নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সবুজ গাছ পালার ফাঁক দিয়ে লক্ষ্য করলাম যে ডিমের কুসুমের মত সূর্যটা ডুবে যাচ্ছে
ইউনাইটেড সিটি, মাদানি এভিনিউ এ অবস্থিত “ক্যাফে শেফ’স টেবল কোর্টসাইড” এ আজ ভোজন রসিকদের উপচে পড়া ভিড় ছিল। সেখানে একটা ফ্যামিলী লাঞ্চ সেরে ঘরে ফেরার আয়োজন করতে করতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হচ্ছিল। হঠাৎ গাড়ি থেকে সবুজ গাছ পালার ফাঁক দিয়ে লক্ষ্য করলাম যে ডিমের কুসুমের মত সূর্যটা ডুবে যাচ্ছে। তাড়াতাড়ি নেমে ২০২১ সালের শেষ উদিত সূর্যটির কয়েকটি ছবি তুলতে পারলাম। ছবিগুলো তোলা হয়েছে আজ ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সন্ধ্যা ৫-১০ থেকে ৫-১৫ এর মধ্যে।
বিদায় ২০২১, স্বাগতম ২০২২! কাল-পরিক্রমার এই ক্ষণে আমি এ ব্লগের সকল ব্লগারদের জানাচ্ছি আন্তরিক শুভকামনা। আগামী ২০২২ সালটি সবার জন্য বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যে থাকুন, সপরিবারে! বাংলাদেশের জন্য আগামী বছরটা নিয়ে আসুক নতুন সম্ভাবনা ও সমৃদ্ধি। দেশের জনগণ শান্তি, স্বস্তি ও বাক স্বাধীনতা ফিরে পাক!
ঢাকা
৩১ ডিসেম্বর ২০২১
২০২১ এর শেষ সূর্যাস্ত!
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
খুবই চমৎকারভাবে আপনি আপনার নববর্ষের অনুভূতি ব্যক্ত করেছেন। আপনার সাথে সহমত ও সকণ্ঠ।
২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৮
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
আস্তগামী সূর্যের মতো আমাদের সকল দৈন্যতা ডুবে যাক। নতুন সূর্য নিয়ে আসুক আমাদের ভালোবাসার সঙ্গীতগুলো।
বাদামের খোসা ভাঙার মতো শব্দ তোলা সে সঙ্গীতে মানুষে মানুষে সামাজিকতার ,সংস্কৃতির, সহযোগিতার, সহমর্মিতার অচ্ছেদ্দ বন্ধন নিয়ে গড়ে উঠুক নতুন এক ভূখন্ড.......
শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: "আস্তগামী সূর্যের মতো আমাদের সকল দৈন্যতা ডুবে যাক। নতুন সূর্য নিয়ে আসুক আমাদের ভালোবাসার সঙ্গীতগুলো" - আপনার এ চমৎকার, কাব্যিক মন্তব্যের সাথে কণ্ঠ মেলাচ্ছি।
আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:১৬
সিগনেচার নসিব বলেছেন: স্যার ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ছোট্ট একটি মন্তব্যে প্রশংসা ও প্রেরণা রেখে যাবার জন্যে।
আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সকল গ্লানি যদি এভাবে অস্ত যেতো!
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: "সকল গ্লানি যদি এভাবে অস্ত যেতো" - আহ, তাহলে কতই না ভালো হতো!
সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৫৯
জটিল ভাই বলেছেন:
ছবিগুলো সুন্দর এসেছে প্রিয় ভাই
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০০
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠের জন্য ধন্যবাদ। ছবিগুলোর প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম।
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নতুন বছরটা আপনার ও আপনার পরিবারের জন্যে শুভ হয়ে উঠুক এই কামনা করছি।
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: আপনার শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রথম প্লাসটির জন্যেও। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।
আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:৩০
নেওয়াজ আলি বলেছেন: দুঃখ, গ্লানি ও জটিলতা ভেসে যাক যাক । নতুন বছর হোক সুখ ও সুস্থতার। এই প্রত্যাশায় শুভ কামনা।
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রত্যাশা সফল হোক, বাস্তবায়িত হোক! অনেক ধন্যবাদ, পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য।
৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৭:০১
জুল ভার্ন বলেছেন: নতুন সকাল। নতুন আশা।
আপনার মনোবলই ভরসা।
Happy New Year: Postmortem of the last one era:
নতুন বছর আসে শুভ কামনায়। কিন্তু শুরু এবং শেষ হয় লুটপাট গুম গ্রেফতার নির্যাতন অপমৃত্যু আর হতাশায়...নতুন বছরে সেটা আরও বেশী হবে। সর্বপরি, যে বছটা শুরুই হয় মদ - মাদক, বেলেল্লাপনা, চিৎকার চেচামেচি পটকা-বাজিতে মানুষের শান্তি বিঘ্নিত করে- সেই বছর ভালো হবার কোনো কারণ আমি দেখিনা।
তবুও প্রার্থনা করি-
আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে হেফাজত করুন।
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: "আপনার মনোবলই ভরসা" - ভরসা রাখার জন্য ধন্যবাদ। আপনার প্রার্থনার সাথে কণ্ঠ মেলাচ্ছিঃ আল্লাহ রাব্বুল 'আ-লামীন ('আল আমীন' নয় কিন্তু!) আমাদের সবাইকে হেফাজত করুন!
আশাকরি, প্রার্থনা করি, ২০২২ সালটা যেন অন্যান্য বছরের মত গতানুগতিক কিছু না হয়। এ বছরে "ঐ নতুনের কেতন উড়ুক"!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৯| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো কাটুক আপনার আগামী দিনগুলো।
শুভকামনা সবসময়।
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২! এ বছরটি আপনার জীবনে সুখ সমৃদ্ধ নিয়ে আসুক! ভালো থাকুন সবাই সুস্বাস্থ্যে, সপরিবারে!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১০| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩
শেরজা তপন বলেছেন: আপনার সুস্থতা ও সুন্দর আগামীর প্রত্যাশায়- শুভ ইংরেজী নববর্ষ!
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
১১| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫
অন্তরন্তর বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মহান আল্লাহ্ সকলের হেফাজত করুন।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: "মহান আল্লাহ্ সকলের হেফাজত করুন" - আমীন!
আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
১২| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২
রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুবভেচ্ছা জানাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও অনেক শুভকামনা! নতুন এ বছরে সৃষ্টিশীল কাজে আরও বেশি ব্যস্ত থাকুন, আরও বেশি সাফল্য আসুক আপনার প্রতিটি কাজে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৯
ঢুকিচেপা বলেছেন:
অস্ত যাওয়া ছবিটা যেন করুণ সুরে বলছে “বিদায়”।
পোস্টের সাথে ছবিটা একদম পারফেক্ট।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: "অস্ত যাওয়া ছবিটা যেন করুণ সুরে বলছে “বিদায়"। পোস্টের সাথে ছবিটা একদম পারফেক্ট" - অনেক ধন্যবাদ, এতটা সূক্ষ্মভাবে ছবিটাকে দেখে এতটা সুন্দরভাবে প্রশংসা করার জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।
আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
১৫| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০
আখেনাটেন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
আগামীর দিনগুলো আরো প্রাণবন্ত ও সজীব হয়ে ধরা দিক এই কামনা করি।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা- শুভ নববর্ষ ২০২২!
আশাকরি, এ বছরে ব্লগে আপনি আরও সক্রিয় থাকবেন এবং আমাদেরকে বিনোদিত ও আলোকিত করবেন।
নতুন বছর আপনার জন্য বয়ে আনুক অনেক সমৃদ্ধি ও সাফল্য!
১৬| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা রইল
০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
১৭| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯
মিরোরডডল বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা ।
সানসেট মানেই স্বপ্নালু ভালোলাগা ।
১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১
খায়রুল আহসান বলেছেন: "সানসেট মানেই স্বপ্নালু ভালোলাগা" - খুবই চমৎকার একটা কথা বলেছেন। সূর্যাস্ত মানবের মনে সোনালী মায়া রেখে যায়। সে দৃশ্য স্বপ্নিল আবহ তৈরী করে।
মেনী থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট এ্যান্ড 'লাইক'!
১৮| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
২০২০-২০২১ করোনার মরণ কামড় খুব সম্ভব পৃথিবীর ইতিহাস অনন্তকাল মনে রাখবে।
প্রার্থনা করি পরম করুণাময় আল্লাহপাক যেনো ২০২২ ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষ সহ জীব জগত নিরাপদ রাখেন। শান্তিতে রাখেন। আল্লাহপাক নিজে আমানত রাখেন।
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: "২০২০-২০২১ করোনার মরণ কামড় খুব সম্ভব পৃথিবীর ইতিহাস অনন্তকাল মনে রাখবে" - এই সময়টাতে আমি বেশ কয়েকজন নিকটাত্মীয়, নিকট-বন্ধু এবং বন্ধুপত্নীকে হারিয়েছি। তাই আমি তো এ সময়কালকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণে রাখবোই।
আপনার দোয়ার সাথে কণ্ঠ মেলাচ্ছি- আমীন! মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বাগতম ২০২২ - শুভ নববর্ষ শ্রদ্ধেয় !
নতুন বছর সকল ব্লগারের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ব্যক্তি আক্রোশের অবসেশন থেকে বেরিয়ে আসুক সবাই জাতীয়, পারিবারিক ও ব্লগিও জীবনে। সকল মতপার্থক্য থাকা সত্বেও আমাদের মধ্যে এই বোধোদয় হোক যে, দিন ও বছর শেষে আমরা সবাই এক দেশেরই সন্তান। সকলের মধ্যে বৃদ্ধি পাক মানবিকতা ও পরমত সহিষ্ণুতা।