নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ জন্মে মৃত্যুতে বেদনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৫

শিশু জন্মের বেদনার কথা প্রসূতি জানে,
বুনোফুল ফোটানোর ব্যথা বনভূমি জানে।
পিয়ানোর মূর্ছনার ব্যথা বেটোফেন জানে।
কবিতার বেদনার কথা শুধু কবিই জানে।

হলুদ পাতা ঝরার ব্যথা মালিনী বোঝে,
পরিত্যক্ত পিয়ানো তার বাদক খোঁজে।
তটিনীর যে স্রোতধারা মরুতে হারায়,
উৎস গিরি বারে বারে তার পানে চায়।

বেদনাই প্রাণের স্ফূরন ঘটায়,
বেদনাই প্রাণের স্পন্দন থামায়।
বেদনা ছাড়া সৃষ্টি হয় না, জন্ম হয় না।
বেদনা ছাড়া প্রস্থান হয় না, মৃত্যু হয় না।


ঢাকা
১৮ জুন ২০১৫

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৭

শেরজা তপন বলেছেন: বেদনা ছাড়া সৃষ্টি হয় না, জন্ম হয় না।
বেদনা ছাড়া প্রস্থান হয় না, মৃত্যু হয় না।

~ কবিতার শেষের এই পাঞ্চটা দুর্দান্ত!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য, প্রথম লাইক এবং কবিতা থেকে ভালো লাগা অংশের উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন অনুভূতি শ্রদ্ধেয়
অনেক ভালো লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯

নীল-দর্পণ বলেছেন: খুব সুন্দর অনুভুতি বিশেষ করে শেষ দুই লাইন। একদম বাস্তব!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে প্রাণিত।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন ধরেই আপনার কবিতা পড়ছি। সুন্দর কবিতা লিখেন আপনি। ভাষা সুন্দর। আপনার কবিতায়া বান ও ভনিতা থাকে না। আর থাকে না বানান ভুল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সরল, সুন্দর ও সাবলীল একটা লেখা। সহজে পড়ে মুগ্ধতা পেলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। মুগ্ধ হয়েছেন জেনে প্রীত হ'লাম।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫০

সোহানী বলেছেন: এটাইতো বোঝাতে চাইছিলাম। কিন্তু আমাদের ব্লগার ভাইরা বুঝলো না। যে প্রসব করে সেই তার বেদনা বোঝে । পৃথিবী এক করেও এর কষ্ট অনুভব করা সম্ভব নয়।

কবিতায় ++

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: "যে প্রসব করে সেই তার বেদনা বোঝে" - কথাটা সত্য। সব প্রসবেই থাকে বেদম বেদনা, তাই প্রসবিনীরা আপন সন্তানকে প্রাণের বিনিময়ে হ'লেও,আজীবন আঁকড়ে ধরে থাকতে চায়। ।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২২

মৌন পাঠক বলেছেন: দারুন লিখেছেন জনাব।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এ প্রশংসাটুকুর জন্য।

৮| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনি সবসময় ই ভালো লেখেন। বেদনা ছাড়া আসলেই কিছু হয় না।
শুভকামনা, ভালো থাকবেন।

২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার উপস্থিতিতে প্রীত হ'লাম, প্লাসে এবং মন্তব্যে প্রাণিত।
বেদনায় সৃষ্টি, বেদনায় লয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.