নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ গতি ও স্মৃতি

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১০

জীবন এগিয়ে যায়,
স্মৃতি ছুটে চলে পিছে।
মানুষ ফিরে ফিরে চায়,
ফেরার চেষ্টায় মিছে।

রেল ইঞ্জিনের ধোঁয়া
ধায় না সম্মুখপানে,
পেছনেই তার নোয়া
ট্রেন ছুটে চলে সামনে।


ঢাকা
৩০ অগাস্ট ২০২৩

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৪

নজসু বলেছেন:



ট্রেনে চাপলে মনে হয় ট্রেনটা থেমে আছে। আশেপাশের বাড়ি ঘর গাছপালা ছুটে চলেছে।
জীবনটাও চলছে ট্রেনের মতো। মনে হয় থেমে আছে অথচ স্মৃতিগুলো তাড়া করে ফেরে।

৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন।
কবিতা পড়ে আপনার ভাবনাটা এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




জীবন একটা চলমান ট্রেইন।

একসময় জীবন নামক ট্রেইন জার্নিটা উপভোগ্য ছিলো।
দুলতে দুলতে দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়া।
অভিজ্ঞতার ঝুলিতে কত বর্ণিল সৌন্দর্য দেখার স্মৃতি জমা হতো।
নতুন নতুন যাত্রীদের উঠা নামা, প্রিয়মুখের মিটিং গ্রিটিংস খারাপ না।

কিন্তু ইদানিং ট্রেইনটা এতো বেশি দ্রুত গতিতে চলছে যে দুপাশের দৃশ্য দেখার অবকাশ দেয়না।
যেটুকু হয়, সেটা যেনো এনাফ না।
মনে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাতে যেনো আর বেশি পথ বাকি নেই!


৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: জীবনকে নিয়ে ট্রেনের সাথে চমৎকার একটি উপমা টেনেছেন। + +
কিন্তু ইদানিং ট্রেইনটা এতো বেশি দ্রুত গতিতে চলছে যে দুপাশের দৃশ্য দেখার অবকাশ দেয়না - দুই স্টেশনের মাঝখানে ট্রেনের গতি সর্বোচ্চ থাকে। আপনি বোধহয় মাঝপথে আছেন।
মনে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাতে যেনো আর বেশি পথ বাকি নেই! - আপনার যে বয়স, তাতে এখনই এমন ভাবনা মনে আসছে কেন? টাচউড!

৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৩:০১

মিরোরডডল বলেছেন:




হুম...... মন্তব্যটা একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলো।
তাহলে এবার একটু মজার হোক :)

জীবন ট্রেনের জার্নিতে পাশের সিটে একেক যাত্রীর আসা যাওয়া সত্যি ভালোলাগার কারণ.....
I love meeting new people. Every single individual is like a different world to me.
Love reading this book each time. Knowing each other and enjoying the scenic beauty outside, what else can be better than this! There's no way to be bored, that makes the journey amazing!

One thing needs to remember as each time new person, new face, new book we're reading, have to maintain a distance between two seats. No matter how much we enjoy, but this is a temporary acquaintance only. From next station our direction is different.

Eventually time to time the seat is empty for new one. But when the train is going faster & faster, nothing much to see outside. Time to be relaxed. We need someone next to our seat so that we can lean on the shoulder, holding the hand. There won't be any gap between two seats. Both passengers should be heading to similar direction for long run. Not just acquaintances.
Otherwise, this part of journey won't be comfortable :)



৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: Excellent, every line! Thank you.
"No matter how much we enjoy, but this is a temporary acquaintance only. From next station our direction is different." - Sad, but it’s a bitter truth.

৫| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪২

করুণাধারা বলেছেন: জীবনটাই কি এক ট্রেন!!

কেবলই সব ফেলে এগিয়ে চলা...

মিরোরডডলের মন্তব্য দুটো ভালো লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: "জীবনটাই কি এক ট্রেন!"! - তাই তো মনে হয়!
জ্বী, মিরোরডডলএর মন্তব্য দুটোতে জীবন সম্পর্কে তার স্বচ্ছ দর্শন ফুটে উঠেছে। আমারও ভালো লেগেছে।

মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধনধ্যবাদ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: সহজ সরল ভাষায় বেশ সুন্দর লিখেছেন। লিখায় ভালোলাগা জানবেন। ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২২

খায়রুল আহসান বলেছেন: প্রশংসার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকুন, শুভকামনা......

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ভাবনা।
জীবন রূপ ট্রেন কবিতা চতুর্থ প্লাস।
শুভেচ্ছা স্যার আপনাকে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: ১১২তম পাঠক হিসেবে চতুর্থ প্লাসটি দিয়ে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাবনাটি আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.