ কথাগুলোই আমার কবিতার মূল উপজীব্য বিষয়।
ভাল থাকুন, সুস্বাস্থ্যে, সপরিবারে। শুভকামনা---

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি কিছু সময়ের জন্য উৎসবে মেতে উঠে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি কিছু সময়ের জন্য উৎসবে মেতে উঠে - প্রকৃতির সন্তান হিসেবে আমরাও তার সাথে মেতে উঠি। এ সমীকরণ সরল।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

সোহানী বলেছেন: বসন্ত নিয়ে আমি বরাবরেই বাড়াবাড়ি করি। আমার অনেক পছন্দের একটি উৎসব হলো পহেলা ফাগুন। কিন্তু দেশের বাইরে এসে সব লাল হলুদ রং এখন সাদা হয়ে গেছে........হাহাহাহা

কবিতায় ভালোলাগা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: আমার অনেক পছন্দের একটি উৎসব হলো পহেলা ফাগুন - আমার মনে হয় বেশিরভাগ বাঙালি নরনারীর ক্ষেত্রেই এ কথাটা প্রযোজ্য। আমিও এর বিপক্ষে নই। শুধু এর সাথে সাথে অন্যান্য ঋতুবৈচিত্রের প্রতিও আমাদের ভালবাসা প্রকাশ করা এবং তা নিয়ে লেখালেখি করা উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

অজ্ঞ বালক বলেছেন: বাহ, কি সুন্দর সমাপ্তি। ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: আমি দেখেছি, অজ্ঞ বালক এর কাছ থেকে সচরাচর বিজ্ঞ মতামত পাওয়া যায়, তাই সর্বদা সেটা কাম্য! :)
কবিতার সমাপ্তিটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসের মাধ্যমে সে ভাল লাগা প্রকাশে অনুপ্রাণিত হয়েছি।
অনেক ধন্যবাদ এবং বসন্তের ফুলেল শুভেচ্ছা!

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

মপোতোস বলেছেন: আমার সব ঋতু নিয়ে কিছু পরিমাণে বাড়াবাড়ি আছে, আবার নাইও।

কবিতা এবং ছবিতা দুটোতেই +++।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: "আমার সব ঋতু নিয়ে কিছু পরিমাণে বাড়াবাড়ি আছে, আবার নাইও" - তাতে মোটেই কোন অসুবিধে নেই। মানুষের মন বলে কথা, কখন কোন ঋতু ভাল লাগবে তার আগাম কোন নিশ্চয়তা নেই।
কবিতা এবং ছবিতা দুটোতেই +++ দেয়ার জন্য ধন্যবাদ, যদিও প্লাসের তালিকায় এখনো নাম ওঠে নি! :)

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: পোস্টে আবার এলাম। মন্তব্য গুলো পড়তে। মন্তব্য আরো বেশী উপভোগ্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য আরো বেশী উপভোগ্য - জ্বী, আমিও অনেক সময় মন্তব্যকারীর নাম দেখে কোন পোস্টে প্রবেশ করি।
পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ও ছবি ভাললাগলেও শিরোনাম ভাললাগেনি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও ছবি ভাললাগলেও শিরোনাম ভাললাগেনি - তার পরেও মন্তব্যে এসে এ কথাটি জানিয়ে গেলেন, এজন্য ধন্যবাদ।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

করুণাধারা বলেছেন: আমার কাছে সব ঋতুই প্রিয়, শীত বাদে। বসন্তের আগমনে উৎসবে মেতে ওঠা আমার পছন্দ নয়। তবে কোকিলের ডাক শুনতে আর নতুন ফুল পাতার শোভা দেখতে ভালো লাগে...

আপনার পুষ্পের হাসি সত্যিই মন প্রফুল্ল করে দিল... ছবিগুলো খুব সুন্দর, ক্যাপসনগুলোও ভালো লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২১

খায়রুল আহসান বলেছেন: আমি জানি যে শীত আপনার জন্য একটি অকল্যাণকর ঋতু। শীত আপনাকে ব্লগেও অনেকদিন অনুপস্থিত রাখে।
"তবে কোকিলের ডাক শুনতে আর নতুন ফুল পাতার শোভা দেখতে ভালো লাগে..." - সেটা আমারও খুব ভাল লাগে এবং আমি তা প্রচুর শুনি ও দেখে থাকি।
"ছবিগুলো খুব সুন্দর, ক্যাপসনগুলোও ভালো লেগেছে" - অনেক ধন্যবাদ, ক্যাপশনের কথা আলাদাভাবে উল্লেখ করাতে তা আমারও অনেক ভাল লেগেছে। ছবি হোক কিংবা পোস্ট হোক, ক্যাপশনের ব্যাপারে আমি সবসময় যত্নবান থাকতে চেষ্টা করি। অন্যের ক্যাপশনের প্রতিও আমি খেয়াল রাখি এবং তা ভাল লাগলে লেখক/পোস্টদাতাকে জানিয়ে দেই। অনেক পোস্টের উপর আমার মন্তব্যে আপনি দেখবেন, ক্যাপশনের কথা আমি আলাদাভাবে উল্লেখ করেছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: বাড়াবাড়ি না থাকলেও আপনি প্রতিটি ঋতুর সৌন্দর্যের সমঝদার। এই বিষয়টি সুন্দরভাবে কবিতায় এসেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

খায়রুল আহসান বলেছেন: অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এ পর্যবেক্ষণে এবং প্রশংসায়। প্লাসটাও বাড়তি উৎসাহ যুগিয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

নীল আকাশ বলেছেন: বসন্ত নিয়ে কেন শুধু বাড়াবাড়ি
কেবল ফোঁটে ফুল , দোলে নরনারী
অথচ সে তো ফুরোয় তাড়াতাড়ি।

গ্রীষ্ণকে নিয়ে কেন অহেতুক হেলা ফেলা
আর বর্ষার জলে যারা ভাসায় কাগজের ভেলা
তারা কি দেখেনা শরতের মেঘের মেলা !

হেমন্তের মাঠে ধানের সোনালী ছোঁয়া
শীতের ভাপা পিঠের গরম ধোঁয়া
এসব তবে কি যাবে কালের গর্ভে খোয়া


@মাহমুদ ভাই, ছড়া বেশ পছন্দ হয়েছে। এটা আমি কপি করলাম। আপনার নাম সহ পোস্ট দেবো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এর মত আমিও প্রথমে ভেবেছিলাম, ক্রেডিট দিতে হয়তো আপনি ভুল নামের উল্লেখ করেছেন। পরে আপনার দেয়া লিঙ্ক ও মন্তব্য পড়ে বিষয়টা ক্লীয়ার হলো। সেটা দেখে নিশ্চয়ই আহমেদ জী এস সাহেবও আমার মতই খুশি হবেন।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

নীল আকাশ বলেছেন: লেখা এবং ছবির কম্বিনেশন ভাল লেগেছে।
ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: লেখা এবং ছবির কম্বিনেশন ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
প্লাসটাও বাড়তি উৎসাহ যুগিয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১

আহমেদ জী এস বলেছেন: @ নীল আকাশ
@ নীল আকাশ
@ নীল আকাশ



"এটা আমি কপি করলাম। আপনার নাম সহ পোস্ট দেবো।"

কারটা কপি করলেন ? কার নাম দেবেন ? :(
মাহমুদ ভাই না কি আহমেদ জী, এস ?
:((

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, ৩০ নং মন্তব্যে এর জবাব পেয়ে গেছেন।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:০৪

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
আপনিতো বাংলা সাহিত্যের তাবৎ কবিকুলের সাথে সংঘাত সৃষ্টি করে ফেললেন কবিতার বিদ্রোহী এই শিরোনাম দিয়ে । আলী ভাই যেমন বলেছেন কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "আহা আজি এ বসন্তে/এতো ফুল ফোটে, এতো বাঁশি বাজে, এতে পাখি গায়..." ।শুধু রবীন্দ্রনাথ কেন বাংলাভাষী সব কবিইতো বসন্ত বন্দনায় মাতোয়ারা । তবে আমি কিন্তু আপনার সাথে কোনো অমত করছি না --একদম একমত । আমি সুভাষ মুখোপাধ্যায়ের ভক্ত।তার কবিতাতেই আছে : ফুলকে দিয়ে/মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই/ফুলের ওপর কোনোদিনই আমার টান নেই। তাই বসন্তের ফুলের রূপ রস গন্ধ আমাকে আলাদা করে টানে না, সব ঋতুই একই রকম আমার কাছে; আপনি যেমন আরো কাব্যিক করে বললেন, "গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আর শীত বসন্ত,/প্রতিটি ঋতুর ভিন্ন সুষমা অনিন্দ্য, অনন্ত।" ষড়ঋতু বন্দনামূলক কবিতায় ভালোলাগা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: "ফুলকে দিয়ে/মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই/ফুলের ওপর কোনোদিনই আমার টান নেই" - চমৎকার এই উদ্ধৃতিটুকুর জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যে চমৎকৃত এবং অনুপ্রাণিত হ'লাম। প্লাসটাও বাড়তি উৎসাহ যুগিয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ এবং বসন্তের শুভেচ্ছা!

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৯

রামিসা রোজা বলেছেন:
সব ঋতুর নিজস্ব কিছু বৈচিত্র্য ধারা আছে , তাই
আমার কাছেও বসন্ত বা বিষন্নতা আলাদাভাবে চিহ্নিত করি
না । সবকটা ঋতু উপভোগ করি প্রকৃতির নিয়মে ।

কবিতা ও ফুলের ছবি ভালো লাগলো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: "সবকটা ঋতু উপভোগ করি প্রকৃতির নিয়মে" - সেটাই ভাল, সেটাই ঠিক।
কবিতা ও ফুলের ছবি ভালো লাগলো - অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: @আহমেদ জী এসঃ গুরুজী আপনার নাম।
এখানে দেখুন। দাওয়াত দিয়ে গেলাম। লিংক

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, @আহমেদ জী এস আপনার এ লিঙ্কটি দেখবেন।

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো পোস্ট

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা....

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সুন্দর কবিতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: বসন্ত নিয়ে আমার দারুন বাড়াবাড়ি আছে ভাইয়া।

যদিও শরতের আকাশ আর ঘুড়ি উড়ানো বিকেল
আর গ্রীস্মের ঝাঁ চকচকে উদাসী দুপুর আমার অনেক অনেক প্রিয়!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: বসন্ত নিয়ে আমার দারুন বাড়াবাড়ি আছে ভাইয়া - আমি জানি সেটা। আরও অনেকের আছে। তাতে কোন সমস্যা নেই আমার।
পরেরগুলোও আপনার প্রিয় জেনে প্রীত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাবনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবি সেলিম আনোয়ার, অনেক দিন পর আপনাকে আমার কোন লেখায় পেলাম। আশাকরি কুশলেই ছিলেন এবং আছেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা....

৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

ঢুকিচেপা বলেছেন: বসন্ত নিয়ে মনের ভাব প্রকাশ করে ছন্দের তালে ছয়টি ঋতুর নাম যুক্ত করেছেন, এটা আমার কাছে দারুণ লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এ ছোট্ট মন্তব্যটাও আমার কাছে দারুণ লেগেছে। কেননা, এ কথাটা বাকি ৩৪ জনের মধ্যে আর কেহ বলেন নাই। :)
চেষ্টা করছি, আপনার এ চমৎকার, স্নিগ্ধ গোলাপটার ছবি মন্তব্য থেকে কপি করে মূল পোস্টে সংযোজন করে দেব, সবাই যেন তা দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হতে পারে।
সর্বশেষ মন্তব্য এবং প্লাসটির জন্য (এ যাবত পাওয়া) অসংখ্য ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: পেরেছি। আপনার এ চমৎকার, ফুটন্ত গোলাপটির দৃষ্টিনন্দন ছবিটি কপি করে আমার পোস্টের ক্যাপশন ছবি হিসেবে ব্যবহার করেছি। এটা পোস্টের শীর্ষে খুব সুন্দর করে ফুটে আছে। আশাকরি, এতে আপনার অনুমতি থাকবে। :)

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮

ঢুকিচেপা বলেছেন: “ স্নিগ্ধ গোলাপটার ছবি মন্তব্য থেকে কপি করে মূল পোস্টে সংযোজন করে দেব, সবাই যেন তা দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হতে পারে।”

আপনার এই কবিতা পোস্ট দেয়ার পর কেন যেন মনে হয়েছিল ফুলসহ মন্তব্য করবো। ফুলের ছবি আমার কম্পিউটারেই ছিল কিন্তু বারবার মনে হচ্ছে নতুন ছবি তুলে দিতে। গত বৃহস্পতিবার (১৮/০২/২০২১) এই ফুলের ছবিটা তুলেছি।

“এটা পোস্টের শীর্ষে খুব সুন্দর করে ফুটে আছে।”
আপনার সুন্দর ছবি সরিয়ে আমার দেয়া ছবিকে যেভাবে মূল্যায়ন করেছেন মনে হচ্ছে ছবি নয় আমিই বসে আছি।

কৃতজ্ঞতা রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: নতুন একটা গোলাপের সুন্দর ছবি তুলে সেটাসহ মন্তব্য করার জন্য ধন্যবাদ। পুনঃমন্তব্যে সেটা ব্যাখ্যা করার জন্যেও।
মনে হচ্ছে ছবি নয় আমিই বসে আছি - বেশ তো! :)

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার লেখা পড়ি এবং কমেন্টও করি। ব্লগে অনুপস্থিত থাকার কারণে এমন হলো। শুভ কামনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: "আপনার লেখা পড়ি এবং কমেন্টও করি" - পুনরায় ফিরে এসে এ কথাটি জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
আপনার জন্যেও রইলো নিরন্তর শুভকামনা এবং মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন!

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

অন্তরন্তর বলেছেন: খুব সুন্দর লিখেছেন। জীবনের অনেকগুলো বছর বসন্ত ঋতু আসলেই আছে কিনা জানতেই পারলাম না কারণ এমন এক দেশে থাকি সেখানে আমার মতে শুধু গ্রীষ্ম আর শীতকাল যদিও তাদের বইয়ের হিসেবে চারটি ঋতু। শুভ কামনা নিরন্তর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে আপনাকে ব্লগে পেলাম। আশাকরি প্রবাসে ভাল আছেন, সুস্বাস্থ্যে আছেন।
ওসব দেশে শীত-গ্রীষ্মই প্রধান দুটো ঋতু; মাঝখানে ছোট ছোট আরও দুটো ঋতু ফাঁক ফোঁকর দিয়ে উঁকি দিয়ে যায়।
প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
আপনার পোস্টগুলোকে ড্রাফট থেকে অবমুক্ত করেন না কেন?

৩৯| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: ফাল্গুন আমাকে শৈশব কৈশোরে নিয়ে যায়, আমি সত্যিকারর রোদের ঘ্রাণ পাই।

ছন্দবন্ধতায় ভালোলাগা। ফুলের ছবি মন ভালো করে।

০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর মন্তব্য, খুব ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
অশেষ ধন্যবাদ এবং বাসন্তী শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.