নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার জন্য প্রশ্নমালা

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

ইতিহাস প্রিয় পাঠ্য নয়।

মাঝে মাঝে চোখ পড়ে যায়

কিছু কিছু বিচিত্র লেখায়।

বলা হয় 'অসভ্য' পূর্বসূরীরা

সভ্যতাসম্মত পোষাক পরেনি

গাছের বাকল, পাখির পালক, পশুর বাকল

ইত্যকার অর্ধনগ্ন,প্রায়নগ্ন পোষাকে সেজেছে

এ রকম ছবিমুখরিত বই দেখে দেখে শিক্ষায় পেকেছি।



অবাক নজরে দেখি

সভ্যতার ডগায় বিহারী নারী ও পুরুষ

ও রকম ছবিসম্মত পোষাকে হাজির !

ওটাই সভ্যতা ?

নাকি পুরো দেহ ঢাকা পোষাকে সভ্যতা ?



আরো পড়ে দেখি

সেই কালে হানাহানি,খুনোখুনি

রক্তপাত নিয়ত নিয়তি ছিলো।

বিচারে ন্যায্যতা ছিলো সুদূর বিহারী।

সে কালের ভোঁতাছুরি,তলোয়ার,ধনুক ও তীর

সুদূর পেছনে ফেলে

বিজ্ঞানসম্মত সব অস্ত্রপাতি দিয়ে

সভ্যতা শোভিত !

সে সকল অস্ত্র দিয়ে

আধুনিক, উত্তরাধুনিক ও উত্তর উপনিবেশিক

তরিকায় হানাহানি, খুনোখুনি চলে।

ভয়ে ভয়ে বলি, এসব সুসভ্য কাজকর্ম

হানাহানি, খুনোখুনি নামে অভিহিত হওয়া কি বিধেয় ?



পরের সাম্রাজ্য দখল, নারী ও সম্পদ লুট

ইতিহাসে অসভ্যতা নামে লেখা আছে।

এখন যে সব দখলের কাজকর্ম চলে

সে সবের সভ্য নাম আমিতো জানি না !



গুহামানবেরা কাঁচা মাংস খেয়ে

বেঁচেবর্তে গেছে।

তারপরে এলো পোড়া মাংসভোজ।

আজকাল আধুনিক রেস্তোরায়

পোড়া মাংস মেলে

গ্রিল ও বার বি কিউ

আধুনিক মসলাশোভিত।

একে কি মসলাসভ্যতা বলে ?



গুহাচিত্রে অর্থহীন আঁকিবুকি

অসভ্যতা বয়ে বয়ে চলে

আজকাল শিরোনামহীন

বিমূর্ত ছবিরা সভ্যতাকে কি নামে ডাকাবে ?



সেই সব অসভ্যতা কালে

মানুষের মাংস নাকি মানুষ খেয়েছে ?

এখন যে খানাপিনা চলে

তাকে আর মাংস নামে ডাকাই চলে না।

খুব ভেবেচিন্তে, শোষণ বঞ্চনা এ রকম নামে ডাকি

কেউ কেউ রক্তচোষা বলে

প্রকৃতপ্রস্তাবে এটা ইতর জনের ভাষা।

সভ্যতায় এসবের

কি নাম শোভন ?



অনেক প্রশ্নের ভীড়ে

সভ্যতাকে দু'একটা নিরীহদর্শন

প্রশ্ন করে যাই।

কেননা, আমিও সভ্যতার

স্কুল ও কলেজে

সভ্যতার পাঠ নিতে বেজায় পিপাসু।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সভ্যতার পাঠ নিতে আমরা সবাই উৎসুক ------
দারুন হয়েছে কবিতা

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,আপু। ভালো থাকবেন।

২| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

জাফরুল মবীন বলেছেন: ভাল লাগলো বেশ।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,ভাইয়া।

৩| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৬

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৪

বাংলার পাই বলেছেন: বর্তমান তথাকথিত সভ্যতার যুগে মানুষ যে বর্বারতার পরিচয় দিয়ে চলেছে, আমার মনে হয় আদিম যুগের সেই মানুষগুলো যাদের আমরা বর্বর বলে থাকি তারাও এতোটা বর্বর ছিলো না।

বিষয়বস্তুটা চমৎকার। কবিতাও দারুণ। শুভেচ্ছা রইল কবি।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা
+

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ,আপু। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.