নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নিষেধের অদৃশ্য প্রভাব

১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৩

পিঞ্জিরায় আটক আছে এক পাখি,
করে শুধু ছটফট।
ভাবি, তার দুয়ার যদি খুলে রাখি,
সে উড়ে যাবে ঝটপট।

একদিন গোপনে দুয়ার খুলে রেখে
তাকিয়ে থাকি তার পানে,
দেখি, সে শুধু দাঁড়িয়ে আকাশ দেখে
মগ্ন হয়না কোন গানে।

ওড়ার কোন ইচ্ছে তার নেই,
বদ্ধ কপাট ভেঙে দিয়েছে তার ডানা।
আমাদের যত অভিলাষ এমনি করেই
মেরে ফেলে, সব নিষেধের নিয়ম মানা।


ঢাকা
১৫ এপ্রিল ২০২১

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:




কবি সাহিত্যকদের নিজস্ব পৃথিবী ও আকাশ থাকে; বস্তিবাসীদের থাকে বস্তির প্লাস্টিকের ঘর।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯

খায়রুল আহসান বলেছেন: তা বটে!
সেই প্লাস্টিকের ঘরেও অনেক সময় অনেক ভাল কিছু সৃষ্ট হয়।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন ।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

৩| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক তাৎপর্যপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন কবিতায়। লাস্ট ২ লাইনে কবিতার সবখানি নির্যাস বাঙ্ময় হয়ে উঠেছে।

যে সাপ খোয়াড়ে পোষা হয়, যে বাঘ অন্তরীণে থাকে, তাদের বিষ ও ক্ষিপ্রতা স্বাধীনদের চাইতে অনেক অনেক কম, কোনো কোনো ক্ষেত্রে তেজ একেবারেই থাকে না।

নিয়ম নীতির বেড়াজালে আটকে পড়ে আমাদের প্রতিভাও মিইয়ে আসে, অনেক প্রতিভা আলোর মুখও দেখে না।

করোনা কালের সাথে যদি তুলনা করি, তাহলে আমরা এখন বন্দিদশায় এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে, আমাদের চিন্তাচেতনা, প্রজ্ঞার স্তরও অনেক নীচে নেমে যাচ্ছে দিনে দিনে।

যে জাতি বন্দিদশায় বেড়ে উঠেছে, তারা জানে না স্বাধীনতার কী স্বাদ। তারা বন্দি থেকেই অধিক সুখী ও আনন্দিত। ফলে, তাদেরকে স্বাধীনতা দিলেও তারা ভাববে- স্বাধীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?


বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।’
বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনে বাহিরিব।’

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বিশ্লেষণ করেছেন কবিতার। অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৩

অধীতি বলেছেন: বয়সের ছাপ আছে কবিতায়। অভিজ্ঞতালব্ধ কবিত।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: "বয়সের ছাপ আছে কবিতায়"? - একটু ব্যাখ্যা করলে ভাল হতো।
পরের কথাটা তো অবশ্যই সঠিক।

৬| ১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সত্যিকার অর্থেই কিন্তু তাই ঘটছে। কবিতার প্রকাশ অনেক অনেক প্রশংসার দাবি রাখে।

অনায়াসে আবৃত্তি করার মতই একটি সহজ কবিতা। অথচ এই সহজের মাধ্যমেই বলা হয়েছে জীবন কঠিন হয়ে যাওয়ার কথা। হয়ত একদিন আমরা বেড়িয়ে আসবো এই পরাধীনতার নিয়মের বেড়ি গেট থেকে।

অনেক অনেক শুভকামনা ভাই।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: "হয়ত একদিন আমরা বেড়িয়ে আসবো এই পরাধীনতার নিয়মের বেড়ি গেট থেকে" - আমাদের এ ইচ্ছেটার মৃত্যু হয়েছে, সে পাখিটির মতন। বেরিয়ে আসতে হলে আগে সে ইচ্ছেটাকে জাগাতে হবে।

৭| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩

ahmedshishir700 বলেছেন: বাহ

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪

ahmedshishir700 বলেছেন: বেশ ভালো লিখেচেন।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু কবিতা পড়ে মনের ভেতরে অনেক অনুভুতিই হয়,কিন্তু সেই অনুভুতি গুলো প্রকাশ করা কঠিন হয়ে যায়।
তাই শুধু ভাললাগা জানিয়ে গেলাম।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: তাই শুধু ভাললাগা জানিয়ে গেলাম - আপনার এ ভাললাগাটুকুই এ পোস্টের এ যাবত পাওয়া একমাত্র প্লাস। তাই মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আশাকরি, ভাল আছেন। শুভকামনা....

১০| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক তাই নিষেধের বেড়াজালে আবদ্ধ থাকতে থাকতে একদিন হয়তো আমরা স্বপ্ন দেখতেই ভুলে যাবো।
দ্ব্যর্থবোধক কবিতায় করোনার ক্রান্তি জনিত আবদ্ধতার কারণেই হোক অথবা বাক স্বাধীনতায় প্রসাশনের লাগাম পড়ানোয় হোক- আমাদের কল্পনার ডানা একদিন পঙ্গু হতে পারে। সংকেত অশনি বটে....
কবিতায় ভালো লাগা++

শুভেচ্ছা নিয়েন স্যার।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

খায়রুল আহসান বলেছেন: "দ্ব্যর্থবোধক কবিতায় করোনার ক্রান্তি জনিত আবদ্ধতার কারণেই হোক অথবা বাক স্বাধীনতায় প্রসাশনের লাগাম পড়ানোয় হোক- আমাদের কল্পনার ডানা একদিন পঙ্গু হতে পারে। সংকেত অশনি বটে...." - অতি চমৎকারভাবে কবিতার মর্মাংশ তুলে এনেছেন।
মন্তব্যে এবং প্লাসে কৃতার্থ, অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.