নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
(প্রয়াত নাঈম জাহাঙ্গীর নয়ন। ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত।)
নাঈম জাহাঙ্গীর নয়ন,
যদিও চলে গেলে তুমি লোকান্তরে,
তোমাকে এখনো করি স্মরণ
সহৃদয় ভালবাসা ও শ্রদ্ধাভরে।
তোমার কবিতার বিষয় ছিল প্রেম সুমধুর,
প্রেমের বন্দনায় ছিলে তুমি নিবেদিত প্রাণ।
নিজেই সে কবিতায় বসাতে বিষাদের সুর,
যন্ত্রহীন, দরাজ কণ্ঠে গেয়ে গেছ কত গান!
তোমার সেসব কবিতা ও কথা
আজও উজ্জ্বল হয়ে আছে ব্লগের পাতায়।
যেখানে ব্যক্ত হয়েছে তোমার হৃদয়ের ব্যথা,
অনেক পাঠককেও হয়তো সেসব কাঁদায়!
ঢাকা
০৭ জানুয়ারী ২০২২
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ, আহমেদ জী এস। নয়নকে নিয়ে লেখা আমার এবং অন্যান্য বিভিন্ন জনের পোস্টে লেখা আপনার মন্তব্য পড়ে বেশ বুঝতে পারছি, আপনার মনের অবস্থাও আমারই মনের মত। আপনার মত নয়ন আমারও একজন প্রিয় ব্লগার ছিলেন। বছর কয়েক আগেও আমার পোস্টে নিয়মিত আসতেন। মন্তব্যে/প্রতিমন্তব্যে তার একটি পরিশীলিত মনের পরিচয় পাওয়া যেত। তিনি সহব্লগারদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
২| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
এই নবীন কবি ও গায়কের মৃত্যুজনিত সংবাদে আমি মর্মাহত।
তিনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে একজন ছিলেন ।
অনেকদিন ধরে ব্লগে তাঁর অনুপস্থিতি নিয়ে কিছুটা চিন্ততিত ছিলাম ।
তঁর বিষয়ে সংবাদ জানানোর জন্য ধন্যবাদ ।
তাঁর কৃতিকে অতি সংক্ষেপে কাব্যকারে সুন্দরভাবে তুলে ধরেছেন ।
শুভেচ্ছা রইল
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: "তিনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে একজন ছিলেন" - আমার আপনার মত উনি এ ব্লগের অনেকের মনেই ঠাঁই করে নিয়েছিলেন ওনার সহজ সরল কবিতা, গান আর অন্যান্য পোস্টের মাধ্যমে। এ ছাড়া ওনার ভব্য আচরণ এবং সহজাত গুণাবলীর কারণেও উনি অনেকের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। বয়স নির্বিশেষে উনি সহব্লগারদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
"তাঁর কৃতিকে অতি সংক্ষেপে কাব্যকারে সুন্দরভাবে তুলে ধরেছেন" - অনেক ধন্যবাদ, আপনার এ উদার মূল্যায়নের জন্য। প্লাসে প্রাণিত।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৪৫
শায়মা বলেছেন: এভাবেই একে একে সবাই চলে যাবো আমরাও।
ভাইয়া ভালো থাকুক ঐ না ফেরার দেশে।
০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: উনি যে ওনার সদাচরণ ও সারল্যের কারণে অনেকের মনেই ঠাঁই করে নিয়েছিলেন, সেটা বেশ বোঝা যাচ্ছে ওনার অন্তর্ধানের পর ওনাকে নিয়ে লেখা পোস্টগুলো পড়ে। সেখানে অনেকেই মন্তব্য করে যাচ্ছেন, উনি তাদের একজন প্রিয় ব্লগার ছিলেন।
ওনার মাগফিরাত কামনা করছি।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৩৫
নেওয়াজ আলি বলেছেন: খুবই দুঃখজনক । আল্লাহ যেনো জান্নাতবাসি করেন
০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: আপনার দোয়ার সাথে কণ্ঠ মেলাচ্ছি- আমীন! মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৩৯
কাতিআশা বলেছেন: ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন!
০৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: মরহুমের মাগফিরাত কামনা করছি।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনার দোয়া-কামনা কবুল করুন!
৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৩
নূর আলম হিরণ বলেছেন: আহ্!
০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: কী হলো?
৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১১
সোহানী বলেছেন: কিভাবে বলবো জানি না। সকালে কাজের ফাঁকে শায়মার পোস্টটা দেখে কোনভাবেই আর সারাদিন কাজে মন বসাতে পারিনি। আমার সাথে অনেক কথা হতো। কিন্তু নিজের ব্যাস্ততায় পারিনি যোগাযোগ রাখতে। কি যে মায়াবী একটা ছেলে ছিল। খুব খুব কষ্ট হচ্ছে।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: উনি ব্লগীয় আচরণে নম্র ভদ্র স্বভাবের এবং অত্যন্ত মিশুক প্রকৃতির ছিলেন; মন মানসিকতায় পরিশীলিত ছিলেন। তার কবিতায়, গানে প্রেমের আবেগ অনুভূতিগুলো হৃদয়ের গভীর থেকে উঠে আসতো।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০
ইসিয়াক বলেছেন:
কি বলবো বুঝতে পারছি না ! খবরটা শোনা অবধি ভীষণ খারাপ লাগছে।
যেখানে থাকুক উনি ভালো থাকুক। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: "খবরটা শোনা অবধি ভীষণ খারাপ লাগছে" - এটা এজন্য হচ্ছে যে উনি সবার অন্তরে ঠাই করে নিতে পেরেছিলেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....
১০| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫০
জুল ভার্ন বলেছেন: ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন!
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: মরহুমের মাগফিরাত কামনা করছি।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আমরা স্রস্টার কাছ থেকেই আসি
আবার যাই যে ফিরে, এইতো জগতের রীতি
মোদের ছোট্ট নীড়ে হাজার কাজের ভীড়ে
কোনটা আসল কোনটা যে নকল কোনটা বা দরকারি
একটু যদি ভাবি এই সময়ের দাবি
এই জীবনের মানে এই সত্য অনুধাবনে নয় যে ভীমরতি
খালি হাতে আসি মোরা খালি হাতে ফিরি
সোনা দানা টাকা কড়ি যায়না কিছু সাথে
তবুও এসবের জন্য মোরা সদা যেন হাভাতে
মরণের পরে
সঙ্গে যায় শুধু আমল ভালো মন্দ যে যেমন করি
ভালোবাসা ভালো ঘৃণা কভু নয়
সবার জীবন যেন হয় পূণ্যময় তাই এই কামনা করি
মান অভিমান ভুলে এসো না সকলে মিলে
এমন জীবন গড়ি স্বর্গ লাভ যেন মোদের হয়
হয় খালি হাতে আসি মোরা খালি হাতেই ফিরি;
প্রভুর দরবারে।
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। +
১২| ০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: যে কোনো মৃত্যুই কষ্টের। অকাল মৃত্যু আরও কষ্টের।
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: প্রতিটি মৃত্যু আমাদেরকে আত্মসংশোধনের একটি সুযোগ দিয়ে যায়।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭
নতুন নকিব বলেছেন:
তিনি আমাদের মত অনেকেরই কাছের মানুষ ছিলেন। ভালো আচরণের অধিকারী ছিলেন। বন্ধুবৎসল ছিলেন। আল্লাহ তাআ'লা তাকে ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।
তাকে স্মরণ করেছেন বলে কৃতজ্ঞতা।
১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২
খায়রুল আহসান বলেছেন: "তিনি আমাদের মত অনেকেরই কাছের মানুষ ছিলেন। ভালো আচরণের অধিকারী ছিলেন। বন্ধুবৎসল ছিলেন" - আপনার পর্যবেক্ষণ সঠিক। আমার পর্যবেক্ষণেও তার এসব গুণাবলী ধরা পড়েছে।
পোস্ট পাঠ এবং দোয়ার জন্য ধন্যবাদ। প্লাসে প্রাণিত।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৪
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই কাঁদায় , ভীষণ আন্তরিকতা ছিল নয়নের মন্তব্যে। আল্লাহ তাআ'লা তাকে ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: "ভীষণ আন্তরিকতা ছিল নয়নের মন্তব্যে" - জ্বী, ঠিক বলেছেন। আন্তরিকতা ছাড়াও তার মন্তব্যে এবং প্রতিমন্তব্যে তিনি ব্লগারদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। অনেক বিনয়ীও ছিলেন।
আপনার দোয়ার সাথে কণ্ঠ মেলাচ্ছি, আমীন! মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৯
ঢুকিচেপা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এভাবে হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয়।
উনার আত্মার মাগফিরাত কামনা করছি।
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। অনেক গ্যাপ দিয়ে এখন ব্লগে আসেন। অবশ্য ব্লগিং বাদে অন্য কাজে ব্যস্ততা সমৃদ্ধির লক্ষণ।
আল্লাহ পাক মরহুমকে বেহেস্ত নসীব করুন!
১৬| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: ঢাকায় গেলে নয়ন ভাই দেখা করতে বলেছিলেন।কিন্তু দেখা আর হলনা।
উনি শেষের দিকে ফেসবুকে খুব কম আসতেন তাই আর যোগাযোগ করা হয়নি।
শায়মাপুর ফেসবুক পোষ্টের মাধ্যমেই জানতে পারি নয়ন ভাইয়ের মৃত্যুর খবর।প্রায় তিন মাস পর তিনার মৃত্যু সংবাদ জানতে পারাটা মনটাকে আরও কষ্ট দিচ্ছে।সেদিন সন্ধ্যাতেও ভাবছিলাম নয়ন ভাইয়ের কথা।অনেক দিন খোঁজ-খবর নেওয়া হয়নি নয়ন ভাইয়ের।নয়ন ভাইয়ের সাথে ফোনে কয়েকবার কথা হয়েছে।উনি খুব ভাল মনের একজন মানুষ ছিলেন।
১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: ওনার মৃত্যু সংবাদ পাবার কয়েকদিন আগে আমারও মনে হয়েছিল ওনার কথা। উনি আগে আমার পোস্টে নিয়মিত আসতেন। অনেকদিন ধরে আসছিলেন না বলে সন্দেহ হচ্ছিল, উনি একেবারেই ব্লগ ছেড়ে চলে গেলেন কিনা। তার কয়েকদিন পরেই শুনি, উনি শুধু ব্লগ ছেড়েই চলে যান নি, এ নশ্বর পৃথিবী থেকেও একেবারে চলে গেছেন।
১৭| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: দুদিন আগে প্রথম যখন খবরটি শুনি তখন বিশ্বাস করতেই পারছিলাম না। একসময় অবদমিত মনকে সান্ত্বনা দেই রুদ্রের 'চলে যাওয়া মানে প্রস্থান নয়' কবিতাটিকে.
আপনার স্মরণিকা ভালো হয়েছে++
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: "আপনার স্মরণিকা ভালো হয়েছে++" - অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনাদের ওখানে ওমিক্রন এর ভয়াল থাবার খবর শুনে শঙ্কিত হচ্ছি। সাবধানে থাকবেন।
ভালো থাকুন সুস্বাস্থ্যে, সপরিবারে।
১৮| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতে স্থান দিন
১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুন, আমীন!
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
১৯| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নয়ন ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।
কবিতাটি তাঁর আত্মার শান্তি আনয়নে বিশেষ কিছু যোগ করুক সেই কামনা করি।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পাঠ করে মন্তব্যে এসে অনেক পাঠক নয়নের জন্য প্রার্থনা করে গেছেন। বিশ্বাস আছে, এতে তার আত্মা শান্তি পাবে।
২০| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রতিমন্তব্যে আবার এলাম।জ্বী স্যার এখানে ভয়ানক অবস্থা।আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা।২০২০ আগস্টে আমরা দুজনই করোনা আকান্ত হয়ে সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা উপকৃত হই। এবার অবশ্য ইতিমধ্যে বাচ্চা সহ আমরা তিনজনই সদ্য জ্বর সর্দি কাশি থেকে মুক্তি পেয়েছি। আমাদের নির্দিষ্ট হোমিও ঔষধের জন্য কোনো রকম টেষ্ট চেষ্ট করার দরকার হয়নি।অথচ বাজারে শুনছি এ্যলোপ্যাথি ঔষধের দোকানে ঔষধ নেই। মিডিয়ার আতঙ্ক ও অন্ধ অ্যালোপ্যাথি নির্ভর মানুষকে চূড়ান্ত দিশাহারা করে তুলেছে।কয়েকদিন আগে ব্লগার মবিন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। সেসময় আমরা ফ্যামিলি প্যাকেজে জ্বর হয় ঠান্ডায় আক্রান্ত ছিলাম। কিন্তু এখন উপরওয়ালার ইচ্ছায় সবাই ভালো আছি। আপনারাও ভালো থাকবেন।আপনি ও আপনার পরিবারের উপর রহমত বর্ষণ হোক কামনা করি।
১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: যাক, এখন আপনারা সবাই সুস্থ আছেন জেনে স্বস্তি পেলাম। হোমিওপ্যাথি চিকিৎসা যখন কাজ করে, খুব ভাল কাজ করে। আজকাল তো শুনি অনেক দুরারোগ্য ব্যাধিও হোমিওপ্যাথি চিকিৎসায় নিরাময় হয়।
সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভকামনা....
২১| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: অতৃপ্ত প্রাণ নয়নের আত্মা শান্তি পাক, আল্লাহ বেহেশত নসীব করুন।
১৪ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার জন্য এক ধরণের হাহাকার, খুব গভীর আকুলতা নয়নের লেখায় প্রকাশ পেত। সেদিক থেকে আপনি হয়তো ঠিকই বলেছেন, নয়ন ছিল এক অতৃপ্ত প্রাণ।
"নয়নের আত্মা শান্তি পাক, আল্লাহ বেহেশত নসীব করুন" - কণ্ঠ মেলাচ্ছি, আমীন!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২২| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
নাঈম জাহাঙ্গীর নয়নের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পরম করুণাময় আল্লাহপাক নাঈম জাহাঙ্গীর নয়নকে জান্নাতবাসী করুন।
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুন, আমীন!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৪
মিরোরডডল বলেছেন:
এর চাইতে স্যাড নিউজ আর কি হতে পারে !
এরকম তরুণ প্রাণবন্ত একজন মানুষ সবার মধ্যে থেকে চলে গেলো ?
আমিতো ওকে কখনও ভুলবো না ।
সামু ব্লগে নাঈম আমাকে প্রথম কমেন্ট করেছিলো ।
সেই পোষ্ট ড্রাফ্ট করেছি ।
তখন আমি বাংলা টাইপ পারিনা । পোষ্টটা ইংলিশে ছিলো ।
নাঈম বলেছিলো, আপা আমিতো ইংলিশ বুঝিনা, বাংলায় দিলে বুঝতে পারতাম ।
আমি বিস্মিত হয়েছিলাম এতো সহজ সরল হয় মানুষ । ওর গায়ে মাটির ঘ্রাণ পেয়েছিলাম ।
কি সুন্দর গান লিখতো, গান গাইতো ।
নাঈম নেই, অবিশ্বাস্য মনে হচ্ছে ।
০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৩
খায়রুল আহসান বলেছেন: "তখন আমি বাংলা টাইপ পারিনা । পোষ্টটা ইংলিশে ছিলো" - আমার মনে আছে, প্রথমদিকে আপনি ইংরেজী অক্ষরে বাংলা লিখতেন এবং বাংলা ও ইংরেজী মিলিয়ে মন্তব্য/প্রতিমন্তব্য করতেন (পরেরটা এখনো করে থাকেন)। তবে ইংরেজী অক্ষরে লিখলেও, আপনার লেখায় আপনার ভাব ও ভাবনাগুলোকে সুন্দর করে প্রকাশ করতে পারতেন।
"কি সুন্দর গান লিখতো, গান গাইতো। নাঈম নেই, অবিশ্বাস্য মনে হচ্ছে" - খালি কণ্ঠে গাওয়া ওনার গানগুলোতে প্রাণ ছিল, দরদ ছিল। আমি ওনার ইউটিউব পোস্টগুলোতে গিয়েও ওনার গানের প্রশংসা করে এসেছিলাম।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
একজন নবীন কবি ও গায়কের মৃত্যু, কষ্টকর মেনে নিতে!
আমার একজন প্রিয় ব্লগার ছিলো নয়ন।