![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মাসও বাকী নেই দ.আফ্রিকা ফিফা বিশ্বকাপ-২০১০-এর জমজমাট আসরের। চলছে দল ঘোষণা। গতকাল সবচেয়ে আকর্ষণীয় দুই দল পেন্টাজয়ী ব্রাজিল আর দু'বারের চ্যাম্পিয়ন আজেন্টিনা দল ঘোষণা করেছে। ব্রাজিলীয় কোচ ডুঙ্গা আর আর্জেন্টাই কোচ ম্যারাডোনা মূলত: এক পথে হেঁছেন। বড়ো বড়ো কিছু মহাতারকাকে তাঁরা দলে রাখেন নি।
ব্রাজিল দলতো মনে হচ্ছে তারকাদের সাথে বিদ্রোহই করেছে। দলে নেই দু'বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো। বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার রোনালদো তো বহু আগে থেকেই কোচ দুঙ্গার দু'চোখের বালি। এখন বয়সও তার পক্ষে নেই। দলে নেই ইউরোপীয় লীগ দাপিয়ে বেড়ানো পাতো। এসি মিলানের এই মায়েস্ত্রোকেই ধরা হয় রোনালদো আর রোনালদিনহোর যোগ্য ওয়ারিশ। দলে নেই আরেক মহাতারকা আদ্রিয়ানো। সবচেয়ে বড় চমক আক্রমানাত্মক ফুটবলের জন্য খ্যাতিমান ব্রাজিলের ডিফেন্সিভ ঘরানায় চলে যাওয়া। দলে ফরোয়ার্ড মাত্র চারজন।
অন্যদিকে ম্যারাডেনাও চমক কম রাখেননি। ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে থাকা ইন্টারমিলানের দুই কুতুবমিনার জানেত্তি আর ক্যাম্বিয়াসো নেই তাঁর দলে। আলোচিত মিডফিল্ডার পাবলো আইমার নেই দলে। ম্যারাডোনার অবহেলায় অবহেলায় স্বেচ্ছায় অকাল অবসরে চলে গেছেন রিকুয়েলমে। বার্সার ডিফেন্ডার গাব্রিয়েল মিলিতো আর রিয়ালের মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোও নেই দলে। তবে ম্যারাডোনার দল খেলবে মেসির নেতৃত্বে আক্রমনাত্মক ফুটবল।
দেখা যাক, ম্যারাডোনার এটাকিং দল না ডুঙ্গার ডিফেন্সিভ দল বেশি কার্যকর ? সময়ই তার জবাব দেবে। আমরা অপেক্ষায় থাকবো দুর্দান্ত নয়নমনোহর ফুটবলের। লাতিন ছন্দে তো আমরা চিরদিনের ভক্ত।
সবশেষে চোখ বুলিয়ে নিন দুই দলে-
ব্রাজিল ( ২৩ জনের চূড়ান্ত দল)
গোলকীপার: হুলিও সিজার, হেউরেলহো গোমেস, দোনি। ডিফেন্ডার: মেইকন, দানি আলভেস, জিলবার্তো, মিশের বান্তোস, লুসিও, হুয়ান, লুইজাও, থিয়াগো সিলভা মিডফিল্ডার: জিলবার্তো সিলভা, ফিলিপো মেলো, হোস, ক্লেবারসন, এলানো, রামিরেজ, কাকা, হুলিও বাপ্তিস্তা ফরোয়ার্ড: লুই ফাবিয়ানো, রবিনহো, নিলমার ও গ্রাফিতে।
আর্জেন্টিনা (৩০ জনের প্রাথমিক দল)
গোলকীপার: আন্দুজার, ডিয়েগো পোজো, রোমেরা ডিফেন্ডার: নিকোলাস বার্দিসো, কলোচ্চিনি, দেমিকেলিস, আরিয়েল গার্সে, গাব্রিয়েল হেইঞ্জ, হুয়ান ইনসুয়ারালদে, নিকোলাস ওতামেন্দি, ক্লেমিন্তে রুদ্রিগেজ, ওয়াল্টার স্যামুয়েল মিডফিল্ডার: সেবাস্টিয়ান ব্লাঙ্কো, বোলাত্তি, জেসাস দাতোলো, ডি মারিয়া, গুতিয়েরেজ, মাসচেরানো, হুয়ান মার্সিয়ার, হাবিয়ের পাস্তোরে, ম্যাক্সি রুদ্রিগেজ, হোসে সোসা, ভেরন ফরোয়ার্ড: সার্জিয়ো আগুয়েরো, হিগুয়াইন, এজেকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি, ডিয়েগো মিলিতো, পালেরমো ও তেভেজ।
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৩৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি পিচ্চিকাল থেকে ব্রাজিল।
২| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৪৩
সাহেদ সাকিব বলেছেন: প্রথমে আর্জেন্টিনাকে ভাল লাগত ম্যারাডেনার জন্য
আর এখন
মেসির জন্য কারন ওর খেলা দেখতে আমার খুবই ভাল লাগে
তাইতো অবশ্যই বুঝতে পারতেছেন !!!!!!!!!
আমি ..............
আর্জেন্টিনা
ধন্যবাদ
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৪৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি ব্রাজিল সমর্থক ছোটবেলা থেকে। আপনার দলের জন্যও শুভকামনা রইলো। ইউরোপের গানিতিক ফুটবল আমি পছন্দ করিনা। আমি লাতিন সৌন্দর্যেভরা শিল্পময় ফুটবল ভালোবাসি।
৩| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৪৪
মো: ইউসুফ বলেছেন: ইসসিরে, আগে কি জমানা আছিল। আমার মনে আছে,২০০২ সালে রোনালদোর খেলা দেখে আমি মুহূর্তের মধ্যে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের সাপোর্টার বনে গিয়েছিলাম। রোনালদো পুরো ঝড় তুলে ফেলেছিল সেই টুর্নামেন্টে সাথে ছিল রোনালদিনহোর কারিকুরি করা পাস আর শট। এখন ব্রাজিলের খেলা দেখলে কান্দন আসে। ডুঙ্গা ব্রাজিল দলটারে পুরা এতিম বানিয়ে ফেলছে। এক কাকার খেলা দেখে আর কত মন ভরে?
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৪৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ডুঙ্গার ডিফেন্সিভ খেলায় আমিও বিরক্ত। তবু রেজাল্ট এলে না হয় এসব ভুলে যাবো।
৪| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৪৮
রাজিবুল ইসলাম বলেছেন: দল দেইখা ভাই পছন্দ হইছে। আমার তো পুরা মনডা বিলা হইয়া গেছিল। নিচের দিকে তাও চলে আক্রমন ভাগের কোন জৌলস নাই। ফ্যাবিকাস কি পারবে, মেসি, রুনি রোনাল্ড, দ্রগবা এদের সাথে পাল্লা দিতে।
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৫০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমারো সেই প্রশ্ন।
৫| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৫২
বন বিলাশি বলেছেন: ফুটবল মানে আর্জেনটিনার আর আর্জেনটিনা মানে মেসি।
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অবশ্যই। মেসি এক অনন্য প্লেয়ার !
৬| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৫৩
রাজিবুল ইসলাম বলেছেন: আমিও ভাই মানুষ হয়ে রোবটের মত খেলা একদম দেখতে পারি না। কিন্তু ডুঙ্গার বাচ্চা মনে হয় এইবার সেই পথেই হাটবে। ব্রাজ্রিলের খেরা দেখে মনে হবে ইতালির খেলা দেখছি।
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৫৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হায় রে ! অমোঘ সত্যি বলেছেন ভাইয়া। ধন্যবাদ।
৭| ১৩ ই মে, ২০১০ দুপুর ২:১৩
জটিল বলেছেন: স্কলারির আমলের কথা মনে পড়তাছে , রোমারিওরে মারা দিসিল বইলা অনেকে ক্ষ্যাপা ছিল , এইবার দুঙ্গার উপ্রে ভরসা আছে হাজার হইলেও দুঙ্গার জন্মদিন আমার দিনে
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জটিল কমেন্ট বস।
৮| ১৩ ই মে, ২০১০ দুপুর ২:১৬
Neelpoddo বলেছেন: ম্যরাডোনার দল দেখে আশাহত।তবে ফ্রন্টে শক্তিশালী এটাই ভরসা।
রোনালদিনহোকে ভাল পাইতাম ।
টীম দেখে ইতালীকেই সবচেয়ে পাওয়ারফুল লাগে।ব্যলান্সড।
স্পেনকে এবার ফেভারিট মনে হয়।
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ম্যারাডোনা বা ডুঙ্গা যার কথাই বলেন, চমক ঠিক আছে। রেজাল্ট না দিতে পারলে কবর আছে।
ইটালী ভালো দল। ৪ বার চ্যাম্পিয়ন।
স্পেন চোকার।
৯| ১৩ ই মে, ২০১০ দুপুর ২:১৮
শ।মসীর বলেছেন: অতকিছু বুঝতে চাইনা, আর্জেন্টিনারে জায়গামত দেখতে চাই
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি ব্রাজিল। আর্জেন্টিনা জিতলেও খুশী। আমি যে কোন মূল্যে লাতিন ফুটবলের জয় চাই। ওদের জয় মানে ফুটবল শিল্পের জয়।
১০| ১৩ ই মে, ২০১০ দুপুর ২:২১
টেকিবাবা বলেছেন: ব্রাজিল আর সে ব্রাজিল নাই আর আর্জেন্টিনা তো অলটাইম বিশ্বকাপের আগে হিট আর তারপর সবাইরে কান্দাইয়া আসল টাইমে ফ্লপ!! কোথায় গেলো সেই টাকলু রোনাল্ডো টাইপ খেলা আর কোথায় গেলো সে ম্যারাডোনার ওয়ান ম্যান আর্মি। এখন ইনাগো খেলা দেখলে ইউরোপের ক্লাবগুলার চেয়ে বেশী কিছু মনে হয়না। কোনো চমক নাই! মেসি বার্সাতে যে খেলা দেখায় জাতীয় দলে তার চার আনাও দেখাইতে পারবে না। আর্জেন্টিনাতে কি জাভি ইনিয়েস্তা আছে? নাই, তাইলে তারে বল সাপ্লাই দিবো কিডা? যাও বা ঐ টাইপ রিকুয়েলমে ছিল তারে তো ম্যারাডোনা খেদাই দিছে।
ক্রিকেটে ভারত-ফাকিস্তান আর ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল এই দুইদলের সাপোর্টার গো দু'চক্ষে দেখতে পারি না। এরা নিজেগো টিম বাদ পড়লে অন্য টিমটার খেলা দেখতে বসে এই আশা কইরা যে সেই টিম হারবো!! আর ক্রিকেট ফুটবলে আমি এই দলগুলার কাউরে সাপোর্ট ও করিনা!
আমার দল জার্মানি অন্তত আমারে কোয়ার্টার ফাইনালের আগে কান্দাইবো না, এইটা ইতিহাস সাক্ষী। তাগো জোড়া পায়ের ট্যাকল খাওনের লাইগা সব টিমকে আগাম আমন্ত্রণ!!
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: লে বাবা ! বস দেখি জার্মানী ! আমন্ত্রনটা ডুঙ্গা আর ম্যারারে ফরোয়ার্ড করে দিলাম।
১১| ১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩০
ইজীটক বলেছেন: রোনালদো দলে নাই কেমন জানি লাগতাছে।
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমারো। দি ফেনমেননকে মিস করবো। তবে বয়সটা ফেভার করছে না।
১২| ১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৬
জাগরূ৪৯ বলেছেন:
ফাইনালের আগে বলা যাবে না।
১৩ ই মে, ২০১০ দুপুর ২:৩৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তা তো ব্টেই। বসরা কোথায় গিয়ে তরী ডোবান সেইটাই কথা।
১৩| ১৩ ই মে, ২০১০ বিকাল ৪:৪৯
রাজীব বলেছেন: রোনালডিনহো কে বিশ্ব মিস করবে।
মেসি-তেভেজরা কি করে দেখার আগ্রহ আছে,
কেন যেন কোচরা আর্জেন্টিনা দলটিকে গোল দেয়া শিখাতে ভুলে যায়। ফলাফলঃ ম্যাচের ৭০% সময় বল তারা নিয়ন্ত্রন করে, খেলায় মুহুর্মুহু আক্রমন করে, অসংখ কর্নার, ফ্রীকিক পায় কিন্তু গোল পায় না, এবং শেষ সময় উল্টো গোল খায়।
ব্রাজিলেরও একই অবস্থা ছিল কিন্তু ওরা প্রায় এক যুগ আগে এই গোলক ধাধা থেকে মুক্তি পেয়েছে, আর্জেন্টিনা পাবে কি?
১৩ ই মে, ২০১০ বিকাল ৫:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দেখা যাক। আমি আবার ব্রাজিল।
১৪| ১৩ ই মে, ২০১০ বিকাল ৫:০৩
নষ্ট ছেলে বলেছেন: রোনালদিনহো নাই শুইনা ব্যাপক কষ্ট পাইছি
১৩ ই মে, ২০১০ বিকাল ৫:৩৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমিও।
১৫| ১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
---
ব্রাজিল দলেতো কোন স্টার প্লেয়ার নাই.......
তয় ষ্টার ছাড়া ব্যালেন্স টিম অনেক সময় ভাল রেজাল্ট দেয়|
রোনালদোর যৌবন কালে ফ্রান্সের সাথে খেলায় হেয় বলই পায় নাই, ফাক তালে ফ্রান্স ৩ গোল দিল.....!!
আমার কাছে মনে হয় একক যাদুকরী খেলার দিন শেষ, এখন দরকার ব্যালেন্স টিম|
তবে মনে রাখতে হবে হলুদ জার্সি পরে ব্রাজিল যখন মাঠে নামে তখন তাদের প্রতিটি খেলোয়ারই হয়ে যায় স্ট্রাইকার.......... :০
১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: যাক, একটু ভরসা পেলাম। আমি আবার ব্রাজিল।
১৬| ১৩ ই মে, ২০১০ রাত ১০:২৭
কাল্পনিক বলেছেন: ব্রাজিলের মেইন দুই খেলোয়ারতো কালো পোশাক পইরা মাঠে নামে, ব্রাজিলরে হারাইবো কেডা?
১৫ ই মে, ২০১০ সকাল ১০:১৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এটা পুরা সত্য হলে তো ব্রাজিল দশ বার চ্যাম্পিয়ন হতো।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১০ দুপুর ১:৩৪
রাজিবুল ইসলাম বলেছেন: আপনে কোনটা করেন ভাই।