নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ক্রেতাহীন ফেরিওয়ালা

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৮


মনের আকাশ থেকে আলগোছে
প্রতিদিন কিছু শব্দ কুড়িয়ে আনি।
যেভাবে কিশোরী বালিকা প্রত্যুষে
কুড়িয়ে আনে রাতের শেফালিকা,
মনের সুখে মালা গাঁথে অনিমেষ,
আমিও সেভাবে শব্দ-মালা গাঁথি!

একজন দক্ষ রাজমিস্ত্রীর নিপুণতায়,
শব্দের পর শব্দ বসিয়ে আমি গড়ি
এক শব্দ-প্রাসাদ, যার নাম কবিতা।
কবিতার ফেরিওয়ালা আমি, আমার
সে শব্দ-মালার কোন ক্রেতা নেই,
সে শব্দ-প্রাসাদের কোন দর্শক নেই।

অনুরাগে তবু আমি মালা গেঁথে চলি,
মালীর আদরে দেখি সে মালার শোভা,
নীরবে নিঃশব্দে গড়ে যাই শব্দ-প্রাসাদ,
বিহ্বল দাঁড়িয়ে থাকি সে প্রাসাদ দ্বারে!
নাম-যশহীন কবিতার এ ফেরিওয়ালার
কোন ক্রেতা নেই, কোন পাঠক নেই!


ঢাকা
২৫ ফাল্গুন ১৪২৭
১০ মার্চ ২০২১

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লিখবেন নিজের জন্য ক্রেতা খুজবেন কেন ? পকেটের টাকা দিয়ে সে সকল কবি বই বের করে বিক্রির প্রত্যাশা তাদের তো কবি হওয়া উচিত নয় ।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনি 'ফেরিওয়ালা' এবং 'ক্রেতা' শব্দদুটোকে আক্ষরিক অর্থে নিয়েছেন।
"পকেটের টাকা দিয়ে সে সকল কবি বই বের করে বিক্রির প্রত্যাশা তাদের তো কবি হওয়া উচিত নয়" - তা তো অবশ্যই। আর তারা কবিতা লিখলেও হয়তো কবি হয়ে ওঠেন না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



সামুর কবিতায় শব্দের প্রাসাদ আছে, সেখানে কেহ বাস করে না, জীবনের সাাড়া নেই, কবি একা সেখানে রাজা, উজির, কোটাল।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: সেখানে কেহ বাস করে না, জীবনের সাাড়া নেই, কবি একা সেখানে রাজা, উজির, কোটাল - বড় দুরবস্থায় রয়েছেন কবিকূল!

৩| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৬

মেহেদি_হাসান. বলেছেন: স্যার অসাধারণ

১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৪| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৫| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০২

করুণাধারা বলেছেন: কবি তার পসরা সাজিয়ে বসে থাকবেন, যার দরকার কবির কাছে আসবে, পসরা থেকে দরকার মতো তুলে নেবে, কবি হয়তো জানতেও পারবেন না। তবে কবি মাত্রই হয়তো অভিমানী হন, এই কবিতা পড়ে আরেকটি কবিতা মনে পড়ল:
 
শুধায়োনা, কবে কোন্‌ গান

কাহারে করিয়াছিনু দান।

          পথের ধূলার পরে

          পড়ে আছে তারি তরে

যে তাহারে দিতে পারে মান।

তুমি কি শুনেছ মোর বাণী,

হৃদয়ে নিয়েছ তারে টানি'?

          জানিনা তোমার নাম,

          তোমারেই সঁপিলাম

আমার ধ্যানের ধনখানি॥

এখানেই কবির সার্থকতা।


১১ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত স্বচ্ছ এবং বলিষ্ঠ একটি মন্তব্য। চমৎকৃত এবং অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্যের ঘরে পাঠকের স্বল্প উপস্থিতি কবি'র অনুযোগ অভিমানকে প্রায় প্রতিষ্ঠা করে যাচ্ছিল, এমন সময় আপনার আচমকা উপস্থিতি যেন এ কবিতাটিকে 'মান' দিয়ে গেল।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৬| ১২ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩১

বৃতি বলেছেন: ক্রেতা না থাকলে কোন অসুবিধা তো নেই, ভাইয়া। শব্দমালা তার নিজের ঐশ্বর্যে পরিপূর্ণ থাকুক :)

১২ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: শব্দমালা তার নিজের ঐশ্বর্যে পরিপূর্ণ থাকুক - অনেক ধন্যবাদ, এমন প্রেষণাদায়ক মন্তব্যের জন্য। প্লাসেও অনুপ্রাণিত।
এখানে পাঠক মাত্রই ক্রেতা। সময়ের দাম দিয়ে তারা কবিতা পাঠ করে যান, কেউ কেউ অমূল্য প্রেরণাও রেখে যান মন্তব্যের মাধ্যমে।

৭| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৮| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১৭

রুদ্র আতিক বলেছেন: ভোরের শিশিরে শিউলি ঝরে,
কেউ কুড়িয়ে মালা গড়ে
কেউ সাজায় পূজার থালা,
কেউ বেচে মেটায় পেটের জ্বালা !.......................

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৮

সুনীল সমুদ্র বলেছেন: "অনুরাগে তবু আমি মালা গেঁথে চলি,/ মালীর আদরে দেখি সে মালার শোভা, / তবুও নীরবে গড়ে যাই শব্দ-প্রাসাদ,/ বিহ্বল দাঁড়িয়ে থাকি সে প্রাসাদ দ্বারে ...!" ...... খুবই সুন্দর।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। উদ্ধৃত কবিতাংশটির প্রশংসায় প্রাণিত হ'লাম।
শুভকামনা....

১০| ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৬ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা....

১১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৪

সাজিদ উল হক আবির বলেছেন: মন আপনার কাছে আকাশ, স্যার, আমার কাছে জমিন, কখনো সাগর। অথচ দেখুন - সবগুলো মেটাফোরই নিজের মতো করে দ্যোতনাবহন করে। কবিতাকে নিয়ে কবিতায় ভালোলাগা। আমার পৃথিবীকে কবির চোখ দিয়ে দেখার সক্ষমতা হারিয়ে গেছে আজ বছরখানেক। কবিতা লিখতে পারি না আর। গদ্যের কাঁধে সওয়ার বিগত প্রায় পাঁচবছর।

১৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাকে নিয়ে কবিতায় ভালোলাগা - অনেক ধন্যবাদ।
আমার পৃথিবীকে কবির চোখ দিয়ে দেখার সক্ষমতা হারিয়ে গেছে আজ বছরখানেক। কবিতা লিখতে পারি না আর - যদিও জানি আপনার গদ্যের ঘোড়া টগবগিয়ে ছোটা এক দুরন্ত, বিশ্বস্ত প্রাণী, এবং তার উপরে সওয়ার হয়ে আপনি অতি দূর দূরান্তে যেতে সক্ষম, তথাপি কবিতা লিখতে পারি না আর কথাটা তো কবিতাপ্রেমী পাঠকের কাছে একটি শোকবার্তা হিসেবেই পৌঁছুবে।
তবে আমি আশা করি, কবিতা শীঘ্রই আপনার কলমে পুনরায় আসবে।

স্বল্প পঠিত এ কবিতায় মন্তব্য করে এবং প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২০ শে মার্চ, ২০২১ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্টটা প্রথম পাতায় গতরাতেই দেখেছিলাম, এখানে আপনি পোস্টের লিঙ্কটা দেয়ার আগেই।
সেখানে একটা মন্তব্যও করে আসলাম।
আপনার বই এর বহুল প্রচার কামনা করি। প্রথম সংস্করণের মত এটাও অভাবনীয় সাফল্য অর্জন করুক!

আপনি একজন গুণী ব্লগার, সিনিয়র তো বটেই। আপনার 'ব্লগিং বয়স' সাড়ে বার বছর, আমার চেয়ে দ্বিগুণেরও বেশি। আপনাকে বলাটা সমীচীন হচ্ছে কিনা জানিনা, তবে ন্যায্য কথাটা আপনাকে না জানালে নিজেরই অপরাধ হবে বলে মনে করেই এ কথাটা বলছিঃ
আপনার মত একজন স্বনামধন্য, সিনিয়র ব্লগারকে আমার পোস্টে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে আপনি আমার এ পোস্টে আমার কবিতা পড়ার জন্য আসেন নি, বরং আপনার নতুন বই এর প্রসার কামনা করে লিঙ্ক দিতে, তখন আশাহত হয়েছি। মনে হলো, আপনি আমার পোস্ট মোটেও পড়েন নি, কিংবা পড়লেও, সেটাকে এতই নগণ্য পেয়েছেন যে তার উপর দুটো কথা বলা প্রয়োজন মনে করেন নি। এটা আমার কাছে ঠিক শোভন মনে হয়নি। পরে দেখলাম, আপনি আমার মত আরো অনেকের পোস্টে গিয়ে একই কাজ করে এসেছেন- তাদের পোস্ট সম্পর্কে একটি কথাও না বলে নিজের পোস্টের লিঙ্ক দিয়ে এসেছেন।

আশাকরি আপনার উদার মানসিকতার নিকট আমার এ স্পষ্টবাদিতা 'সহনীয়' বলে গণ্য হবে এবং আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন। যদি পারেন, তবে আমি এটাও আশা করবো যে যাদের পোস্টে গিয়ে আপনি নিজের পোস্টের লিঙ্ক দিয়ে এসেছেন, তাদের সেই পোস্ট পড়ে আপনি ভালমন্দ যাই হোক, দু'চারটে কথা লিখে আসবেন।

আবারও, আপনার এবং আপনার নতুন বই এর সাফল্য কামনা করছি। শুভকামনা ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.