নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
শান্ত নদীটি যেন পটে আঁকা ছবিটি ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৯
Cool!
@Lower Kananaski's Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:09
গত সপ্তাহে কানাডার এ্যালবার্টা প্রভিন্সের কয়েকটি শহর ঘুরে এলাম। প্রথমে গিয়েছিলাম এডমন্টনে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমেছিল। রিজাইনা থেকে এডমন্টন/ক্যালগেরী লাঞ্চ ও কফি ব্রেক মিলিয়ে প্রায় নয়/ দশ ঘণ্টার পথ। সাথে দুটো শিশু ছিল বলে ব্রেকের সময়গুলো একটু বেশিই লেগেছিল। মোট পাঁচদিনের পরিকল্পিত সময়ের মধ্যে দুটো দিন পথের দূরত্বই খেয়ে ফেলেছিল। যাহোক, ফেরার আগের দিন পড়ন্ত বিকেলে আমরা গিয়েছিলাম Canmore শহরে, সেখান থেকে ফেরার পথে Peter Lougheed Provincial Park এর Lower Kananaskis Lake এ বেড়িয়ে এসেছি। আজকের এ ছবি ব্লগটি সেখানকারই কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে।
আমাদের সময়ের টান ছিল। ফলে সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি। সেখান থেকে ঘুরে আসার পর যখন ‘সেখানে গিয়েছিলেন এমন কয়েকজন’ এর সাথে আমরা আলাপ করলাম, তখন একটু আফসোসই হলো। কারণ তারা জানালেন যে Lower Kananaskis Lake এর পরিবর্তে আমরা যদি আরেকটু কষ্ট করে আরেকটু উপরে উঠতাম, তাহলে আমরা Upper Kananaskis Lake দেখতে পারতাম এবং সেটা আরও সুন্দর ছিল। বাড়তি পাওনা হিসেবে ফেরার পথে আমরা Lower Kananaskis Lake ও দেখতে পারতাম। যাহোক, বড়শি থেকে যে মাছটা ছুটে যায়, সেটা সাধারণতঃ বড়ই থাকে, তাই এ নিয়ে আফসোস না করাই ভালো।
আমার অনুমান, Kananaskis নামটা আদিবাসীদের (এবোরিজিনাল)। সেটা আজ অবধি অক্ষত রাখা হয়েছে। Upper Kananaskis Lake এর গভীরতা সর্বোচ্চ ১০৮ মিটার, আর Lower Kananaskis Lake এর গভীরতা সর্বোচ্চ ৪২ মিটার। উভয় লেকের জলই হিমবাহের বরফ গলা জল (glacier fed), তাই সাঁতারের অনুপযোগী। সেখানে দেখলাম একটি সতর্কবাণীতে লেখা রয়েছে যে সেখানকার শীতল জলে নামলে ১ মিনিটে শরীরে শক অনুভূত হবে, ১০ মিনিট থাকলে সাঁতারু পেশী নিয়ন্ত্রণ হারাবে আর এক ঘণ্টা টিকতে পারলে নির্ঘাত কোমায় চলে যাবে। কানানাস্কিসে আজ আমরা যেসব বরফাচ্ছাদিত পাহাড় দেখতে পাই, সেগুলো প্রাচীনকাল থেকেই Bow Valley Glaciers থেকে নেমে আসা হিমবাহ দিয়ে আচ্ছাদিত থাকতো। গবেষক প্রত্নতত্ত্ববিদগণ সাব্যস্ত করেছেন যে খৃষ্টপূর্ব ৪৫০০ সাল থেকে এখানে জনবসতির বিক্ষিপ্ত প্রমাণ পাওয়া গেছে। ১৮০০ খৃষ্টাব্দের শুরু থেকে Stoney and Blackfoot Indian Tribes রা পৌনঃপুনিক যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই অরণ্যস্বর্গটি তাদের নিজ নিজ দখলে রাখার প্রয়াস চালিয়েছে। কানানাস্কিসের নামকরণ নিয়ে দ্বিমত রয়েছে। ১৮৫৭ সালের ৩১ মার্চ তারিখে John Palliser নামে একজন অভিযাত্রিক The Royal Geographical Society এর President Sir Roderick Murchison কর্তৃক ঐ অঞ্চলে একটি অনুসন্ধানী দলের প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি লিখেছিলেন, কানানাস্কিস শব্দের অর্থ “জলের মিলনস্থল”। তবে পরবর্তীতে অনেকের মুখে মুখে প্রচারিত হয় যে এলাকাটির নামকরণ করা হয়েছিল “Kin-e-ah-Kis” নামের একজন আদিবাসীর নামানুসারে। যাহোক, সকল বিতর্কের ঊর্ধ্বে Stoney Tribe এর যে সকল আদিবাসী আজও ঐ এলাকায় বসবাস করে, তারা কানানাস্কি বলতে “নদীর মিলনস্থল” কেই বুঝায়।
শেষের অনুচ্ছেদের তথ্যগুলোর অধিকাংশ ব্লগার আর ইউ এর সৌজন্যে পাওয়া Bragg Creek & Kananaskis History নামে একটি রচনা থেকে অনূদিত ও উদ্ধৃত।
রিজাইনা (এ্যালবার্টা থেকে ফিরে)
০৭ জুলাই ২০২৪
শব্দ সংখ্যাঃ ৪২৬
(উপরের সবগুলো ছবি আমার তোলা। ডিভাইসঃ আই-১৩)
উদয়ের পথে (লোয়ার কানানাস্কিস লেকের পথে).....
৩০ জুন ২০২৪, ১৮ঃ৪২
On way to Lower Kananaskis Lake @Peter Lougheed Provincial Park
30 June 2024, 18:42
ওপাড়ে মেঘ, এপাড়ে ছায়া....
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৮ঃ৫৩
Clouds afar, shades nearer....
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 18:53
মন মোর মেঘের সঙ্গে....
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৮ঃ৫৩
My mind wanders along the clouds ....
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 18:53
বিস্মৃত নুড়িগুলো পরিত্যাক্ত পড়ে রয়,
যতক্ষণ না আরেকদল শিশু এসে
তাদের জলে ফেলে দেয়...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৩
The forlorn pebbles lie in waiting, for some children to come and play with them ....
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:03
এ পথে আমি যে গেছি একবার....
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৮ঃ৫৩....
I trod along this path, once upon a time.....
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
On 30 June 2024, 18:53
বোবা দর্শক...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৩
The silent spectators....
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:03
মানিকজোড় ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৩
A pair standing in peace!
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:03
নীরবে নিভৃতে এক-জোড় হয়ে দাঁড়িয়ে ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৪
The duo standing in silence!
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:04
বসে আছি একা একা ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৪
In waiting, in silence!
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:04
সৌম্য ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৫
Majesty!
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:05
এই পথ যদি না শেষ হয় ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ০৯
Had this path been never ending!
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:09
প্রশান্তি ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ১১
Tranquility
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:11
জল, স্থল, উপল ও মেঘের সখ্য ...
@লোয়ার কানানাস্কিস লেকের পশ্চিম পাড়....
৩০ জুন ২০২৪, ১৯ঃ১২
Intimacy
@Lower Kananaskis Lake, Peter Lougheed Provincial Park
30 June 2024, 19:12
০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২২
খায়রুল আহসান বলেছেন: বাহ, মেঘ নিয়ে বেশ সুন্দর কাব্য করলেন তো!
প্রথম মন্তব্য এবং প্রথম 'লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ।
২| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: ছবিগুলি সব সুন্দর!!!
এপাড়ে মেঘ ও পাড়ে ছায়ার জন্য গান মনে আসলো ভাইয়া.....
এপারে মুখর হলো কেকা ঐ
ওপারে নীরব কেনো কুহু হায়.....
০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: হুম! হুমায়ুন আহমেদ এর ধারাবাহিক নাটক 'নক্ষত্রের রাত' এর মাধ্যমে গানটি তখন বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
ছবিটি আপনাকে ঐ গানের কথা স্মরণ করিয়ে দিয়েছে জেনে প্রীত হ'লাম।
৩| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৯
আরইউ বলেছেন:
খায়রুল,
চমৎকার সব ছবি! ছোট ছোট ছবি পরিচিতি যুক্ত করার জন্য বাড়তি ধন্যবাদ।
আপনার পোস্ট পড়ে Kananaskis নামটা সম্পর্কে আগ্রহ জাগলো। আপনার ধারণাই সম্ভবত সঠিক মনে হচ্ছে; নামটা একজন ন্যাটিভ ইন্ডিয়ান ভদ্রলোকের বলে প্রচলিত আছেঃ Kananaskis is rumored to have been derived from “Kin-e-ah-kis.” Kin-e-ah-kis was a well known native who was attacked by another man with an axe. It was said that this was an altercation over a woman and that the attack took place at Seebe, where the Bow River and Kananaskis River meet. শব্দটার একটা মানে "The Meeting of Waters" বলছে একটা সোর্স।
আরো ছবি যেহেতু যুক্ত হবে বলেছেন, পরে এসে আবার দেখে যাবো।
ভালো থাকুন, সবসময়!
০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: ছবি ও ছবি পরিচিতির প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম।
আমার পোস্ট পড়ে কৌতুহলী হয়ে আপনি যে লিঙ্কটা উল্লেখ করেছেন, সেটার জন্য অশেষ ধন্যবাদ। আমার পোস্টের শেষ অনুচ্ছেদের প্রথম পাঁচটি লাইনের পর যে তথ্যগুলো সংযোজন করেছি, তা আপনার ঐ লিঙ্ক থেকেই জেনেছি এবং অনুবাদ করে তা উদ্ধৃত করেছি; এবং অবশ্যই, পোস্টের শেষে ঐ তথ্যগুলোর কৃ্তিত্ব আপনার, সেটাও উল্লেখ করেছি।
৪| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৪২
নয়া পাঠক বলেছেন: এইসব ভ্রমণ কাহিনী দেখলে মনে হয় সৃষ্টিকর্তা সকল সৌন্দর্য কেবল তাদেরই দিয়েছেন যারা তা সঠিকভাবে সংরক্ষণ করতে পারে। অথবা সঠিকভাবে সংরক্ষণ করেই এই সৌন্দর্য সাজিয়ে রেখেছে তারা। কোনটা সঠিক ঠিক বুঝতে পারি না।
সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সব সুন্দর সুন্দর ছবিগুলো আমার মত যারা ঘরকুনো ব্যাঙ তাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।
০৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: দুটোই সঠিক এবং একটা আরেকটার পরিপূরক।
ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। মন্তব্য এবং 'লাইক' এর জন্য ধন্যবাদ।
৫| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
মিরোরডডল বলেছেন:
ছবিগুলো ভীষণ সুন্দর!!!!!
০৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: ভালো লাগল, ধন্যবাদ।
৬| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছবিগুলো খুব সুন্দর।
লেকের পানির শকের কথা শুনে ভয় পেয়েছি।
০৮ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: এখানে 'শক' বলতে কোল্ড শক এর কথা বলা হয়েছে। হীট স্ট্রোকের মত 'কোল্ড শক'ও আচমকা মৃত্যু ডেকে আনতে পারে।
ছবিগুলোর প্রশংসায় এবং 'প্লাস' এ প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:১২
কামাল১৮ বলেছেন: ছবিগুলো খুব স্পষ্ট না।কোথায় জানি একটা সমস্যা। নাকি আমার চোখের সমস্যা।
০৯ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: না, আপনার চোখের কোন সমস্যা নয়; কারণ আপনি আর সবকিছুই তো ভালোই দেখেন। হয়তো আমারই ফোন-ক্যামেরার সমস্যা, নয়তো ছবি তোলা ও আপলোডের ব্যাপারে আমার অদক্ষতা এর জন্য দায়ী হয়ে থাকবে।
৮| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫১
ঢাকার লোক বলেছেন: 'ওপাড়ে মেঘ, এপাড়ে ছায়া' আমাকেও মনে করিয়ে দিলো উৎপলা-সতীনাথের যুগল কণ্ঠে অসাধারণ সেই গান,
ওপাড়ে তুমি রাধে, এপাড়ে আমি, মাঝে যদি বহে রে - -
ছবিগুলো সত্যি সুন্দর !
০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: বহুশ্রুত এ গানটির কথা মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ছবিগুলোর প্রশংসায় এবং 'প্লাস' এ প্রাণিত হ'লাম।
৯| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:০০
গেঁয়ো ভূত বলেছেন: সত্যি সুন্দর ছবিগুলো!!
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলোর প্রশংসায় এবং 'প্লাস' এ প্রাণিত হ'লাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
১০| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৯
করুণাধারা বলেছেন: মনে হচ্ছে প্রকৃতি তার আদি রূপ থেকে খুব বেশি পরিবর্তিত হয়নি! ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। এই আকাশ দেখে মনে পড়লো, এমন নীল আকাশ বহুদিন দেখিনি!
সবগুলো ছবি সুন্দর! তবে বিশেষভাবে ভালো লেগেছে "সৌম্য" নামের ছবিটি!
১০ ই জুলাই, ২০২৪ রাত ১:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার পছন্দের ছবিটির নামোল্লেখ করাতে প্রাণিত হ'লাম। মন্তব্য এবং 'লাইক' এর জন্য অনেক ধন্যবাদ।
১১| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৭
নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর ছবিগুলো! এক সময়ের স্বপ্নের দেশ আপনার চোখে দেখি, আপনার কাছে গল্পশুনি সে যে কী ভালো লাগে তা বলে বোঝানোর না, কেবল দোয়া করি আরো অনেক দিন আল্লাহ সুস্থ রাখুন আপনাকে আরো অনেক দিন যাতে ঘুরে বেড়াতে পারেন আর আমরা সেই গল্প শুনতে পারি, দেখতে পারি।
১০ ই জুলাই, ২০২৪ রাত ৩:১১
খায়রুল আহসান বলেছেন: এত আগ্রহ নিয়ে আমার পোস্টগুলো পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভকামনা, লেখার প্রশংসা এবং 'লাইক' পেয়ে অনেক প্রীত হ'লাম।
১২| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৯
নীল-দর্পণ বলেছেন: এই পথ যদি না শেষ হয়…ছবিটা দেখে মনে হচ্ছিলো ক্যালেন্ডারের পাতায়, ছবিতেই এমন দৃশ্য দেখতাম বাস্তবে আসলেই আছে এমন…!
১০ ই জুলাই, ২০২৪ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: "এই পথ যদি না শেষ হয়…" - আমাদের সহযাত্রী সবাই (আমি ছাড়া দশ জন) যখন লেকের পাড়ে নেমেছিল, আমি তখন ধীরে ধীরে এই পথটা দিয়ে পায়চারী করছিলাম আর এই গানটার কথাই ভাবছিলাম।
১৩| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫১
বৃতি বলেছেন: চমৎকার ছবি, ভাইয়া, বর্ণনার গুণে আরো সমৃদ্ধ। খুব ভালো লাগলো ব্লগটি।
১০ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে।
মন্তব্যে প্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা .....
১৪| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই সুন্দর ছবি ব্লগ।
১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং 'লাইক' এর জন্য অনেক ধন্যবাদ জানবেন।
১৫| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি মুগ্ধ করার মত প্রকৃতি।ছবি গুলো দেখে অনেক ভাল লাগল।
১১ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৩২
খায়রুল আহসান বলেছেন: সুন্দর প্রকৃতি আর ছবিগুলোর প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং 'প্লাস' এ প্রাণিত হ'লাম।
১৬| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৮
নতুন নকিব বলেছেন:
অসাধারণ সব ছবি আর চমৎকার ক্যাপশনে অত্যন্ত মনমুগ্ধকর পোস্ট। ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত প্রেরণাদায়ক একটা মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বিশেষ করে ক্যাপশনের কথাটা আলাদাভাবে উল্লেখ করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও প্রাণিত।
১৭| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৭
শাওন আহমাদ বলেছেন: ছবিগুলো চোখে শান্তি দিল। ফুরফুরে হলো মন।
১১ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও আমার মনে শান্তি দিল, মনটা ফুরফুরোও হলো।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৮| ০৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিস্মৃত নুড়িগুলো
সৌম্য
এই পথ যদি না শেষ হয়
জল, স্থল, উপল ও মেঘের সখ্য
ছবিগুলো বেশী ভালো লেগেছে।
Upper Kananaskis Lake মিস হয়ে যাওয়াটা আসলেই হতাশাজনক। কোন ট্যুরে এরকম কিছু মিস হয়ে গেলে খুব খারাপ লাগে। আমার অনেক ট্যুরেই এমন মিস করেছি অনেককিছু। সহমর্মিতা রইলো।
১১ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: আপনার ভালো লাগা চারটে ছবির শিরোনাম এখানে উল্লেখ করার জন্য ধন্যবাদ।
শেষের দুটো লাইন পড়ে অনেক প্রীত হ'লাম। প্লাসে প্রাণিত।
১৯| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
প্রকৃতি কতো মায়ায় যে দোলে তা এই ছবি কয়টি দেখলেই বোঝা যায়!
ভালো বলেছেন --- "বড়শি থেকে যে মাছটা ছুটে যায়, সেটা সাথারণতঃ বড়ই থাকে।"
১২ ই জুলাই, ২০২৪ রাত ১:৫২
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
২০| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: জলে, স্থলে, অম্বরে, উপলে, কত মায়ায় প্রকৃতি দোলে
চমৎকার শিরোনাম !! ছবিগুলো দারুনভাবে আপনার শিরোনামকে প্রতিনিধিত্ব করছে।
সুন্দর ++
১২ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৩০
খায়রুল আহসান বলেছেন: ছবি এবং শিরোনামের প্রশংসার জন্য ধন্যবাদ।
"ছবিগুলো দারুনভাবে আপনার শিরোনামকে প্রতিনিধিত্ব করছে" - মন্তব্যে প্রীত ও প্রাণিত।
২১| ১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৩
জুন বলেছেন: অসাধারণ আপনার ছবি ব্লগ সাথে অসম্ভব এক সৌন্দর্য। আর এই সুন্দর প্রকৃতিকে প্রান ভরে উপভোগ যেন করতে পারি তার জন্যই আমার ছেলে বারবার যেতে অনুরোধ করছে। কিন্ত আমি শীতের ভয়ে যেতে চাই না
জুন মাসে আমি নিউইয়র্ক থেকে ঢাকা ফিরে এসেছি, সে এক বিরাট কিচ্ছা যা ব্লগে লেখার ইচ্ছে আছে। এখন আবার সামনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার ছেলে আমাদের এই দ্বিধা দ্বন্দ্বে বিরক্ত হয়ে বলছে " এরপর তোমরা এয়ারপোর্টে নাইমা ফোন দিও, আমি নিয়া আসমুনে"
দেখি আল্লাহ ভরষা।
+
১২ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনার ছেলের আব্দার, আবেদন বা অনুরোধ- যাই বলেন না কেন, তা খুবই যথার্থ। এখন আর শীত নেই। অন্ততঃ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আবহাওয়া আরামদায়ক ও উপভোগ্য থাকবে বলেই আশা করা যায়। অক্টোবরেও হয়তো তেমন অসুবিধে হবে না।
সেই 'বিরাট কিচ্ছা'টা আস্তে আস্তে লিখা শুরু করুন। নিশ্চয়ই আমাদের সেই কিচ্ছাটা শুনতে ভালো লাগবে।
সুন্দর প্রকৃতি আর ছবিগুলোর প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং 'প্লাস' এ প্রাণিত হ'লাম।
২২| ১১ ই জুলাই, ২০২৪ রাত ২:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
কানাসকিক লেকের বিষয়ে আনেক সচিত্র তথ্য জানা গেল ।
লেকের প্যনরমিক দৃশ্য খুব সুন্দরভাবে আপনার ক্যমেরাতে
উঠে এসেছে ।
আমার কাছে আপার কানাসকিকের চেয়ে লোয়ার কানাসকিককেই
বেশী বৈচিত্রময় মনে হয়েছে । শুনেছি লোয়ার কানাসকিকের
সাথে যুক্ত নদীতে যে সমস্ত মাছ পাওয়া যায় তা দেখতে খুবই
সুন্দর । আপনার পোস্টটির সুবাদে বিষয়টি গুগল জরীপ
থেকে আজকে আরো ভাল করে জানতেও পারলাম ।
আমরাদের এখানে লেইক ট্রাইট ও রেইনবো ট্রাউট ফিলেট
কিনতে পাওয়া যায়, তবে দাম খুবই বেশী প্রতি ৬ পিস ফিলেটের
দাম গড়ে £৫০ পাউন্ডের মত , তবে খুবই স্বাদের মাছ ।
নীচে ছবি দেখানো হল যা অনেকটা আমাদের দেশের নদীর
পাংগাস মাছের মত দেখতে ও স্বাদের । এটা যে আর্কটিক
এলাকার স্বাদু পানির মাছ তাো জানা হল । ।
ভাল থাকার শুভ কামনা রইল
১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: হাস্যোজ্জ্বল শিকারী এবং আসন্ন নিয়তির কথা ভেবে (হয়তো) বিবশ 'লেক ট্রাউট'!
গুগুল ঘেঁটে আপনার কাছে আপার কানাসাস্কিসের চেয়ে লোয়ার কানাসাস্কিসকেই বেশী বৈচিত্রময় মনে হয়েছে জেনে খানিক স্বস্তি পেলাম।
"প্রতি ৬ পিস ফিলের দাম গড়ে £৫০ পাউন্ডের মত" - সে মাছের যত স্বাদই হোক, এমন উচ্চ মূল্যের কথা শুনলে খাওয়ার সাধটা কর্পূরের মতই উবে যায়। আমি এখনো সব কিছু প্রথমেই টাকায় হিসেব করে নেই তো, সে জন্যেই। আমেরিকাতেও দেখেছি, এখানেও দেখি প্রবাসী বাঙালীরা সবকিছুতেই ডলারের মূল্যটাকেই টাকায় বলে। প্রথম প্রথম খটকা লাগতো, এখন বুঝে গেছি ওদের আয় ডলারে, তাই ব্যয় এর অঙ্কটাকে ওরা 'টাকা' বললেও ডলারই বোঝায়। কারণ, 'টাকা'র পরিবর্তে ডলার বললে বাহুল্য অনেকটা হ্রাস পায়।
মন্তব্য এবং 'লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৭
নজসু বলেছেন:
মেঘ ভীষণ লাগে।
ছবিতে মেঘের দেশে হারিয়ে যাবো এখন।
মেঘের ভেলা বানিয়ে এখানে ভাসবো কিছুক্ষণ।