নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কারণ একটাই ---

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬

বাঁচার অদম্য ইচ্ছায়, প্রাণ রক্ষার তাগিদে,
দীর্ঘ একটি বছর ঘরে স্বেচ্ছাবন্দী হয়ে রইলাম।
নেহায়েৎ প্রয়োজনে বের হতে হলে,
ইউনিফর্মের মত করে, নির্ভুলভাবে
মুখে মুখপট্টি বেঁধেই ঘর থেকে বের হয়েছি।
কি জানি কখন ছিঁড়ে যায়, সেকথা ভেবে-
অতিরিক্ত একটা মুখপট্টি পকেটে রেখেছি।
কারণ একটাই, আরও কিছুদিন বাঁচতে চাই!

হায় জীবন! একদা এমন সময় ছিল, যখন-
কোন কিছুই তোয়াক্কা করিনি।
সিঁড়ি লাফিয়ে উঠেছি, অযথা দৌড়িয়েছি,
এখন সিঁড়ি নামার সময় রেলিঙের খোঁজ করি।
মুখপট্টির কারণে নীচের দিকে তাকালে
চশমা চোখ থেকে পড়ে যেতে চায়,
কোনমতে সামলে নেই।
নিঃশ্বাসের কারণে চশমার কাঁচ ঘোলা হয়ে যায়,
মাঝপথে থেমে পরিস্কার করে আবার লাগাই।
কারণে অকারণে সন্দেহের দোলাচলে পড়ে,
হাত ধুই, মুখচোখ ধুই, খানিক পর পর।
কারণ একটাই, আরও কিছুদিন বাঁচতে চাই!

একদা মাথায় কোকিল পালকের মত কালো কেশ ছিল,
আজ সেখানে রোদ-ঝলমলে রূপোলী ইলিশের শুভ্রতা।
বয়স এক অদৃশ্য বিনাশক বিবেচিত হলেও,
আজ বয়সের কল্যাণেই যেন সৌভাগ্যের দুয়ার খুলে গেল!
দু’মাসের ব্যবধানে দু’বাহুতে দুটো সুইফোঁড়ে
শরীরে সঞ্চারিত হয়ে গেল মহামারির দুষ্প্রাপ্য প্রতিষেধক।
আর কোন যোগ্যতা নেই-
শুধুমাত্র বয়সের কারণেই পেয়ে ধন্য হলাম এ অগ্রাধিকার।

জীবনের পরমায়ু নির্ধারিত হয়ে আছে
জীবন মরণের প্রভুর আজ্ঞামত, সে কথা জানি।
সেকথা জেনেও সুইফোঁড়ে খুশি হই, সবাইকে জানাই,
কারণ একটাই, আরও কিছুদিন বাঁচতে চাই!


ঢাকা
১১ এপ্রিল ২০২১

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

শুভ_ঢাকা বলেছেন: আপনার লেখা পড়ে বুকের ভিতর আবারও হাহাকার করে উঠলো। আমাদের গুরুজি যদি আর কয়েকটা দিন বাঁচতেন। আমি উনাকে অনেক অনেক মিস করি।

১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: উনি ওনার মোহনীয় ব্যক্তিত্ব দিয়ে ওনার পাঠকদের এবং অন্যান্য সহব্লগারদের হৃদয়-মন জয় করে নিয়েছিলেন। সেটা বেশ বোঝা গেছে ওনার মৃত্যুর পর বেশ কয়েকটা আবেগময় পোস্ট প্রকাশিত হবার পর, এবং সেখানে আপনার মত শোকাভিভূত, অনুরাগী পাঠকদের আবেগঘন মন্তব্য প্রকাশের মাধ্যমে।
ওনার পারলৌকিক কল্যাণ কামনা করছি, আপনার জন্য শুভকামনা.....

২| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকার, চীনের সরকার, রাশিয়ার সরকার, ইরানের সরকার, ইয়েমেনের সরকার, আফগানিস্তানের সরকার, পাকিস্তানের সরকারগুলো নাগরিকের দু:খ, কষ্ট ইত্যাদি বুঝে না; ওরা নিজে পরিবারের বাহিরে কিছু দেখে না; ফলে, মানুষ একাকিত্বে ভোগে।

১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: সামাজিক ন্যায়বিচার নিয়ে নতুন করে ভাবতে হবে। নাগরিকদের রক্ষাকবচ তৈরি করতে হবে। সম্পদের সুষম বন্টন নিয়ে জনমত আমলে নিয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে। তবে, সবার আগে একটি সার্বজনীনভাবে গ্রহণযোগ্য শাসন পদ্ধতি নির্ধারণ করতে হবে এবং টেস্ট এন্ড ট্রায়ালের মাধ্যমে তা সংশোধন করে জনকল্যাণমুখী করতে হবে।

৩| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চলমান জীবনের এক সুন্দর চিত্র এঁকেছেন।

‘জীবনের পরমায়ু নির্ধারিত হয়ে আছে
জীবন মরনের প্রভুর আজ্ঞামত,সে কথা জানি।’

কিন্তু কেউ মানে না।তাই আমরা দেখি এই প্রচেষ্টা;
‘শরীরে সঞ্চারিত হয়ে গেল মহামারির দুস্প্রাপ্য প্রতিষেধক।’

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনিও একটা সুন্দর মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ।

৪| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১

সাজিদ! বলেছেন: শুভকামনা স্যার। সেকেন্ড ডোজ ভ্যাক্সিন নেওয়ার জন্য অভিনন্দন।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: সেকেন্ড ডোজ ভ্যাক্সিন নেওয়ার জন্য অভিনন্দন - আন্তরিকতার ছোঁয়া পেয়ে মুগ্ধ হ'লাম। আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

৫| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: কঠিন বাস্তবতা।এই বৃদ্ধ জীবন বাচ্চা ও সিনিয়রদের কাছে খুবই যন্ত্রণার হয়ে উঠেছে। মিডিল এজ কোনো না কোনো ভাবে বাইরে বের হয়ে একঘেয়েমি কাটাতে পারছে। কিন্তু কনিষ্ঠ ও বরিষ্ঠদের যন্ত্রণা শেষ নেই।
কাব্যে বিষন্ন ভালোলাগা। ++
পোস্টে লাইক।
আগামীর দিনগুলি আপনার কাছে আরো ছন্দময় হোক কামনা করি।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১১

খায়রুল আহসান বলেছেন: "এই বৃদ্ধ জীবন" - খুব সম্ভবতঃ বলতে চেয়েছিলেন "এই বদ্ধ জীবন"?
জ্বী, করোনা সবাইকে গৃহডোরে আবদ্ধ করে ফেলেছে। বাচ্চা ও বুড়োদের জন্য তা অসহনীয় হয়ে উঠছে। তবুও, জনকল্যাণের স্বার্থে তা মেনে নিতেই হবে, যদিও লকডাউনের বিপক্ষেও আজকাল জোরালো সমর্থন গড়ে উঠছে।
"কাব্যে বিষন্ন ভালোলাগা। ++" - অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৮

ঢুকিচেপা বলেছেন: বেঁচে থাকার আকুতি সবার, কবিতায় সেটা খুব সুন্দর ফুটে উঠেছে।
চশমা শুধু পড়ার সময় ইউজ করি কিন্তু মুখপট্টির কারণে সমস্যা হয়।
আমার ২য় ডোজ ১৯ তারিখে।

আপনার সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করছি।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: "চশমা শুধু পড়ার সময় ইউজ করি কিন্তু মুখপট্টির কারণে সমস্যা হয়" - আমি সর্বদা ব্যবহার করি, আমারও হয়, খুব হয়।
১৯ তারিখের জন্য শুভকামনা রইলো, নিরবিঘ্নে, নির্ঝঞ্ঝাটে যেন টিকা নিতে পারেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

সিগনেচার নসিব বলেছেন: জীবনমুখী লেখনি। আপনার দীর্ঘায়ু কামনা করি স্যার। অশেষ শ্রদ্ধা জানবেন।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অভিভূত হ'লাম। অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা ও দোয়া!

৮| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৯| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




নিত্যদিনের বাস্তবতা নিয়ে বর্তমানের ছবি এঁকেছেন। শেষ লাইনটি মানুষের চিরকালের যাচঞা।
তবুও বলি - মানুষ মরেনা, কোথাও না কোথাও থেকেই যায়............

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: মানুষ মরেনা, কোথাও না কোথাও থেকেই যায় - কথাটার গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করছি।
সুন্দর, প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্য আবার আসা। হ্যাঁ স্যার আপনি ঠিকই ধরেছেন।টাইপো হয়ে গেছে।সরি।
'এই বদ্ধ জীবন'ই বলতে চেয়েছিলাম।

২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: "এই বদ্ধ জীবন'ই বলতে চেয়েছিলাম" - জ্বী, আমিও তাই ভেবেছিলাম।
পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.