নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

\'মায়া\'

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫২


ছবিটা দু'দিন পরে, ২৫ ডিসেম্বর সকালে তুলেছি। যোগ করে দিলাম।


“6:12”

মাত্র দু'টি অক্ষরের একটি শব্দ- 'মায়া'!

এতদিন জানতাম, মানুষের জন্য মানুষের মায়া হয়। আত্মজ আত্মজা এবং নিজ রক্তের সম্পর্কীয়দের প্রতি, নিষ্পাপ শিশুর প্রতি, গুরু, শিষ্য, সতীর্থ ও সুহৃদের প্রতি, আগত ও বিদায়ী ক্ষণিকের অতিথির প্রতি, সহচরদের প্রতি, নিরীহ প্রাণীর প্রতি, নির্বাক প্রকৃতির প্রতি, বিকশিত পুষ্পের প্রতি মানুষের মায়া হয়। যতই দিন যাচ্ছে, ততই দেখছি মায়ার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। এখন নিষ্প্রাণ জড়বস্তুর প্রতিও আমার মায়া জন্মাচ্ছে। আজ সকালে ফজরের নামাযের পর কণ্ঠস্থ কিছু দোয়া দরুদ আওড়াচ্ছিলাম আর সূর্যোদয়ের অপেক্ষায় পাশে রাখা সেলফোন টিপে সময় দেখছিলাম। অস্থিরতায় কিছুক্ষণ পর পর তিনবার টিপলাম, তিনবারই সময় দেখাল 6:12। এই সময়টা কিংবা এই সময় নির্দেশক সংখ্যাগুলোর কোনটাই আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়। তবুও কেন যেন এই ‘6:12’ আমার মনে গেঁথে র’লো। সূর্যোদয়ের পর আবার যখন শয্যা নিলাম, তখনো মনের পর্দায় ভাসছিল সেই ‘6:12’। বারবার মনে হচ্ছিল, আহা রে! আমার জীবনে আর কখনও সেই ক্ষণটির সেই ‘6:12’ আমার প্রতি তাকিয়ে থাকবে না!

সেলফোনটির প্রতিও খুব মায়া হলো!!!

ঢাকা
২৩ ডিসেম্বর ২০২১

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: মায়া জিনিসটা বড় অদ্ভুত কখন কার প্রতি মায়া লাগে আগে থেকে বলা যায়না।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। প্রথম মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

জুল ভার্ন বলেছেন: মায়া বড্ড ভয়াবহ, হুট করে কাটিয়ে ওঠা যায় না।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: যথার্থ বলেছেন। ধন্যবাদ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

নাহল তরকারি বলেছেন: মায়া কি ভাই? এটা দিয়ে কি করে?

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: বড় কঠিন প্রশ্ন!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: কত মায়া আপনার?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



আজকের সকাল 6:12 সময়টা (মহুর্তটা ) আপনার মনে দাগ কেটেছে, এ মহুর্তে আপনি ইমোশানেল ছিলেন।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিক বলেছেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মায়াটা একটি বিরল ধরণের মায়া মনে হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হোল মায়াহীন মানুষও এই পৃথিবীতে আছে। এরা না থাকলে পৃথিবী আরও সুন্দর হতো।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: "আপনার মায়াটা একটি বিরল ধরণের মায়া মনে হচ্ছে" - তা বটে! অস্বীকার করার উপায় নেই।
"বিস্ময়কর ব্যাপার হোল মায়াহীন মানুষও এই পৃথিবীতে আছে। এরা না থাকলে পৃথিবী আরও সুন্দর হতো" - এটাও ঠিকই বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: মায়া খুব কঠিন জিনিস।
বনের পাখি বনে উড়ে যায়। কিন্তু মায়া পড়ে থাকে।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: "মায়া খুব কঠিন জিনিস" - কথা সত্য! কঠিন, তবে এটি একটি সহজাত মানবিক গুণ।
"বনের পাখি বনে উড়ে যায়। কিন্তু মায়া পড়ে থাকে" - ভালো বলেছেন।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: সমস্যাতো এখানেই। কিছুই করা যায় না "মায়া" নামক এ বন্ধনের জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: মায়ার বাঁধন বড় শক্ত বাঁধন! এ বাঁধন কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্য।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০

বঙ্গদুলাল বলেছেন: আপনার অনুভূতি সুন্দর। আমার মতে আপনার এই অনুভূতিই আমাদের জীবন।যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা এই অনুভূতিগুলোকে বড্ড মিস করে ফেলি।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: "যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা এই অনুভূতিগুলোকে বড্ড মিস করে ফেলি" - কথা সত্য, তবে পরে এ অনুভূতিগুলো অনুশোচনা হয়ে ফিরে আসে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা----

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০২

জটিল ভাই বলেছেন:
সত্যি এ মায়া বড্ড নিষ্ঠুর আমার জন্য। প্রতিদিনই কিছুনা কিছুর উপর এমন মায়া পরবেই আর সারাদিন যাই ঘটবে তাই সেটার সঙ্গে সংযোজিত মনে হবে। কিন্তু কিভাবে তা আর মনে হবেনা। হাহাহাহা....
সুন্দর লিখা। জটিলবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: "প্রতিদিনই কিছুনা কিছুর উপর এমন মায়া পরবেই আর সারাদিন যাই ঘটবে তাই সেটার সঙ্গে সংযোজিত মনে হবে" - উত্তম পর্যবেক্ষণ। মন্তব্য ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬

মিরোরডডল বলেছেন:




ভালোবাসার অপর নাম মায়া ।
একটা অবিচ্ছেদ অনুভূতি ।
কখন যে কিসের প্রতি মনের অজান্তে এই মায়া জন্মায় !

আমি কোনো গয়না না পরলেও, রেশমি চুড়ি পছন্দ করি। তাই কালেকশনে আছে ।
হারিয়ে যাওয়া প্রিয়জনের হাতের স্পর্শ করা এক গোছা রেশমি চুড়ি খুব যত্ন করে রেখে দিয়েছি ।
মাঝে মাঝেই ছুঁয়ে দেখি । আর কি এক অদ্ভুতভাবে আমি তার স্পর্শ অনুভূব করতে পারি ।

মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত থাকে যেটা ভাষায় প্রকাশ করে কখনও বোঝানো সম্ভব না ।
Something we can only feel but cant express.

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: প্রথম তিন লাইনে ব্যক্ত আপনার ভাবনাটা চমৎকার! আর তার পরের তিন লাইনের অনুভূতির কথাগুলো হৃদয়স্পর্শী।

"মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত থাকে যেটা ভাষায় প্রকাশ করে কখনও বোঝানো সম্ভব না" - সর্বাংশে সত্য। একমত।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন:


মায়া নিয়ে মায়াময়ী লেখা ।
ভাবনার গভীরতায় অভীভুত।
পরে আরো একবার আসব ।
আপনার মধ্যাহ্নে তোলা কিছু ছবি
পোষ্ট হতে মা ও মেয়ে ফুলটি তুলে
নিয়ে আমার নতুন পোষ্টে যুক্ত করেছি ।
কৃতজ্ঞতার সহিত সে পোষ্টটি আপনার
প্রতি উৎসর্গ করা হয়েছে ।
ছবিটি নেয়ার জন্য ভুতাপেক্ষ অনুমোদন
প্রার্থনা করছি ।

শুভেচ্ছা রইল


২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫

খায়রুল আহসান বলেছেন: "কৃতজ্ঞতার সহিত সে পোষ্টটি আপনার প্রতি উৎসর্গ করা হয়েছে" - আমি আপ্লুত, আনন্দিত, প্রাণিত। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

"ভুতাপেক্ষ অনুমোদন" এর কোনই প্রয়োজন নেই। আপনি আমার পোস্ট থেকে ফুলের ছবিটিকে তুলে নিয়ে আপনার এক অসাধারণ কবিতায় স্থান দিয়ে আমাকেও সম্মানিত করেছেন, ছবিটিকেও মহিমান্বিত করেছেন।

শুভকামনা নিরন্তর.....

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খুব সম্ভব “সময়” অথচ দেখা যাবে মানুষ সবচেয়ে বেশী অবহেলা করছে সময়কে। মায়া - নিয়ে রিম রিম কাগজে মায়া লিখে শেষ করা যাবে না। মায়া মাত্র দুই অক্ষরের হলেও এর শক্তি ও অপশক্তি বিশাল।
+++


২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: "মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খুব সম্ভব “সময়” অথচ দেখা যাবে মানুষ সবচেয়ে বেশী অবহেলা করছে সময়কে" - এটা সত্য কথা। “সময়” কে যারা গুরুত্বের সাথে মূল্যায়ন করে নিজের জীবন পরিচালিত করেছে, তাদের ঊর্ধ্বে আরোহণ কেউ ঠেকাতে পারেনি।

"মায়া মাত্র দুই অক্ষরের হলেও এর শক্তি ও অপশক্তি বিশাল" - অনেক ধন্যবাদ, আপনার এ মূল্যবান উপলব্ধিটুকু এখানে শেয়ার করার জন্য।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত। শুভকামনা....

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: দুই অক্ষরের বড় অদ্ভুত শব্দ 'মায়া'। জাদুকরী শব্দটি আমাদেরকে বহু ক্ষেত্রে যুক্তি ভেদাভেদ দূরে ঠেলে একসূত্রে গেঁথে দেয়। মায়ার জাদুতেই দূর হয় আমাদের মনের তিক্ততা। তাই বলে অপাত্র বা উদ্দেশ্যহীনভাবে নয় সৎপাত্রে গড়ে উঠুক মায়ার বন্ধন।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই কোথাও না কোথাও মায়ার অদৃশ্য বাঁধনে আবদ্ধ। হৃদয় যত কঠিনই হোক না কেন, মায়ার কোমল পরশ সে হৃদয়কে আন্দোলিত করে।

মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০১

মিরোরডডল বলেছেন:



মন্তব্যে যার কথা উল্লেখ করেছি সে আর কেউ নয়, আমারই সহোদরা ।
আই লস্ট হার ফিউ ইয়ারস ব্যাক, মাই সিস, মাই বেস্ট ফ্রেন্ড ।
ক্যান্সার প্রথমে বাবাকে, তারপর বোনকে নিয়ে গেছে ।
ওকে অনেক মিস করি ।
কি এক অসীম মায়া রেখে গেছে আমাদের মাঝে !


২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: ফিরে এসে পুনঃমন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনি যে অনুভূতির কথা ব্যক্ত করেছেন, হুঁ সেটাই মায়া!
I am so sad at your loss!

১৬| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৮

আখেনাটেন বলেছেন: মানুষের গোটা জীবনটাই বুঝি নানারকম মায়ার জালে আবদ্ধ। যার ফলেই এত ব্যথা-বেদনা নানারকম বিচ্ছেদে। পজিটিভ মায়ার মতো নেগেটিভ মায়াই বুঝি আমাদের সমাজকে পচে দিয়েছে.. ঘুষখোরদের ঘুষের মায়া, আমলা ও নেতাদের গদি বা ক্ষমতার ভয়ঙ্কর মায়ার জালে অনেক জনগণেরই দশকের পর দশক জীবন ওষ্ঠাগত.....

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: "মানুষের গোটা জীবনটাই বুঝি নানারকম মায়ার জালে আবদ্ধ। যার ফলেই এত ব্যথা-বেদনা নানারকম বিচ্ছেদে" - জ্বী, আমার ধারণাও সেরকম। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েই আমরা মায়া ছড়াই, মায়ায় জড়াই এবং মায়াময় স্মৃতি রেখে একসময় পৃথিবী থেকে বিদায় নেই।
পরের কথাগুলোও ঠিক বলেছেন, একদম ঠিক!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.