নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হলুদ পাখি,
আমাদেরকে মায়ার বাঁধনে বেঁধে রেখে
তুমি মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেলে!
যাওয়ার সময় বিদ্যুৎ ছিল না,
তাই বুয়ার কোলে চড়ে তুমি সিঁড়ি দিয়ে নামছিলে।
প্রথম ধাপটি নেমে তুমি ফিরে তাকালে,
হাসি দিয়ে ‘বাই-বাই’ জানালে।
এক পা দু’পা করে কেবল তুমি হাঁটতে শিখেছো।
প্রায়ই আমি নামাজে দাঁড়ালে টের পেতাম,
কোথা থেকে যেন তুমি এসে
পেছন থেকে আমার পা দুটো জড়িয়ে ধরে আছো।
আমি সিজদায় গেলে, দ্বিতীয় সিজদার আগেই,
আমার পা ছেড়ে হামাগুড়ি দিয়ে সামনে এসেছো,
ঠিক সিজদার জায়গাটায় বসে আমাকে দেখছো।
সালাম ফিরিয়ে আমি তোমার কচি হাত দুটো
আমার হাতে ধরে মুনাজাত করতাম,
তুমি মন দিয়ে শুনতে, তার পর চলে যেতে।
ল্যাপটপে লেখালেখির সময়
তুমি আমার কোলে চড়ার আব্দার জানাতে।
আমি কোলে তুলে নিলে
আমার মুখের দিকে তুমি কয়েকবার তাকাতে।
তারপর একটা একটা করে কী-প্যাড চাপতে।
মনিটরে অক্ষরের নড়াচড়া দেখে তুমি খুশি হতে।
অল্প কিছুদিনের জন্য তুমি নানুবাড়ি বেড়াতে গেছ,
কিন্তু এতেই আমার ঘর শূন্যতায় ভরে গেছে।
হঠাৎ হঠাৎ করে বলে ওঠা তোমার কচি মুখের বোল,
আর ঘুমের সময়ে তোমার কান্নার রোল,
এখনো আমার কানে বেজে চলেছে।
তোমার ভুবন ভোলানো মিষ্টি হাসি
বারে বারে আমার দেখতে ইচ্ছে করছে।
ঢাকা
২৭ অগাস্ট ২০২২
('হলুদ পাখি', কারণ যাওয়ার সময় সে একটা সুন্দর হলুদ রঙের ফ্রক পড়া ছিল)
২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ মায়াময় মন্তব্যটির জন্য। প্রথম মন্তব্যে এবং দ্বিতীয় প্লাসটি পেয়ে প্রীত ও প্রাণিত হ'লাম।
২| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: অসাধারন হৃদয় ছোঁয়া লেখা! মায়াময়ী হলুদ পাখিকে নিয়ে লেখা- এ যেনো আমার নাতনীর প্রতিচ্ছবি! আপনি যা কবিতায় লিখেছেন- তেমন করে লেখার কাব্যিক শব্দ/জ্ঞান আমার নাই। তবুও নাতনীর সাথে সারাক্ষণ কথা বলা। যাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না আমাদের ভাষা, যাকে নিয়ে লিখতে গেলে শেষ হয়ে যাবে পাতার পর পাতা। নাতনীই যেনো আমাদের একলা দিনের প্রথম খেলার সাথী, অন্যদিকে নাতনীই তো আবার ঘুমহীন রাতের ঘুম পাড়ানো সাথী।
আমাদের নাতনীর নানাবাড়ি সেনানিবাস এলাকায়। ওর চাকরিজীবি মা প্রতি বৃহস্পতিবার অফিস থেকে ফিরে মেয়েকে নিয়ে মায়ের কাছে যায়, শনিবার বিকেলে আবার ফিরে আসে। তারপরও এই রুটিন আসা যাওয়া অনেক শুণ্যতা তৈরী করে!
২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে আপনার নাতনিকে স্মরণ করে তার সম্বন্ধে কিছু কথা শেয়ার করলেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
"তারপরও এই রুটিন আসা যাওয়া অনেক শুণ্যতা তৈরী করে!" - ঠিক বলেছেন, মাত্র দুদিনের জন্য গেলেও মনে হয় এ দু'দিন ঘরটা যেন শূন্যতায় ভরে থাকে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৩| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৭
শেরজা তপন বলেছেন: এমনিতে কবিতা পড়া হয়না -বিশেষ করে ব্লগে।
তবে আপনার কবিতা একটাও মিস দেই না- নাতনীকে নিয়ে লিখেছেন নিশ্চিত?
ভালোয় ভালোয় ফিরে আসুক- ফের আপনার ঘর উচ্ছলতায় ভরে উঠুক।
২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা একটাও মিস দেন না, এ কথাটা জেনে আমার কবিতা লেখাকে সার্থক জ্ঞান করছি। অনেক ধন্যবাদ।
জ্বী, এ কবিতাটা আমার নাতনিকে নিয়ে লিখেছি। ও যতক্ষণ ঘরে থাকে, ঘর আলোকিত থাকে, আমরা ওকে নিয়ে ব্যস্ত থাকি। ও যখন মাঝে মাঝে কিছুদিনের জন্য ওর নানুবাড়িতে চলে যায়, আমাদের ঘরটাকে তখন ফাঁকা মনে হয়, আমাদের যেন করার কিছু থাকে না, আমরা শূন্যতা অনুভব করি।
"ভালোয় ভালোয় ফিরে আসুক- ফের আপনার ঘর উচ্ছলতায় ভরে উঠুক" - অশেষ ধন্যবাদ আপনার এ দোয়া ও শুভকামনার জন্য।
সুন্দর মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৪| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৩
ক্যাঁচাল ভাই বলেছেন:
কত্তো মায়ার টান,
কত্তো আবেগময়,
কত্তো ভালোবা,
কত্তো মমতাময়।
কবিতার প্রতিটি পংক্তি চোখে ভাসলো।
হলুদ পাখি আর উটপাখি উভয়ের জন্যেই শুভকামনা অশেষ
(উটপাখি, কারণ হলুদ পাখির তুলনায় মন ও দেহের বিশালতা বুঝাতে ব্যবহৃত)
২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: ব্রাকেটে 'উটপাখি'র ব্যাখ্যা দেয়ার জন্য ধন্যবাদ। তা না হলে মনে হয় এই নতুন বিশেষণটি পড়ে ভড়কে যেতাম। বলে কী?
লেখায় মন্তব্য করে এবং 'লাইক' দিয়ে বরাবরের মত উৎসাহিত করে গেলেন, এজন্য আবারও অশেষ ধন্যবাদ। মন্তব্যটি ভালো লেগেছে। +
৫| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৮
ইসিয়াক বলেছেন: ফিরে আসুক হলুদ পাখি।হলুদ পাখির জন্য অনেক অনেক শুভকামনা।
শিশুদের সাথে কাটানো সময় অন্য কোন কিছুর সাথে তুল্য নয়। আহ! কি যে নির্মল আনন্দ।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২১
খায়রুল আহসান বলেছেন: "শিশুদের সাথে কাটানো সময় অন্য কোন কিছুর সাথে তুল্য নয়। আহ! কি যে নির্মল আনন্দ" - খুবই মূল্যবান একটি সত্য কথা বলেছেন। শিশুরা ফেরেশতাতুল্য, নিষ্পাপ এবং নিষ্কলুষ।
শুভকামনার জন্য ধন্যবাদ। সুন্দর মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৬| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: আপনার হলুদ পাখি' র শৈশব ব্লেসেড আর মায়ায় ভরা!
সে লিখতে পড়তে শেখার পড় আপনার কবিতা মায়াময় শৈশবের বার্তা বয়ে আনবে। অনেক মিষ্টি লেখা আদরের নাতনীকে নিয়ে।
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: "আপনার হলুদ পাখি' র শৈশব ব্লেসেড আর মায়ায় ভরা!" - আলহামদুলিল্লাহ! মায়া মমতা, স্নেহ ভালোবাসা পাওয়া প্রতিটি শিশুর নায্য অধিকার। এ অধিকারটুকু মিটিয়ে দিলে এরাই একদিন বড় হয়ে মায়া মমতায় জগত ভরিয়ে দিবে।
অনেক মিষ্টি লেখা আদরের নাতনীকে নিয়ে। - মনের ভেতরে পাক খাওয়া কথাগুলোকে প্রকাশ করতে পেরে যেন কিছুটা স্বস্তি পেয়েছিলাম।
সুন্দর মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৭| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৯
অপ্সরা বলেছেন: হলুদ পাখির জন্য অনেক ভালোবাসা ভাইয়া.....
৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ, হলুদ পাখি'র প্রতি ভালবাসা এবং পোস্টে 'লাইক' এর জন্য।
৮| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৪
কাছের-মানুষ বলেছেন: চমৎকার করে লিখেছেন। মুগ্ধ হয়ে পড়লাম।
হলুদ পাখির জন্য অনেক ভালবাসা রইল।
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: "হলুদ পাখির জন্য অনেক ভালবাসা রইল" - অনেক ধন্যবাদ, হলুদ পাখি কে স্মরণ করে লেখা এ কবিতাটা 'মুগ্ধ হয়ে পড়ার' জন্য এবং তাকে ভালবাসা জানানোর জন্য।
প্রবাসে সপরিবারে সুস্বাস্থ্যে ভালো থাকুন, শুভকামনা....
৯| ৩০ শে আগস্ট, ২০২২ ভোর ৬:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
হলুদ পাখীর জন্য সুন্দর মায়াবী কবিতা । কবিতার প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি
শব্দপ্রয়োগ, প্রতিটি ছত্রেই যেন রয়েছে হৃদয় নিংরানো অনির্বচনীয়, অপরিমেয়
মায়ার প্রকাশ!
হলুদ পাখীর জন্য শুভেচ্ছা রইল
৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৮
খায়রুল আহসান বলেছেন: আহা, আলী ভাই! কতটা নিবিড় মনযোগের সাথেই না আপনি আমার কবিতার অভ্যন্তরে প্রবেশ করে আমার আকুলতা ব্যাকুলতাকে উপলব্ধি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এতটা সুন্দর কথামালায় আমার অনুভূতিটুকু মন্তব্যে প্রকাশ করার জন্য।
'হলুদ পাখীর জন্য শুভেচ্ছা' এবং কবিতায় ভাললাগা ('লাইক' রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা!
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২০
সোহানী বলেছেন: বোঝাই যাচ্ছে নাতি-নাতনী আমার জীবনের পুরো অংশ দখল করে আছে
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বুঝেছেন, আপন উপলব্ধিতে। সময় আসুক, আরও বুঝবেন, তখন ব্যক্তিগত অভিজ্ঞতায়।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মায়াময়ী হলুদ পাখিকে নিয়ে লেখা কবিতাটাও মায়ায় আচ্ছন্ন করবে পাঠককে। একজন দাদা হিসাবে কবির মনও যে মায়ায় টুই-টুম্বুর, তা লেখায় স্পষ্ট।
হলুদ পাখি শীঘ্রই ফিরে আসবে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।