![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১.
আমার সৃষ্টিকর্তা পুরো পৃথিবীকে
করেছে প্রশস্ত
হাটি চলি বাঁধা নেই
পেয়েছি সৃষ্টিকর্তার অস্তিত্ব।
ধরা ফ্রেমে বেঁধে আছি
সৃষ্টিকর্তার প্রেমে
সৎকাজে বাধা নেই
চলছি সৃষ্টিকর্তাকে জেনে।
২.
দেখ সৃষ্টিকর্তা প্রেমে জগৎ ডুবে আছে
সৃষ্টিকর্তা ভালোবেসেছে জগৎকে
এ এক বিশাল পরিধি
সৃষ্টিকর্তার অনুগ্রহ খেলা করে
আমার প্রতিটি অস্তিত্বের মাঝে
আমি কৃতজ্ঞ। আমি মুগ্ধ।
আমি ধ্যানি।
আমার প্রতিটি ধ্যানে
হে সৃষ্টিকর্তা আমি প্রাণ কেটে
উজাড় হয়ে ভালোবেসেছি।
তোমাকে ভালোবেসেছি সভ্যতার বুকে
মানুষের মাঝে ঘুরি
তোমাকে পাবো বলে
তোমার সৃষ্টির জগৎকে ভালোবেসে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৭ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: ধরা ফ্রেমে বেঁধে আছি
সৃষ্টিকর্তার প্রেমে
সৎকাজে বাধা নেই
চলছি সৃষ্টিকর্তাকে জেনে -- ভাল লাগলো।
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!