নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মায়ার কারাগারে স্বেচ্ছাবন্দী

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৮

মায়ার কারাগারে এক স্বেচ্ছাবন্দী কয়েদি আমি,
ইচ্ছে করলেই বের হয়ে আসতে পারি না।
এই মায়া আমাকে অনেক ভাবায়, অনেক কাঁদায়।
আমার কবোষ্ণ হৃদয়ে মায়া ঘুমিয়ে থাকে।
কখনো একান্তে স্বপ্ন দেখায়, আবার-
কখনো জেগে উঠে, জাগিয়ে তুলে প্রলয় ঘটায়।

মায়ার ইন্দ্রজালে বাঁধা এক স্বপ্নাবিষ্ট পর্যটক আমি,
কখনোই আমি এ নিবিড় বাঁধন ছিন্ন করতে চাই না।
নিভৃতে নীরবে মায়ায় মায়ায় হেঁটে বেড়াতে চাই,
দিন শেষে ক্লান্তিতে মায়ার বুকে ঘুমিয়ে পড়তে চাই।

ঢাকা
১১ এপ্রিল ২০২১

('সোনাবীজ; অথবা ধুলোবালিছাই' এর ‘অক্টোপাস’ কবিতা পাঠান্তে আমার ভাবনা)

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৪

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে ব্লগে ফিরলাম। খলিল ভাইয়ের লেখা পড়া হয় নি। আপনার কবিতা ভাল লেগেছে।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর 'অক্টোপাস' কবিতার লিঙ্কটা পোস্টের একেবারে শেষে দিলাম। আশাকরি, একবার সময় করে পড়ে নেবেন এ চমৎকার কবিতাটা।

আমার কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্রথম মন্তব্যে এবং প্রথম প্লাসে অনুপ্রাণিত।

ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: সোনাবীজ ভাইয়ের অক্টোপাস কবিতাটি পড়া হয়নি। আপনি লিঙ্ক দিলে সুবিধা হত। যদিও খুঁজে বের করে পড়ে আসছি।
আপনার কাব্য অনুভূতিতে শ্রদ্ধা। ++

শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: "আপনি লিঙ্ক দিলে সুবিধা হত" - লিঙ্কটা পোস্টের একেবারে শেষে সংযোজন করে দিয়েছি, যদিও সেটা আপনার কোন কাজে লাগলো না।
কবিতা পাঠ (উভয়টি), মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৩| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মায়ার বাধন বড় বাধন।

সুন্দর কাব্য।

১১ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: বাস্তবিকই কথাটা ঠিক বলেছেন- মায়ার বাঁধন বড় বাঁধন!
কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ব্যতিত, আপনার আরো কোন একটা ভুবন আছে কোথায়ও!

১১ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: সমগ্র বিশ্বময় রয়েছে মায়ার ভুবন ছড়ানো।

৫| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মায়ার কারাগারে এক স্বেচ্ছাবন্দী কয়েদি আমি,
আমরা সকলেই।

১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: "আমরা সকলেই" - জ্বী ধন্যবাদ। প্রীত হ'লাম।

৬| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ভাষা সহজ সুন্দর। কবিতায় আবেগ আছে। পাওয়া না পাওয়া আছে।

১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম, মন্তব্যে প্রীত।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৭| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১১

নেওয়াজ আলি বলেছেন: মায়ায় বাধা এই জগত সংসার । মায়ায় হোক জয়

১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: "মায়ায় বাধা এই জগত সংসার" - চমৎকার বলেছেন। সত্য ও সুন্দর।

৮| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২০

জুল ভার্ন বলেছেন: আপনার কবিতা ভাল লেগেছে।

১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ ছোট্ট মন্তব্যটাও আমার ভাল লেগেছে।

৯| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবির উপলব্ধি আসলেই অসাধারণ। মায়ার ইন্দ্রজাল যেন দেয় আপনাকে পূর্ণ তৃপ্তি। জীবনের বাকি সময়টুকু আপনার কাটুক চমৎকার আলোকরশ্মির মত।

শুভকামনা নিরন্তর।

১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫

খায়রুল আহসান বলেছেন: "জীবনের বাকি সময়টুকু আপনার কাটুক চমৎকার আলোকরশ্মির মত" - এমন আলোকময় শুভকামনা পেয়ে অভিভূত হ'লাম। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১০| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

করুণাধারা বলেছেন: মায়ার কারাগারে স্বেচ্ছায় বন্দী হই, কিন্তু জানিনা কতদিনের জন্য...

বন্দী হওয়া যায় নিজের ইচ্ছায়, কিন্তু মুক্তির সময় কোনো মায়ার বাঁধন ধরে রাখতে পারবে না। :(

১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৬

খায়রুল আহসান বলেছেন: "বন্দী হওয়া যায় নিজের ইচ্ছায়, কিন্তু মুক্তির সময় কোনো মায়ার বাঁধন ধরে রাখতে পারবে না" - একদম ধ্রুব সত্য এ কথাটা।
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে সবার মন্তব্য গুলো ভালো লাগলো।

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ ব্যঞ্জনাময় একটি কবিতা । পাঠে মুগ্ধ ।
মায়ার কারাগারে বন্দি কবিতাটি পাঠের সময় অষ্টম শতকে জন্ম নেয়া
ভারতবর্ষের বিখ্যাত দার্শনিক শংকরাচার্যের কথা মনে পড়ে যায় ।
শংকরের দর্শনকে অনেকে মায়াবাদ বলে আখ্যায়িত করেন।
কারণ তাঁর মতে জগৎ মায়ার সৃষ্টি। এই মায়ার স্বরূপ সম্পর্কে
শংকর বলেন, মায়া এক অনির্বচনীয় শক্তি। মায়া অনির্বচনীয়
কারণ মায়া সৎ নয়, আবার অসৎও নয়। মায়া সৎ নয়
কারণ তত্ত্বজ্ঞানীর কাছে ইশ্বরই সত্য, জগৎ নয়। মায়া আবার অসৎও নয়,
কারণ মায়ার দ্বারা সৃষ্ট এ জগৎ সাধারণ মানুষের কাছে প্রত্যক্ষের বিষয়।
শংকরের মতে ইশ্বরই সত্য, তাঁর এমত প্রমাণ করতে তিনি সত্যের তিনটি
সন্দেহাতীতমানদন্ডের কথা বলেছেন। যথা ১. সত্য সব রকম পরিবর্তনের উর্ধ্বে
২. সত্য অবশ্যই প্রত্যক্ষণযোগ্য ৩. সত্য অবশ্যই যেকোনো অসঙ্গতির উর্ধ্বে।
তিনি মনে করেন, ইশ্বর ব্যতিত আর কোনো কিছুই পরিবর্তনের উর্ধেব নয়,
কোনো কিছুই নিজ অস্তিত্বের উর্ধ্বে নয় এবং কোনো কিছুই কোনো অসঙ্গতির
উর্ধ্বে নয়। একারণে ইশ্বরই একমাত্র সত্য। জগতের অসত্যতা প্রমাণ করতে
শংকর বলেছেন যা কিছু পরিবর্তনশীল তা সত্য নয়। জগতের সব কিছু পরিবর্তনশীল।
তাই জগতের কোনো কিছু সত্য নয়। তিনি আরো বলেছেন যা কিছু প্রত্যক্ষণযোগ্য,
তাই ধ্বংসপ্রাপ্ত হয়। জগৎ প্রত্যক্ষণযোগ্য। তাই জগতের সব কিছু ধ্বংসযোগ্য।
আবার যা কিছু ধ্বংসযোগ্য, তা সত্য নয়। জগতের সব কিছু ধ্বংসযোগ্য। কাজেই
জগতের কোনো কিছুই সত্য নয়, সকলই কেবলি মায়াময় ।

উল্লেখ্য ভারতীয় দর্শনের নয়টি সম্প্রদায়ের মধ্যে চার্বাক ছাড়া
বাকী আটটি সম্প্রদায়ই মনে করে মায়ার বাধনে জড়ানো
এ জগৎ দুঃখময়। তাদের মতে, অজ্ঞানতাই এই দুঃখের কারণ।
বৌদ্ধ ছাড়া অন্য সাতটি সম্প্রদায় মনে করে, আত্মা বন্দি অবস্থায়
আছে বলেই আমরা দুঃখের মাঝে নিপতিত। এই বন্দিদশা হতে
মুক্তি লাভের উপাই হিসাবে শংকরাচার্য আত্মজ্ঞান উদয়ের মাধ্যমে
অজ্ঞানতা দূর করার কথা বলেছেন।এর ফলে জীব আত্মার স্বরূপ
সম্পর্কে জ্ঞান লাভ করে।মানুষ অসার মোহ মায়ার বন্দি দশা হতে
মুক্ত হয়ে মোক্ষ লাভ করে,ধারণ করে শুদ্ধ চিত্ত।আর শুদ্ধ চিত্তে
ধারনকৃত মায়াই হয় ভালবাসাময়। তখনই মানুষ বলতে পারে
একি মায়ার বাঁধনে জড়ালেগো আমায়, ভাবি যতবার মরমে যে
মরে যাই ।প্রাণে এত যে স্বপ্নের দোলা লাগে,
পারিনি কো জানতে আমি আগে ।‌

কবিতাটি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: শংকরের দর্শনকে অনেকে মায়াবাদ বলে আখ্যায়িত করেন - ভারতবর্ষের বিখ্যাত দার্শনিক শংকরাচার্য এর কথা আমার এর আগে জানা ছিল না। আপনার মন্তব্য থেকে তার মতবাদ সম্পর্কে জানতে পেরে এ নিয়ে আরও বিশদ জানার আগ্রহ জন্মালো।

আপনার দুটো অনুচ্ছেদই কয়েকবার পড়লাম। খুব ভাল লাগলো এ নিয়ে চিন্তা করতে। অনেক ধন্যবাদ সংক্ষেপে এ বিষয়টির উপর কিছুটা আলোকপাত করার জন্য।

পোস্ট "প্রিয়"তে নেয়ায় অশেষ কৃতজ্ঞতা। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১৩| ১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:১৭

ওমেরা বলেছেন: জগত ভরা শুধুই মায়া, দেশের জন্য মায়া,পরিবারের জন্য মায়া,সংসারের জন্য মায়া, সন্তানের জন্য । যখন আল্লাহর ডাক আসে সব মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আমার আম্মুকে দেখেছি কেমন করে চলে গেল আমাদের রেখে।
কবিতায় ভালো লাগা।

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: যখন আল্লাহর ডাক আসে সব মায়া ত্যাগ করে চলে যেতে হয় - এ জন্যেই তো মনে হয় সবকিছুর জন্যই এত মায়া হয়!
এ জীবনে যেখানে যেখানে আমার পদচিহ্ন পড়েছে, কিংবা যেখানে যেখানে আমার স্পর্শ রয়েছে, মাঝে মাঝে মনে হয় তার সব কিছুর মাঝেই আমার মায়ার অনুভূতি জড়িয়ে রয়েছে।
একটা চমৎকার বাক্য দিয়ে মন্তব্যটা শুরু করেছেন- "জগত ভরা শুধুই মায়া, দেশের জন্য মায়া,পরিবারের জন্য মায়া,সংসারের জন্য মায়া, সন্তানের জন্য" মায়া। এর কারণেই বলা হয় মায়ায় ভরা এ বিশ্বভুবন!

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মায়া আছে বলেই পৃথিবী এত সুন্দর। মায়ায় ঘেরা কবিতাটি পড়ে ভালো লাগলো।
শুভকামনা, ভালো থাকবেন।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: "মায়া আছে বলেই পৃথিবী এত সুন্দর" - কথাটা সত্য ও সুন্দর।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৫| ৩১ শে মে, ২০২১ দুপুর ১:০৩

ফড়িং-অনু বলেছেন: মায়াকে কতবার তালাক দিতে গিয়েও তালাক দিতে পারিনি। ভাবছি এইবার বাইন তালাক দিবো। এনিওয়ে, কবিতা টা ভালা লাগছে।

৩১ শে মে, ২০২১ দুপুর ১:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.