নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ করোনাকালে এক অন্য অসুখ

২৪ শে মে, ২০২১ রাত ১০:৫১

ফ্যান্সী মাস্কটি এঁটেসেঁটে ঢেকে রেখেছিল
তার সুতীক্ষ্ণ নাকটি, নাসারন্ধ্র দুটি।
নাকের উপর বসে থাকা
তার উজ্জ্বল নাকফুলটিও,
আর তার বিম্বোষ্ঠ, বিম্বাধর।
তবে চোখ দুটো তার খোলাই ছিল,
আর সেখান থেকেই বিচ্ছুরিত হচ্ছিল
তারার দ্যূতির মত এক কঠিন ব্যাধির রশ্মি!

মাস্কটি করোনা থেকে সুরক্ষা করেছিল
তাকে, আর যুবকটিকেও।
কিন্তু সমস্যা ছিল ঐ খোলা চোখ দুটোতে।
সেখান থেকেই....
কি যেন এক অচেনা অসুখ
সংক্রমিত করে গেল যুবকের দুটো চোখ,
চোখ থেকে মন, মন থেকে মগজ, তারপর-
জানা গেল যুবকটি এক নতুন অসুখে আক্রান্ত!

ঢাকা
২৪ মে ২০২১

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২১ রাত ১১:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যুবকটি যে অসুখে আক্রান্ত তার কোনো প্রতিষেধক অদ্যাবদি আবিষ্কার করা সম্ভব হয়েছে কি ?

২৪ শে মে, ২০২১ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: @স্বামী বিশুদ্ধানন্দ,
দুর্ভাগ্যজনকভাবে এ ব্যাধির কোন প্রতিষেধক অদ্যাবদি আবিষ্কার করা সম্ভব হয়নি। এ ব্যাধি বড় মারাত্মক, কোন ভ্যাক্সিন নেই।

২| ২৪ শে মে, ২০২১ রাত ১১:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সরি টাইপের জন্য:
'অদ্যাবধি' হবে

২৪ শে মে, ২০২১ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: ঠিক আছে, বুঝে নিয়েছি।

৩| ২৪ শে মে, ২০২১ রাত ১১:১৬

নজসু বলেছেন:



যুবকের এই অসুখ করোনা থেকে তো আরও ভয়ংকর।

২৪ শে মে, ২০২১ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অবশ্যই। তবে এন্টিবডি গ্রো করে গেলে আর ভয় নেই!

৪| ২৪ শে মে, ২০২১ রাত ১১:২৬

শোভন শামস বলেছেন: মাস্ক দিয়ে সেই সংক্রমণ ঠেকানো যাবে না, বহুদিন ভোগাবে যুবক কে।করোনাতে শুরু... তারপর

২৪ শে মে, ২০২১ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। তারপর.... দেখা যাক!

৫| ২৪ শে মে, ২০২১ রাত ১১:৩৪

শেরজা তপন বলেছেন: বাঃ এ বড় কঠিন অসুখ!
এমন অসুখ বাঁধাতে বড় ইচ্ছে হয় :)

২৪ শে মে, ২০২১ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, আপনার মন্তব্যটি বেশ উপভোগ করলাম!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে মে, ২০২১ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



মহামারী, সসুখ-দুখ, সবকিছুর মাঝে জীবন তার পথ খুঁজে নেয়।

২৫ শে মে, ২০২১ সকাল ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি কথা বলেছেন, ধন্যবাদ।

৭| ২৫ শে মে, ২০২১ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: বিম্বোষ্ঠ মানে কি?

২৫ শে মে, ২০২১ দুপুর ২:০৮

খায়রুল আহসান বলেছেন: 'বিম্বোষ্ঠ' মানে টুকটুকে লাল ঠোঁট।

৮| ২৫ শে মে, ২০২১ রাত ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: মাঝে মাঝে মাক্স পরা যুবতীর চোখ দুইটা সুন্দর পৃথিবী মত মনে হয় :D

২৫ শে মে, ২০২১ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: তাই নাকি? তা'হলে তো মনে হচ্ছে আপনারও এ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবার সমূহ সম্ভাবনা রয়েছে! :)

৯| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:২৪

পদ্মপুকুর বলেছেন: এ অসুখ থেকে মুক্তির ভ্যাকসিন আবিষ্কার হবেনা কোনোদিনও। কপালকুণ্ডলায় যেদিন পথিক পথ হারাইয়াছিলো, তখন থেকে এর প্রতিষেধকও পথ হারাইয়া বঙ্গপোসাগরে ডুবিয়া মরিয়াছে। আর মাস্ক পরে আজকাল সবাই করোনা থেকে বাঁচতে চাইলেও এই অসুখে পড়তে দ্বিধা বোধ করে না। :-0

২৬ শে মে, ২০২১ দুপুর ১:৩১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ২৫ শে মে, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: 'বিম্বোষ্ঠ' মানে টুকটুকে লাল ঠোঁট।

অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনিও ভাল থাকুন, ধন্যবাদ।

১১| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মনিরা সুলতানা বলেছেন: যুবকের জন্য সমবেদনা!

২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: এটাই বোধকরি যথোপযুক্ত প্রতিক্রিয়া। অনেক ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য।

১২| ২৫ শে মে, ২০২১ রাত ৮:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




লেখক বলেছেন: @স্বামী বিশুদ্ধানন্দ, দুর্ভাগ্যজনকভাবে এ ব্যাধির কোন প্রতিষেধক অদ্যাবদি আবিষ্কার করা সম্ভব হয়নি। এ ব্যাধি বড় মারাত্মক, কোন ভ্যাক্সিন নেই। - আমার ধারণা, খুব সম্ভব রোগটি প্রেম ভালোবাসা নামক ব্যাধি হতে পারে! এই ব্যাধিতে যেমন তেমন বীর ধুলোয় মিশে গিয়েছেন।

২৬ শে মে, ২০২১ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৩৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার কবিতা ও প্রকাশ। ভালো লাগা জানিয়ে গেলাম। সাথে প্লাস।

২৬ শে মে, ২০২১ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: ভালো লাগা জানিয়ে, সেই সাথে প্লাস দিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা...

১৪| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: ছেলেটার জন্য মায়া লাগছে খায়রুল আহসান :(
করোনা কিন্তু চোখ দিয়েও সংক্রমিত হয়ে থাকে।
কবিতায় ভালো লাগা রইলো অনেক।
+

২৭ শে মে, ২০২১ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: "করোনা কিন্তু চোখ দিয়েও সংক্রমিত হয়ে থাকে" - জ্বী, তা হয়ে থাকে, যদি হাতে লেগে থাকা ভাইরাস কোনক্রমে চোখ স্পর্শ করে। তবে শুধু আই টু আই কন্ট্যাক্টে বোধ হয় করোনা ভাইরাস সংক্রমিত হয় না, অন্য কোন ভাইরাস হতে পারে।

কবিতাপাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৫| ২৬ শে মে, ২০২১ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,





আপনার সব কবিতার মধ্যে এটাই সেরা। কি অপূর্ব রূপকতায় ফুটিয়ে তুলেছেন পৃথিবীর আদিম অসুখটিকে! যে অসুখটিকে সব মানুষই হৃদয়ে মাস্ক লাগিয়ে লুকিয়ে রাখে...............
+++++++++++

২৭ শে মে, ২০২১ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও ততোধিক চমৎকার হয়েছে।
"যে অসুখটিকে সব মানুষই হৃদয়ে মাস্ক লাগিয়ে লুকিয়ে রাখে..............." - খুবই চমৎকার কথা!
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৬| ২৮ শে মে, ২০২১ রাত ১০:৪৬

মিরোরডডল বলেছেন:



এ অসুখের মাঝেই যে চরম সুখ !!!
এ অসুখ যেনো ভালো না হয়, যতদিন এ অনুভূতির মাঝে থাকা যায় :)

কবিতাটা সেরকম পছন্দ হয়েছে ।





২৯ শে মে, ২০২১ সকাল ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা সেরকম পছন্দ হয়েছে জেনে প্রীত হ'লাম। চমৎকার মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
অনেকদিন হলো কোন নতুন পোস্ট দিচ্ছেন না। আশাকরি শীঘ্রই নতুন একটা পোস্ট নিয়ে হাজির হবেন।

১৭| ০৯ ই জুন, ২০২১ রাত ৮:৪৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার এ কবিতাটি একদম অন্যরকম হয়েছে, ভালো লেগেছে। ++

০৯ ই জুন, ২০২১ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: মাস্ক পরিহিত দুটো করোনাভয়ে ভীত মুখ দেখেছিলাম, তাদের চোখের ভাব বিনিময় দেখেছিলাম, দেখে একটু অন্যরকমভাবেই কিছু ভেবেছিলাম।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.