নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আকাশ ফুঁড়ে সূর্য হাসে,
নদীর জলে নৌকো ভাসে।
আকাশ করুক গুরু গুরু,
মাঝির দলের যাত্রা শুরু!
সাত সকালে ভাবুক কবি
দেখতে দেখতে প্রভাত রবি
লিখে ফেলেন কয়েক ছত্র
অরুণোদয়ের মানপত্র।
ঢাকা
২৬ অক্টোবর ২০২৩
(ছবিগুলো তুলেছি নিজের সেলফোন ক্যামেরা আই১৩ দিয়ে, @টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জে।
তারিখ ও সময়ঃ ০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-২৯। ছবিটি দেখা যাবে নীচে দেয়া লিঙ্কটি কপি-পেস্ট করলে।)
@টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-২৯
@টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-২৯
@টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-৩০
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ অর্ক।
২| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না।
২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৫
খায়রুল আহসান বলেছেন: "কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না" - আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি এখানে জানাবার জন্য, সেই সাথে দুঃখিত ভুলের জন্য।
শিরোনামের ছবিটা কবিতার উৎস। সেই সাথে একই সময়ে তোলা আরও কয়েকটি ছবি যোগ করে দিলাম।
৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৩
ঢাবিয়ান বলেছেন: সুন্দর সব ছবি। টাঙ্গুয়ার হাওর দেখা হয়নি । শুনেছি খুব সুন্দর জায়গা ।
২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: এরপরে যখন দেশে আসবেন, তখন যাবেন। সেখানে যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্য অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আমরা যেতে সপ্তাহ খানেক দেরি করে ফেলেছিলাম। তখন পানি হ্রাস পেতে শুরু করেছিল।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- টাঙ্গুয়ার হাওর এখনো যাওয়ার সুযোগ হয়নি আমার।
২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: আগামী বছরের মধ্য অগাস্ট থেকে সেপ্টেম্বর এর শেষ পর্যন্ত যেকোন সময়ে দুই/তিন দিনের জন্য যাবেন, ইন শা আল্লাহ। খুবই ভালো লাগবে।
৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩২
জ্যাক স্মিথ বলেছেন: ছবি ও কবিতা ভালো লেগেছে। এমন মনোরোম প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আসলে মনে কবিতার আবির্ভাব হতে বাধ্য।
আমার অনেক দিনের ইচ্ছে সামু'তে একটা কবিতা পোস্ট করবো, কিন্তু লোকলজ্জ্বার ভয়ে আর পোস্ট করতে পারিনি।
২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: মনোরোম প্রাকৃতিক পরিবেশে মানুষের মন পাখা মেলে। তাই কবিতা লেখার জন্য এমন পরিবেশ অনুকূল।
লোকলজ্জ্বার ভয় আবার কিসের? সাহস করে একটা কবিতা লিখেই ফেলুন না, এবং সেটা পোস্ট দিয়ে জানাবেন। আমি তৎক্ষণাৎ কবিতাটি পড়ে আসবো।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর মুহুর্তগুলোকে ক্যামেরা বন্দী করেছেন। দারুন সব ক্লিক। সত্যিই অসাধারণ।
২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রাণিত হ'লাম।
৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
ডঃ এম এ আলী বলেছেন:
তিমির মলিনা বসনা, চারিদিকে কি ভীষণা অমারাত্রি
চোখে মুখে কারো নাহি ঘুম জেগে রয় দুরে বসি
দূরে যা দেখে তা যে আলো নয় শুধুই সব অলেয়া
মাঝে মাঝে চিতার বহ্নি কেঁপে কেঁপে উঠে জ্বলিয়া
কবি আজ পথ পর্যটনে শ্রান্ত,অনিদ্রা আঁধারে ক্লান্ত,
শান্তনা হয়ত কিছু পেয়েছে খুঁজে টাঙ্গুয়া সুনামগঞ্জে।
অমারাত্রির অবসানে অরুণোদয়ের শুভ মুহূর্তে
যে পুণ্য জলধারা টাঙ্গুয়ার হাউরে বহমান হয়ে
সেখানকার কলুষরাশি করেছিল অপসারিত,
তেমনি করেই তারই বুকে একে দিলেন একছত্র
কবিতায় স্মরণীয় এক ভাবুক মনের মানপত্র ।
এমন মানপত্রের দিব্যপ্রকাশের মাহেন্দ্রক্ষনে
নয়নাসার মাটির পৃথিবীকে যেন মালিনামুক্ত করে
কালো ধুয়াচ্ছন্য আকাশ বাতাশ করে দিলেন প্রচ্ছন্ন ।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: "তেমনি করেই তারই বুকে একে দিলেন একছত্র
কবিতায় স্মরণীয় এক ভাবুক মনের মানপত্র" - আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এমন চমৎকার কমপ্লিমেন্টারি কমেন্টের জন্য।
৮| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬
করুণাধারা বলেছেন: টাঙ্গুয়ার হাওরের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ছন্দ মেলানো ছড়াটিও ভালো লেগেছে। পড়তে পড়তে মনে পড়ে গেল, "ভোর হলো, দোর খোলো..."
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২
খায়রুল আহসান বলেছেন: পড়তে পড়তে মনে পড়ে গেল, "ভোর হলো, দোর খোলো..." -
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৯| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০২
সোহানী বলেছেন: ছবিগুলো দারুন সুন্দর এসেছে। মেঘ আলোছায়া জলাশয়.............. আমার খুব প্রিয়।
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলোর প্রশংসায় প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।
১০| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১:২৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
অরুণোদয়ের মানপত্র তে ছাপা ছবিগুলো যেমন সুন্দর তেমনই ছন্দবদ্ধ সুন্দর মানপত্রের ছড়াটি।
ভাবুক কবির ছবি ও ছড়া মিলেমিশে একাকার!
০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও তো ভারি সুন্দর!
ছবি ও ছড়ার প্রশংসায় প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৫
অর্ক বলেছেন: চমৎকার।