নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রার্থনা

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২০

হে আমার অভিভাবক, আমার প্রতিপালক, আমার রব্ব!
জ্ঞান হবার পর জীবন সাগরে ভাসতে ভাসতে
প্রথম যখন ডোবার উপক্রম হয়েছিলাম,
কোন খেয়ালে যেন তোমাকে ডেকেছিলাম!

তুমি সাড়া দিয়েছিলে, আমায় টেনে তুলেছিলে।
তোমার সে সাড়া আমায় সাহস যুগিয়েছে,
আমার বিশ্বাস বাড়িয়েছে,
আমি তোমার উপর নির্ভর করতে শিখেছি।

এখন আর আমি তোমাকে "কোন খেয়ালে" ডাকি না;
তোমাকে চিনে-শুনে, জেনে-বুঝেই ডাকি।
তুমি জানো, আমি তোমার উপরে কতটা মুখাপেক্ষী!
মা'বুদ, আমার এ মুখটাকে তুমি ফিরিয়ে দিও না!

সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে তাকিয়ে থেকেই ঝরে যায়,
আমিও যেন তাই পারি। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে
তোমার হাতে সঁপে দিলাম।
তুমি এ দেহের দেখভাল অন্য কারও হাতে রেখো না, মা'বুদ!


ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৩

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অতি মনোরম।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হলাম।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫০

ইসিয়াক বলেছেন: সৃষ্টিকর্তা মহান।
আহা! প্রার্থনা।
সকল চাওয়া পূর্ণ হোক এই কামনা করি।
শুভেচ্ছা সতত।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক, অনেক ধন্যবাদ।
"আহা! প্রার্থনা। সকল চাওয়া পূর্ণ হোক এই কামনা করি" - অত্যন্ত প্রশান্তিদায়ক একটি মন্তব্য।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

শাওন আহমাদ বলেছেন: মা শা আল্লাহ!

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: জাযাক আল্লাহ!

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৮

বাকপ্রবাস বলেছেন: আমিন

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যধাদ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:



আপনার কর্মজীবনের কিছু অভিজ্ঞতার কথা লিখুন; সরকারের লোকজনের কাজকর্ম নিয়ে কিছু জানলে ভালো হতো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: জ্বী, সময় হলে লিখার ইচ্ছে রয়েছে।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৬

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি দারুন লিখেছেন। পড়ে মুগ্ধ হলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, মন্তব্যটি পড়ে আমিও মুগ্ধ হলাম।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



প্রার্থনা কবিতায় থাকা কথামালা হদয়ে এনে দিল পরম প্রশান্তি
সত্যিইতো প্রার্থনা বয়ে আনে চিরকালের জন্য একটি আনন্দ
এর কারণে প্রেমময়তা পায় বৃদ্ধি ; প্রার্থনা কখনই হয়না নিষ্ফল
প্রার্থনা সর্বদাই আমাদের জন্য একটি নিরব শান্তনা ।

নিমগ্ন প্রার্থনা একটি ঘুম, একটি মিষ্টি স্বপ্ন, হৃদয়ে বহায় শান্ত শ্বাস
প্রার্থনায় থাকে বিসর্জনের সাথে অর্জনের অপার সম্ভাবনা
সাথে পৃথিবীর বন্ধন হতে মুক্তির উপায় অবলম্বনের হাতিয়ার
হতাশা সত্ত্বেও, প্রার্থনায় থাকে মহামিলনের সুতীব্র বাসনা ।

প্রার্থনা মানে মহৎ প্রকৃতির আবহে ক্রমপুঞ্জিত বিষণ্ণ দিনগুলির
প্রবল বাধাবিপক্তি আর বিপদ সংকুল পথ পাড়ি দেয়ার
উপায় অনুসন্ধানের জন্য নীজকে তৈরী করার একান্ত প্রচেষ্টা ।

প্রার্থনা মোদের অন্তরের কদর্যতাগুলিকে পলকে দূরে সরিয়ে
আমাদের অন্ধকার আত্মাকে পরিনত করে জ্যোতির্ময়তায়।

দোয়া করি মাবুদ আপনার ঐকান্তিক প্রার্থনা কবুল করুন
জীবনের শেষ মহুর্ত পর্যন্ত সুস্থ থাকুন আর পরাশ্রয়ী না হন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: "নিমগ্ন প্রার্থনা একটি ঘুম, একটি মিষ্টি স্বপ্ন, হৃদয়ে বহায় শান্ত শ্বাস
প্রার্থনায় থাকে বিসর্জনের সাথে অর্জনের অপার সম্ভাবনা
সাথে পৃথিবীর বন্ধন হতে মুক্তির উপায় অবলম্বনের হাতিয়ার
হতাশা সত্ত্বেও, প্রার্থনায় থাকে মহামিলনের সুতীব্র বাসনা"
- চমৎকার একটি দর্শন ফুটে উঠেছে আপনার লেখা এ কয়টি বাক্যে। আমি এ সম্মত এবং অভিভূত হলাম।

সুন্দর, কাব্যিক মন্তব্য, প্লাস এবং শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। +++++

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য, প্রশংসা এবং প্লাসে প্রীত ও প্রাণিত হলাম।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪২

ঢাকার লোক বলেছেন: আল্লাহ্ই একমাত্র যিনি বান্দা মত বেশী প্রার্থনা করে তত বেশী খুশী হন! আপনার প্রার্থনা উনি কবুল করুন, সেই সাথে আমাদেরকেও একমাত্র তাঁর‌ই কাছে সাহায্য চাওয়ার মানসিকতা দান করুন, বিপদে ও বিপদমুক্ত অবস্থায়, অসচ্ছল ও সচ্ছলতায়!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই চমৎকার প্রার্থনাটি আমার কবিতা প্রসঙ্গে এখানে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.