![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......
1
আমার হাটুর নীচে ব্যাথা , থুতনীতে ব্যথা
এ আমার কবিতা খাতার অবশিষ্ট পাতা
অনেক কবিতা লিখলাম
হতাশ হতে পারলাম না
মহান দয়া ও স্থেহ থেকে
আমার ক্ষুদা পেল
খাবারের জন্যে ধৈর্য ধরেই রইলাম
এ আমার বাড়তি প্রেরণা
প্রেরণা আমার পড়ে থাকা একার মাঝে
আমি হতাশ হতে পারলাম না
পাপ রক্ত আমার শরীরের মাঝে
অন্তর ভরা কালো ও দাগ
তবু বড় আকাশের মাঝে ও বড়
পৃথিবীতে , প্রশস্ত পথে ও আঙ্গিনাতে
আমার প্রভু আশা দেওয়ার ভঙ্গি দেখতে পেলাম
সেটাই আমার ভরসা।
2
আমি হাটছি পাপের পথে, দম্ভের পথে
অন্ধকার দুঃখের পথে
আমার দায়ভার আমাকে কাদায়
আমি আমার দায়িত্ব নিতে পারলাম না
বিবেকের সাথে প্রতারণা
বিবেকের মানদন্ড বাঁচাতে পারলাম না
আমার মনের ব্যাধি
আমার ছলনা
প্রভুকে বোকা ভেবেছি কি?
আমিইতো বেশী বোকা
যে পাপে ঠাই পেলাম
সে পাপে আমাকে বাঁচাতে পারলাম না।
সাত হাজার দ্বায়িত্ব কাঁধে থাকলেও
দশটিও ভালো করে পারলাম না।
পাপে পড়ে তাকলেও আমার অন্তর
খুঁজে বেড়ায় আকাশের উপরের ভালোবাসা
আমার প্রভুর ভালোবাসা।
©somewhere in net ltd.