নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সম্বোধনে ভালবাসা, হৃদয়ে ভালবাসা

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৯

আলতাফ সাহেব তার লেখার টেবিল ছেড়ে একটা দরকারি কাগজ খোঁজার জন্য বেডরুমে প্রবেশ করলেন। তার স্ত্রী তখন প্রাতঃরাশ সেরে কেবল বিছানায় গা এলিয়ে দিয়ে সেলফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখছিলেন। কাগজটা হাতে পেয়ে আলতাফ সাহেব বের হয়ে আসার আগে দক্ষিণের জানালার পর্দাগুলো টেনে দিচ্ছিলেন, যেন সকালের রোদটা কিছুক্ষণ কক্ষে প্রবেশ করতে পারে। তার স্ত্রীও বিছানা ছেড়ে এটা ওটা গোছাতে শুরু করলেন। দু’জনের মধ্যে একটা কথোপকথন তিনিই শুরু করলেনঃ
-এ্যাই শুনছো!
-হুঁ।
-আজকাল একটা নতুন ফ্যাশন খুব চালু হয়েছে, তা জানো?
-কত ফ্যাশনই তো চালু হচ্ছে! কোনটার কথা বলছো?
-জানো, আজকালকার স্ত্রীরা তাদের স্বামীদেরকে ‘বাবু’ বলে ডাকে (মুচকি হাসি)।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলতাফ সাহেবও এসব হাল আমলের ফ্যাশনের সাথে পরিচিত ছিলেন, তাই তিনি আরেকটু আগ বাড়িয়ে বললেন,
-হ্যাঁ, ওরা আজকাল স্বামীকে সম্বোধন করে বলে, “বাবু সোনা, তুমি খাইসো”?
-ওদের নাম কিন্তু মোটেই বাবু নয়!
-তা তো জানিই।
-তা তো জানোই। আর আমার ঘরে একটা অরিজিনাল ‘বাবুসোনা’ থাকতেও, সেটাকে গত একচল্লিশ বছরে আমি একবারও ‘বাবুসোনা’ ডাকতে পারলাম না!!! উভয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন।

আলতাফ সাহেব হাসতে হাসতেই শয্যাকক্ষ থেকে বেরিয়ে এসে লেখার টেবিলে বসলেন, কিন্তু তিনি অনেকক্ষণ ধরে তার স্ত্রীর এই হিউমারাস পর্যবেক্ষণটার কথা ভেবে ক্ষণে ক্ষণে মনে মনে হেসে উঠছিলেন। উল্লেখ্য, আলতাফ সাহেবের জন্মের পর তার পিতা মাতা তার ডাকনাম রেখেছিলেন ‘মুকুল’। কিন্তু আদর করে সবাই তাকে ‘বাবু’ ডাকতে শুরু করলো বিধায় তার আসল নামটা কালক্রমে হারিয়ে গেল এবং তিনি ‘বাবু’তেই পরিণত হয়ে গেলেন। ব্যতিক্রম ছিল শুধু তার দাদীমা, যিনি আজীবন তাকে মুকুল নামেই ডেকে গেছেন।

হাসি থামার পর আলতাফ সাহেব তার স্মৃতির ভিডিও ক্লিপটিকে পেছনে টেনে নিয়ে গেলেন। কত স্মৃতি! সেসব মনে করে মনটা কৃতজ্ঞতায় ভরে গেল। তার স্বগতোক্তিঃ
“ওরা তো ‘বাবু সোনা, তুমি খাইসো’ বলেই খালাস। তোমার সেটা বলার প্রয়োজন হয়নি কখনো, কারণ তুমি সবসময় নিশ্চিত করেছো যে তোমার ‘অরিজিনাল বাবুসোনা’টা সময়মত যেন কিছু হলেও, খেয়েছে। তাকে খালিমুখে একটি দিনও ঘর থেকে বের হতে দাওনি। এমন কি সন্তান জন্মদানের পরও মাত্র কয়েকদিনের বিরতির পর তুমি রসুইঘরে ঢুকেছো। সকালে অফিস ধরতে দেরি হবার সম্ভাবনা দেখা দিলে তুমি গরম রুটির মাঝে ঘি এর প্রলেপ মাখিয়ে তাতে কিছু চিনি ছিটিয়ে রোল করে মুখে ঢুকিয়ে দিয়েছো। কখনো কখনো বাইরে যাবার সময় লাঞ্চের সময় হয়ে গেলে তুমি ভাত সব্জী ডাল একসাথে মেখে নলা করে মুখে ঢুকিয়ে দিয়েছো, যত্নের সাথে মাছের কাঁটা ছাড়িয়ে প্লেটের কোণায় সাজিয়ে রেখেছো। একটু একটু করে মুখে ঢুকিয়ে দিয়েছো। একই প্রক্রিয়ায় আমার সন্তানদেরকেও খাইয়েছো, এখনো খাওয়াও, এবং তাদের সন্তানদেরকেও’।

এসব ভাবতে ভাবতে আলতাফ সাহেবের মন ও চোখ, দুটোই আর্দ্র হয়ে উঠলো!

নারী ও প্রকৃতি, একে অপরের পরিপূরক। নারী ভাল থাকলে পরিবার ভাল থাকবে। নারী মর্যাদা পেলে প্রকৃতি প্রফুল্ল থাকবে, মানব সভ্যতা বিকাশমান থাকবে। নারীর ভালবাসায় সিক্ত হোক ধরণী, প্রকৃতি ও প্রতিটি পরিবার!!! ভালবাসার কুসুম বিকশিত হোক ঘরে ঘরে!


ঢাকা
২৩ ফাল্গুন ১৪২৭
০৮ মার্চ ২০২১
(আন্তর্জাতিক নারী দিবস)

বিঃ দ্রঃ- পোস্ট প্রকাশিত হবার পরে শিরোনামটা সম্পাদনা করা হয়েছে।

মন্তব্য ৪২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা ভালো লাগলো ভাইয়া

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: আমারও ভাল লাগলো, একজন নারী আমার এ পোস্টটার প্রথম পাঠক হিসেবে প্রথম মন্তব্যটা এখানে রেখে গেলেন এবং প্রথম প্লাসটিও দিয়ে গেলেন বলে।
অশেষ ধন্যবাদ এবং নারী দিবসের শুভেচ্ছা!!!

২| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: চমতকার!

০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত ও প্রাণিত হ'লাম।

৩| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবু সোনা বড় হও, বড় হবি না?
বুড়ি খুখিদের মুখে বাবু শুনে
তৃপ্তি পাই না!!

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: "বুড়ি খুখিদের মুখে বাবু শুনে তৃপ্তি পাই না" - তবে বুড়িরা চুপিচুপি বুড়োদেরকে একান্তে 'বাবুসোনা' কিংবা নিদেনপক্ষে
'বাবু' ডাকলেও বোধহয় বুড়ো বাবুদের কানে তা মন্দ শোনাবে না!!! :)
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বাবু সোনারা বুঝলেই হলো।+

০৮ ই মার্চ, ২০২১ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: যার প্রাণ আছে, সে-ই প্রেম বোঝে, মায়া বোঝে, ভালবাসা বোঝে। বুঝবেনা কেন?
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর গল্প। একটি মানবিক গল্প।

০৯ ই মার্চ, ২০২১ ভোর ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: একটি মানবিক গল্প - অনেক ধন্যবাদ, এমন সুন্দর একটি মূল্যায়নের জন্য।

৬| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:২২

আমি সাজিদ বলেছেন: স্যার আমার মনে হয় ' বাবু খাইসো ' একটা নোংরা কালচার। এটাকে শুদ্ধতম প্রকাশ বলতে আমি নারাজ। লেখায় প্লাস।

০৯ ই মার্চ, ২০২১ সকাল ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: এটাকে শুদ্ধতম প্রকাশ বলতে আমি নারাজ - আমিও। আন্তরিকতা শুধু সংলাপে নয়, কর্মসম্পাদনে দেখতে প্রত্যাশী।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা । পড়ে ভালো লাগলো

০৯ ই মার্চ, ২০২১ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। লেখার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৮| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার স্যার, অনেক ভালো লেগেছে।

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ভালো লেগেছে - অনেক প্রীত হ'লাম এ কথা জেনে।
অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা!!

৯| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট গল্পে দারুণ একটা মেসেজ পেলাম। আমাদের আশপাশের মানুষ জনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হোক স্পোর্টিং। প্রতিটি মুহূর্তে জীবন হয়ে উঠুক উপভোগ্য আরো সুন্দর তম। গল্পে প্লাস++।
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সমস্ত নারীর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: ভালবাসাহীন সমাজ হিংস্র হয়ে থাকে। আর মাতৃকুল নারী ভালবাসার অতল সরোবর।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:১০

ভুয়া মফিজ বলেছেন: মানব সভ্যতা আর সংস্কৃতির বিবর্তনের জান্তব প্রমান এটা। :P

আজ থেকে ২০/২৫ বছর আগেও ''বাবু সোনা খাইসো'' কথাটা শুনলে মানুষের মাথায় একটাই ভাবনা আসতো। সেটা হলো, কোন একজন মা তার সন্তানকে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছে। আর এখন...........!!! :-B

০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যে যুগপৎ অনুপ্রাণিত এবং বিনোদিত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১১| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:১৩

নীল আকাশ বলেছেন: -সোশ্যাল মিডিয়ার < ঠিক হয়নি। সামনের হাইফেন তুলে দিন। এটা কথোপকথন না।

এইসব বাবু খাইছো রংধং দেখলেই আমার ইচ্ছে করে ঘর ঝাড়ু দেবার ঝাড়ু নিয়ে..............

নিন একটা ছবি দিলাম আপনার জন্য।

শুভ রাত্রী।

০৯ ই মার্চ, ২০২১ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: ঐ কথাগুলো লেখার সময়েই মনে একটা খটকা লেগেছিল। আপনি উল্লেখ করায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হ'লাম। অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:৩২

সোহানী বলেছেন: সবাই যদি এমন করে ভাবতো তাহলে এ ধরনের দিবসের প্রয়োজন হতো না।

অনেক ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০২১ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: সবাই যদি এমন করে ভাবতো তাহলে এ ধরনের দিবসের প্রয়োজন হতো না - অনেক ধন্যবাদ, আপনার এ পর্যবেক্ষণের জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৩| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৭:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার মেসেজটা আমাদের মনে পরিবর্তন বয়ে আনুক এই কামনা করি। পৃথিবীটা হয়ে উঠুক মায়াময়।

০৯ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীটা হয়ে উঠুক মায়াময় - খুব সুন্দর একটি আবেদন বা প্রার্থনা! অনেক সুন্দর এ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

১৪| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: নারী মর্যাদা পেলে প্রকৃতি প্রফুল্ল থাকবে ,মানব সভ্যতা বিকাশমান থাকবে । নারী ও প্রকৃতি একে অপরের পরিপূরক।
ভালো লিখেছেন।
পোস্টে ভালো লাগা।
শুভকামনা রইলো।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৫| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৭

শায়মা বলেছেন: নারী দিবসের যথার্থ লেখা।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ছোট্ট একটি বাক্যে বিস্তর প্রশংসা রেখে গেলেন!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৬| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

ওমেরা বলেছেন: সন্মোধনেও ভালালাগা ভালাবাসা থাকে , হোক না সেটা আমার নাম, সেটা যদি হৃদয় থেকে আবেগ দিয়ে বলে।
তবে এই বাবু সোনা ডাকটা বাস্তবে কাউকে নিজের কানে বলতে শুনিনি, নাটকে শুনেছি আমার কাছে খুব বিশ্রী লাগে।

নারী ও প্রকৃতি, একে অপরের পরিপূরক। নারী ভাল থাকলে পরিবার ভাল থাকবে। নারী মর্যাদা পেলে প্রকৃতি প্রফুল্ল থাকবে, মানব সভ্যতা বিকাশমান থাকবে। নারীর ভালবাসায় সিক্ত হোক ধরণী, প্রকৃতি ও প্রতিটি পরিবার!!! ভালবাসার কুসুম বিকশিত হোক ঘরে ঘরে!
আপনার এই কথাটুকু হৃদয়ে প্রশান্তি লাগলো।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫১

খায়রুল আহসান বলেছেন: "সেটা যদি হৃদয় থেকে আবেগ দিয়ে বলে" - এরকম হলে সম্বোধনে ভালবাসা থাকবেই।
আপনার এই কথাটুকু হৃদয়ে প্রশান্তি লাগলো - অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৭| ০৯ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৬

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,

নারী ও প্রকৃতি, একে অপরের পরিপূরক। নারী ভাল থাকলে পরিবার ভাল থাকবে। নারী মর্যাদা পেলে প্রকৃতি প্রফুল্ল থাকবে, মানব সভ্যতা বিকাশমান থাকবে। নারীর ভালবাসায় সিক্ত হোক ধরণী, প্রকৃতি ও প্রতিটি পরিবার!!! ভালবাসার কুসুম বিকশিত হোক ঘরে ঘরে!

লেখার শেষ এই অংশটুকুর সাথে আমি দ্বিমত করি সেটা না । কিন্তু আপনি কি গল্পের শেষে এটাই বলতে চেয়েছিলেন নাকি প্রকৃতির জায়গায় 'পুরুষ' বলতে চেয়েছিলেন ? গল্পটাতেতো একটা সংসারের দুজন ছেলে আর মেয়ের অভিজ্ঞতার কথা বলেছেন । তাই "প্রকৃতি" কথাটা পড়ে একটু কেমন যেন লাগলো। বিশ্ব নারী দিবস উদযাপনের কালে চমৎকার গল্প ।

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণটি একেবারেই যথার্থ। প্রকৃতির জায়গায় 'পুরুষ' লিখলে তা মানিয়ে যেত ভালই। তবে ঐ লাইনগুলো লেখার সময় লেখকের ভাবনা ছিল নিম্নরূপ, যা তিনি পরিষ্কারভাবে হয়তো ফুটিয়ে তুলতে পারেন নিঃ
নারী (এবং সকল প্রাণী, উদ্ভিদ ও পক্ষীকূলের স্ত্রী লিঙ্গধারী) ও প্রকৃতি ভালবাসার প্রতীক (প্রয়োজনে রুদ্রতার, হিংস্রতারও)। তারা তাদের নিজস্ব প্রজাতির বাহক, ধারক ও লালনকারী। নারী ও প্রকৃতি একে অপরকে সুষমামন্ডিত করে, সুশোভিত করে। পুরুষের চেয়ে নারী সহজাতভাবে প্রকৃতিবান্ধব। এভাবেই ভাবা যায়, নারী ও প্রকৃতি একে অপরের পরিপূরক। তাই নারী ভাল থাকলে প্রকৃতি ভাল থাকে, নারী মর্যাদা পেলে প্রকৃতি প্রফুল্ল থাকে, মানব সভ্যতা বিকাশমান থাকে, এবং এর বিপরীতে উল্টোটাও হয়।
পুরুষ নারীদের মাঝে যেমন প্রেম কামনা করে, প্রকৃতির মাঝেও তেমনি ভালবাসা খোঁজে, অনেক সময় নিভৃত আশ্রয় চায়। নারী, প্রকৃতি ও পুরুষ, এই ত্রয়ীর যৌথ অবদানে জগতে শান্তি বিরাজ করে, সভ্যতা বিকাশ লাভ করে।

১৮| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




সামাজিক মিডিয়াতে বহুল আলোচিত- সমালোচিত একটি " ডায়লগ" নিয়ে কুশলতা আর নিটোল মুন্সিয়ানার সাথে নারীদিবসে একটি অর্ঘ্য দিয়ে গেলেন লেখাতে।

১০ ই মার্চ, ২০২১ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি বাক্য দিয়ে এ সামান্য লেখাটার অসামান্য মুল্যায়ন করে গেলেন!
প্লাসে এবং মন্তব্যে অনুপ্রাণিত, অভিভূত।

১৯| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৪

মিরোরডডল বলেছেন:




এ লেখার সেকেন্ড লাস্ট প্যারায় স্বগতোক্তিতে যে মহীয়সী নারী একজন মায়াবিনীর কথা বলা হয়েছে, এ যেনো আর কেউ নয় আমাদের লেখকের সহধর্মিণী :)

বাংলার ঘরে ঘরে আমাদের মা খালা বোন ওদের সবার মাঝেই যেনো এরকম এক রমণীর বাস ।



১১ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: "এ যেনো আর কেউ নয়...." - এটা তো আলতাফ সাহেবের গল্প, লেখকের নয়। :)
বাংলার ঘরে ঘরে আমাদের মা খালা বোন ওদের সবার মাঝেই যেনো এরকম এক রমণীর বাস - এ কথাটায় কোন দ্বিমত নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১২

মিরোরডডল বলেছেন:



নারী পুরুষ সবাই যার যার ভুমিকায় মহিমান্বিত ।
পারস্পারিক সমঝোতা, রেস্পেক্ট নিয়ে বন্ধুর মতো পাশাপাশি পথ চলবে এটাই হোক প্রত্যাশা ।

১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৬

খায়রুল আহসান বলেছেন: খুবই মূল্যবান কথা বলেছেন। একেবারে 'কোটেবল কোট'
থ্যাঙ্কস ফর দ্য থটফুল কমেন্ট।

২১| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪

করুণাধারা বলেছেন: ভালোবাসা জানাতে বিশেষ কোনো সম্বোধনের দরকার হয় না...

সাবলীল লেখা। পড়তে ভালো লাগলো। ++++

১২ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: ভালোবাসা জানাতে বিশেষ কোনো সম্বোধনের দরকার হয় না... - একদম ঠিক কথা। শুধু মিষ্টি সম্বোধনই যথেষ্ট নয়। আচরণেই ভালবাসার মাত্রা প্রকাশ পায়।
উল্লেখ্য, আপনার এ মন্তব্যটি ছিল আমার ব্লগের বিশহাজারতম মন্তব্য
অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.