নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

হৃদয়হীনা

১০ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৫

তুমি যদি মানবী হতে,
কত মানুষ তোমাকে ধরার জন্য,
ছোঁয়ার জন্য,
তোমার পিছু নিত, পিছু পিছু দৌড়াত!
তুমি তবু টুকটুক করে এগিয়ে যেতে,
মানুষ ভাবতো,
তুমি হাঁটছো, তাই-
একটু দৌড়ে গেলেই তো তোমাকে ধরা যাবে!
কিন্তু পরে তারা ঠিকই বুঝতে পারতো,
তুমি অধরা, অনতিক্রম্য।

তুমি মানবী নও,
তবুও মানুষ এখনো তাই ভাবে।
এখনো তারা তোমার পিছু পিছু দৌড়ায়।
তোমাকে ধরতে চায়,
অতিক্রম করতে চায়,
কচ্ছপের পেছনে খরগোশ যেভাবে দৌড়ায়,
সেভাবে কিছুটা এগিয়ে বিশ্রাম নেয়।
কিন্তু তারা তোমাকে অতিক্রম করতে পারেনা।
তুমি চলে যাও তাদেরকে পিছু ফেলে,
তারা মুখ থুবড়ে পড়ে থাকে।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
০৯ জুলাই ২০২২


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



আপনার পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা।

১০ ই জুলাই, ২০২২ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার পরিবারের প্রতিও শুভেচ্ছা শুভকামনা রইলো।

২| ১০ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেকি মানবী নয় আদোও!!

১০ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: না, নয়।
তাকে সহজে যেন তাকে চিনতে পারেন, সে জন্যই তো নীচে হৃদয়হীনার ছবিটা দিয়েছি।

৩| ১১ ই জুলাই, ২০২২ সকাল ৭:২৯

ইসিয়াক বলেছেন: এই তো সময়... তারে ধরতে গেলে যায় না ধরা, শুধু ছুটে চলে নিরন্তর। সে যে কতকাল ছুটবে কে জানে! একজীবনে তার নাগাল কেউ পায় না। অলক্ষ্যে দাঁড়িয়ে সে হাসে। আসলেই সে হৃদয়হীনা।
কবিতায় ভালো লাগা।

ঈদের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: ঠিক ধরেছেন, এবং ঠিক বলেছেনও - "আসলেই সে হৃদয়হীনা"!
পোস্টে প্রথম প্লাসটি দিয়ে লেখককে সম্মানিত করলেন, এজন্য অশেষ ধন্যবাদ।
আপনার এবং আপনার পরিবারের প্রতিও রইলো ঈদের শুভেচ্ছা এবং শুভকামনা।

৪| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই জুলাই, ২০২২ ভোর ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সরল মনে প্রশংসার জন্য।

৫| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার এই কবিতাটি আগে কখনো পোস্ট দিয়েছিলেন? কেমন চেনা চেনা লাগছে। যাইহোক হৃদয়হীনাই বটে। যাকে কিছুতেই যায় না বাধা। আগে এসে পড়ে গেছিলাম সময়াভাবে কমেন্ট করা হয়নি। কবিতায় তৃতীয় ভালোলাগা রইলো।
শুভেচ্ছা স্যার আপনাকে।

১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: না, এ কবিতাটি এর আগে কখনোই কোথাও পোস্ট করি নাই, কারণ এর জন্মই হয়েছে আজ থেকে মাত্র চারদিন আগে। আমার প্রতিটা পোস্টে লিখার তারিখ ও স্থানের উল্লেখ থাকে। বলতে পারেন এ ব্লগে এটা আমার ট্রেডমার্ক। তবে, আগেও একই বিষয়বস্তু নিয়ে আমি বেশ কয়েকটি বাংলা ও ইংরেজী কবিতা লিখেছি। তার মধ্য থেকে হয়তো কোন একটা বাংলা কবিতা এখানে আগেও পোস্ট করে থাকতে পারি। তবে ঘড়িটার ছবি দু'বছর আগে আমার অস্ট্রেলিয়া ভ্রমণ নিয়ে লেখা একটা ভ্রমণ কাহিনীতে পোস্ট করেছিলাম, কোন কবিতায় নয়। আপনার স্মরণ শক্তির প্রশংসা করতেই হয়! :)

মন্তব্য এবং 'তৃতীয় ভালোলাগা'র জন্য অশেষ ধন্যবাদ।

৬| ২২ শে জুলাই, ২০২২ রাত ১১:৪০

ফারহানা শারমিন বলেছেন: আহ্! অসাধারণ! সত্যিই অসাধারণ!! আপনি এবং আপনার প্রতিটা লেখা!

২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আমার এবং লেখার প্রশংসা করার জন্য।
শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.