![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
১
সজাগ সৃষ্টিকর্তা
সজাগ আমার অন্তর
অস্থির পাপবোধ
আর পাপ করার নেশা
আমি পাপ থেকে বাঁচতে পারলাম না।
অন্তরের ময়লা দূর করব বলে
ধ্যানে, ধ্যান শেষে আবার আমায়
পাপ পেয়ে বসে।
যেখানেই ভাবি প্রভূকে
সেখানেই পাপবোধ ও প্রায়শ্চিত্ত।
এই আমার একার জগতের নেশা।
প্রভুর কাছে আরো অনুগ্রহ চায়
একটি নেশার , পাপ থেকে
বাঁচার নেশার ।
২
আমি হাটছি পাপের পথে, দম্ভের পথে
অন্ধকার দুঃখের পথে
আমার দায়ভার আমাকে কাদায়
আমি আমার দায়িত্ব নিতে পারলাম না
বিবেকের সাথে প্রতারণা
বিবেকের মানদন্ড বাঁচাতে পারলাম না
আমার মনের ব্যাধি
আমার ছলনা
প্রভুকে বোকা ভেবেছি কি?
আমিইতো বেশী বোকা
যে পাপে ঠাই পেলাম
সে পাপে আমাকে বাঁচাতে পারলাম না।
সাত হাজার দ্বায়িত্ব কাঁধে থাকলেও
দশটিও ভালো করে পারলাম না।
পাপে পড়ে তাকলেও আমার অন্তর
খুঁজে বেড়ায় আকাশের উপরের ভালোবাসা
আমার প্রভুর ভালোবাসা।
©somewhere in net ltd.